Homeভারতবর্ষের চতুর্দশতম রাষ্ট্রপতি সম্বন্ধে...

ভারতবর্ষের চতুর্দশতম রাষ্ট্রপতি সম্বন্ধে দশটি অজানা তথ্য……

ওয়েব ডেস্কঃ   মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে ভারতবর্ষের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন  রামনাথ কোবিন্দ। আজ ১২.১৫ থেকে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান । আজ থেকেই রাইসিনা হিলসের অধিবাসী হলেন রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি নির্বচনে ৬৫. ৬৫% ভোট পেয়ে এবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিহারের প্রাক্তন রাজ্যপাল তথা বিশিষ্ঠ আইনজীবী । বিরোধী মুখ মীরা কুমারকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কোবিন্দ। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার কোবিন্দকে রাষ্ট্রপতি হিসাবে বিজয়ী ঘোষণা করেন।

pranab_web

আজ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্থলাভিষিক্ত হলেন যিনি, সেই নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নিয়ে খবর ২৪ ঘন্টার তরফ থেকে রইল দশটি তথ্য, আসুন দেখে নেওয়া যাক –

১. ভারতবর্ষের উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলার ছোট্ট একটি গ্রাম পারোঙ্খে এক দলিত কোলি পরিবারে জন্মগ্রহণ করেন রামনাথ কোবিন্দ। এমনই অবস্থা ছিল ছোটবেলায় বর্ষার সময় ঘরে জলে ভেসে যেত। কোবিন্দকে ভাইবোনদের সাথে ঘরের কোণে দাঁড়িয়ে থাকতে হত। এখন অবশ্য তিনি তাঁর গ্রামের পৈতৃক ভিটেবাড়িটি গ্রামবাসীদের উদ্দেশে দান করে দিয়েছেন। সেই স্থানটিকে এখন ওই গ্রামের বরাতঘর (বিয়েবাড়ি বা বরযাত্রীদের রাখার স্থান) হিসেবে বিশেষ ভাবে ব্যবহার করা হয় আনন্দ অনুষ্ঠানের জন্য।

২. পরবর্তীকালে বিজেপি-তে যোগদান করার পূর্বে তিনি ১৯৭৭ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ব্যক্তিগত সচিব বা প্রাইভেট সেক্রেটারি হিসেবেও কাজ করেছেন। যদিও তিনি উকিল হিসেবেই প্রাকটিস করতেন এবং গরীব মানুষের বিচারের জন্য একটি সংগঠন গড়ে তুলেছিলেন।

Image result for kobind

৩. ভারতবর্ষের আমলারা যে মর্যাদাপূর্ণ ইউপিএসসি পরীক্ষা দিয়ে চাকরিতে প্রবেশ করেন, মি কোবিন্দ সেই পরীক্ষায় স্বসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু আইএএস সার্ভিসের বদলে অ্যালায়েড সার্ভিসে মনোনীত হওয়ায় সে চাকরি তিনি আর করেননি।

৪. উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। এখান থেকে দেশের মোট নয়জন প্রধানমন্ত্রী হয়েছেন। যদিও উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন রামনাথ কোবিন্দ। মি কোবিন্দের আগে এ রাজ্যের কেউ রাষ্ট্রপতি হননি!

Image result for kobind

৫. উত্তরপ্রদেশে যে সময় দলিত নেত্রী হিসেবে মায়াবতীর যখন দ্রুত উত্থান হয়েছিল সেই সময় বিজেপি রামনাথ কোবিন্দকে মায়াবতীর পাল্টা দলিত মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। বছরকয়েক আগেও বিজেপি নেতা রাজনাথ সিং রাজ্যের দলিত এলাকাগুলোতে নির্বাচনী প্রচারের সময় সবসময় মি. কোবিন্দকে সঙ্গে নিয়ে যেতেন।

৬. লোকসভার ভোটে কোনও তিনি জিততে পারেননি। তবুও রামনাথ কোবিন্দ দুই বার ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হয়েছিলেন। ঘটনাচক্রে ১৯৯৪ সাল থেকে ২০০৬ পর্যন্ত টানা বারো বছর তিনি রাজ্যসভার এমপি ছিলেন।

Image result for kobind

৭. রাজনীতির জগতে তিনি বিজেপিতে যোগদান করার পর দলিত শ্রেণির একজন নেতা হিসেবে ওনাকে পোট্রেট করা হয়। ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি বিজেপির দলিত মোর্চার প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

৮. ২০১৫ সালের ৮ অগাস্ট তাকে বিহারের রাজ্যপাল (গভর্নর) পদে তাঁকে নিয়োগ করা হয়েছিল।

Image result for kobind

৯. রামনাথ কোবিন্দ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ২০০২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভারতের প্রতিনিধি হিসেবে ভাষণও দিয়েছিলেন।

১০. নিয়তির পরিহাসই বলি বা সমাপতন, মাত্র মাসদেড়েক আগে বিহারের রাজ্যপাল থাকাকালীন সপরিবারে হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে মি. কোবিন্দ সিমলার কাছে রাষ্ট্রপতির সামার রিট্রিটে ঢুকতে চেয়েছিলেন। যদিও রাষ্ট্রপতি ভবনের অনুমতি নেই, এই যুক্তিতে রক্ষীরা তাকে গেট থেকে ফিরিয়ে দিয়েছিলেন। তখন তিনি ঘুণাক্ষরেও জানতেন না রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে কয়েকদিনের মধ্যেই তার নামই ঘোষণা করা হচ্ছে। আর এখন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে সিমলার ওই রাজকীয় প্রাসাদই হবে তার গ্রীষ্মকালীন অবকাশযাপনের ঠিকানা – যার রাজসীয় গেট থেকে তাকে কিছুদিন পূর্বেই ফিরে আসতে হয়েছিল, এখন তিনি সেই স্থানের প্রধান। ভারতের এক নম্বর জনসাধারণ।

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

‘জিতেগা দিল্লি, জিতেগা কেজরিওয়াল’, দিল্লিতে আইপিএলের ম্যাচে উঠল স্লোগান

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে...

HS 2024 Result Today: রাত পেরোলেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ! HT বাংলায় এক ক্লিকেই দেখুন রেজাল্ট

শুধুমাত্র এই রাতটার ফুরোনোর অপেক্ষা, তারপরই উচ্চমাধ্যমিকের রেজাল্ট...

মোটামুটি শান্তিতে কাটল তৃতীয় দফা, ভোটের হার ৬২.৮৭%  

ডেস্ক: মোটামুটি শান্তিপূর্ণ ভাবে শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

‘জিতেগা দিল্লি, জিতেগা কেজরিওয়াল’, দিল্লিতে আইপিএলের ম্যাচে উঠল স্লোগান

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে আইপিএল ম্যাচ চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে বেশ কয়েকজন দর্শক স্লোগান দিলেন। হুলুদ জার্সি পরে স্লোগন দিতে দেখা গেল আম আদমি পার্টির সর্মথকদের। ‘জিতেগা দিল্লি, জিতেগা কেজরিওয়াল’ এই ছিল তাদের মূল স্লোগান। জার্সির সামনে দিল্লির মুখ্যমন্ত্রীর...

HS 2024 Result Today: রাত পেরোলেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ! HT বাংলায় এক ক্লিকেই দেখুন রেজাল্ট

শুধুমাত্র এই রাতটার ফুরোনোর অপেক্ষা, তারপরই উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। তবে রাত পেরিয়ে সকাল হলেই যে রেজাল্ট ঘোষণা করা হবে, তা নয়। উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে পড়ুয়াদের। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আজ (বুধবার) দুপুর ১ টায় আনুষ্ঠানিকভাবে...

মোটামুটি শান্তিতে কাটল তৃতীয় দফা, ভোটের হার ৬২.৮৭%  

ডেস্ক: মোটামুটি শান্তিপূর্ণ ভাবে শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব। মঙ্গলবার ভোট পড়ার হার ৬২.৮৭ শতাংশ। এ দিনের ভোটের পর দেশের ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে  ভোটগ্রহণ সম্পূর্ণ হল। লোকসভার ২৮২টি আসনে ভোট নেওয়া হল। এ দিন সবচেয়ে বেশি ভোট পড়েছে অসমে। সে...

ICSE-ISC Result 2024: আইসিএসই, আইএসসিতে নজর কাড়ল শিলিগুড়ি-জলপাইগুড়ি, বিহার থেকে বাংলায় পড়তে এসে ফাটাফাটি রেজাল্ট

ISCE -তে ভালো রেজাল্ট হল শিলিগুড়িতে। শিলিগুড়ির সেন্ট মাইকেলস স্কুলের দুই ছাত্র মানব মোতানি ও বিবেক আগরওয়াল নজরকাড়া রেজাল্ট করেছে। দুজনেই ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে। তারাই দার্জিলিং জেলার সম্ভাব্য প্রথম হিসাবে মনে করা হচ্ছে। তবে তারা দুজনেই আদপে বাংলার বাসিন্দা নন। তাঁরা শিলিগুড়ির স্কুলের বোর্ডিংয়ে থাকত।...

Abhijit Ganguly: আমার নামে সুপ্রিম কোর্টে বলতে গেছিল, দুই গালে থাবড়া খেয়ে এসেছে: অভিজিৎ গাঙ্গুলি

সুপ্রিম কোর্টে SSC মামলার শুনানিতে তাঁর নাম ওঠায় শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারের শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের কথা বলে হাইকোর্টের রায়কে পক্ষপাতদুষ্ট বলে উল্লেখ করার চেষ্টা করেছিলেন কয়েকজন আইনজীবী। সেজন্য প্রধান বিচারপতি ডিওয়াই...

Sheikh Shahjahan: ‘কিচ্ছু হবে না, ছাড়ো!’ পুলিশ ভ্য়ানে আগের মেজাজে শাহজাহান, উঠল জয় বাংলা স্লোগান

শেখ শাহাজাহান। মঙ্গলবার প্রিজন ভ্য়ানের জানালায় আবার সেই শাহজাহানকেই দেখা গেল আগের মেজাজে। এদিন আদালত চত্বরেই তিনি আত্মীয় পরিজনদের সঙ্গে কথাবার্তা বলেন। কার্যত কিছুটা হলেও ফের সেই আগের মেজাজে দেখা যায় শেখ শাহজাহানকে। প্রিজন ভ্য়ানের জানালা দিয়ে আত্মীয়দের দিকে হাত বাড়়িয়ে দেন শেখ শাহজাহান। আত্মীয় স্বজনরা...

HS 2024 Result Declaration: আগামিকাল উচ্চমাধ্যমিকের রেজাল্ট! অনলাইনে কখন ও কোথায় দেখবেন? কীভাবে দেখতে হবে?

আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তারপর উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে।উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আজ (বুধবার) দুপুর ১ টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। তারপর দুপুর ৩ টে থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। পড়ুয়ারা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ থেকে...

Modi on sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে ‘চোখে জল এসেছিল’ মোদীর, রেখার প্রশংসা, চুপ থাকলেন ভিডিয়ো নিয়ে

সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্রের ভুয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে সন্দেশখালির ঘটনা নিয়ে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, বাংলায় পরিবর্তনের ক্ষেত্রে প্রস্তুত। শুধু সময়ের অপেক্ষা। আর এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নারীরা। বাংলায় নারীদের উৎপীড়নের জবাব নারীরাই...

WB HS Vocational Result 2024: কীভাবে দেখবেন ভোকেশনাল রেজাল্ট, ডাউনলোড করার পদ্ধতিটা জানুন

ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিকাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল এইচএস ভোকেশনাল রেজাল্ট প্রকাশিত করা হয়েছে।  কীভাবে WB HS Vocational Result 2024 অনলাইন কীভাবে দেখবেন সেটা জেনে নিন। sctvesd.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে হবে। মোবাইল অ্যাপের মাধ্য়মেও রেজাল্ট দেখা যাবে।...

Newborn baby death: ইসলামপুরে একসঙ্গে জন্মেছিল ৫ শিশু, মৃত্যু ৪ জনের, আশঙ্কাজনক পঞ্চম

২ বা ৩ নয়, একসঙ্গে ৫ কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন প্রসূতি। তাতে বেজায় খুশি হয়েছিলেন পরিবারের সদস্যরা। একসঙ্গে এতগুলি শিশুর জন্ম দেওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। তা দেখতে হাসপাতালে ভিড় জমিয়ে ছিলেন কৌতূহলী মানুষ। তবে সেই খুশি দীর্ঘস্থায়ী হল না। ২৪ ঘণ্টার মধ্যে...

Abhishek Banerjee on SSC Scam: BJP-র ‘বিস্ফোরক নিষ্ক্রিয়’, SSC মামলায় আপাতত ২৫৭৫৩ চাকরি বাঁচতেই হুংকার অভিষেকের

এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় আপাতত ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল হচ্ছে না। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় পুরো প্যানেল বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে ভারতের প্রধান বিচারপতি...

Mamata Banerjee on SSC Scam: ‘ন্যায়’ হয়েছে, চাকরি বাতিলে স্থগিতাদেশ মিলতেই ‘শিক্ষকদের’ অভিনন্দন ‘তৃপ্ত’ মমতার

আপাতত ২৫,৭৫৩ জনের চাকরি রক্ষা পেয়েছে। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ের উপর সুপ্রিম কোর্ট অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। আর তারপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন যে ‘ন্যায়প্রাপ্তি’ হয়েছে সুপ্রিম কোর্টে। আর ভারতের প্রধান...