Homeঅফ-বিটদেশের ১০ টি আশ্চর্যতম...

দেশের ১০ টি আশ্চর্যতম স্থান… যেখানে আপনাকে ঘুরে আসতেই হবে

ভারতে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে এমনি অদ্ভত কিছু জায়েগা যেখানে আপনার একবার ঘুরে আসা উচিত, অলৌকিক এবং বিরল ইতিহাস নিয়ে দাড়িয়ে থাকা এই সব দ্রষ্টব্যস্থান এর থেকে বেছে নেওয়া কয়েকটি রইল এই পাতায়ঃ

১- ভানগড় ফোর্ট

Image result for bhangarh fort

 রাজস্থান এর সারিস্কা  টাইগার রিজার্ভ  ও আলওয়ার জেলার সীমান্তে অবস্থিত   ভানগড়  ফোর্ট  একটি সপ্তদশ শতকের দুর্গ, এটি ভারতের সবথেকে “ভৌতিক, কুখ্যাত,এবং  পোড়ো জায়গা “, কারণ অনেক ভৌতিক অভিজ্ঞতা এবং দুর্গ চত্বরে অশরীরীর প্রমাণ বারবার পাওয়া গেছে।

Image result for bhangarh fort

এমনকি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা বা Archaeological Survey of India রাতে দুর্গের প্রবেশ থেকে স্থানীয় এবং পর্যটকদের বিরত করতে  বোর্ড অব্ধি লাগিয়েছেন. এই সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত, কে ঘিরে বেশ কিছু পৌরাণিক কাহিনী কেল্লায় নানান অস্বাভাবিক ঘটনা কে সত্যায়িত করেছে। 

 

২- কালাভান্টিন দূর্গ ঃ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দুর্গ

Related image

প্রবলগড় ফোর্ট যা কালাভান্টিন দুর্গ  নামেও পরিচিত, পশ্চিমঘাট পর্বতমালার ২৩০০ ফুট উচ্চতায় অবস্থিত  এই দুর্গ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দুর্গ বলে পরিচিত। এটি মহারাষ্ট্রের মাথেরান এবং পানভেল এর মধ্যে অবস্থিত। এই দুর্গ উৎসাহীদের ট্রেকিং এর জন্য ভাল একটি পয়েন্ট। মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ে থেকে এই দুর্গ দেখতে পাওয়া যায়ে।

৩- রুপকুন্ড ঃ কংকাল হ্রদ

Image result for roopkund valley of death

রুপকুন্ড উত্তরাখণ্ড এর ৫০২৯ মিটার উচ্চতায় অবস্থিত একটি হিমবাহ হ্রদ, স্থানীয় রা একে চেনে কংকাল হ্রদ বলে। তার কারন প্রায় ২০০ টির ও বেশী মানব কংকাল ছড়িয়ে ছিটিয়ে আছে এই লেক জুড়ে, জানা যায় নবম শতাব্দীর কোনও এক সময় বরফঝড়ের কবলে পড়ে এই লেকে মৃত্যু হয় এই সমস্ত তিব্বতি বাসিন্দা দের। শিলা-আকীর্ণ হিমবাহ এবং বরফ-পরিহিত পর্বত দ্বারা বেষ্টিত, এই হ্রদ একটি জনপ্রিয় ট্রেকিং গন্তব্য

এই অগভীর হ্রদের গভীরতা মাত্র দুই মিটার হওয়ার কারণে মানুষের দেহাবশেষের ও কংকাল গুলি আজও পরিস্কার চোখে পড়ে।

 ৪- লোঙ্গেওয়ালা 
Image result for longewala
১৯৭১ এর পাকিস্তান এর সাথে ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনীর লড়াই এর ঐতিহাসিক স্মারক হিসেবে Longewala Battlefield  ওয়ার মেমোরিয়াল বিখ্যাত।   জাতিকে রক্ষা করার জন্য বীরত্বপূর্ণ যুদ্ধের ও ভারতীয় প্রতিরক্ষা ইতিহাসের একটি অবিচ্ছিন্ন অংশ এটি। বিখ্যাত হিন্দি সিনেমা Border এই লড়াই এর ই কাহিনী,  যুদ্ধে ব্যবহৃত সরঞ্জাম ও ব্যাটল-ট্যাঙ্ক প্রদর্শন হিসেবে রাখা আছে আজও  লোঙ্গেওয়ালায়। এই এলাকার খুব কাছেই অবস্থিত তন্নত-মাতা মন্দির যা এই সীমান্ত অঞ্চলের শেষ দর্শনীয় জায়গা।

৫- ধনুশকডি ঃ হারানো শহর

Related image

তামিলনাড়ুর  পাম্বান দ্বীপ এর দক্ষিণ-পূর্ব প্রান্তে  ধনুশকডি পরিচিত লস্ট-ল্যান্ড বা হারানো শহর নামে। ১৯৬৪ সালের বিধ্বংসী ঘুনিঝড়ে পুরো বসতি টিই জনমানুষহীন হয়ে যায় পড়ে থাকে শুধু হারানো শহরের ধ্বংসাবশেষ। হিন্দু মহাকাব্য মতে  রাম এখান থেকেই সেতুনির্মান করেন ১৮ মাইল দুরের  শ্রীলঙ্কার তালাইমান্নার অব্ধি। ধনুশকডির অর্থ “ধনুকের শেষ প্রান্ত”।

৬-  ব্যারেন আইল্যান্ড 

Image result for barren island

ব্যারেন আইল্যান্ড বা বন্ধ্যা দ্বীপ পোর্ট ব্লেয়ার থেকে ১৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত একটি দ্বীপ। এটি দক্ষিণপূর্ব এশিয়ার এক মাত্র সক্রিয় আগ্নেয়গিরি (Active Volcano)। এই আগ্নেয়গিরিটি প্রথম নথিভুক্ত হয় ১৯৮৭ সালে, সেই থেকে ২০১৭ অবধি ১০ বার অগ্ন্যুৎপাত হয়েছে এতে।  ১৯৯১ সালে যে অগ্ন্যুৎপাত হয় সেটি ৬মাস স্থায়ী হয়েছিল এবং এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হয়।

 

৭- কুল্ধারা ঃ ভূতুড়ে গ্রাম

Image result for kuldhara rajasthan

স্বৈরাচারী এক শাসক এর অত্যাচার এর জন্য ৩০০বছর ধরে জনমানসহীন এই গ্রাম, জয়সলমীর থেকে মাত্র ১৭কিমি দূরে অবস্থিত এই গ্রাম আজও স্থানীয় লোকেদের মতে অভিশপ্ত। নানান অলৌকিক কাহিনী ও  ঘটনা র সাক্ষি হয়ে দাড়িয়ে আছে এই গ্রাম এর ঘরবাড়ি, মন্দির গুলি। আজ অব্ধি এই গ্রাম এ রাত কাটানোর সাহস খুব কম মানুষই পেয়েছেন

 

৮- চুম্বক পর্বত ঃ লেহ

Image result for magnetic hill leh

লাদাখ থেকে লেহ- এর মাঝে এই জায়েগাটি কে বলা হয় Magnetic Hill যা চমক লাগিয়ে দিতে পারে যে কাউকে।

এখানে দৃষ্টি-বিভ্রম এ মনে হয় যেন যেকোনো গাড়ি মাধ্যাকর্ষণ এর বিপরিতে আপনা-আপনি উপর দিকে উঠছে, বাস্তবে তা  নিচে গড়িয়েই নামে। ভারতে এমন আরও দুটি পাহাড় আছে দুটিই গুজরাটে যেখানে ঠিক এমন বিভ্রমই ঘটে।

 

৯-চেরাপুঞ্জি

 

পৃথিবীর সর্বাপেক্ষা বেশী বৃষ্টিপাত, জয়ন্তি আর খাসি পাহাড়ের সৌন্দর্য ছাড়াও বাড়তি পাওনা মেঘালয় এর এই জীবন্ত Root Bridge টি পূর্ব খাসি পাহারে অবস্থিত এই ব্রিজটি পুরোটাই তৈরি দুপারে অবস্থিত দুটি রবারগাছ দিয়ে, যা রোজ স্বাভাবিক বৃদ্ধি বজায়ে রাখে। দুইটি পৃথক তল বিশিষ্ট এই ব্রিজ রোজ হাজার-হাজার মানুষের ভার বহন করে চলেছে।

 

১০- সর্ববৃহৎ বট গাছ

Image result for banyan tree botanical garden

হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেন এর এই বটগাছটি “পৃথিবীর সর্ব বৃহৎ গাছ” হিসাবে পরিচিত, যার মূলগাছ টি ১৯২৫ সালে বজ্রপাত এ নস্ট হয়ে যাওয়ায় কেটে ফেলতে হয়। তবুও ১৫,৬৬৫ স্কোয়ার মিটার ও ৩৫১১ টি শিকর নিয়ে বিস্তার করে আজও মাথা উঁচু করে দাড়িয়ে আছে ১২০০ বছর পুরনো এই বটগাছ। যা নিজেই তৈরি করেছে একটি জঙ্গল ও বহু পশু-পাখির এক বাস্তুতন্ত্র ।

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

আজ চতুর্থ দফার ভোটে কোন কোন কেন্দ্রের দিকে নজর রয়েছে দেখে নিন  

ডেস্ক: লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আজ সোমবার ৯টি রাজ্য...

হেমন্ত সোরেন কি ইডি মামলায় স্বস্তি পাবেন? আজই রায় সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: সোমবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আবেদনের শুনানি করবে...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

আজ চতুর্থ দফার ভোটে কোন কোন কেন্দ্রের দিকে নজর রয়েছে দেখে নিন  

ডেস্ক: লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আজ সোমবার ৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের মোট ৯৬টি আসনে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে যে সব কেন্দ্রের দিকে নজর রয়েছে, তার মধ্যে রয়েছে তেলঙ্গানার হায়দরাবাদ, জম্মু-কাশ্মীরের শ্রীনগর, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, বহরমপুর ও আসানসোল, উত্তরপ্রদেশের কনৌজ ও লখিমপুর খেরি এবং মধ্যপ্রদেশের...

হেমন্ত সোরেন কি ইডি মামলায় স্বস্তি পাবেন? আজই রায় সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: সোমবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট। জমি কেলেঙ্কারি সংক্রান্ত অর্থ পাচার মামলায় ইডি-র গ্রেফতারকে চ্যালেঞ্জ করেছেন সোরেন। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ সোরেনের আবেদনের শুনানি করবে। জামিনের আবেদন নিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টেও গিয়েছিলেন হেমন্ত সোরেন। নিজের গ্রেফতারিকে চ্যালেঞ্জ...

আজ রাজ্যের ভোটে প্রার্থী অভিনেতা থেকে ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি

ডেস্ক: আজ সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। কেন্দ্রগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান–দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম। প্রার্থীদের মধ্যে রয়েছে প্রাক্তন বলিউড অভিনেতা, প্রাক্তন টলিউড অভিনেত্রী, দুই প্রাক্তন ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি ও টানা পাঁচবারের সাংসদ এবং...

গাড়োয়ালে চার ধামের দরজা খুলতেই অত্যধিক ভিড়, রবিবার বন্ধ ছিল যমুনোত্রী যাত্রা   

ডেস্ক: অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চার ধাম যাত্রা। শুরু থেকেই উপচে পড়ছে তীর্থযাত্রীদের ভিড়। এতই ভিড় যে আতংকিত উত্তরাখণ্ডের পুলিশ প্রশাসন। তারা ইতিমধ্যেই রবিবার তারা নিষেধাজ্ঞা জারি করে। গত শুক্রবার ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন গাড়োয়াল হিমালয়ের চার ধাম গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদরিনাথ খুলে...

দশটি গ্যারান্টি ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল, রয়েছে নিখরচায় বিদ্যুৎ এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা

ডেস্ক: মোদীর গ্যারান্টির পর কেজরিওয়ালের গ্যারান্টি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার আপ-এর দশটি গ্যারান্টির কথা ঘোষণা করেছেন। আপ যদি লোকসভা নির্বাচন তবে গ্যারান্টিমতো কাজ হবে। জনকল্যাণ বিষয়ক বিভিন্ন উদ্যোগের ব্যাপারে আশ্বাস দিয়েছেন কেজরিওয়াল। তার মধ্যে রয়েছে নিখরচায় বিদ্যুৎ দেওয়া এবং উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা। “বিজেপি সব...

Illegal construction: বেআইনি নির্মাণ নিয়ে দায় ঠেলাঠেলি পূর্ত দফতর-পুরসভার, ভাঙার নির্দেশ হাইকোর্টের

জবরদখল হয়ে গিয়েছিল জমি। তার উপরে গড়ে উঠেছিল বেআইনি নির্মাণ। এমনকী জলাভূমি ভরাট করেও বেআইনি নির্মাণ গড়ে তোলা হচ্ছিল। অথচ অভিযোগ পেয়েও নিষ্ক্রিয় ছিল পুরসভা এবং পুলিশ। শুধু তাই নয় কলকাতা হাইকোর্টেও একে অপরের উপর দায় চাপিয়েছিল পুরসভা ও পূর্ত দফতর। শেষ পর্যন্ত সমস্যার...

Adhir-TMC feud: কংগ্রেস করার জন্য মহিলাদের হুমকি, তৃণমূলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অধীরের

ভোটের ঠিক আগেই মহিলার শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বহরমপুর লোকসভা কেন্দ্রে। খবর পেয়ে সেখানে যান কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কংগ্রেস নেতা। অধীরের অভিযোগ, কংগ্রেস করার জন্যই মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা হয়েছে। এই ঘটনার...

সোমবার তৃতীয় দফায় ৯৬ আসনে ভোট, রয়েছে পশ্চিমবঙ্গের ৮ কেন্দ্র  

ডেস্ক: সোমবার অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা। এ দিন ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৮টি কেন্দ্র রয়েছে। ভোট শুরু হবে সকাল ৭টা থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশনের হিসেবমতে ৪২৬৪ জন প্রার্থীর ভাগ্য এ...

Dev aide under scanner: লক্ষাধিক টাকা নিয়ে চাকরি দেননি, দেব ঘনিষ্ঠ রামাপদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

নিয়োগ দুর্নীতিকে ঘিরে এক সময় তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। তার রেশ এখনও রয়েছে। লোকসভা ভোটের আবহে প্রচারের ময়দানে তৃণমূলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করছে বিরোধীরা। এমন অবস্থায় ফের চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল ঘাটালে। এই অভিযোগ উঠেছে, ঘাটালের তৃণমূল...

Indian-Malaysia diplomacy: ভারতকে ওরাং ওটাং (লেজবিহীন বানর) ফ্রী দেবে মালয়েশিয়া? একী কূটনীতি ! ফ্যাসাদে বানরেরা

  Indian-Malaysia diplomacy: মালয়েশিয়ার একি কূটনৈতিক নীতি। তাদের থেকে পাম্প তেল কিনলে তারা ওরাং ওটাং ফ্রি দেবে। এটা কি ধরনের লোভ দেখাচ্ছে মালয়েশিয়া? যত দোষ মালয়েশিয়ার নয় পশু পাখিদের নিয়ে কূটনৈতিক টানা পোড়েন প্রাচীন কাল থেকেই হয়ে আসছে। প্রাচীন ভারতের স্বীকৃত কূটনীতি ছিল হাতি বিনিময়। চন্দ্রগুপ্ত মৌর্য...

Sudan crisis: সুদানে দুর্ভিক্ষ, এক টুকরো খাবারের জন্য চলছে হাহাকার

  Sudan crisis: বলা হয়েছিল বিশ্বের সবচেয়ে ব্যাপক অনাহার সংকট দেখবে সুদান। হলোও তাই, সেখানকার মানুষ খাবারের জন্য ছটফট করছে। এক টুকরো খাবার কোথায় পাওয়া যায় সেই চিন্তায় শেষ হয়ে যাচ্ছে তারা। পেটে তীব্র জ্বালা, কিন্তু কোথাও কোনো খাবার নেই তাই ঘাস খেয়ে চিনে বাদামের খোসা খেয়ে...

Afghanistan flash floods: মরু দেশ আফগানিস্তান বৃষ্টি হরপা বান, ভেসে যাচ্ছে সব

  Afghanistan flash floods: পাহাড় মরুভুমির দেশ আফগানিস্তান। সেখানে হঠাৎ করেই প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে চতুর্দিক। আফগানিস্তানে হঠাৎ করেই হড়পা বান। এক দিনের অতিবৃষ্টিতে প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ জন। জলের তোড়ে ভেসে গেছে হাজার হাজার বাড়ি। খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন হাজার হাজার আফগান।এককথায় আফগানিস্তানে চলছে মৃত্যু...