HomeবিদেশBangladesh-Myanmar Army: বাংলাদেশ নাকি...

Bangladesh-Myanmar Army: বাংলাদেশ নাকি মায়ানমার, সামরিক শক্তিতে এগিয়ে কে?


Bangladesh-Myanmar Army: বাংলাদেশের সীমান্তে মায়ানমার সেনা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে! বাংলাদেশ না মায়ানমার যুদ্ধ বাঁধলে কে জিতবে? জানেন কি বাংলাদেশ-মায়ানমারের যুদ্ধ লাগতে লাগতেও লাগেনি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন আমরা যুদ্ধ চাই না, কিন্তু গায়ে এসে পড়লে ছেড়ে দেব না। আমরা সব সময় তৈরি আছি। সত্যিই কতটা তৈরি বাংলাদেশ? মিয়ানমারের গৃহযুদ্ধ বাংলাদেশের উদ্বেগ যেমন বাড়াচ্ছে, রোহিঙ্গা নিয়ে তেমনই। কখন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লেগে যায় এমনও একটা আশঙ্কা। মনে বয়ে বেড়াচ্ছেন সীমান্তের মানুষেরা কারণ তারা যতটা উদ্বেগ ফিল করছে, ততটা খুব বাংলাদেশের বাকী অংশের মানুষ হয়ত বুঝতে পারছেন না। মায়ানমার সীমান্তের ওপার থেকে যখন তখন গুলি-বোমার আওয়াজ শোনা। যখন তখন সেখান থেকে রীতিমত বাংলাদেশে ঢুকে যাচ্ছে জান্তা সেনার অফিসাররা। এখন প্রশ্ন হল সত্যিই যদি এই যুদ্ধ বাধে তাহলে বাংলাদেশের কতটা ক্ষমতা রয়েছে মায়ানমারের সঙ্গে লড়াই করার? সত্যি যদি যুদ্ধ বাঁধে চীন কার পক্ষে নেবে? কারণ শুধু ক্ষমতা থাকলেই যে কেউ যুদ্ধে জিতে যাবে। তেমনটাও সবসময় হয় না সবথেকে বড় উদাহরণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কতটুকু? সে বিষয়ে প্রতিবছর একটি তালিকা প্রকাশ করে থাকে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। ২০২৪ সালেও প্রতিষ্ঠানটি ১৪৫টি দেশের সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করেছে। এখানেই পরিস্কার হয়ে যায় বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তি ঠিক কতটা? ওই রিপোর্টেই বলা হচ্ছে , জনসংখ্যার দিক থেকে মিয়ানমারের তুলনায় বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে তালিকায় সামান্য পিছিয়ে রয়েছে বাংলাদেশ সেটা কেরকম?

প্রথমেই কথা বলব বাংলাদেশের সৈন্যসংখ্যা নিয়ে। সৈন্যসংখ্যায় এগিয়ে কে? গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন বলছে, মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা বেশ বেশি রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীতে। নিয়মিত সৈন্যের সংখ্যা প্রায় ১ লাখ ৬৩ হাজার। সেখানে মিয়ানমারের বাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় ১.৫ লাখের মতো। এছাড়া আধা-সামরিক বাহিনীতেও বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। বাংলাদেশে প্রায় ৬৮ লাখের বিশাল এক আধা-সামরিক বাহিনী রয়েছে। অন্যদিকে, মিয়ানমারের আধা-সামরিক বাহিনীতে সদস্য রয়েছে মাত্র ৫৫ হাজার, তবে মিয়ানমারের ২০ হাজার রিজার্ভ ফোর্স রয়েছে। বাংলাদেশের এ ধরনের কোনো ফোর্স নেই।

প্রতিরক্ষা বাজেট কার কত? মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণেরও বেশি
গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বছরে বাংলাদেশের প্রতিরক্ষাখাতে ব্যয় হয় ৬৯৯ কোটি মার্কিন ডলার
অন্যদিকে, মিয়ানমারের বাৎসরিক প্রতিরক্ষা বাজেট মাত্র ২৭০ কোটি মার্কিন ডলার। দিনটি ছিল ২০০৮ সালের নভেম্বরের ১ তারিখ শনিবার। বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের জাহাজের উপস্থিতি টের পেয়ে তাদের চ্যালেঞ্জ করতে অবস্থান নিয়েছিল বাংলাদেশের মোট ৪ টি জাহাজ। এই ঘটনাটি পর পরই বাংলাদেশের নৌবাহিনী বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় এবং কূটনৈতিক তৎপরতা শুরু হয়ে যায়।
ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে দুই দফায় তলব করে প্রতিবাদ জানানো হয়। কিন্তু তখন যা সম্ভব হয়েছে এখনও কি এতটাই শান্তভাবে সম্ভব হবে?

বাংলাদেশ মায়ানমার কার যুদ্ধট্যাঙ্ক কতটা ভয়ঙ্কর? এখান থেকেই বোধহয় বাংলাদেশের পতন শুরু
বাংলাদেশের তুলনায় দ্বিগুণেরও বেশি সংখ্যক ট্যাঙ্ক রয়েছে মিয়ানমারের। দেশটির সামরিক বাহিনীর কাছে বর্তমানে ৭০৫টি ট্যাঙ্ক রয়েছে। এমনটাই জানাচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন। অন্যদিকে, বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে ৩২০টি ট্যাঙ্ক। তবে যুদ্ধ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ট্যাংক উদ্ধার করে এনে মেরামত করে আবার তা যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য জার্মানি থেকে সংগ্রহ করা হয়েছে আর্মার্ড রিকভারি ভেহিক্যাল ফর ট্যাঙ্ক।

কথা বলব যুদ্ধবিমান নিয়ে। যুদ্ধবিমান বাংলাদেশ এগিয়ে না মায়ানমার? প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশে কম যুদ্ধবিমান রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে ২১৬টি বিমান রয়েছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে মাত্র ৪৪টি। অন্যদিকে, মিয়ানমারের বিমান বাহিনীর কাছে মোট বিমান রয়েছে ২৯৩টি। যার এর মধ্যে যুদ্ধবিমান ৫৮টি বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে বিশেষ যুদ্ধবিমান রয়েছে চারটি। অন্যদিকে, মিয়ানমারের কাছে এ ধরনের যুদ্ধবিমান রয়েছে পাঁচটি। এছাড়া মিয়ানমারের বিমান বাহিনীর কাছে ৮০টি হেলিকপ্টার রয়েছে সেখানে বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে ৭৩টি। এক্ষেত্রে বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারের রয়েছে ৯টি। তবে বিমান বাহিনীর জন্য যুক্তরাজ্য থেকে আনা হয়েছে এমকে৫ এয়ারক্রাফট, ফ্রান্স থেকে এয়ার রাডার, ইটালি থেকে মানববিহীন ড্রোন এবং জার্মানি থেকে প্রশিক্ষণ বিমান।

বাংলাদেশ তো বলছে যুদ্ধের জন্য প্রস্তুত কিন্তু বাংলাদেশের সামরিক শক্তি কি সেই ইঙ্গিত দিচ্ছে? কোন কোন দেশ থেকে মূলত অস্ত্র কেনে বাংলাদেশ? ২০১৮-২০২২ চীনই ছিল বাংলাদেশের সবথেকে বড় অস্ত্র আমদানি করার সোর্স। এই কবছরে প্রায় ৭৪ শতাংশ অস্ত্র বাংলাদেশ বেজিং থেকে কিনেছিল। এছাড়াও ভারত, সৌদি আরব, কাতার, অস্ট্রেলিয়া, তুরস্ক, ব্রিটেন। তবে মেইড ইন চায়না অস্ত্র কিনে বেজায় বিপাকে পড়তে হয় বাংলাদেশকে। ২০২২ সালের রিপোর্ট বলছে চীনের থেকে কেনা অস্ত্রে নিত্য নতুন সমস্যা দেখা দেওয়ায় রক্ষণাবেক্ষণে জলের মতো টাকা খরচ হচ্ছে বাংলাদেশ সরকারের। বিরক্ত বাংলাদেশের নৌসেনা এই নিয়ে বিস্তারিত রিপোর্ট পাঠায় ঢাকায়। অবিলম্বে ওই সব অস্ত্রের বড় অংশই বাতিল করার অনুমতিও চান নৌসেনা কর্তারা। শুধু তাই নয়, ভবিষ্যতে অস্ত্র কেনার ব্যাপারে
ভারতের উপর নির্ভরশীল হওয়ার জন্য পরামর্শও দেন তারা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কি অস্ত্র বিক্রি করে না বাংলাদেশকে? সেটা বলার আগে বাংলাদেশ ও মায়ানমারের কামানের সংখ্যাটা জেনে নিন।

যেমন কামানের সংখ্যার দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর কাছে দুই হাজারেরও বেশি কামান আছে। যার মধ্যে ২১৫টি স্বয়ংক্রিয় কামান রয়েছে
অন্যদিকে, বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে ৪৬৪টি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে মাত্র ২৭টি। এছাড়া মোবাইল রকেট প্রজেক্টরের সংখ্যাতেও মিয়ানমারের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

মোবাইল রকেট প্রজেক্টর কি? মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র।
যেটি দিয়ে এক সাথে কয়েকটি রকেট বোমা নিক্ষেপ করা যায়। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে ৫৮০টিরও বেশি রকেট প্রজেক্টর রয়েছে। সেখানে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে মাত্র ৭১টি। তবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে
গত পাঁচ বছরে ভূমি থেকে আকাশে উৎক্ষেপনযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম ও মানববিহীন ড্রোনসহ অন্তত ২৩ ধরনের নতুন আধুনিক প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম সংযোজন করা হয়েছে। চীন, তুরস্ক সহ ১২টা দেশ থেকে এই অস্ত্র সরবরাহ করা হয়েছে।

গত কয়েকবছরে শোনা গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অস্ত্র কেনার জন্য উত্সাহিত করছে, তবে
এতে বাংলাদেশের দিক থেকে ডিল করাটা খুব সহজ নয়। কারণ দাম বেশি হলেও ভালো মানের সমরাস্ত্র বিক্রি করে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তাদের সমরাস্ত্র কিনতে গেলে অনেক শর্ত মেনে চলতে হয়। এ ছাড়া জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্টে (জিসোমিয়া) সই করতে হয়। আবার তুলনামূলক সস্তায় রাশিয়া থেকেও ভালো সমারস্ত্র কেনা সম্ভব। কিন্তু সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কা বরাবর থেকেই যায়। এক্ষেত্রে জানা গিয়েছিল, অস্ত্র বিক্রি করলেও টেকনোলজি ট্রান্সফার করা যাবে না। এমন শর্ত বাংলাদেশকে দেয় অস্ত্র বিক্রেতা দেশগুলো। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র এক্ষেত্রে বেশি কড়াকড়ি করে।

এ তো গেল স্থল আকাশের কথা মানে মিলিটারি ও এয়ারফোর্সের সঙ্গে
বাংলাদেশের নৌসেনা, তাদের শক্তি আসলে কি কথা বলছে। নৌ-শক্তিতেও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মিয়ানমার। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে, দেশটির নৌ-বাহিনীর কাছে
বিভিন্ন ধরনের মোট ৩৬২টি যুদ্ধজাহাজ রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ নৌ বাহিনীর কাছে সব মিলিয়ে যুদ্ধজাহাজ রয়েছ ১৯০টি। এক্ষেত্রে ফ্রিগেট ও কর্ভেটের মতো যুদ্ধজাহাজের সংখ্যায় মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মিয়ানমারের ছয়টি ফ্রিগেট থাকলেও বাংলাদেশের রয়েছে সাতটি। ইটালি থেকে ইউটিলিটি হেলিকপ্টার এনেছে নৌবাহিনী এবং কানাডা থেকে এসেছে অবকাঠামোসহ স্যাটেলাইট নেটওয়ার্ক সিস্টেম।

জানা যাচ্ছে সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর জন্য এসব যুদ্ধ সরঞ্জাম কেনার প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে। মূলত ফোর্সেস গোল-২০৩০ কর্মসূচি গ্রহণের পর। তবে প্রতিবেশী দেশ বাংলাদেশ ও মিয়ানমার হয়ত এখনই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমন কোনো আশঙ্কা দেখছেন না বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা। বাকি কোন দিকে পরিস্থিতি এগোয় সেদিকে অবশ্যই নজর থাকবে র।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

অর্ধেকেরও বেশি রোগের কারণ খাদ্যভ্যাস, আইসিএমআর জানাল প্রতিদিনের পাতে কী থাকা উচিত

ভারতীয়দের খাদ্যাভ্যাস সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশ করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ...

North Bengal express: ভোটের মধ্যেই LHB’তে রূপান্তর করা হয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ, তুঙ্গে তরজা

শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচগুলিকে আইসিএফ থেকে লিংক-হফম্যান-বুশ (এলএইচবি)...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

অর্ধেকেরও বেশি রোগের কারণ খাদ্যভ্যাস, আইসিএমআর জানাল প্রতিদিনের পাতে কী থাকা উচিত

ভারতীয়দের খাদ্যাভ্যাস সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশ করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর প্রধান। রোগের হাত থেকে দূরে থাকতে প্রতিদিনের পাতে কোন ধরনের খাবার থাকা উচিত, সেসবই তুলে ধরা হয়েছে ওই গাইডলাইনে। একই সঙ্গে আইসিএমআর প্রধানের মন্তব্য, অর্ধেকেরও বেশি রোগের কারণ আমাদের ভুল খাদ্য়াভাস। অস্বাস্থ্যকর খাদ্য...

North Bengal express: ভোটের মধ্যেই LHB’তে রূপান্তর করা হয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ, তুঙ্গে তরজা

শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচগুলিকে আইসিএফ থেকে লিংক-হফম্যান-বুশ (এলএইচবি) পরিবর্তন করার দাবি ছিল দীর্ঘদিন ধরেই। সেই দাবি মেনেই সম্প্রতি উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচগুলিকে এলএইচবি কোচে রূপান্তর করা হয়েছে। তাতে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন উত্তরবঙ্গের বাসিন্দারা। তবে ভোটের আবহে উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচগুলিকে রূপান্তর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।...

SSC genuine candidates portal: SSC-তে ‘চাকরিহারা যোগ্যদের’ জন্য পোর্টাল ও হেল্পলাইন চালু BJP-র, কথা দেন মোদী

'চাকরিহারা যোগ্য' প্রার্থীদের খুঁজতে পোর্টাল চালু করল বিজেপি। চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বর। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় যে 'যোগ্য' শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বিপদের মুখে আছে, তাঁরা ওই পোর্টালে নথিভুক্ত করে আইনি সাহায্য নিতে পারেন। হেল্পলাইন লাইনেও ফোন করতে তাঁরা...

HS Topper 2024: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নজর কাড়ল চন্দননগরের যমজ বোন, কী নিয়ে পড়বে দুজনে?

উচ্চমাধ্য়মিক পরীক্ষায় একের পর এক নজরকাড়া রেজাল্ট। তার মধ্যে নজর কাড়ল স্নেহা ঘোষ ও সোহা ঘোষ। দুজনেই যমজ বোন। দুজনের রেজাল্টই একেবারে সকলের প্রশংসার দাবি রাখে। দুজনেই পরস্পর যমজ বোন। সোহার থেকে ঠিক এক মিনিটের ছোট স্নেহা। স্নেহার প্রাপ্ত নম্বর ৪৯৩ এবং সোহার প্রাপ্ত নম্বর...

আদানি-আম্বানির সঙ্গে চুক্তি করেছে কংগ্রেস: মোদী, তা হলে প্রধানমন্ত্রী সিবিআই ইডি পাঠিয়ে দিন: রাহুল

ডেস্ক: শিল্পপতি গৌতম আদানি আর মুকেশ আম্বানিকে নিয়ে বাগযুদ্ধ লেগে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মধ্যে। আদানি-আম্বানি সম্পর্কে ‘হঠাৎ নীরব’ হয়ে যাওয়ার জন্য রাহুলকে ঠেস দেন মোদী। তারই জবাবে মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাহুল বলেন, বিষয়টি নিয়ে তদন্তের জন্য উনি তা...

Governor CV Ananda Bose: মমতা আর পুলিশ ছাড়া বঙ্গবাসীকে রাজভবনের সিসি ফুটেজ দেবেন বোস, কীভাবে পাবেন এটা?

খোদ রাজ্যপালের বিরুদ্ধে উঠেছিল শ্লীলতাহানির অভিযোগ। এরপর রাজ্যপাল সিভি আনন্দ বোস এনিয়ে কঠোরতম ব্যবস্থা নিয়েছিলেন। এবার রাজভবনের তরফ থেকে নয়া কর্মসূচি। কর্মসূচির নাম সাচ কে সামনে…সেই কর্মসূচিতে সামনে রেখে একটি চিঠি ইস্যু করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সম্মানীয় রাজ্যপাল একটি প্রোগ্রামের সূচনা করবেন। সেটা হল...

Jadavpur Vidyapith in HS 2024 Result: ফার্স্ট ডিভিশনে ৯৫% পড়ুয়া! উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ ৪৭৩ উঠল যাদবপুর বিদ্যাপীঠে

কলকাতার অন্যতম প্রথমসারির স্কুল, আর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলেও সেটার প্রমাণ মিলল। এবার যাদবপুর বিদ্যাপীঠের প্রায় ৯৫ শতাংশ পড়ুয়াই ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানিয়েছেন, এবার মোট ২৫৮ জন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে মাত্র ১৩ জন...

Migrant worker’s son 9th in HS: HS-এ নবম পরিযায়ী শ্রমিকের ছেলে, সুস্থ সমাজ গড়ে তোলাই লক্ষ্য, হতে চান IAS

বাবা পরিযায়ী শ্রমিক। মা অন্যের জমিতে দিনমজুরের কাজ করেন। অভাব অনটনের সংসারেও উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত ফল করে সকলকে তাক লাগিয়ে দিলেন কালিয়াগঞ্জের প্রত্যন্ত গ্রাম ভেউরের বাসিন্দা প্রীতম্বর বর্মন। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থানে জায়গা করে নিয়েছেন প্রত্যন্ত গ্রামের এই পড়ুয়া। তার মোট প্রাপ্ত...

Love hits border hurdle: প্রেমের টানে বাংলাদেশ থেকে মালবাজারে যুবক, পাচারের সন্দেহে মারধর মেয়ের পরিবারের

প্রেমের টানে বাংলাদেশ থেকে এপার বাংলায় চলে এসেছিল এক যুবক। এখানে আসার পর মালবাজারের বাসিন্দা এক তরুণীকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই যুবক। সেই সময় তাকে ধরে ফেলে পুলিশ। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ওই যুবকের বিরুদ্ধে পাচারের চেষ্টার...

HS 2024 Result Declared: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হল! কত নম্বর পেয়েছেন? এখানেই দেখে নিন নিজের রেজাল্ট

উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়ে গেল। এখন সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। সেই সাংবাদিক বৈঠক কিছুক্ষণ চলবে। তবে নিজেদের রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কারণ দুপুর ৩ টে থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন...

Coochbehar Sunity Academy: HS মেধা তালিকায় নজর কাড়ল কোচবিহারের সুনীতি একাডেমি, সফলতার মন্ত্রটা জেনে নিন

সুনীতি একাডেমি। ফের মেধাতালিকায় জ্বলজ্বল করছে কোচবিহারের সরকারি এই স্কুলের নাম। অতীতে যে স্কুল নারীশিক্ষায় আলোকবর্তিকাকে তুলে ধরেছিল সেই স্কুল ফের জানিয়ে দিল বাংলার শিক্ষাক্ষেত্রে তার উজ্জ্বল উপস্থিতি। এবারও একাধিক ছাত্রী উচ্চমাধ্যমিকে রাজ্যের মেধাতালিকায় স্থান করে নিয়েছে।স্কুল সূত্রের জানা গিয়েছে এবার সব মিলিয়ে ১২৯জন পরীক্ষা...

Narendrapur Ramakrishna Mission in HS: মাধ্যমিকে ৬, উচ্চমাধ্যমিকে ৬, মেধাতালিকা মানেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়!

মাধ্যমিকে ছিল ছয়জন। উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছয় পড়ুয়া। একজন দ্বিতীয় স্থান অধিকার করেছেন। একজন ষষ্ঠ স্থানে আছে। নবম স্থান অধিকার করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র। আর দশম স্থানে আছে আরও দু'জন পড়ুয়া। আর তাঁদের মধ্যে দু'জনের উচ্চমাধ্যমিক স্তরে...