Homeআপডেটরাজস্থানে গহলৌতের উন্নয়ন না...

রাজস্থানে গহলৌতের উন্নয়ন না কি বিজেপির পরিবর্তন, ভোটগ্রহণ চলছে মরুরাজ্যে


শনিবার (২৫ নভেম্বর) সকাল ৭টায় শুরু রাজস্থান বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ২০০ আসনের বিধানসভায় প্রায় দু’হাজারের কাছাকাছি প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন মরুরাজ্যের ৫ কোটির বেশি ভোটদাতা। ফল জানা যাবে আগামী ৩ ডিসেম্বর।

নির্বাচন কমিশন জানিয়েছে, রাজস্থানের ১৯৯টি আসনে ১ হাজার ৮৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে ভোটার সংখ্যা ৫ কোটি ২৫ লক্ষ ৩৮ হাজার ১০৫ জন। এর মধ্যে ১৮ থেকে ৩০ বছর বয়সী ভোটারের সংখ্যা ১ কোটি ৭০ লক্ষ ৯৯ হাজার ৩৩৪ জন, এবং নতুন ভোটারের রয়েছে ২২ লক্ষ ৬১ হাজার ৮ জন।

কর্মকর্তারা জানান, সুষ্ঠু, নিরবচ্ছিন্ন ও অবাধ ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক প্রবীণ গুপ্তা জানিয়েছেন, রাজ্যের ৩৬ হাজার ১০১টি জায়গায় মোট ৫১ হাজার ৫০৭টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে শহর এলাকায় ১০ হাজার ৫০১টি এবং গ্রামীণ এলাকায় ৪১ হাজার ৬৬টি ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, মোট ২৬ হাজার ৩৯৩টি ভোটকেন্দ্রে লাইভ ওয়েবকাস্টিং করা হচ্ছে। জেলা পর্যায়ের কন্ট্রোল রুম থেকে এসব ভোট কেন্দ্র মনিটরিং করা হচ্ছে। রাজ্য জুড়ে, ৬৫ হাজার ২৭৭টি ব্যালট ইউনিট, ৬২ হাজার ৩৭২টি কন্ট্রোল ইউনিট এবং ৬৭ হাজার ৫৬০টি ভিভিপ্যাট মেশিন ভোটের জন্য ব্যবহার করা হচ্ছে।

ভোট প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। যার মধ্যে ৭০ হাজারেরও বেশি রাজস্থান পুলিশ কর্মী, ১৮ হাজার রাজস্থান হোম গার্ড, ২ হাজার রাজস্থান বর্ডার হোম গার্ড এবং অন্য রাজ্যের পুলিশ কর্মী (উত্তরপ্রদেশ, গুজরাত, হরিয়ানা, মধ্যপ্রদেশের ১৫ হাজার হোম গার্ড) এবং আরএসি-র ১২০টি কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে।

মুখ্য নির্বাচনী আধিকারিক প্রবীণ গুপ্তা জানিয়েছেন, শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভো‌টগ্রহণকে সামনে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০০ আসনের রাজস্থান বিধানসভায় শাসক দল কংগ্রেস প্রার্থী দিয়েছে ১৯৮ আসনে, যেখানে ১৯৯টিতে প্রার্থী দিয়েছে প্রধান বিরোধী দল বিজেপি। কংগ্রেসের উল্লেখ্যযোগ্য প্রার্থী মুখ্যমন্ত্রী অশোক গহলৌত,, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট, প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিংহ দোতাসরা প্রমুখ। বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এবং দলের প্রাক্তন রাজ্য সভাপতি সতীশ পুনিয়া, অলিম্পিক পদকজয়ী প্রাক্তন শুটার তথা জয়পুর গ্রামীণ কেন্দ্রের সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর প্রমুখ।

এ ছাড়াও, সিপিআই(এম), রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি, ভারত আদিবাসী পার্টি, ভারতীয় উপজাতি পার্টি, আম আদমি পার্টি, এআইএমআইএম-সহ অনেক দলও রাজ্যে ভোটের ময়দানে রয়েছে। বিজেপি এবং কংগ্রেসের বিক্ষুব্ধরা তো রয়েইছেন, তাঁদের সংখ্যাও ৪০-এর বেশি।

আরও পড়ুন: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের সন্ধে নাগাদ উদ্ধারের আশা করেন প্রধানমন্ত্রীর অফিসের প্রাক্তন উপদেষ্টা



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে বোমাবাজি, এনআইএ’‌কে তদন্তভার দিল কলকাতা হাইকোর্ট

২০২৩ সালে রামনবমীর মিছিলে হিংসা হয়েছিল। সেই ঘটনার তদন্তভার এনআইএ’‌কে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই বছরও (‌২০২৪ সাল)‌ রামনবমীর দিন বাংলায় নানা অশান্তির ঘটনা ঘটেছিল। মুর্শিদাবাদের হিংসার ঘটনা চরমে উঠেছিল। আর তা নিয়ে এনআইএ তদন্তের দাবি উঠেছিল। তখন এনআইএ’‌কে এই হিংসার রিপোর্ট জমা দিতে বলে...

‘তারক মেহতা…’র অভিনেতা গুরুচরণ সিং ইদানীং আধ্যাত্মিকতার দিকে ঝুঁকছিলেন, বলছেন আত্মীয়-বন্ধুরা

ডেস্ক: ১৮ দিন হয়ে গেল। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা গুরুচরণ সিংয়ের কোনো খোঁজ মেলেনি। বরং ‘তারক মেহতা কা উলটা চশমা’র এই প্রাক্তন অভিনেতাকে নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তাঁর সম্পর্কে পুলিশের কাছে আরও নানা রকম রিপোর্ট আসছে। দিল্লি পুলিশের কাছে গুরুচরণ সিং সম্পর্কে সর্বশেষ যে রিপোর্ট...

Supreme Court: বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের মুখে সুপ্রিম কোর্টের রায়ে ধাক্কা খেল রাজ্য। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহের স্বামী প্রতাপচন্দ্র দে-র বিরুদ্ধে মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। একই সঙ্গে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ নিয়ে রাজ্যকে এফআইআর করতে নিষেধ করেছে আদালত। শুক্রবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি রাজ্যের আইনজীবীকে...

Fact Check: লোকসভা ভোটের আবহে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তার দোকানে চা তৈরির পুরনো ছবি

Claim: লোকসভা ভোটের আগে রাস্তার পাশে চায়ের দোকানে চা বানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।Fact: ভাইরাল ছবিটি পুরনো। সাম্প্রতিক লোকসভা ভোটের সঙ্গে এটার কোনও যোগ নেই। ভোটের বাজারে সোশ্যাল মিডিয়ায় চক্কর কাটছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি। যেখানে তাঁকে রাস্তার ধারে একটি চায়ের দোকানে চা বানাতে দেখা যাচ্ছে।...

হাওড়া–হাটিয়া এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু গজরাজের, রেল–বন দফতরে চলছে দোষারোপের পালা

একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হল ট্রেন দুর্ঘটনায়। হাওড়া–হাটিয়া যাত্রীবাহী ট্রেনের জোর ধাক্কায় মৃত্যু হয়েছে পূর্ণবয়স্ক হাতিটির। আসলে রাতের অন্ধকারে ট্রেন লাইন পার হচ্ছিল গজরাজ। আর তীব্র গতিতে আসা এক্সপ্রেস ট্রেন সামনে হাতি দেখে থামাতে পারেনি ট্রেনকে। কারণ তখন যদি ব্রেক কষা হতো তাহলে বিপুল...

পানীয় জলের ভয়াবহ সংকটের মুখে শিলিগুড়ি পুরসভা, পরিস্থিতি মোকাবিলায় নয়া উদ্যোগ

সিকিম বিপর্যয়ের কথা নিশ্চয়ই সকলের মনে আছে। দক্ষিণ লোনাক হ্রদ উপচে জলে প্লাবিত হয়েছিল সিকিম। যার রেশ ভোগ করতে হয়েছিল উত্তরবঙ্গের কিছু জেলাকে। তার জেরে গজলডোবায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তিস্তার বাঁধ। সামনে বর্ষা। তার আগে এই বাঁধ মেরামত করা প্রয়োজন। আজ, শুক্রবার থেকে জোরকদমে কাজ...

বাস ভাড়ার তালিকা টাঙাতে নির্দেশ পরিবহণ দফতরের, চাপে পড়ল বাসমালিক সংগঠন

বাস ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে। অনেক যাত্রীর মতে, বেশি ভাড়া নেওয়া হচ্ছে বেসরকারি বাসে। এই বিষয়টি নিয়ে মামলা হওয়ায় বেসরকারি বাসে রাজ্য সরকারের অনুমোদিত ভাড়া টাঙাতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর বাসে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখতে নির্দেশ দেওয়া হয়। ২০২৩ সালে...

Raj Bhavan Footage: রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নামছেন তরুণী? পুলিশের হাতে ‘বিস্ফোরক ফুটেজ’ ‘সাচ কা সামনা’

সত্যের সামনাসামনি হওয়ার কথা বলেছিলেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। সেই মতো তিনি রাজভবনের ফুটেজ সামনে এনেছিলেন। জনতার সামনে সত্যকে তুলে ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে কতটা সত্য সামনে এসেছে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। কারণ যিনি শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন সেই তরুণীর ছবিই সামনে এসে যায়...

‘সময়ের অপেক্ষা, সময়ের চাকা ঘুরছে’…বাবাকে খুন করেছিল শাহজাহান, HS-এ ৪৮৩ পাওয়া সেই প্রীতমের পরিবারের পাশে শুভেন্দু

সন্দেশখালির ন্যাজাট থানা এলাকার বাসিন্দা প্রীতম মণ্ডল উচ্চমাধ্যমিকে ৪৮৩ নম্বর পেয়েছেন। তাঁর বাবা প্রদীপ মণ্ডল শেখ শাহজাহান এবং তার বাহিনীর হাতে খুন হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। এবার প্রীতম এবং তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রীতম মণ্ডল এবং তাঁর মা...

Sandeshkhali ‘fake rape cases’ update: রেখা ভুয়ো ধর্ষণের অভিযোগ করান, দাবি সন্দেশখালির মহিলার, দুর্ভাগ্য শুরু, বলল TMC

সন্দেশখালির মহিলাদের ভুয়ো ধর্ষণের অভিযোগ দায়ের করতে বাধ্য করেছিলেন রেখা শর্মা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শাসক দলের নেতারা দাবি করেছেন, সন্দেশখালির এক মহিলা স্বীকার করে নিয়েছেন যে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন। সেই অভিযোগে রেখার বিরুদ্ধে ফৌজদারি...

সুইটি, বেবি সবসময় যৌন আবেদন নয়, মামলার শুনানিতে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

‘‌ও সুইটি আর কেঁদো না, আমি আসছি’‌। এটা একটি বাংলা সিনেমার গান। তবে এখানে সুইটি শব্দটি ভাল অর্থে ব্যবহার হয়েছে। এখানে যৌন অর্থ বোঝাচ্ছে না। তাই সমাজের বুকে কোনও নারীকে সুইটি বা বেবি বলে ডাকলে সেটা সবসময় যৌন অর্থে প্রয়োগ বোঝায় না। অনেকেই পরিচিত...

Attack on police: বারুইপুরে মাদক উদ্ধারে গিয়ে গ্রামবাসীদের আক্রমণে আহত ১৩জন পুলিশ

রাজ্যে আবারও আক্রান্ত হল পুলিশ। এবার ঘটনাস্থল বারুইপুর। মাদক পাচার বিরোধী অভিযানে নেমে আক্রান্ত হয়েছে পুলিশ। সব মিলিয়ে ১৩ জন পুলিশ কর্মী জখম হয়েছেন।  সেখানে তল্লাশি অভিযানে গেলে সন্দেশখালির ঘটনার মতোই পুলিশকে ঘিরে ধরে কয়েকশো গ্রামবাসী এবং মারধর করে। শুধু তাই নয়, পুলিশ কর্মীদের...