Home ব্লগবাজি অলীক ~ বৈশাখী চ্যাটার্জী

অলীক ~ বৈশাখী চ্যাটার্জী

অলীক  ~   বৈশাখী চ্যাটার্জী
অলীক

একরত্তি ছোট্ট সুখ
বড্ড বেশি দামি অসুখ ,
চেনা অচেনার অলীক ঠিকানায়
মন যখন ছুটে যায় ---
হয়ত কোন কাঁটাতারের গন্ডি
নিমেষে কিছু ফোঁটা ফোঁটা রক্তপাত !
আকাশ কেঁদেছে কত --
ঘাসের ডগায় শিশির বিন্দুতে কত জমা অভিমান ,

সবচেয়ে দূরের কোন তারা
দিশেহারা হয় চোখ- যার দিকে চেয়ে ,
ঠিক যেমন দিশেহারা ছিলো
সেই প্রথম ঠোঁটের ছোঁয়া !
উষ্ণতা ছিলো কিছু -একরত্তি ছোট্ট সুখে ,

কৃষ্ণচূড়ার ফ্যাকাশে লালে কিছু বিবর্ণ প্রজাপতি --
ছিটে ফোঁটা রক্তের দাগ লেগে আছে অলীক ঠিকানায় ॥

বৈশাখী চ্যাটার্জী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here