Homeবিনোদনফ্রান্সে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে...

ফ্রান্সে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত নেতাজিকে নিয়ে পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘সন্ন্যাসী দেশনায়ক’


ফ্রান্সে আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে নির্মিত সেই ‘বিতর্কিত’ বাংলা ছবি। সম্প্রতি, ফ্রান্সের প্যারিস ও তুলুজে প্রদর্শিত হয় অম্লানকুসুম ঘোষের ‘সন্ন্যাসী দেশনায়ক’। তুলুজে আয়োজিত চলচ্চিত্র উৎসবে সংগীতের জন্য সেরার সম্মান আদায় করে নিয়েছে এই ছবি।

বিতর্ককে সঙ্গী করেই ২০২২ সালের ৪ নভেম্বর কলকাতায় মুক্তি পেয়েছিল ‘সন্ন্যাসী দেশনায়ক’। কলকাতায় এই ছবি মুক্তি পেয়েছিল বর্ষীয়ান সাংবাদিক-লেখক, সাংসদ স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে। নন্দন-সহ ৩৫টি প্রেক্ষাগৃহে। টানা তিন সপ্তাহ ধরে নন্দনে চলেছিল এই ছবি। তার আগে দিল্লিতে এই ছবির রিলিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর মুম্বইয়ে এই ছবির রিলিজে উপস্থিত ছিলেন চলচ্চিত্রশিল্পের বহু বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক মন্টি শর্মা, প্রখ্যাত আর্টিস্ট সমীর মণ্ডল। এ ছাড়া সুমন গঙ্গোপাধ্যায়, হরিশ ব্যাস-সহ আরও অনেক গুণীজন সেখানে ছিলেন। এ ছাড়াও ‘সন্ন্যাসী দেশনায়ক’ ছবিটি কানাডায় দেখানো হয়েছে। এই ছবিটি ভারতীয় অভিবাসীদের উপর ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে।

ছবির গবেষক, চিত্রনাট্যকার এবং পরিচালক অম্লানকুসুম ঘোষ বলেন, “২৩ আগস্টের শেষের দিকে ফ্রান্সের প্যারিস চলচ্চিত্র উৎসবের তরফ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। আমাদের কাছে ছবিটি পাঠানোর আবেদন করা হয়। কিন্তু ছবিটা পাঠাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। কারণ, ছবির ইংরাজি সাবটাইটেল থাকলেও ফরাসিতে ছিল না। ফলে ফরাসি সাবটাইটেল করতে বেশ খানিকটা সময় লেগে যায়। কিন্তু এর মধ্যে হল কী, ছবি পাঠানো হলেও আমার আর যাওয়া হল না। ভিসা পাওয়ার জন্য পর্যাপ্ত সময় হাতে না থাকাতেই আমার যাওয়া হয়নি”।

‘ফেস্টিভ্যাল দে সিনেমা ইন্ডিয়েন এ প্যারি’ হয়েছিল ৫-৮ অক্টোবর পর্যন্ত। সেখানে ‘সন্ন্যাসী দেশনায়ক’ ছবিটি দেখানো হয় ৬ তারিখের দুপুরে। পরিচালক জানান, “শুনেছি, খুবই সমাদৃত হয়েছে। বিচারকমণ্ডলীর সঙ্গে আমাকে কথা বলানো হয়েছে। সব মিলিয়ে যে খুব ভালো প্রতিক্রিয়া মিলেছে, সেটা আমাকে ওঁরা জানিয়েছেন। তার পরই প্য়ারিস থেকে প্রায় ৬০০ কিমি দূরে তুলুজে। সেখানে ‘ফেস্টিভ্যাল দে ইন্ডিয়েন’ চলচ্চিত্র উৎসব হয় ২৭ অক্টোবর। তবে অতি সম্প্রতি আমি জানতে পারি, আমাদের ছবি সেরা সংগীতের জন্য সেখানে পুরস্কৃত হয়েছে তুলুজে। এই ছবির সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। তাঁর সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। গান গেয়েছেন ইমন চক্রবর্তী, রেজওয়ানা চৌধুরি বন্যা, রাঘব চট্টোপাধ্যায়, পিউ মুখোপাধ্যায় প্রমুখ। বলে রাখি, এই ছবির জন্য় একটি গান বিনা পারিশ্রমিকে গেয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কিন্তু বেশ কিছু কারণে সেই গান আমরা ছবিতে ব্যবহার করতে পারিনি”।

বিদেশের মাটিতে ‘সন্ন্যাসী দেশনায়ক’-এর এই সম্মান প্রাপ্তিতে খুবই খুশি হয়েছেন পরিচালক অম্লানকুসুম ঘোষ। তিনি বলেন, “যে কোনো স্বীকৃতি আমাদের নতুন করে প্রেরণা দেয় আরও ভালো কাজ করার। সেটা যেখান থেকেই আসুক, যেমন ভাবেই আসুক – এই পুরস্কার নি:সন্দেহে আমাদের প্রত্যেককে উজ্জীবিত করেছে। এটা সবার জন্যই আনন্দের, গৌরবের ব্যাপার”।

তবে, বিদেশের মাটিতে ‘সন্ন্যাসী দেশনায়ক’ পুরস্কৃত অথবা কলকাতা-সহ সারা দেশে রিলিজ হলেও এই গবেষণাধর্মী ছবি নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। এই ছবির প্রদর্শনে নিষেধাজ্ঞা চেয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। যে মামলা এখনও বিচারাধীন। তবে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই ছবির প্রদর্শন বন্ধের কোনো অন্তর্বর্তী নির্দেশ জারি করেনি।

প্রসঙ্গত, এই ছবিতে নেতাজির ভূমিকায় অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর দুই ঘনিষ্ঠ সহযোগী লীলা রায় এবং মেহের আলির ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে লকেট চ্যাটার্জি এবং শাশ্বত চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: প্যারিস ও তুলুজে প্রদর্শিত হবে নেতাজিকে নিয়ে চলচ্চিত্র ‘সন্ন্যাসী দেশনায়ক’



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

Coochbehar Sunity Academy: HS মেধা তালিকায় নজর কাড়ল কোচবিহারের সুনীতি একাডেমি, সফলতার মন্ত্রটা জেনে নিন

সুনীতি একাডেমি। ফের মেধাতালিকায় জ্বলজ্বল করছে কোচবিহারের সরকারি এই...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

HS 2024 Result Declared: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হল! কত নম্বর পেয়েছেন? এখানেই দেখে নিন নিজের রেজাল্ট

উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়ে গেল। এখন সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। সেই সাংবাদিক বৈঠক কিছুক্ষণ চলবে। তবে নিজেদের রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কারণ দুপুর ৩ টে থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন...

Coochbehar Sunity Academy: HS মেধা তালিকায় নজর কাড়ল কোচবিহারের সুনীতি একাডেমি, সফলতার মন্ত্রটা জেনে নিন

সুনীতি একাডেমি। ফের মেধাতালিকায় জ্বলজ্বল করছে কোচবিহারের সরকারি এই স্কুলের নাম। অতীতে যে স্কুল নারীশিক্ষায় আলোকবর্তিকাকে তুলে ধরেছিল সেই স্কুল ফের জানিয়ে দিল বাংলার শিক্ষাক্ষেত্রে তার উজ্জ্বল উপস্থিতি। এবারও একাধিক ছাত্রী উচ্চমাধ্যমিকে রাজ্যের মেধাতালিকায় স্থান করে নিয়েছে।স্কুল সূত্রের জানা গিয়েছে এবার সব মিলিয়ে ১২৯জন পরীক্ষা...

Narendrapur Ramakrishna Mission in HS: মাধ্যমিকে ৬, উচ্চমাধ্যমিকে ৬, মেধাতালিকা মানেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়!

মাধ্যমিকে ছিল ছয়জন। উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছয় পড়ুয়া। একজন দ্বিতীয় স্থান অধিকার করেছেন। একজন ষষ্ঠ স্থানে আছে। নবম স্থান অধিকার করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র। আর দশম স্থানে আছে আরও দু'জন পড়ুয়া। আর তাঁদের মধ্যে দু'জনের উচ্চমাধ্যমিক স্তরে...

Santanu Thakur: অসমের ডিটেনশন ক্যাম্পের ভুয়ো ছবি বানিয়ে পোস্টার ছাপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

CAA নিয়ে তৃণমূলের অপপ্রচারের অভিযোগে ফের একবার সরব হলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তাঁর দাবি, সম্প্রতি তৃণমূলের তরফে প্রচারিত একটি পোস্টারে অসমের ডিটেশন ক্যাম্পে বন্দি এমন সব মানুষের ছবি দেখানো হয়েছে যারা আসলে অসমের বাসিন্দাই নন। তৃণমূলের...

BSF Firing: গরুপাচারের জন্য কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা, BSFএর গুলিতে নিহত ২ বাংলাদেশি

দার্জিলিং জেলার ফাঁসিদেওয়ার ভারত - বাংলাদেশ সীমান্ত থেকে ২ বাংলাদেশির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে অনুমান। বুধবার সকালে ফাঁসিদেওয়ার ভারত -বাংলাদেশ সীমান্তের ফকিরপাড়া এলাকায় সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে দুই বাংলাদেশির মৃত্যুর...

Sandeshkhali latest Update: মাঝরাতে রেপ? কিছুই হয়নি, মিথ্যে বুঝিয়ে সই করিয়েছিল, সন্দেশখালিকাণ্ডে বিস্ফোরক মহিলা

সন্দেশখালিকাণ্ড কি বুমেরাং হয়ে ফিরছে বিজেপির দিকে? যেভাবে একের পর এক অভিযোগ সামনে আসছে তাতে ক্রমেই অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের। সন্দেশখালির এক মহিলা সংবাদমাধ্য়মের ক্যামেরার সামনে দাবি করেছেন, ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগে সই করিয়ে নেওয়া হয়েছে। ধর্ষণের সাজানো কথা বলানো হয়েছিল। সবটাই ভুল বুঝিয়ে করানো হয়েছিল।...

Kolkata Municipal Corporation: ১০০ মিমি বৃষ্টি হলেও দ্রুত নামবে জল, কত সময় লাগবে? জানিয়ে দিল কলকাতা পুরসভা

বর্ষা এলেই জলমগ্ন হয়ে ওঠে কলকাতার বিভিন্ন প্রান্ত। কোথাও হাঁটু জল, আবার কোথাও কোমর অবধি জল জমে। অনেক ক্ষেত্রেই আবার কয়েকদিন ধরে জল জমে থাকতে দেখা যায়। তবে এবার আর তা হবে না। এবার ১০০ মিলিমিটার অবধি বৃষ্টি হলেও ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যে...

HS 10th rank: মাধ্যমিকের পর HS-এও দশম হলেন তমলুকের তন্নিষ্ঠা, স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া

মাধ্যমিকে দশম হয়েছিলেন। উচ্চমাধ্যমিকেও সেই স্থান ধরে রাখলেন তমলুকের বাসিন্দা তন্নিষ্ঠা দাস। উচ্চমাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৭। তমলুকের বাসিন্দা হলেও মাধ্যমিকের পরে কলকাতার স্কুলে ভরতি হয়েছিলেন তন্নিষ্ঠা। কলকাতা থেকে পড়াশোনা করেই উচ্চমাধ্যমিকে দশম হয়েছে। তাঁর সাফল্যে বেজায় খুশি তাঁর পরিবারের সদস্যরা। একইসঙ্গে ভবিষ্যতে তিনি...

‘‌আমি নৃত্য শিল্পী হতে চাই’, চেনা ছকের বাইরে গিয়ে জানালেন পঞ্চম স্থানের সুস্বাতী

ভাল ফল বা র‌্যাঙ্ক করলেই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে তার কোনও মানে নেই। আজ এই বিষয়টি বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠল উচ্চমাধ্যমিক ফলপ্রকাশের পর। কারণ বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হতেই দেখা যায়, পঞ্চম স্থান অধিকার করেছে বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী সুস্বাতী কুণ্ডু। মেধাতালিকায়...

HS 2024 Topper List: প্রথম আলিপুরদুয়ারের অভীক, দ্বিতীয় রামকৃষ্ণ মিশনের- উচ্চমাধ্যমিকে সেরা তিনে কারা?

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। এখনও ফলপ্রকাশ প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ হয়নি। আপাতত সাংবাদিক বৈঠক করে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা ঘোষণা করছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদের তরফে জানানো হয়েছে, এবার ৬৯ তম দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হল। এবার পাশের হার...

SSC Scam: সুবীরেশদের বিচার শুরুর অনুমতি দেওয়ার ক্ষমতা কার? মুখ্যসচিবকে জানাতে বলল আদালত

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি কে দেবেন তা নিয়ে আদালতে ধোঁয়াশা জারি রইল বুধবারও। এদিন বিচারপতি জয়মাল্য বাগচী এব্যাপারে মুখ্যসচিব বিপি গোপালিকার মত জানতে চেয়েছেন। এব্যাপারে আইন কী বলছে তা রাজ্যকে আদালতে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।আরও পড়ুন: মাঝ আকাশে...

WB Uchha Madhyamik Full Merit List: ৪৯৬ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম অভীক, প্রথম দশে আরও ৫৭ জন, একনজরে মেধাতালিকা

এবারের উচ্চমাধ্যমিকে প্রায় ৮ লাখ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। পরীক্ষায় পাশের হার ছিল ৮৯.৯৯ শতাংশ। তার মধ্যে ৭০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২২.৩৮ শতাংশ, ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৮.৪৭ শতাংশ। আর প্রথম দশে স্থান পেয়েছেন ১৫ জেলার...