Homeমিতালিকে নিয়ে 'অশালীন' মন্তব্যঃ...

মিতালিকে নিয়ে ‘অশালীন’ মন্তব্যঃ বিতর্কে জড়ালের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর

ওয়েব ডেস্কঃ   ভারত-ইংল্যান্ডের মহিলা বিশ্বকাপ ফাইনাল শুরু হওয়ার আগে থেকেই নানা ঘটনার সূত্রপাত হতে শুরু করে। এদিন নাকি অক্ষয় কুমার স্টেডিয়াম পর্যন্ত খালি পায়ে হেঁটে এসেছিলেন।

Image result for rishi kapoor issue on women worldcup

টানটান উত্তেজনার এক গেম শুরু হয়ে যায়। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে মহারণে মিতালিরা। সেখানে সারা দেশ ও গোটা বলিউড কামনা করছে ‌বিশ্বকাপ ঘরে আনুক মহিলারা। সকলেই শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন। তার মধ্যেই চরম অশালীন ইঙ্গিত করে বসলেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর।

Image result for rishi kapoor issue on women worldcup

 

প্রবীণ এই অভিনেতা কী বলেছেন শুনলে অবাক হবেন — ২০০২-এ ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর লর্ডসে সৌরভ গঙ্গোপাধ্যায় জার্সি ওড়ানোর ছবি দিয়ে ঋষি কাপুর দাবি করেন, সেই কাজটির পুনরাবৃত্তি হোক। আর এতেই ট্যুইটারে শুরু হয়েছে জোর আলোচনা।

Image result for rishi kapoor issue on women worldcup

প্রসঙ্গত, স্মৃতির ব্যালকনিতে লর্ডসে মহারাজকীয় কায়দায় জার্সি খুলে সৌরভের ইংরেজ ক্রিকেটারকে জবাব দেওয়ার সে অভিব্যক্তি আজও মানুষের মনে রয়েছে। মিতালিরা লর্ডসে যখন ইংল্যান্ডের বিরুদ্ধে খেললেন, তখন সেই ঘটনাই মাথায় আসে। সবাই অদ্বিতীয়াদের জয় চেয়েছিলেন, তাবলে সৌরভের সেই জার্সি ওড়ানো ঘটনার পুনরাবৃত্তি মহিলাদের থেকে কেউই চাইবেন না। কাল ঋষি কাপুর যে পুনরাবৃত্তি দাবি করেছেন তা নেটিজেনরা মোটেও ভালো চোখে নিচ্ছেন না।

‌ঋষি কাপুর বিষয়টি কোনও খারাপ মানে করে বলতে চাননি বলে পরে দাবী করেন। আসলে তিনি মিতালিদের জয়ের কথাই বলতে চেয়েছিলেন। পরে অস্ৱস্তিতে পরে ঋষি কাপুর ফের ট্যুইট করেন লেখেন…কী ভুল টা বলেছি! আমি সৌরভকেই জার্সি ওড়াতে বলেছি, ‌যত সব নোংরা মন…

 

টিম ইন্ডিয়া আজ হেরে গেল। ৯ রানে চতুর্থবারের জন্য ওয়ার্ল্ডকাপ জিতল ইংল্যান্ড। রুদ্ধশ্বাস ম্যাচে অভিজ্ঞতার অভাব চোখে এলো মিতালিবাহিনীর। জেতা ম্যাচের চাবিকাঠি অধরা থাকলেও স্পন্সরবিহীন এই দল বুঝিয়ে দিল ২০০৫ সালের মতো ভারত ফাইনাল খেলতে পারে। মিতালি-ঝুলনদের লড়াই মনে রাখবে মানুষ। যেখানে ইংল্যান্ডের মহিলাদের বিশাল চেহারা, ওয়েল ট্রেন্ড বডি সেখানে ভারতীয়দের দেখলেই বোঝা যায় সেভাবে যত্ন তারা পাননি।

তবু লড়াই তো করেছে। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনাল পর্যন্ত আসার পথটা দীর্ঘ। আজও ৪ উইকেটে ১৯১ ছিল যা গুটিয়ে গেল ২১৯ রানে ভারতের। ইংল্যান্ডকে কম রানে আটকে রাখলেও মিতালিদের বিশ্বকাপ হাতে তোলা হল না। আঠাশ রানে সাত উইকেট তাসের ঘরের মতো গেল। কারণ অভিজ্ঞতা। সেই মাইন্ড ম্যানেজার এই ভারতীয় দলে অভাব। আসলে সেই টাকার অভাব। কোহলিদের মতো যত্ন তারা পাননি। তাই মানতে হল হার। তবু লড়াই করেছিল।

মেঘলা আবহাওয়া, তার উপরে ঢালু লর্ডসের পিচে ২২৯ মোটেও হেলাফেলার স্কোর ছিল না। অভ্যাসে না থাকলে সমস্যায় পড়তে হয় বাঘা বাঘা ব্যাটসম্যানদের। শেষের দিকে ভাল বৃষ্টি শুরু হয়েছিল। এদিন শুরুতেই ফের আউট হয়ে ‌যান স্মৃতি মনধানা। সেখান থেকে খেলা ধরেন পুনম রউত ও ভারতের নির্ভর‌যোগ্য ব্যাটসম্যান অধিনায়ক মিতালি রাজ। মিতালিকে ‌যখন সেট হলেন ঠিক তখনই রান আউট হয়ে গেলেন। ১৭ রানে মিতালি আউট হওয়ার পরে ক্রিজে এলেন আগের ম্যাচের নায়ক ‘পাঞ্জাবি হ্যারিকেন’ হরমনপ্রীত কৌর।

Image result for harprit kaur cricket

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭১ রানে অপরাজিত ছিলেন। আজ সেখান থেকেই যেন শুরু করেছেন। তাঁর হাত থেকে বেশ কয়েকটা ধাঁধানো ছক্কা। অন্যদিকে রক সলিড পুনম রউত। দু’জনের পার্টনারশিপ ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে ‌যাচ্ছিল। অর্ধ শতরান করার পর আউট হলেন হরমনপ্রীত, কিছু বল তিনি অতিরিক্ত খেলেছিলেন। তখন ঝুঁকি নেওয়ার দরকার আদৌ ছিল না। ১৩৮ রানে পড়ল ৩ উইকেট। ১৯১ রানে পড়ল চার নম্বর উইকেট। সেট ব্যাটসম্যান পুনম রউত ৮৬ রানে আউট হলেন। এরপর থেকে আসা ‌আর ‌যাওয়া। অকারণ তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে এলেন ভারতীয় মহিলারা। এর আগে অবশ্য বোলিংয়ে বাংলার ঝুলন গোস্বামী দারুণ পারফরম্যান্স করেছেন। দশ ওভারে ৩টি মেডেন ওভার সহ ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।

Image result for rishi kapoor issue on women worldcup

১৯১ রানে পড়ল চার নম্বর উইকেট। রউত আউট হলেন। তিনি সেট ব্যাটসম্যান। তাঁর দেখে খেলা উচিত ছিল। পুনম আউট হওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ল মিতালির দল। তবে এই ফাইনাল পর্যন্ত লড়াইটা ভুলবে না ভারতবাসী। শেষ উইকেট যাওয়ার পরে মুখ ঢেকে ফেলেন মিতালিরাজ। তবু সাহসগুলো ছিল। অভিজ্ঞতার অভাবের জন্য হারতে হল, বৃষ্টি ভেজা লর্ডসে। এখন একটাই আশা এবার হয়তো মহিলা ক্রিকেট নিয়ে দেশ ভাববে। অন্তত লাইভ সম্প্রচারটুকু হবে চ্যানেলে খেলাগুলি। স্পন্সর আসবেন। তবে যেন টাকার লোভে পেশাদার খেলার দিক থেকে ফোকাস নষ্ট না হয় সেটুকুই অদ্বিতীয়াদের কাছে আশা করব।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটারে লিখেছেন, “মহিলা ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিয়েছেন আজ। দারুণ দক্ষতা ও ধৈ‌র্য দেখিয়েছেন তাঁরা। দলকে নিয়ে আমরা গর্বিত।”

Image result for harprit kaur on final match of world cup 2017

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

SSC Scam: ১৯ হাজার চাকরি বৈধ, দিতে পারব তালিকাও, সুপ্রিমকোর্টে শুনানিতে প্রথমবার বলল SSC

SSC নিয়োগ দুর্নীতি মামলা শুনানিতে মঙ্গলবারও চাকরিপ্রার্থীদের হয়ে...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

SSC Scam: অযোগ্যদের হয়ে সওয়াল করব না বলেও সুপ্রিম কোর্টে বেতন ফেরতের বিরোধিতা SSCর

SSCর চাকরি বাতিল মামলায় দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়াদের হয়ে সুপ্রিম কোর্টে কোনও সওয়াল করবে না SSC. মঙ্গলবারের শুনানিতে ভারতের প্রধান বিচারপতির সামনে একথা জানাল তারা। তবে এদিন অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশ খারিজের দাবিতে সরব হন SSCর আইনজীবী। যাতে প্রশ্ন উঠেছে তাদের অভিষন্ধি নিয়ে।আরও পড়ুন:...

Akshaya Tritiya: ১০০ বছর পর এমন শুভ যোগ! দেবীর আশীষ পেতে অক্ষয় তৃতীয়ায় করুন এই ৫ কাজ

  Akshaya Tritiya: ১০০ বছর পর অক্ষয় তৃতীয়ায় এমন শুভ যোগ। হেলায় হারাবেন না এই সূবর্ণসুযোগ। বাড়তি আয় বৃদ্ধির জন্য অক্ষয় তৃতীয়ায় করুন এই ৫টি‌ কাজ সংসারে হু হু করে ঢুকবে অগাধ সুখ-সৌভাগ্য! ফিরবে অর্থভাগ্য, সংসারে আসবে শান্তি। সেই সাথে সারা বছর বজায় থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ।...

SSC Scam: ১৯ হাজার চাকরি বৈধ, দিতে পারব তালিকাও, সুপ্রিমকোর্টে শুনানিতে প্রথমবার বলল SSC

SSC নিয়োগ দুর্নীতি মামলা শুনানিতে মঙ্গলবারও চাকরিপ্রার্থীদের হয়ে কোনও সওয়াল করল না রাজ্য সরকার। বরং অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্ট যে CBI তদন্তের নির্দেশ দিয়েছে তা খারিজ করার পক্ষে এদিনও সওয়াল করেন রাজ্যের আইনজীবী। মঙ্গলবারের শুনানিতেও এই বিষয়ে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের...

কালবৈশাখী ঝড়ে নিহত পরিবারগুলিকে সমবেদনা মুখ্যমন্ত্রীর, এক্স হ্যান্ডেলে দিলেন সাহায্যের আশ্বাস

গ্রীষ্মের দাবদাহ দীর্ঘদিন সহ্য করার পর সোমবার রাত থেকে মুক্তির বৃষ্টি শুরু হয়। আর যত না বৃষ্টি হয়েছে তার চেয়ে বেশি বাজ পড়েছে। অঝোর ধারায় বৃষ্টি কলকাতা–সহ গোটা রাজ্যেই দেখা দেয়। তার সঙ্গে ঝোড়া হাওয়া বইতে শুরু করেছিল। কালবৈশাখীর এই তুমুল দাপটে প্রাণ গেল...

Kedarnath: তুষার চাদরে ঢাকা কেদারনাথ! এবছর কবে খুলছে মন্দিরের দরজা?

  Kedarnath: কেদারনাথ দর্শনে যাচ্ছেন? জানেন কবে থেকে খুলছে মন্দিরের দরজা? অবশেষে শিব ভক্তদের জন্য সুখবর শোনালো কর্তৃপক্ষ। দিনক্ষণ ঘোষণা করে দিল মন্দির কমিটি। আর অপেক্ষা নয়, চলতি মাসেই খুলে যাচ্ছে কেদারনাথের দরজা। এই মাস থেকেই যেতে পারবেন কেদারনাথ দর্শনে। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গেছে তোড়জোড়। জানেন...

Singur Dakat Kali: মা সারদার মধ্যেই রক্তচক্ষু কালীর মুখ! হাড়হিম করে দেবে এই মন্দিরের কাহিনী

  Singur Dakat Kali: মায়ের পুজো শেষেই উঠত হা রে রে রে রব! খোদ রঘু ডাকাত করতেন এই মায়ের পুজো। মায়ের আশীষ নিয়েই চলত দেদার লুটপাট। জানেন বাংলার বুকে কে এই ভয়ঙ্করী দেবী? যার মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে হাড়হিম করা ইতিহাস। এই ডাকাতকালীর কথা শুনলে এখনও গায়ে...

আবগারি দুর্নীতি মামলায় আবারও ধাক্কা মনীষ সিসোদিয়ার, বাড়ল বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় আবারও ধাক্কা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি নেতা মনীষ সিসোদিয়ার। তাঁর বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আবারও এক বার বাড়িয়ে দিল আদালত। জানা গিয়েছে, দিল্লির আবগারি নীতি সম্পর্কিত অর্থ পাচারের মামলায় সিসোদিয়ার বিচার বিভাগীয় হেফাজত ১৫ মে পর্যন্ত বাড়িয়েছে রাউজ অ্যাভিনিউ আদালত। সিবিআই...

Admission stopped in class 11: প্যানেল বাতিল হওয়ায় একাদশ-দ্বাদশের শিক্ষক নেই, ভরতি বন্ধ রাখল বীরভূমের স্কুল

২০১৬ সালের প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতার হাইকোর্ট। যার ফলে চাকরি যেতে বসেছে ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর। এর ফলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় ১২ শতাংশ শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছে। সেই সঙ্গে কয়েক হাজার শিক্ষা কর্মীরও চাকরি গিয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানির...

Iran-Saudi Arabia: ইরানের ঘোর শত্রু সৌদি আরব, দায়ী কী ইসরায়েল?

  Iran-Saudi Arabia: সৌদি আরব আর ইরান, একে অপরকে যেন সহ্য করতে পারে না। চীনের মধ্যস্থতা ক্ষতের মলম লাগলেও, দুই দেশ আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্য মাঝেমধ্যেই নেমে পরে তীব্র লড়াইয়ে। প্রায় কয়েক দশক কেটে গিয়েছে, কিন্তু দুই দেশের শত্রুতা কমেনি। সাম্প্রতিক সময় ইসরায়েল আর হামাস দ্বন্দ্বকে কেন্দ্র...

Deer horns: ১০ বছর ধরে সংগ্রহ করা হরিণের ৬২টি শিং পুড়িয়ে নষ্ট করল বন বিভাগ, কারণ জানেন?

বন্যপ্রাণীর দেহ অথবা দেহাংশ বিশেষ করে দাঁত, শিং প্রভৃতি পাচার রুখতে বিশেষভাবে সক্রিয় রয়েছে বনদফতর। সাধারণত জঙ্গলে বিভিন্ন সময়ে বিভিন্ন বন্য প্রাণীর দেহাংশ উদ্ধার হয়ে থাকে। বিশেষ করে হরিণের শিং, হাতির দাঁত- এগুলি কখনও প্রাকৃতিক নিয়মে খসে পড়ে আবার কখনও দুই প্রাণীর মধ্যে সংঘর্ষে...

Rain and storm effect in South Bengal: ৭৭ কিমিতে ঝড়, বৃষ্টিতে ৮.১ ডিগ্রি তাপমাত্রা কমল কলকাতার, তবে দক্ষিণবঙ্গে মৃত ৬

স্বস্তির বৃষ্টিতে মারাত্মক গরম থেকে কিছুটা রেহাই পেয়েছে দক্ষিণবঙ্গ। অস্বস্তিকর গরমের পরিবর্তে রাতটা কিছুটা স্বস্তিদায়ক হয়ে ওঠে। শুধু তাই নয়, কলকাতার সর্বনিম্ন একলপ্তে প্রায় আট ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। অন্যান্য জেলায় পারদ পতন হয়েছে। কিন্তু সেই স্বস্তির মধ্যেই ঝড় এবং বজ্রপাতের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন...

মঙ্গলবার তৃতীয় দফার ভোটে কাদের ভাগ্য নির্ধারিত হবে, দেখে নিন   

ডেস্ক: মঙ্গলবার লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটে যে সব কেন্দ্রের দিকে নজর থাকবে তার মধ্যে রয়েছে গুজরাতের গান্ধীনগর, মধ্যপ্রদেশের গুনা ও বিদিশা, কর্নাটকের ধারওয়াড়, হাবেরি ও শিমোগা, উত্তরপ্রদেশের মৈনপুরী, মহারাষ্ট্রের বরামতী এবং অসমের ধুবড়ি। গান্ধীনগরে অমিত শাহ                    প্রথমেই নাম করতে হয় গান্ধীনগরের। এই কেন্দ্র থেকে লড়ছেন...