Home খেলাধুলো IND vs NZ, 2nd T20 Live: দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতল কিউয়িরা, প্রথমে ফিল্ডিং ভারতের

IND vs NZ, 2nd T20 Live: দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতল কিউয়িরা, প্রথমে ফিল্ডিং ভারতের

IND vs NZ, 2nd T20 Live: দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতল কিউয়িরা, প্রথমে ফিল্ডিং ভারতের

লখনউ: ওয়ান ডে সিরিজে দুরন্ত জয়। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের (T20 Sereis) শুরুটা একদমই ভাল হয়নি। রাঁচিতে ২১ রানে প্রথম টি-টোয়েন্টিতে হারতে হয়। প্রথম ম্যাচে ২ ওপেনারই ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয় ম্য়াচে আজ পৃথ্বী শ-কে (Prithwi Shaw) খেলানো হতে পারে। রঞ্জিতে ধারাবাহিক পারফর্ম করে ফের জাতীয় দলে ফিরে এসেছেন পৃথ্বী। গত ম্যাচে টপ অর্ডারও ব্যর্থ হয়েছে। কুড়ির ফর্ম্যাটে কোথাও একটা সূর্যকুমার যাদবের ওপর অতিরিক্ত ভরসা করছে দল, যার খেসারত দিতে হয়েছে গত ম্যাচেই। বোলিং লাইন আপেও হয়ত বদল হতে পারে। শেষ ওভারে অর্শদীপ সিংহের অতিরিক্ত রান খরচ করাটাও চিন্তায় রাখবে দ্রাবিড় অ্যান্ড কোংকে। এছাড়া তেমন কোনও বদল হয়ত আর করা হবে না ২ দলেই।

ভারত বনাম নিউজিল্য়ান্ড ম্যাচটি অনলাইনে হটস্টারে দেখা যাবে। এছাড়াও ম্যাচের পর ওয়াশিংটনের প্রশংসায় পঞ্চমুখ হার্দিক বলেন, ‘যেভাবে ওয়াশিংটন বল, ব্যাট ও ফিল্ডিং, তাতে মনে হচ্ছিল ভারত বনাম নিউজিল্য়ান্ড ম্যাচ হচ্ছে না, ওয়াশিংটন একাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছে। ও আর অক্ষর যদি এভাবেই পারফর্ম করতে থাকে, তাহলে তা ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ খবর।’ এই পরাজয়ের জন্য পিচকে দুষে তিনি বলেন, ‘কেউ বুঝতে পারেনি যে এই পিচটা এমন হবে। দুই দলের কেউই বুঝতে পারেনি যে পিচ এমন খেলবে। তবে নিউজিল্যান্ড ভাল ক্রিকেট খেলেছে। নতুন বল তো পুরনো বলের থেকেও বেশি ঘুরছিল। যেভাবে বল ঘুরছিল তা আমাদের সকলকেই অবাক করে দেয়।’

বোলাররা যে বেশি রান খরচ করেছেন তাও স্বীকার করে নিয়েছেন হার্দিক। তিনি বলেন,  ‘আমি আর সূর্যকুমার যখন ব্যাট করছিলাম, তখন জয়ের বিষয়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম। তবে শেষমেশ বলতেই হচ্ছে আমরা ২৫ রান মতো বেশি দিয়ে ফিলেছি।’ মত হার্দিকের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here