Home আপডেট এক বছরে ইনি পেলেন সাড়ে চার লাখ বিয়ের প্রস্তাব!

এক বছরে ইনি পেলেন সাড়ে চার লাখ বিয়ের প্রস্তাব!

এক বছরে ইনি পেলেন সাড়ে চার লাখ বিয়ের প্রস্তাব!

ওয়েব ডেস্কঃ  আপনি কি অবিবাহিত? বা বিবাহযোগ্যা? আপনার জন্য ভালো সম্বন্ধ রয়েছে, জানেন? না ভাববেন না কোনও ম্যাট্রিমোনিয়াল সাইট খুলে বসেছি৷ কিন্তু এই সম্বন্ধের জন্য ইতিমধ্যেই সাড়ে চার লাখ ভারতীয় লাইনে রয়েছেন৷

অবাক হয়ে গেলেন তো! স্বাভাবিক৷ ঘটনাটা অবাক করার মতোই, আর মজাদারও বটে৷ মাত্র এক বছরে সাড়ে চার লাখ বিয়ের প্রস্তাব পেয়েছেন ইনি! একবার শুনলে মনে হবে যে কোনও নামীদামী তারকা ‘পাত্র’ বা ‘পাত্রীকে’ এ প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু না, বিয়ের এই প্রস্তাব পেয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট।

গুগল অ্যাসিট্যান্ট৷ মোবাইল ফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহার করার এই সফটওয়্যারটি ২০১৭ সালে উদ্বোধন করা হয় ভারতে। এরপর থেকেই গুগলে এখন সার্চ বা খোঁজার চেয়ে মানুষ প্রশ্ন করছে বেশি। ফলে এই প্রশ্ন করতে করতেই বেরিয়ে এল মজাদার তথ্য৷

গুগল হোম ও গুগল হোম মিনি স্মার্ট স্পিকারের উদ্বোধনী অনুষ্ঠান ছিল৷ সেখানেই গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট ঋষি চন্দ্রন এই মজার তথ্যটি দেন৷ তিনি বলেন, ‘ভারতে গুগল অ্যাসিস্ট্যান্ট হিন্দি ও ইংরেজিতে প্রশ্ন করে। এটা দিন দিন ভারতের মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে। সেখানেই সাড়ে চার লাখ মানুষ গুগল অ্যাসিটান্টকে বিয়ের প্রস্তাব দিয়েছে!

গুগলে সার্চ করার সময় গুগল অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, ‘হাই, হাউ ক্যান আই হেলপ ইউ?’ এরপরে প্রয়োজনীয় তথ্যের জন্য প্রশ্ন না করে অনেকেই রসিকতা করে বিয়ের প্রস্তাব দিয়ে বসে তাকে৷ জানতে চায়, ‘ওকে গুগল, উইল ইউ ম্যারি মি?’

ভারতে এই ভয়েস ইনপুটের চাহিদা ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ভারতে ব্যবহারকারীরা টাইপ করার চেয়ে ভয়েসের ওপর নির্ভরশীল হতে পছন্দ করছেন, সমীক্ষা অন্তত তাই বলছে৷ গুগলের ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভাইস প্রেসিডেন্ট রাজন আনন্দান বলেন, গুগলের ভয়েস ইনপুট এখন পুরো বিশ্বে ১১৯টি ভাষায় ১০ লাখ গ্রাহককে পরিষেবা দিচ্ছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here