Home আপডেট হাতেখড়ির পরে বাংলা পরিক্রমায় রাজ্যপাল, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে জানালেন কারণটা

হাতেখড়ির পরে বাংলা পরিক্রমায় রাজ্যপাল, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে জানালেন কারণটা

হাতেখড়ির পরে বাংলা পরিক্রমায় রাজ্যপাল, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে জানালেন কারণটা

বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার সস্ত্রীক দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন তিনি। রাজ্যপাল মন্দিরে আসার আগেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় মন্দির চত্বর। পুজো দিয়ে বেরিয়েই তিনি বাংলার সংস্কৃতির উচ্চ প্রশংসা করেন। সেই সঙ্গে তাঁর বিশেষ কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি।

বাংলাকে ঘিরে রাজ্যপালের আবেগের কথা জানা গিয়েছিল আগেই। বৃহস্পতিবার রাজভবনে রীতিমতো বাংলা ভাষা শিক্ষার জন্য তিনি হাতেখড়িও দিয়েছিলেন। তিন শিশুর হাত ধরে তিনি বাংলা বর্ণ লিখেছিলেন। এদিকে রবিবার দক্ষিণেশ্বরে পুুজো দিয়ে বাংলার সঙ্গে জড়িয়ে থাকা তাঁর আবেগকেও আরও একবার সামনে আনলেন রাজ্যপাল।

রাজ্যপাল বলেন, এটা আমারা কাছে একটি স্মরণীয় সময় হয়ে থাকবে। পূণ্যভূমিতে আমি এসেছি। একজন সাধারণ মানুষ হিসাবে আমি রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দের পূজারি। আমি স্বামী বিবেকানন্দর স্মৃতিতে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করছি। পশ্চিমবঙ্গ পরিক্রমা। খুব শীঘ্রই আমি এটা শুরু করব। বাংলার সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বলব। এখানকার মাটিকে চিনব। স্বামী বিবেকানন্দর প্রতি এটা হবে আমার শ্রদ্ধার্ঘ্য। এই জায়গাটি হল অনুপ্রেরণার উৎস।

মন্দির কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, দেবালয় দর্শন করে তিনি আপ্লুত। তিনি এখান থেকেই ঘোষণা করেছেন সম্প্রীতি যাত্রা করবেন যাতে বাংলার মানুষের সঙ্গে তাঁর আরও ঘনিষ্ঠভাবে পরিচয় হয়। তিনি আরও বলেছেন, গঙ্গা সহ বিস্তীর্ণ জলপথগুলিকে তিনি পর্যবেক্ষণ করতে চান। তাঁর প্রত্যাশা এই যাত্রার ফলে বাংলার মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক আরও নিবিড় হবে।

পূণ্যভূমি দক্ষিণেশ্বর। সেখানে গিয়ে বাংলার রাজ্যপাল এদিন ভক্তিভরে প্রণাম করেন। বাংলার ঐতিহ্যের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি বাংলা পরিক্রমার কথাও ঘোষণা করেন তিনি। বাংলার সঙ্গে আরও নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করা, পরিব্রাজক স্বামী বিবেকানন্দর আদর্শকে পাথেয় করে এগিয়ে চলার কথা জানান তিনি।

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক কিংবা বাংলার রাজনৈতিক বিষয়গুলি সম্পর্কে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তবে এদিন তিনি নানা বিষয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। বাংলার অতীত গৌরব, বাংলার সংস্কৃতি সম্পর্কে তিনি অত্যন্ত আগ্রহী। এর আগে নেতাজি সুভাষ চন্দ্র বসুর কথা স্মরণ করেছিলেন তিনি। এবার তিনি স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ পরম হংসদেবের কথা স্মরণ করলেন তিনি। অন্যদিকে বাংলা পরিক্রমার কথাও ঘোষণা করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here