Homeআপডেটদোল উৎসব উপলক্ষ্যে ‘‌বিশেষ...

দোল উৎসব উপলক্ষ্যে ‘‌বিশেষ ট্রেন’‌ চালাবে পূর্ব রেল, বাড়তি পরিষেবায় খুশি জনতা


হাতে আর বেশি সময় নেই। দোল উৎসব আসতে আর ১০ দিন বাকি। ইতিমধ্যেই এই উৎসবে মেতে উঠতে নানা পরিকল্পনা ছকে ফেলেছেন পর্যটকরা। শুধু দরকার দোল উপলক্ষ্যে বিশেষ ট্রেন। এবার সেটারও ব্যবস্থা করল পূর্ব রেল। দোল উৎসবকে মাথায় রেখে একাধিক বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল। দোল উৎসব পড়েছে সোমবার। তার আগে শনিবার এবং রবিবার ছুটি। তাই তিনদিন কোথাও থেকে ঘুরে আসার বিষয়ে পরিকল্পনা করেছেন অনেকেই। এবার অন্যত্র দোল উৎসব কাটাতে চান বহু পর্যটক বলে সূত্রের খবর।

এদিকে দোল বা হোলি উৎসবে ৬টি বিশেষ ট্রেন চালাবে বলে সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। তার ফলে বাড়তি ১৬ হাজার যাত্রী রেলে সফর করতে পারবেন বলে হিসাব ছকে বোঝা গিয়েছে। ট্রেনগুলি চলবে— শিয়ালদা–গোরক্ষপুর, শিয়ালদা–গয়া, শিয়ালদা–পুরী, কলকাতা–জয়নগর, মালদা–আনন্দবিহার, মালদা–বালসাদের মধ্যে। এছাড়া হাওড়া থেকে রাজস্থানের বারমে যাওয়ার ট্রেন, আসানসোল–নিউ জলপাইগুড়ি, মালদা টাউন–উড়না, হাওড়া–ইন্দোরগামী দোলের স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। সুতরাং বহু পর্যটক চাইলেই ভিন রাজ্যে গিয়েও দোল উৎসবে মেতে উঠতে পারবেন।

আরও পড়ুন:‌ উচ্চমাধ্যমিকে এবার নিয়ে আসা হচ্ছে সেমিস্টার পদ্ধতি, বাংলায় পড়তে হবে শ্রীজাতর কবিতা

অন্যদিকে শিয়ালদা থেকে গোরক্ষপুর যাওয়ার ট্রেন ২২ মার্চ সন্ধ্যায় ছাড়বে। ওই স্টেশন থেকে গয়ার উদ্দেশ্যে ট্রেন ছাড়বে ২৪ মার্চ রাতে। একই স্টেশন থেকে আবার পুরীর ট্রেন ছাড়বে ২৮ মার্চ রাতে। তারপর কলকাতা থেকে জয়নগর যাওয়ার ট্রেন ছাড়বে ২২ মার্চ রাতে। ২৫ মার্চ যেদিন দোল উৎসব সেদিন সকালে মালদা থেকে ট্রেন ছাড়বে আনন্দ বিহার যাওয়ার। আর মালদা থেকে বালসাদের ট্রেনটি ছাড়বে ২৪ এবং ৩১ মার্চ সকালে। হাওড়া–বারমের হোলি স্পেশাল ট্রেনের থামবে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান স্টেশনে। ২১ তারিখ হাওড়া থেকে ছাড়বে দুপুরে। নিউ জলপাইগুড়ি–আসানসোল হোলি স্পেশাল ট্রেন স্টপেজ দেবে জশিডি, মধুপুর, চিত্তরঞ্জনে। ২২ তারিখ এই ট্রেন জলপাইগুড়ি থেকে ছাড়বে। আর ২৩ মার্চ আসানসোল থেকে ছাড়বে।

এছাড়া আগামী ২৫ মার্চ গোটা দেশজুড়ে দোল উৎসব পালিত হবে। রঙের উৎসবে মেতে উঠবেন মানুষজন। বাংলা এবং বাঙালির কাছে এটা বিশেষ দিন। দোকানে ইতিমধ্যেই দেখা যেতে শুরু করেছে নানা রঙের আবির। আনন্দের সেই উৎসবকে কাজে লাগাতে চেয়েছে পূর্ব রেল। তাই যাত্রী পরিষেবায় বাড়তি ট্রেন চালাবে ভারতীয় রেল। যাতে সফর করতে পারেন অসংখ্য মানুষ। তবে হাওড়া থেকে বারাণসী যাওয়ার হোলি স্পেশাল ট্রেনও থাকছে। উড়না–মালদা হোলি স্পেশাল ট্রেন থামবে আভাইপুর, জামালপুর, সুলতানগঞ্জ, ভাগলপুর, সাহিবগঞ্জ এবং নিউ ফরাক্কা স্টেশনে।



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

Israel-Hamas War: হামাসের হয়ে কথা বলছে যুক্তরাষ্ট্র? বেঁকে দাঁড়াল ইসরায়েলের বিরুদ্ধে

  Israel-Hamas War: নেতানিয়াহুর হুমকি, ইসরায়েল প্রয়োজনে একা দাঁড়াবে। লড়াই করবে...

পর্যটকদের জন্য খুলে গেল সিকিমের নতুন গন্তব্য সাংলাফু লেক

ডেস্ক: পর্যটকদের জন্য এক নতুন গন্তব্যের দরজা খুলে দিল...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

BSF: লোকসভা নির্বাচনের চতুর্থ দফার এক দিন আগে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করল বিএসএফ

    BSF: আগামী ১৩ মে দেশে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্ব। আর তার আগে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। এদিন ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ বাংলাদেশীদের একটি বিশাল অনুপ্রবেশ বানচাল করল বিএসএফ। উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত এলাকায় মোতায়েন করা ৬৮তম কোরের বিএসএফ জওয়ানরা ১১ ও ১২ মে...

Suryakant Mishra: বিধানসভা ভোটের আগেই সরকার পড়ে যাবে, শুভেন্দুর সুরেই তোপ সূর্যকান্তের, পালটা দিল TMC

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বরাবরই দাবি করে আসছেন বিধানসভা ভোটের আগেই সরকার পড়ে যাবে। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। আর এবার সেই পথেই হেঁটে তৃণমূল সরকার পড়ে যাওয়ার সময় বেঁধে দিলেন সিপিএমের...

Israel-Hamas War: হামাসের হয়ে কথা বলছে যুক্তরাষ্ট্র? বেঁকে দাঁড়াল ইসরায়েলের বিরুদ্ধে

  Israel-Hamas War: নেতানিয়াহুর হুমকি, ইসরায়েল প্রয়োজনে একা দাঁড়াবে। লড়াই করবে সামর্থ্যের শেষটুকু দিয়ে । দরকার নেই যুক্তরাষ্ট্রকে। আর এভাবেই একা হয়ে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সুর কিন্তু খারাপ। গাজায় হামাসের কাছে হেরে যেতে পারে ইসরায়েল। ওয়াশিংটন হঠাৎ হামাসের হয়ে কথা বলছে কেন ? যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে...

পর্যটকদের জন্য খুলে গেল সিকিমের নতুন গন্তব্য সাংলাফু লেক

ডেস্ক: পর্যটকদের জন্য এক নতুন গন্তব্যের দরজা খুলে দিল সিকিম। উত্তর সিকিমের ‘সাংলাফু চো’ বা সাংলাফু লেক। লাচুং থেকে জিরো পয়েন্ট তথা ইউমেসামডং হয়ে যেতে হয় এই গন্তব্যে। সমুদ্রতল থেকে ৫০৮০ মিটার অর্থাৎ প্রায় ১৬৬৭০ ফুট উঁচুতে অবস্থিত এই লেক জিরো পয়েন্ট থেকে ৫ কিমি...

প্রধানমন্ত্রী-রাহুল গান্ধী মুখোমুখি বিতর্ক নিয়ে চর্চা তুঙ্গে! মোদী রাজি কি না জানা না গেলেও কটাক্ষের বন্যা বইয়ে দিচ্ছে বিজেপি

নয়াদিল্লি: লোকসভা নির্বাচন নিয়ে দেশ জুড়ে উত্তেজনা। এরই মধ্যে দুই অবসরপ্রাপ্ত বিচারপতি এবং একজন প্রাক্তন সংবাদপত্র সম্পাদক রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি প্রকাশ্য বিতর্কের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখেছেন। শনিবার কংগ্রেস নেতা সেই আমন্ত্রণ গ্রহণ করে চ্যালেঞ্জও জানান মোদীকে। তবে এ ব্যাপারে রাহুলকে কটাক্ষ...

Sandeshkhali new sting video: সন্দেশখালির জন্য কত মদ, টাকা, অস্ত্র লাগবে? হিসাব ‘গঙ্গাধরের’, সামনে নয়া ভিডিয়ো

প্রথম পর্বের আটদিনের মাথায় সন্দেশখালির স্টিং অপারেশনের দ্বিতীয় ভিডিয়ো প্রকাশ্যে এল। 'উইলিয়ামস' নামে একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে ওই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) আপলোড করা হয়েছে। প্রথম পর্বের মতোই ওই ভিডিয়োয় স্যান্ডো গেঞ্জি পরা এক ব্যক্তিকে দেখা গিয়েছে। যিনি সন্দেশখালি-২ ব্লকের বিজেপির...

Anubrata Mondal: অনুব্রতের বাড়ির ছাদে উড়ছে ‘জয় শ্রীরাম’ লেখা গেরুয়া পতাকা, লাগাল কে? কেউ জানে না

তিহাড় জেলে বন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা। এরই মধ্যে তাঁর বোলপুরের বাড়িতে ছাদের মাথায় 'জয় শ্রীরাম' লেখা গেরুয়া ধ্বজা উড়তে দেখা গেল। যা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হল বিতর্ক। বিরোধীদের দাবি, তলায় তলায় বিজেপির সঙ্গে আঁতাত হয়েছে তৃণমূলের। এই পতাকা...

Khejuri BJP joining: ভোটের আগে সভাপতির দলবদল, খেজুরি ২ পঞ্চায়েত সমিতি TMCর হাতছাড়া বলে দাবি BJPর

লোকসভা নির্বাচনের চলাকালীন পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বড়সড় ধাক্কা খেল তৃণমূল। পঞ্চায়েত সমিতির দলবদলু সভাপতি আচমকা তৃণমূল ছেড়ে বিজেপিতে ফেরায় শাসকদলের হাতছাড়া হল খেজুরি ২ নম্বর সমিতি। এর আগে সমিতির বোর্ড গঠনের মুহূর্তে তৃণমূলে যোগ দিয়ে সভাপতি পদে বসেছিলেন বিজেপির টিকিটে জয়ী উদয়শংকর মাইতি। তার...

HS result 2024: HS-এ ৬ নম্বরের জন্য মেলেনি স্টার, ‘কাউকে মুখ দেখাতে পারছি না’ লিখে নিখোঁজ ছাত্রী

আশানুরূপ হয়নি উচ্চমাধ্যমিকের ফল। সেই কষ্টে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন ছাত্রী। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন ওই ছাত্রী। ইতিমধ্যেই থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ছাত্রীর পরিবারের সদস্যরা। কিন্তু, এখনও পর্যন্ত তার কোনও হদিশ মেলেনি। এই অবস্থায় পুলিশের...

Akhil Giri on governor: ফের বিতর্কে কারামন্ত্রী, রাজ্যপালকে আক্রমণ করে কুরুচিকর মন্তব্য অখিল গিরির

রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মুর পর রাজ্যপালকে আক্রমণ করতে গিয়ে কুরুচিকর মন্তব্য করলেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি। যে বক্তব্য নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে। সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সেই অভিযোগ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে কুরুচিকর মন্তব্য করেন কারামন্ত্রী।বিতর্কিত মন্তব্যশুক্রবার কাঁথির...

Fact Check: দীপ্সিতাকে দেখে কান্না তৃণমূলের কল্যাণের? ভাইরাল ভিডিয়োর সত্যিটা জানুন

Claim:লোকসভা ভোটের প্রচারপর্ব যখন তুঙ্গে, তখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের হাই-হাউ করে কান্নার একটি ভিডিয়ো। ভিডিয়োটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে একজন ইংরেজিতে লিখেছেন, ‘সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরকে দেখে বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসুর প্রাক্তন শ্বশুর, শ্রীরামপুরের তিনবারের সাংসদ ও এবারের...

Israel-Hamas War: রাফায় হামাসের পাল্টা চাল, জাতিসংঘে ফিলিস্তিন পেল বড় সম্মান

  Israel-Hamas War: ফিলিস্তিনের উপর বিশ্বের বেশ কিছু দেশের এত রাগ কেন বলুন তো? কেন দেশটাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় না কিছু রাষ্ট্র? এবার পাল্টে গেল চাল। জাতিসংঘে ফিলিস্তিনের পাশে অধিকাংশ দেশ। একা ইসরায়েল এবার টক্কর দিতে পারবে তো? ওদিকে ইসরায়েল হামাস যুদ্ধে বলি গাজার সাধারণ...