Homeধোঁয়াশাময় “জি এস টি"-...

ধোঁয়াশাময় “জি এস টি”- খবর ২৪ ঘন্টার বিশেষ সমীক্ষা

ওয়েব ডেস্কঃ    রাতের বারোটা। ৩০ জুন। এক দেশের এক কর ব্যবস্থা। তবু কেন্দ্রিয় সরকার নিজেই জানে না কী হতে চলেছে। নিজেরাই নাকি একটি আলাদা যুদ্ধকালীন সেল খুলেছেন। আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন মহাকাব্যিক ভুল করতে চলেছে কেন্দ্র। স্বাভাবিক। যে তৃতীয় বিশ্বের দেশে মানুষ খেতে পায় না দুই বেলা, চাকরির জন্য দুশো কিলোমিটার পর্যন্ত রোজ বাড়িতে থেকে যাতায়াত করে তাদের পক্ষে এতো নিয়ম মেনে কর দেওয়াটা সমস্যার। আর ভাবুন তো যে মানুষগুলি তেমন পড়াশুনো জানেন না, অথবা কম্পিউটারের বিষয়টা ভাল জানেন না, তাদের কাছে জিএসটি বাবদ কর দেওয়াটা সত্যই অবাক কান্ড। তাই তো বস্ত্র শিল্পের ব্যবসায়ীরা আজ থেকেই ময়দানে প্রতিবাদ শুরু করে দিয়েছেন। পরে আসছি সেই কথায়। চলচ্চিত্র শিল্পের একই অবস্থা। একেই বাংলা সিনেমা মানুষ কম দেখেন তার উপর কর হলে আরও কম মানুষ হল মুখী হবেন। অমিত মিত্র সেই বিষয় বিশেষ ছাড়ের কথা ঘোষণা করেছেন।  মোটের উপর সাধারণ মানুষ, যারা রোজ নিজের কাজ করে, রুটি রুজির জন্য সকলেই কোনও না কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হবেন। লাভবান হবেন কেন্দ্রিয় সরকার।

Image result for g s t

আসুন আমরা একটু জিএসটি-র মোটা বইটা উল্টে দেখেনি। কী আছে সেখানে। জিএসটি হল বিশেষ একপ্রকার কর ব্যবস্থা যা বর্তমানে পরোক্ষ করের পরিবর্তে কার্যকর হবে৷ পণ্য এবং পরিষেবা, দু’টির উপরই কার্যকর হবে জিএসটি৷ এই কর ব্যবস্থার দু’টি স্তর বা কাঠামো। কেন্দ্রিয় জিএসটি এবং রাজ্য জিএসটি ৷ পণ্য ও পরিষেবা কর চালু হলে কেন্দ্রে ও রাজ্যের একাধিক কর বিলুপ্ত হয়ে যাবে।

Image result for g s t

কেন্দ্রিয় করের বিলুপ্তিতে রয়েছে, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, অতিরিক্ত আবগারি ও কাস্টম ডিউটি, স্পেশাল অ্যাডিশনাল ডিউটি অফ কাস্টমস বা স্যাড, পরিষেবা কর৷ পণ্য ও পরিষেবা প্রদানে সেস ও সারচার্জ৷

রাজ্যের করের বিলুপ্তি রয়েছে, ভ্যাট, কেন্দ্রিয় বিক্রয় কর, পারচেজ ট্যাক্স, লাক্সারি ট্যাক্স, প্রবেশ কর, বিনোদন কর বিজ্ঞাপন, লটারি, বাজি ও জুয়ায় কর, স্টেট সেস অ্যান্ড সারচার্জ৷

অর্থনীতিবিদের একটা বড় অংশের মতে, জিএসটি চালু হলে লাভবান হবে দেশের অর্থনীতি। জিডিপি বৃদ্ধি পাবে। উপকৃত হবেন সাধারণ মানুষও। জিএসটির সুবিধা হল করফাঁকি রোধ, কমবে করের হার, কমবে কর ব্যবস্থার জটিলতাও, ব্যবসা-বাণিজ্যের সরলীকরণ, বাড়বে জাতীয় আয়৷

এখন কোনও পণ্য উৎপাদন থেকে শুরু করে, তা বিক্রির জায়গা পর্যন্ত নানা ধাপে কর দিতে হয়। অনেক ক্ষেত্রে যেগুলো বুঝতেও পারেন না ক্রেতা বা উপভোক্তা। পরতে পরতে কর না চাপিয়ে, দেশে একটি মাত্র কর ব্যবস্থা চালু করাই জিএসটির লক্ষ্য। কেউ কেউ এটাকেই বলছেন – মেক ইন ইন্ডিয়া।

Related image

আসলে আচ্ছে দিনের জন্য জানতে হবে জিএসটি’র ইতিহাস। ২০০০ সালে অটলবিহারী বাজপেয়ি প্রধানমন্ত্রী থাকাকালীন প্রথম অভিন্ন পণ্য ও পরিষেবার কর প্রথা চালুর বিষয়ে সওয়াল করেন। কারণ, আর্থিকভাবে উন্নত যে কোনও দেশে এই প্রথাই চালু রয়েছে। কীভাবে সেই কর ব্যবস্থা চালু করা যায়, তা ঠিক করতে রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে একটি এমপাওয়ার্ড কমিটি তৈরি হয়। এই রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত ছিলেন সেই কমিটির চেয়ারম্যান। পরবর্তীকালে ইউপিএ সরকার জিএসটি চালুর পথে এগোয়। এখন বিজেপি সরকারও তাই চালু করতে উঠে পড়ে লেগেছে। কমিটির চেয়ারম্যান এখন এ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

Image result for gst council

জিএসটি’র কাঠামোটি এসেছে সামনে। প্রধানত জানা গেছে, ১,২১১টি পণ্যের উপরে কী হারে কর বসবে, তা ঠিক করেছে জিএসটি কাউন্সিল। বেশির ভাগ পণ্যের ক্ষেত্রেই করের হার রাখা হয়েছে ১৮ শতাংশ বা তার নীচে। ফলে এই কর ব্যবস্থা চালু হলে নিত্যপ্রয়োজনীয় জিনিস, যেমন দানাশস্য, মাথার তেল, টুথপেস্ট, চিনি, কয়লার দাম কমবে।

Image result for gst on medicine

জিএসটি চালু হলে আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি থেকে শুরু করে প্রায় সব রকমের ওষুধের দাম কমার কথা। অ্যালাপাথি জীবনদায়ী ওষুধের দামও কমবে। ওষুধে এখন উৎপাদন শুল্ক, ভ্যাট মিলিয়ে ১৩ শতাংশ কর চাপে। জিএসটি-তে তা হবে ১২ শতাংশ। চিকিৎসার উপকরণ, অস্ত্রোপচারের যন্ত্রপাতির উপরেও কর ১৩ শতাংশ থেকে কমে ১২ শতাংশ হবে।

Image result for electronic products list under gst

জিএসটি চালু হলে স্মার্টফোনেরও দাম কমবে। জিএসটি-তে স্মার্টফোনের জন্য কর ১২ শতাংশ। এখন সিমেন্টে দিতে হয় ৩১ শতাংশ কর। তা ২৮ শতাংশ হয়ে যাবে। জিএসটি চালু হলে বিনোদনের খরচও অনেকটাই কমবে। কেব্‌ল টিভি, ডিটিএইচ পরিষেবায় বিভিন্ন রাজ্যে ১০ থেকে ৩০ শতাংশ করের উপরে ১৫ শতাংশ পর্যন্ত পরিষেবা কর দিতে হয়। সেখানে জিএসটি-তে ১৮ শতাংশ কর দিতে হবে গ্রাহকদের। সার্কাস থেকে নাটক, থিয়েটার বা গানবাজনার অনুষ্ঠানের ক্ষেত্রেও টিকিটের দামের সঙ্গে ১৮ শতাংশ জিএসটি লাগু হবে। ২৫০ টাকা পর্যন্ত টিকিটে খরচ কমবে।

আগে কেন্দ্রিয় এবং রাজ্য সরকার নিজেদের মতো করে আলাদা আলাদা নামে কর কেটে নিত বা নিচ্ছে। যেহেতু জিএসটি’র মূল লক্ষ্য হল অভিন্ন কর-কাঠামো গড়া, তাই এক্ষেত্রে মূল দু’টি ভাগ রাখা হয়েছে। একটি স্টেট জিএসটি বা এসজিএসটি, অন্যটি সেন্ট্রাল জিএসটি বা সিজিএসটি। নাম যাই-ই হোক না কেন, করের হার হবে একই। কোন কোন ক্ষেত্রে রাজ্য সরকার কর আদায় করবে, কোন ক্ষেত্রে সেই দায়িত্ব নেবে কেন্দ্র, তা ঠিক হবে খসড়া জিএসটি বিলে। কত টাকা ভাগাভাগি হবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে, সেই বিষয়ও এখনও চুড়ান্ত হয়নি। দু’টি রাজ্যের মধ্যে কাঁচামাল বা পণ্য আদানপ্রদান হলে, করের সেইরকম হেরফের হবে না।

বিশেষজ্ঞরা বলছেন সুবিধা রয়েছে, এই কর ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, সাধারণ মানুষের কাছে কম দামে জিনিস পৌঁছাবে। কারণ, এখন কোনও পণ্য উৎপাদন থেকে শুরু করে, তা বিক্রির জায়গা পর্যন্ত নানা ধাপে কর দিতে হয়। আর তার ফলেই একদিকে যেমন দাম বাড়ে, তেমনই তাতে জটিলতাও থাকে। জিএসটি চালু হলে প্রস্তুত হওয়া পণ্য কিনতে গেলে, একমাত্র সেই সময়ই কর চাপানো হবে। সেটি ধার্য হবে এমনভাবে, যাতে শেষ পর্যন্ত তা চাপবে উৎপাদন খরচের উপর। অর্থাৎ, হরেক করের চাপ মুক্ত হবে সেই পণ্য। পণ্যের দাম কমলেই বিক্রি হবে বেশি। তাতে উৎপাদন হবে বেশি। অর্থনীতি এগোবে।

Image result for demerit of gst

আবার অন্যদিকে জিএসটি’র অসুবিধা সরকার লুকিয়ে ফেলছে। প্রধান বিষয়টা হল সরকার চাইছে সব জিনিসের থেকে কর নিতে। কিন্তু যে মানুষটি কোনও দিন এত কিছু বোঝে না, তারা তো ধোঁয়াশায়। ছোট ব্যবসায়ীরা তো ক্ষতিগ্রস্ত হবেনই। বিক্রেতা নিজে বুঝবে না, কিছু লোক এসে বোকা বানাবে। আর পরিবর্তন মানুষ চায় ঠিকই তবে এই করের নাম বদলে আরও বেশি কর নেওয়া সেটা সত্যই সাধারণের পক্ষে চাপের। ভাবুন তো বাঙালির প্রিয় রসগোল্লা বা যেকোনও মিষ্টিতে ৫% কর দিতে হবে। তৃতীয় বিশ্বের দেশে মানুষকে বোকা বানিয়ে অনেক পণ্যে বেশি টাকা দিয়ে কিনতে হবে। বিষয়টা এমন হবে, যে জিনিসটির দাম বাড়ার কথা নয়, সেই ব্যবসাইও জিএসটি বলে বেশি মুনাফা তুলে নেবে। এখানেই সমস্যা। সরকার তো প্রতিটি স্লটকে সুন্দর করে ভাগ করে বুঝিয়ে দিচ্ছে না। সে তো সাধারণ মানুষকে এসে সফটওয়্যার শিখিয়ে দিয়ে যাচ্ছে না। এখানেই সমস্যা। এক রাতের ভিতর সবাই শিক্ষিত হয়ে উঠবে কর দেওয়ার টেক গ্যাজেট অঙ্কে এটা ভাবাই সব থেকে বড় ভুল। নিত্যনৈমিত্তিক সব কিছুতে এই কর বিষয়টা সাধারণের কাছে অসহনীয়। মানলাম গাড়ি, বাইক, কম্পিউটার, দামী মোবাইল, টেলিযোগাযোগে দাম বাড়বে। সেগুলো বিলাসিতা। কিন্তু সাধারণ ঘরের গ্যাসের দাম, কেরোসিনের দাম বেড়ে যাওয়াটা মানা যায় না। এখানেই জিএসটি সাধারণ মানুষকে সরাসরি ক্ষতি করছে। আমরা ১৯৪৭ সালে এই কর দেব বলে স্বাধীনতা চাইনি। বিদেশের সাধারণত জিএসটি-র হার সর্বোচ্চ পনেরোর ভিতরে। বিদেশের মতো এখানেও জিএসটি চালু করার আগে প্রথম ও দ্বিতীয় বিশ্বের দেশের মতো বাকি সুবিধাগুলি দেওয়া প্রয়োজনীয়তা ছিল। সেখানে স্বাস্থ্য, সেবা, আইন আরও অনেক ক্ষেত্রে সরকারি যে সুবিধা ও বিনাশুল্কের সুবিধা মেলে সেটা করে তারপর এই আইনটি আনত। যে সরকার বলেছিল পনেরো লাখ টাকা ফিরিয়ে দেবে গরীবকে, সে সরকার ক্ষমতায় এসে বড়লোক শিল্পপতিদের সাথে ট্যুইট করেছে অনেক বেশি করে। বিদেশ সফরে গেছে অনেক বেশি। লাভ হয়েছে অন্য দেশের ও বড়লোকদের। বিজয় মাল্য সত্যই চিটিং করার মালা নিয়ে বিদেশে বসে। এ দেশের সরকারি ব্যাংক সমস্ত কিছুতে আরও সাধারণের উপর চাপিয়ে দিচ্ছে নানা বিধি। কমিয়ে দিচ্ছে স্বল্প সঞ্চয়ের সুদ। আসলে তুঘলকি শাসনে সবই সম্ভব।

Image result for gst on cotton industry

আজ থেকে যে বস্ত্রশিল্পের সাথে যুক্ত ব্যক্তিরা ধর্মঘট করছেন আসুন তাদের প্রধান অসুবিধাটা একটু দেখেনি। জিএসটি চালু হলে কম দামের জামাকাপড়ের উপর ৫% কর, তাতে বস্ত্রশিল্প কিভাবে ধ্বংস হবে? ব্যবসায়ীদের কাছে জানা যাচ্ছে, ৫% কেন, ১% জিএসটি চাপলেও এই শিল্প ধ্বংস হতে বাধ্য। কারণ এখানে যে বিশাল মার্কেট আছে তার সবটাই প্রায় অশিক্ষিত ও অর্ধ-শিক্ষিত মানুষ দ্বারা পরিচালিত। কারোরই প্রায় কম্পিউটার নিয়ে কোনো জ্ঞানই নেই। বর্তমানে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো ট্যাক্স দিতে হয় না। কিন্তু জিএসটি চালু হলে প্রত্যেককে অন্তত একজন করে ডাটা এন্ট্রি অপারেটর ও একজন করে চার্টার্ড অ্যাকাউনট্যান্ট রাখতে হবে সব কিছু ঠিকঠাক-ভাবে করার জন্য। যার জন্য বার্ষিক খরচ প্রায় ২৫-৩০ লক্ষ টাকা বেড়ে যাবে। এখন এই অতিরিক্ত টাকা দিতে হলে জামাকাপড়ের উপর দাম বাড়াতে হবে, ফলে তা অনেক ক্ষেত্রেই ১২% ট্যাক্স জোনে চলে আসবে। ফলে আরও বেশি পয়সা গুণতে হবে ক্রেতাকে, যার-ফলে ধ্বস নামতে পারে বস্ত্রশিল্পে। ওই ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, তারফলে অনেকেই ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবেন। সব মিলিয়ে কর্মহীন হয়ে পড়ার সম্ভাবনা ১৪.৫ লক্ষ মানুষের, যারা সরাসরি এই ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়াও এই ব্যবসার কাজে পরোক্ষে যারা লাগেন বা যাঁদের জীবিকা সরাসরি যুক্ত না হয়েও তার উপর অনেকখানি নির্ভরশীল সেই সংখ্যাটাও প্রায় ২৫-৩০ লক্ষের মত। আর তারফলে সারা বছরে প্রায় ৩৫ হাজার কোটি টাকার মোট ব্যবসা নষ্ট হতে চলেছে। তাই জিএসটি বন্ধ না হলে ধর্মঘট করা ছাড়া তাঁদের কোনো উপায় নেই। এখন দেখার মোদী কিভাবে এই জনরোষকে সামাল দেয়। আর সেই দিকে তাকিয়ে রাজনৈতিক কারবারিরাও।

Image result for g s t

দেখে নিন কেমন হতে চলেছে কর ব্যবস্থা……

সোনা

সোনার উপর বর্তমান কর ২%। জিএসটি চালু হওয়ার পর তা সামান্য বেড়ে হবে ৩%। তাই টাকা ব্যাঙ্কে না রেখে, কিছু সোনা কিনে রাখতেই পারেন।

মোবাইল ফোন

১ জুলাই থেকে মোবাইল ফোনের ওপর কর বসবে ১২%। অর্থাৎ করের হার বাড়বে ৪ থেকে ৫%। দেশে তৈরি মোবাইল ফোনের দাম বাড়বে। অতএব যদি আপনার মোবাইল ফোন লাগে, কিনে নিন চটপট।

ল্যাপটপ/ডেস্কটপ

জিএসটি চালু হওয়ার পর ল্যাপটপ/ডেস্কটপের ওপর কর বসবে ১৮%। বর্তমানে তা ১৪-১৫%। অতএব এগুলো লাগলে এখনই কিনে নেওয়া দরকার। এই সংক্রান্ত অন্যান্য পণ্য, যেমন প্রিন্টার ও ১৭ ইঞ্চির চেয়ে ছোটো মনিটরের দাম অবশ্য জিএসটি চালু হওয়ার পর কমবে। তাই ওগুলো কিনতে হলে কিছু দিন অপেক্ষা করুন।

গাড়ি

যদি আপনি সেডান, ডেজেল হ্যাচব্যাক, বড়ো এসইউভি বা কোনো বিলাসবহুল গাড়ি কিনতে চান, তা হলে এখনই কিনে নিন। স্টক ক্লিয়ারেন্সের জন্য সংস্থাগুলি এখন নানারকম ছাড়ও দিচ্ছে। জিএসটি চালু হয়ে যাওয়ার পর কিন্তু দাম বেড়ে যাবে।

বিমা পলিসি

ছোটো ও মাঝারি উদ্যোগপতিদের যদি কিছু বিমা করানোর থাকে, তা হলে এখনই করিয়ে নিন। বিমা পলিসির ওপর জিএসটি চালু হলে কর ১৫% থেকে বেড়ে ১৮% হয়ে যাবে। তাই যাঁদের অগ্নিকাণ্ড সংক্রান্ত বিমা বা নৌবিমা করানোর দরকার (অর্থাৎ যেগুলিতে এককালীন প্রিমিয়াম দিতে হয়), তাঁরা এখনই করিয়ে নিন।

শীতাতপ নিয়ন্ত্রক বা এয়ার কন্ডিশনার

বর্তমানে এয়ার কন্ডিশনারের ওপর কর গড়ে ২৩%। ১ জুলাই থেকে তা বেড়ে হবে ২৮%। ডিলাররা তাই ভালো ছাড় দিচ্ছেন এই পণ্যে। স্টক ক্লিয়ার করতে চান সকলেই। বর্ষায় গরম কিছুটা কমলেও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কেনার জন্য কিন্তু এটাই আসল সময়।

টেলিভিশন

বর্তমানে টিভির ওপর কর ২২-২৩%। জিএসটি চালু হওয়ার পর তা বেড়ে হবে ২৮%। তাই যাঁরা ফ্ল্যাট স্ক্রিন বা এলইডি কিনবেন বলে ভাবছেন, তাঁরা আর দেরি করবেন না।

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

NIA in Purba Medinipur: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এর আগের দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। আর এবার বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়া খুনের মামলায় তৎপর হল এনআইএ। আজ শনিবার পূর্ব মেদিনীপুরের ময়নায় পৌঁছন এনআইএ’র তদন্তকারী আধিকারিকরা। এই মামলায় আগেই এনআইএকে...

Srijan Bhattachariya: পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, প্রতিবাদে থানা ঘেরাও সৃজনের

ভোটের আগে যাদবপুর কেন্দ্রে এক সিপিএম কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, যে সিপিএম কর্মীকে মারধর করা হয়েছে তিনি ক্যানসার আক্রান্ত। এনিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মারধরের প্রতিবাদে বিক্ষোভ অবরোধের পাশাপাশি থানা ঘেরাও করে সিপিএম। তাতে...

Sayantika Banerjee: জয়ী হলে মেয়েদের জন্য ‘সম্পূর্ণা’ চালু করবেন, আর কী আশ্বাস তৃণমূলের সায়ন্তিকার

দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে চারটি দফার ভোট শেষ হয়েছে। এখনও তিনটি দফার ভোট বাকি রয়েছে। তবে লোকসভা নির্বাচনের মধ্যেই উপনির্বাচন হচ্ছে বাংলার দুটি বিধানসভা আসনে। একটি হল ভগবানগোলা এবং অন্যটি হল বরানগর। ভগবানগোলায় উপনির্বাচন হয়ে গেলেও বরানগরে উপনির্বাচন হবে ১ জুন। এই কেন্দ্রে...

DM bunglow seizure order: জমি অধিগ্রহণের পরেও মালিককে দাম মেটানো হয়নি, DM-র বাংলো বাজেয়াপ্ত করার নির্দেশ

আদালতের নির্দেশ ছিল জমি অধিগ্রহণের জন্য দাম মেটাতে হবে। কিন্তু, সেই নির্দেশ বারবার অমান্য করেছে জেলা প্রশাসন। সেই সংক্রান্ত মামলায় নজিরবিহীন নির্দেশ দিল পূর্ব বর্ধমানের জেলা ও দায়রা আদালত। অধিগ্রহণ হওয়া জমির দাম না মেটানোর জন্য পূর্ব বর্ধমানের জেলা শাসকের বাংলো বাজেয়াপ্ত করার নির্দেশ...

China-Russia relations: চীন-রাশিয়ার জোটে নাজেহাল যুক্তরাষ্ট্র, বিশ্বে মোড়লগিরির দিন শেষ

  China-Russia relations: যুক্তরাষ্ট্র যখন ইরানের চক্ষুশূল, মধ্যপ্রাচ্যে নিজের জায়গা সামলাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখন যুক্তরাষ্ট্রের সামনে হাজির আরো বড় বিপদ। একে অপরকে জড়িয়ে ধরছে রাশিয়া আর চীনের রাষ্ট্রপ্রধান। আর তাতেই যুক্তরাষ্ট্রের আকাশে কালো মেঘ। বিষয়টাকে সামনাসামনি তাচ্ছিল্য করলেও, যুক্তরাষ্ট্র বুঝে গিয়েছে, ভূ রাজনীতিতে পিঠ থেকে যাচ্ছে...

Mampi Das: ‘পিসি-ভাইপোকে ছাড়ব না…হারিয়ে দেখাব,’ জেল থেকে বেরিয়েই বিস্ফোরক সন্দেশখালির মাম্পি

অবশেষে জেল থেকে মুক্তি পেলেন সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পি দাস। আর জেল থেকে বেরিয়ে মাম্পি কী বলেন সেদিকে নজর ছিল অনেকেরই। আর দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে শনিবার মুক্তি পেয়েই তিনি বলেন, সত্যমেব জয়তে। এরপরই তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করে একের পর তির ছুঁড়তে...

Israel–Hamas war: হামাস হারলে বিপদে তুরষ্ক, অপরাধ করেও ছাড় পেয়ে যাচ্ছে ইসরায়েল?

  Israel–Hamas war: হামাস হারলে ইসরায়েলের নেক্সট টার্গেট তুরস্ক। আশঙ্কা এরদোয়ানের। গাজা হামলা নিয়ে নাকি ইসরায়েলের নামে মিথ্যা কথা বলা হচ্ছে। যে অভিযোগ এসেছে তা নাকি সবটা ঠিক নয়। আন্তর্জাতিক বিচার আদালতের(আইসিজে) কাঠগোড়ায় ইসরায়েলের বয়ান শুনে হতবাক বিশ্ব। গত সাত মাস ধরে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় বেসামরিক মানুষের...

Jyotipriyo Mallick: অন্তত এক-দেড় মাসের জন্য জামিন দিন, কাতর আবেদন জ্যোতিপ্রিয়র. কারণটাও জানালেন

জামিন পেতে একেবারে মরিয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল তাকে। কিন্তু জামিন পাওয়ার জন্য তিনি বার বার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে খবর। শনিবারও ইডির বিশেষ আদালতে জ্য়োতিপ্রিয় মল্লিকের আইনজীবী আবেদন করেন বাইরে তাঁর চিকিৎসা করাতে হবে। অন্তত ১ থেকে দেড়...

Mamata on Ramkrishna Mission: ভারত সেবা সংঘের মহারাজকে আক্রমণ মমতার, BJP-কে তোপ দেগে দুষলেন ১ রামকৃষ্ণ মিশনকেও

ভারত সেবা সংঘের মহারাজকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে আসানসোল রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধেও উষ্মাপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। শনিবার আরামবাগের গোঘাটার জনসভা থেকে মমতা দাবি করেন, ভারত সেবা সংঘের যে মহারাজের কথা বলছেন, তিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেছিলেন। সেই...

কেএমডিএ–হিডকো’‌কে শোকজ করল পরিবেশ আদালত, চাপ বাড়ল রাজ্য সরকারের

পঞ্চম দফার ভোটের প্রস্তুতির মধ্যেই এবার তাল কাটল। কারণ আগামী ২০ মে বাংলায় পঞ্চম দফার নির্বাচন রয়েছে। ওইদিনে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর এবং আরামবাগে ভোটগ্রহণ হবে। এই আবহে আবার পরিবেশ সংক্রান্ত বিষয়ে জরিমানা ও শাস্তির মুখে পড়ল রাজ্য সরকারের অধীনস্থ দুটি সংস্থা।...

Bus accident in Uttar Dinajpur:সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! জাতীয় সড়কে উলটে গেল সরকারি ভলভো, মৃত ২, আহত ২০

সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! জাতীয় সড়কে উলটে গেল শিলিগুড়িগামী সরকারি ভলভো বাস। ঘটনায় মৃত্যু হয়েছে ২ যাত্রীর। এছাড়াও, জখম হয়েছেন ১৫ থেকে ২০ জন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার মনোরা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে...

হরিয়ানার নুহতে পুণ্যার্থী ভর্তি বাসে আগুন, ৯ জনের মৃত্যু, আহত ২০-র বেশি

চণ্ডীগঢ়: কুণ্ডলী-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে নুহ জেলার ধুলাভাত গ্রামের কাছে একটি চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু আটজনের। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। তাঁরা ঘটনাস্থলেই মারা যান, এ ছাড়াও হাসপাতালে একজন মারা যান। বাসে থাকা ৬০ জনের মধ্যে কুড়ি জনেরও বেশি পুণ্যার্থী দগ্ধ হয়েছেন। যাঁদের মধ্যে অনেক শিশু...