Home আপডেট রাতের কলকাতায় অবৈধ পার্কিং করলে ১,০০০ টাকা জরিমানা, ফাইন না দিলেই কেস!

রাতের কলকাতায় অবৈধ পার্কিং করলে ১,০০০ টাকা জরিমানা, ফাইন না দিলেই কেস!

রাতের কলকাতায় অবৈধ পার্কিং করলে ১,০০০ টাকা জরিমানা, ফাইন না দিলেই কেস!

[ad_1]

রাতের কলকাতায় বেআইনি পার্কিংয়ের অভিযোগ নতুন কিছু নয়। রাত হলেই শহরের রাস্তায় বেআইনিভাবে গাড়ি পার্কিং করে থাকেন অনেকে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা তো বটেই, পুরসভার জলের গাড়িও ওই সমস্ত রাস্তায় যেতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে। তাছাড়া, রাস্তাঘাট পরিষ্কার করতে গিয়ে সমস্যায় পড়েন বর্জ্য বিভাগের সাফাই কর্মীরা। কলকাতায় প্রায় ২ লক্ষের বেশি গাড়ি রয়েছে অথচ ৩০০টি গাড়ি নাইট পার্কিংয়ের অনুমতি নিয়েছে। এই অবস্থায় রাতের রাস্তায় বেআইনি পার্কিং রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা। সেক্ষেত্রে অবৈধভাবে গাড়ি পার্কিং করলে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা নেওয়া হবে। আর জরিমানা না দিলে সেক্ষেত্রে ব্যবস্থা নেবে কলকাতা পুরসভা। 

আরও পড়ুন: অবৈধভাবে পার্কিং করছে ভিন্ন রুটের বাস, জরিমানা করবে পুলিশ

জানা গিয়েছে, রাতে কোনও গাড়ি বেআইনিভাবে পার্কিং করা থাকলে সেই গাড়ির নম্বর পোর্টালে তুলে দেওয়া হবে। এরপরে ১,০০০ টাকা জরিমানা করা হবে। জরিমানা না দিলে সেক্ষেত্রে গাড়ির ফিটনেস সার্টিফিকেট বা ইনসিওরেন্স পুনর্নবীকরণ করা হবে না। উল্লেখ্য, শুধুমাত্র গাড়ির নম্বর দিলেই সমস্ত তথ্য চলে আসে এখন। পুরসভার অধিকারিকরা সেই সুযোগ কাজে লাগাচ্ছেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, নতুন ব্যবস্থায় পিওএস মেশিনের সাহায্যে গাড়ির নম্বর স্ক্যান করা হবে। আর সেই নম্বর অনলাইন পোর্টালে নথিভুক্ত করা হবে। কলকাতা পুলিশ ও মোটর ভেহিকেলসের সহযোগিতায় এই নতুন ব্যবস্থা আনা হচ্ছে বলে কলকাতা পুরসভার পার্কিং বিভাগ সুত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, অনেক গাড়ির মালিক রয়েছে, যাঁদের গ্যারেজ নেই। ফলে তাঁরা অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং করে থাকেন। এই সমস্যার সমাধানে ভাড়ার ব্যবস্থা চালু করেছিল কলকাতা পুরসভা। সেক্ষেত্রে বাড়ির আশেপাশে কোনও ঝামেলা ছাড়াই গাড়ি রাখার সুযোগ দেওয়া হয় মালিকদের। ছোট গাড়ির জন্য বছরে ৬ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা চালু করেছিল কলকাতা পুরসভা। এই পরিমাণ টাকা দিয়ে গাড়ির মালিকদের পার্কিং সল্ট বুক করার ব্যবস্থা চালু করা হয়। মূলত গাড়ি রাখার জন্য যাঁদের নিজস্ব গ্যারেজ নেই, তাঁদের কথা ভেবে এই ব্যবস্থা চালু করে কলকাতা পুরসভা। কিন্তু, তাতে অনীহা দেখা যাচ্ছে গাড়ির মালিকদের। সেই কারণেই এই বিশেষ উদ্যোগ পুরসভার। 

সাধারণত নিয়ম অনুযায়ী, ১৮ ফুটের কম চওড়া রাস্তায় গাড়ি পার্কিং অবৈধ। তাই নাইট পার্কিংয়ের ক্ষেত্রে ছোট গাড়ির জন্য বছরে ৬,০০০ টাকা এবং বড় গাড়ির জন্য বছরে ১২ হাজার টাকা নেওয়ার ব্যবস্থা চালু করেছে কলকাতা পুরসভা। সেক্ষেত্রে অনলাইনে অথবা অনলাইনে গাড়ির পার্কিংয়ের বিষয়ে আবেদন করার ব্যবস্থা রয়েছে। এছাড়া নির্দিষ্ট নম্বরে ফোন করে পার্কিং সংক্রান্ত যাবতীয় তথ্য জানার ব্যবস্থা রয়েছে। পুরসভা সূত্রের খবর, এই ব্যবস্থা চালু করার পরেও ৯০ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ডে রাতে অবৈধ পারকিং সবচেয়ে বেশি। সেই কারণে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুরসভা।

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here