Homeফ্যাশন বাহারে বাহারী দূর্গাপূজা...

ফ্যাশন বাহারে বাহারী দূর্গাপূজা ২০১৭……

ওয়েব ডেস্কঃ  সামনে পূজো , তাই সাজ থাকবে না তাতো হয় না । আজ সাজের বাহারে বাহারী হয়ে একটু বাজার ঘুরে নিলে কেমন হয় ? এমনিতে GST  থাকায় কিছুটা ভাটা তো পড়েছে , কিন্তু বাঙালী নয় আপামর জনগণ নতুন সাজে নতুন পোষাকে পাণ্ডেলে নিজেদের প্রতিষ্ঠা করবে , এটা কে না চায় ? তাই বাজার মনের মতো না হলেও ফ্যাশানে সাধ্য অনুযায়ী মানুষ নিজেদের মতো সাজিয়ে নিচ্ছে , এটাই বা কম কিসের ?

Related image

তবে সাধ্যমত ঘুরে নি আমরা ২০১৭ পূজোর বাজার কেনাকাটিতে । উৎসবের দিনগুলোতে শাড়ি পড়ব না ড্রেস এই নিয়ে মতান্তর তো রয়েই যায় , তবে আমার কলমে আজ শাড়ী দিয়ে শুরু করি ।আমরা নতুন ট্রেন্ড বলতে আজকাল মেগা সিরিয়ালের দৌলতে সেই  নায়িকার শাড়ি বেশীর ভাগ মানুষ পছন্দ করি , তাই সেই দিকের শুরু করা যাক-

Image result for “হ্যান্ডলুম বুটিক

প্রথমেই এবারের টেলিভিশনের পর্দায় মেগা সিরিয়ালের সাথে যুক্ত কিছু শাড়ির কথা বলি ,যেমন “কুসুম দোলা “,”কেটিয়া “, সাধারণ“হ্যাণ্ডলুম বুটিক “ , ‘খেস “ “ঢাকাই “ ইত্যাদি।

এখানে শাড়ি আমাদের সাধারণের সাধ্যের মধ্যেই । যেমন “কুসুম দোলা “ , “কেটিয়া “ , হ্যাণ্ডলুম” বেশীর ভাগই ৫৫০ থেকে শুরু –  ২,৫৩৪ পর্যন্ত । এছাড়া আরো দামী তো আছেই । তবে রঙ পছন্দ মতো পাওয়া যাবে । ফুল হাতা নেটের সাথে পাশা কানের সাজ অসাধারণ ।

Related image

“খেস কাঁথা স্টিচ” ৭০০ – ২,৫৩৪ এর মধ্যে বেশ সুন্দর আর আমাদের আয়ত্ত্বের মধ্যে । এছাড়া হ্যাণ্ডলুম তো আছেই । ৫০০ থেকে যতটা পারা যায়,দামের সাথে  ফ্যাশান যেন কথা বলে ।

Image result for বাহুবলি শাড়ি

এরপর আসি , “বাহুবলী”শাড়ীতে – ছাপ রয়েছে এমন “ঘটচোলা “, “লহরিয়ে “, লিনেন মটকা কটন শাড়ি তো আছেই । এটি বাহুবলীর শাড়ীতে ছাপা ।এবছরের ট্রেণ্ডে বাংলার টাঙ্গাইল , বালুচরী শাড়ীতে নতুন ডিজাইন তোলা হয়েছে । তবে এই শাড়ীতে রেঞ্জ একটু বেশী হবে । মহেশ্বরী জুট সিল্ক , ভিঙ্কটগিরি , জারদৌসি , কলমকারি , রেঞ্জ এখানে ২০০০ সাধারণের জন্য , কিন্তু তার থেকে বেশী হলে জারদৌসি আরো খেলে ফ্যাশানের সাথে ।

Image result for লিনেন মটকা কটন শাড়ি

এবার একটু খোঁজ পেলাম “ উওরা ক্রিয়েশনস্‌ “ বুটিকের কর্ণধার তিথি মজুমদার ্সারা বছরই তাঁর শাড়ির সাথে ওঠা বসা , তাই কাস্টমারদের চাহিদা পূরণ করবেন সেটাই স্বাভাবিক । তবে এখানে ব্যবসা অনলাইনে । মোটামুটি ২০০০টাকা  – ৮০০০ টাকা পর্যন্ত । তবে  বাড়িতে বসেই আমরা পেতে পারি শাড়ী অনুরাগী নিজের শ্রেষ্ট চাহিদার সম্ভার ।  www.uttaracreations.net

Related image

পূজো এগিয়ে আসছে আর তার সাথে গরম ক্রমশ বেড়ে চলেছে , তাই একটু হাল্কা শাড়ীতে নিজেদের রাঙাতে বেশ মজাই লাগবে , তাই না?তাই হাতে নিতেই হল – “চান্দেরি শাড়ি”হালকা মেজাজে আরামপ্রদ শাড়ীর বাহারে এটি অনন্য।এবছেরে হট্‌ লিস্টে রয়েছে , পচমপল্লী , বোমকাই , নওভারি সিল্ক , বোমকাই , পৈঠানী ইত্যাদি ।

Related image

আর পূজোর পরে যারা বিয়ের পিড়িতে বসতে চলেছেন তাদের কথা ভেবে একটু বেনারসির কথা বলি। কিন্তু সব সময় তো সাধারণের বাইরে যাওয়া যায় না , তাই সাধ্য মতো পূজোর বৈচিত্র্যে একটু ঘুরে নেওয়া যাক –

Image result for বেনারসি শাড়ির ছবি ও দাম

বেনারসিঃ

ডিসাইন আরো দামী হলে তো কথাই নেই ।   বেনারসি – ১০,৩৪৮ – ১২, ৫০৮

এছাড়া রয়েছে , “কোরিয়াল বেনারসি “ , “মীনাকোরি বেনারসি “ , জামেবার বেনারসি “ এছাড়া প্রথাগত বেনারসি তো আছেই ।

এবারের কাঁথার কাজে একুশ অথবা বাইশ সুতোর কাজের ডিমাণ্ড রয়েছে । তবে পাল্লাসিল্ক ও সোনামুখী কাতান। এছাড়া মধুবনী , ব্লক প্রিন্ট , তেলেঙ্গনা কলমকারি তো আছেই, তবে বিষ্ণুপুরীর সিল্কের কদর কম নয় । তবে রেঞ্জ এখানে সাধ্যমতই ।

এবার আসি ভিন্ন পোষাকে –

Image result for western dresses for teenage girls

ওয়েস্টার্ন ট্রেণ্ডস্‌ঃ

পাশ্চাত্য ফ্যাশানে ড্রেস , তবে গলায় ও কাঁধে ডিজাইন রয়েছে । পোষাকের ঝুল অনুয়ায়ী তৈরি হয়েচ্ছে ম্যাক্সি ড্রেস।  কুঁচি দেওয়া রাফল্‌ড স্লিভ্‌স আর তার সাথে ট্ররন জিনস্‌ ও জেগিংসের জনপ্রিয়তা খুবি বেড়ে চলেছে ।যারা স্ট্যালিস তাদের সাথে আছে অ্যাংকল লেংথ জিনস্‌ ও প্যান্টস ।এছাড়া নতুনত্বের সাথেভ আছে কিমোনো স্টাইলে ট্রেঞ্জ কোর্ট। ইন্ডিয়ান আর ওয়েস্টার্নের  মূল কথার সাথে ধরা দিয়েছে অ্যাসিমেট্রিকাল কুর্তি ও পালাজো , একদম ট্রেণ্ডি লুক ।

Image result for western dresses for teenage girls

এবার একটু গাউনের কথা বলি।নেট ও লেসোয়ার্ক এর গেরোয়ালা গ্রাউন ,লেস বর্ডার দেওয়া লহঙ্গা চোলি,ইত্যাদি। এবছর স্কার্টের ক্ষেত্রে বেজ লং স্কার্ট , কুর্তার সাথে পালাজো প্যান্ট ,কোল্ড শোল্ডার জাম্পসুট ,ফ্রিল দেওয়া স্কার্ট ফ্যাশনে রয়েছে। এছাড়া এথনিক  চুড়িদারের কামিজ আর কুর্তি ও পালাজোর । তবে এই চুড়িদার কামিজের ঠিকানা তবে কিছু দেওয়া যাক ,

সামিয়া , ২৩ এ , শেক্সপিয়ার সরণি , কলকাতা – ১৭ ,

লাহেঙ্গা – ওয়েস্ট সাইড ক্যামাক স্ট্রিট

Related image

তবে বন্ধুরা অনেকটা আমরা ঘুরে নিলাম নিজেদের মত করে পরিচিতি হলাম আমাদের পোষাকে বাহারে । এবার কেনাকাটি সাধ্যের মধ্যে হয়ে যাক ।আমরা কিছুটা নিশ্চয় দিতে পারলাম ,আর অপেক্ষা নয় । এথনিক সাজে এবার নিজেদের সাজিয়ে তুলুন নতুন সাজে নিজেকে চিনুন ।

————————————————————————

 

 

 

 

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

হরিয়ানার নুহতে পুণ্যার্থী ভর্তি বাসে আগুন, ৯ জনের মৃত্যু, আহত ২০-র বেশি

চণ্ডীগঢ়: কুণ্ডলী-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে নুহ জেলার ধুলাভাত গ্রামের কাছে একটি চলন্ত...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Bus accident in Uttar Dinajpur:সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! জাতীয় সড়কে উলটে গেল সরকারি ভলভো, মৃত ২, আহত ২০

সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! জাতীয় সড়কে উলটে গেল শিলিগুড়িগামী সরকারি ভলভো বাস। ঘটনায় মৃত্যু হয়েছে ২ যাত্রীর। এছাড়াও, জখম হয়েছেন ১৫ থেকে ২০ জন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার মনোরা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে...

হরিয়ানার নুহতে পুণ্যার্থী ভর্তি বাসে আগুন, ৯ জনের মৃত্যু, আহত ২০-র বেশি

চণ্ডীগঢ়: কুণ্ডলী-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে নুহ জেলার ধুলাভাত গ্রামের কাছে একটি চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু আটজনের। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। তাঁরা ঘটনাস্থলেই মারা যান, এ ছাড়াও হাসপাতালে একজন মারা যান। বাসে থাকা ৬০ জনের মধ্যে কুড়ি জনেরও বেশি পুণ্যার্থী দগ্ধ হয়েছেন। যাঁদের মধ্যে অনেক শিশু...

বৃষ্টি না হওয়ায় চা–শিল্পে ভয়ঙ্কর সংকট দেখা দিয়েছে, প্যাকেজের দাবিতে চিঠি নবান্নে

খামখেয়ালি আবহাওয়া। কখনও বৃষ্টি হচ্ছে। আবার কখনও দেখা নেই বৃষ্টির। আর তার জেরে ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের। বিশেষ করে চা–বাগানগুলিতে ব্যাপক ক্ষতি হচ্ছে এই অনাবৃষ্টির জেরে। এই চা–পাতা উৎপাদন মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যায়। পাহাড়ি এলাকার গায়ে চা–বাগান। সেখানে বৃষ্টির দেখা নেই। তাই চা–শিল্পে...

ভোট শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ভোটের হিসেব প্রকাশ: ২৪ মে-র মধ্যে কমিশনের জবাব চায় সুপ্রিম কোর্ট

ডেস্ক: ঠিক কত ভোট পড়ল তার প্রকৃত তথ্য ভোটগ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে জানানোর জন্য যে আর্জি পেশ করা হয়েছে সে ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ নির্বাচন কমিশনকে এক সপ্তাহ সময় দিয়েছে।    ‘অ্যাসোসিয়েশন ফর...

Ferry service in new route: হাওড়া পর্যন্ত মেট্রো চালুর পর জলপথে কমেছে যাত্রী, নতুন রুটে চলবে ফেরি পরিষেবা

এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার পরেই এক ধাক্কায় বাস থেকে শুরু করে জলপথ পরিবহণে যাত্রীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তাতে স্বাভাবিকভাবেই ধাক্কা খেয়েছে নদীপথ পরিবহণের আয়। এই অবস্থায় নদীপথে নতুন রুটে ফেরি পরিষেবার প্রস্তাব আগেই পেয়েছিল পরিবহণ দফতর। সেই কথা মাথায়...

2 sister murdered: রক্তে ভেসে যাচ্ছিল বারান্দা, ঘর থেকে মিলল ২ বোনের খণ্ড বিখণ্ড দেহ, হাড়হিম ঘটনা!

হাড়হিম কাণ্ড পাথরপ্রতিমায়। বাড়ির ভিতরে ঢুকে আততায়ীরা দুই বোনকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল। রক্ত ভেসে যাচ্ছিল গোটা বাড়ি। শুক্রবার সকালে বাড়ি থেকে দুই বোনের খণ্ড বিখণ্ড দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের ভোলাহাট থানার দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুর এলাকায়।  ঘটনাকে কেন্দ্র...

কানহাইয়া কুমারের উপর হামলা, ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি হামলাকারীর

নয়াদিল্লি: শুক্রবার উত্তর-পূর্ব দিল্লিতে নির্বাচনী প্রচারের সময় ‘ইন্ডিয়া’ জোট প্রার্থী কানহাইয়া কুমারের ওপর হামলা হয়। এক ব্যক্তি তাঁকে মালা পরানোর অজুহাতে চড় মারেন। শুধু তাই নয়, কানহাইয়া কুমারের গায়েও কালি ছোড়া হয়। এই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত হামলাকারী একটি...

Sitalkuchi shootout: শীতলকুচিতে গুলি, ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের কাছে রিপোর্ট চাইল CEO দফতর

শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায়  কোচবিহার জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। বৃহস্পতিবার গভীর রাত শীতলকুচিতে গুলি চলে। গুলি আহত হন এক তৃণমূল নেতা। এই ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জেলা প্রশাসনের থেকে জানতে চাওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এই...

Raj Bhavan: রাজ্যপালকাণ্ডে নয়া মোড়, রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে FIR করল পুলিশ

রাজভবনে শ্লীলতাহানির অভিযোগকাণ্ডে এবার নয়া মোড়। এবার রাজভবনের কর্মীদের বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ। রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর রুজু করল পুলিশ। অভিযোগকারিণীর সঙ্গে কথা বলার পরে ও সবদিক থেকে খবর সংগ্রহ করার পরেই রাজভবনের তিনজন কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য...

Calcutta High Court: আদালতের নোটিশ গ্রহণ না করায় রাজ্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল হাইকোর্ট

নামের বানান না মেলায় কলকাতা হাইকোর্টের পাঠানো আদালত অবমাননার নোটিশ গ্রহণ না করায় গ্রেফতারি পরোয়ানা জারি হল রাজ্যে সরকারের এক প্রধান সচিবের বিরুদ্ধে। শুক্রবার প্রাণীসম্পদ বিকাশ দফতরের প্রধান সচিব বিবেক কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা।আরও পড়ুন: লোডশেডিং করিয়ে রেজাল্ট পাল্টে...

Factory wall collapses: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কারখানার দেওয়াল, চাপা পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আহত ২

বিপজ্জনক ভাবে হেলে পড়েছিল কারখানার পাঁচিল। তা সত্বেও সেই পাঁচিলের লাগোয়া নিকাশি নালা তৈরি করছিলেন চার শ্রমিক। প্রচীরের দেওয়াল ধসে পড়ল শ্রমিদেরই উপর।  এই ঘটনা দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।  দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বর্ধমানের কাঁকসায়। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ...

মমতা ও অভিষেককে খুনের হুমকি দিয়ে উলুবেড়িয়ায় পোস্টার

মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ল হাওড়ার উলুবেড়িয়ায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কে বা কারা এই পোস্টার দিল তা খুঁজে বার করতে তদন্ত শুরু করেছে পুলিশ। পোস্টারের সঙ্গে একটি চিঠিও উদ্ধার হয়েছে। তবে চিঠি কী লেখা আছে তা উদ্ধার...