Homeআপডেটনতুন বছরে পাতে থাকুক...

নতুন বছরে পাতে থাকুক ষোলআনা বাঙালিয়ানা

শ্রীপর্ণা~ সারা বছর তো অনেক হল. এবার কিন্তু সময় আমাদের পুরোনো মেনুতে ফেরার৷ মানে জমিয়ে বাঙালি খাবার খাওয়ার৷ পাতে সাদা সরু চালের গরম ভাত, ঘি আর পঞ্চ ব্যাঞ্জন৷ তা না হলে কি আর নববর্ষ পালন করলেন৷ নববর্ষ মানে হই চই, হুল্লোড়, মজা, আড্ডা, নতুন পোশাক আর অবশ্যই জমিয়ে খাওয়াদাওয়া। যে কোনও উৎসবেই খাওয়াদাওয়া একটা বড় ফ্যাক্টর, অন্তত বাঙালিদের জন্য। তাই আজ আর কন্টিনেন্টাল বা চাইনিজ নয়৷ খাওয়াদাওয়ায় থাক খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া।

Related image

ব্রেকফাস্ট নয়, আজ খান জলখাবার৷ পাতে পড়ুক লুচি, সাদা আলুর তরকারি এবং ল্যাংচা বা পছন্দের হরেক মিষ্টি৷ সে তো না হয় হল৷ দুপুরে আর রাতের খাবারের মেনু তো ঠিক করতে হবে৷ বর্ষবরণের মেনুতে কী রাখবেন বুঝতে পারছেন না? দাঁড়ান, একটা হদিশ দিই আপনাদের৷ বেছে নিন পছন্দের রান্না৷ মেনুতে রাখতে পারেন

Image result for bengali thali

স্টাফড করোলা

করোলা মানেই তেঁতো তা না। যদি বিশ্বাস না হয়, সাদা ভাতের সঙ্গে এদিন রাখুন স্টাফড করোলা।

Image result for stuffed karela

কলাপাতায় মুড়ে মাছের কাবাব

পাতুরী আমরা সবাই ভালবাসি। কিন্তু পাতুরীর বদলে এদিন বরং বেছে নিন কলাপাতায় মুড়ে মাছের কাবাব।

Image result for fish kebab in banana leaf

নারকেল চিংড়ির বাটি চচ্চড়ি

নারকেল চিংড়ির বাটি চচ্চড়ি রান্নাটি বহু পুরনো। এখন এভাবে রান্নার চলন আর নেই। তাই বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে চেষ্টা করে দেখতে পারেন নববর্ষেই।

Image result for narkel chingri bati chochchori

ডাব চিংড়ি

আহা ডাব চিংড়ি কিন্তু মেনুতে থাকা মাস্ট। সাদা ভাত দিয়েই ভাল যাবে এটা।

Image result for daab chingri

জাফরানি পোলাও

সাদা ভাতের পাশাপাশি রাখুন জাফরানি পোলাও।

Image result for zafrani pulao with rice

ডিম কোর্মা

আপনি যদি প্রচণ্ড ডিম ভক্ত হোন, তাহলে মেনুতে রাখতে পারেন ডিম কোর্মা।

Image result for anda korma

আচারি পনির 

আপনি নিরামিশাষী হলে বা পনির খেতে ভালবাসলে রাখতে পারেন আচারি পনির।

Image result for achari paneer

ধনিয়া পোস্ত চিকেন

বাঙালি মানেই পোস্ত, পোস্ত মানেই বাঙালি। আর সেই পোস্ত দিয়েই হয়ে যাক ধনিয়া পোস্ত চিকেন।

Image result for dhaniya posto chicken

বিটের হালুয়া

গাজরের হালুয়ার মতো বিটের হালুয়া এত জনপ্রিয় না হলেও, বিটের হালুয়া আপনাকে নিরাশ করবে না তা জোর দিয়ে বলা যেতেই পারে। তাই নবর্ষের মেনুতে থাক বিট হালুয়া।

Image result for beet halwa

এছাড়াও নববর্ষের খাবারের তালিকায় যদি একটু গ্রামীণ ছোঁয়া যোগ করতে চান, তাহলে থাকুক নানা রকম গ্রামীণ আয়োজনে ভরসা৷ যার ভেতর থাকছে, বিন্নি খই, চিনি সাঁজ, বাতাসা, ছাতু, মিষ্টি ইত্যাদি। যদিও ইলিশ ছাড়া বৈশাখ ঠিক জমে না কিন্তু সাধ আর সাধ্য দুটো তো আর এক নয়। কাজেই এবারের নববর্ষ কাটুক একটু ভিন্ন স্বাদে। আজকাল সবই তো অনলাইন অর্ডার করলেই পাওয়া যায় কিন্তু শেষ কবে মেলায় গিয়ে নানান রকম আচার, মুড়ি-মুড়কির নাড়ু আর বিন্নি খৈ কেনা হয় মনে পড়ে? দিন দিন যেন হারিয়েই যাচ্ছে গ্রামের ছোঁয়া। তাই এবারের নববর্ষ কাটুক একটু ভিন্ন আয়োজনে।

Image result for panta ilish

তবে সারা সপ্তাহের ক্লান্তির পর এত আয়োজনের ধকল নিতে মন চায় না? তাহলে দ্বারস্থ হন বিভিন্ন রেস্তোঁরার৷ আজকাল বিভিন্ন রেস্তোঁরায় আয়োজন থাকে বৈশাখি খাবারের৷ বাঙালি হয়ে পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাবেন না, তা কী করে হয়! একদিনের বাঙালি হওয়ার জন্য পান্তারও ব্যবস্থা করে এই সব রেস্তোরা গুলি৷ শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই সব জায়গায় ঢুঁ মারা যায় বইকি৷ বৈশাখ এলে এখন যে খাবারের স্ট্যাটাস বেড়ে যায় সেটি হচ্ছে পান্তা-ভাত। বছরের বাকি সময় তুচ্ছ-তাচ্ছিল্যের মধ্যে দিন কাটালেও পহেলা বৈশাখের সকাল থেকে ধনী-গরিব-নির্বিশেষে সবার পাতে সগৌরবে উপস্থিত এই পদ।

সাহিত্যিক অজিতকুমার গুহের বর্ণনায় প্রায় একশ বছর আগে নববর্ষের বিভিন্ন মুখরোচক খাবার-দাবার এবং মেলার চমৎকার বর্ণনা পাওয়া যায়।

তিনি লিখেছেন, ‘চৈত্রের সংক্রান্তি আসার কয়েক দিন আগে থেকেই আমাদের ঢেঁকিঘরটা মুখর হয়ে উঠত। নববর্ষের প্রথম দিন ছেলেমেয়েদের হাতে নাড়ু, মোয়া, ছানার মুড়কি ও সরভাজা দিতে হবে; তারই আয়োজন চলতে থাকতো।…মেলায় আর এক দিকে ডালা, কুলো, বেতের ও বাঁশের তৈরি নানা রকম সাজি, মাছধরার চাঁই, হাল ইত্যাদিও আছে। ওই দোকানগুলো পেরিয়ে একটু ডান দিকে গেলেই দেখা যেতো নানারূপ ফল ও তেলে ভাজার দোকান। বিন্নিধানের খৈ পাওয়া যেত এই মেলায়। আমার ঠাকুমা চাকরদের নিয়ে মেলায় যেতেন। মাঠের ধারে একটি ঘর থেকে তিনি মেলা দেখতেন। তারপর চাকরদের দিয়ে চিত্রিত করা হাঁড়িতে বিন্নিধানের খৈ, গুড়ের বাতাসা ও জিলাপি কিনে আনতেন। বাড়িতে এসে সকলের হাতে মুঠো করে বিন্নিধানের খৈ, গুড়ের বাতাসা আর জিলাপি দিতেন। আমাদের তা দিয়ে মহা আনন্দ উৎসব সমাপ্ত হত।’

সেই ছবি আজ বইয়ের পাতায়৷ তবু বাঙালি খুঁজে ফেরে হারানো পরশ পাথর৷ মা দিদিমার কাছ থেকে শেখা কিছু রান্না নতুন মোড়কে ফিরে আসে আজকের বং জেনারেশনের পাতে৷ বৈশাখি উদযাপনে বেঁচে থাকে সাধের বাঙালিয়ানা৷

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

হাওড়া–হাটিয়া এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু গজরাজের, রেল–বন দফতরে চলছে দোষারোপের পালা

একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হল ট্রেন দুর্ঘটনায়। হাওড়া–হাটিয়া...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

হাওড়া–হাটিয়া এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু গজরাজের, রেল–বন দফতরে চলছে দোষারোপের পালা

একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হল ট্রেন দুর্ঘটনায়। হাওড়া–হাটিয়া যাত্রীবাহী ট্রেনের জোর ধাক্কায় মৃত্যু হয়েছে পূর্ণবয়স্ক হাতিটির। আসলে রাতের অন্ধকারে ট্রেন লাইন পার হচ্ছিল গজরাজ। আর তীব্র গতিতে আসা এক্সপ্রেস ট্রেন সামনে হাতি দেখে থামাতে পারেনি ট্রেনকে। কারণ তখন যদি ব্রেক কষা হতো তাহলে বিপুল...

পানীয় জলের ভয়াবহ সংকটের মুখে শিলিগুড়ি পুরসভা, পরিস্থিতি মোকাবিলায় নয়া উদ্যোগ

সিকিম বিপর্যয়ের কথা নিশ্চয়ই সকলের মনে আছে। দক্ষিণ লোনাক হ্রদ উপচে জলে প্লাবিত হয়েছিল সিকিম। যার রেশ ভোগ করতে হয়েছিল উত্তরবঙ্গের কিছু জেলাকে। তার জেরে গজলডোবায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তিস্তার বাঁধ। সামনে বর্ষা। তার আগে এই বাঁধ মেরামত করা প্রয়োজন। আজ, শুক্রবার থেকে জোরকদমে কাজ...

বাস ভাড়ার তালিকা টাঙাতে নির্দেশ পরিবহণ দফতরের, চাপে পড়ল বাসমালিক সংগঠন

বাস ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে। অনেক যাত্রীর মতে, বেশি ভাড়া নেওয়া হচ্ছে বেসরকারি বাসে। এই বিষয়টি নিয়ে মামলা হওয়ায় বেসরকারি বাসে রাজ্য সরকারের অনুমোদিত ভাড়া টাঙাতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর বাসে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখতে নির্দেশ দেওয়া হয়। ২০২৩ সালে...

Raj Bhavan Footage: রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নামছেন তরুণী? পুলিশের হাতে ‘বিস্ফোরক ফুটেজ’ ‘সাচ কা সামনা’

সত্যের সামনাসামনি হওয়ার কথা বলেছিলেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। সেই মতো তিনি রাজভবনের ফুটেজ সামনে এনেছিলেন। জনতার সামনে সত্যকে তুলে ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে কতটা সত্য সামনে এসেছে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। কারণ যিনি শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন সেই তরুণীর ছবিই সামনে এসে যায়...

‘সময়ের অপেক্ষা, সময়ের চাকা ঘুরছে’…বাবাকে খুন করেছিল শাহজাহান, HS-এ ৪৮৩ পাওয়া সেই প্রীতমের পরিবারের পাশে শুভেন্দু

সন্দেশখালির ন্যাজাট থানা এলাকার বাসিন্দা প্রীতম মণ্ডল উচ্চমাধ্যমিকে ৪৮৩ নম্বর পেয়েছেন। তাঁর বাবা প্রদীপ মণ্ডল শেখ শাহজাহান এবং তার বাহিনীর হাতে খুন হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। এবার প্রীতম এবং তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রীতম মণ্ডল এবং তাঁর মা...

Sandeshkhali ‘fake rape cases’ update: রেখা ভুয়ো ধর্ষণের অভিযোগ করান, দাবি সন্দেশখালির মহিলার, দুর্ভাগ্য শুরু, বলল TMC

সন্দেশখালির মহিলাদের ভুয়ো ধর্ষণের অভিযোগ দায়ের করতে বাধ্য করেছিলেন রেখা শর্মা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শাসক দলের নেতারা দাবি করেছেন, সন্দেশখালির এক মহিলা স্বীকার করে নিয়েছেন যে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন। সেই অভিযোগে রেখার বিরুদ্ধে ফৌজদারি...

সুইটি, বেবি সবসময় যৌন আবেদন নয়, মামলার শুনানিতে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

‘‌ও সুইটি আর কেঁদো না, আমি আসছি’‌। এটা একটি বাংলা সিনেমার গান। তবে এখানে সুইটি শব্দটি ভাল অর্থে ব্যবহার হয়েছে। এখানে যৌন অর্থ বোঝাচ্ছে না। তাই সমাজের বুকে কোনও নারীকে সুইটি বা বেবি বলে ডাকলে সেটা সবসময় যৌন অর্থে প্রয়োগ বোঝায় না। অনেকেই পরিচিত...

Attack on police: বারুইপুরে মাদক উদ্ধারে গিয়ে গ্রামবাসীদের আক্রমণে আহত ১৩জন পুলিশ

রাজ্যে আবারও আক্রান্ত হল পুলিশ। এবার ঘটনাস্থল বারুইপুর। মাদক পাচার বিরোধী অভিযানে নেমে আক্রান্ত হয়েছে পুলিশ। সব মিলিয়ে ১৩ জন পুলিশ কর্মী জখম হয়েছেন।  সেখানে তল্লাশি অভিযানে গেলে সন্দেশখালির ঘটনার মতোই পুলিশকে ঘিরে ধরে কয়েকশো গ্রামবাসী এবং মারধর করে। শুধু তাই নয়, পুলিশ কর্মীদের...

HS 2024 Topper Success Tips: মোবাইল না থাকা, খেলাধুলো- উচ্চমাধ্যমিকে ষষ্ঠ হয়ে টিপস দিলেন নরেন্দ্রপুরের ছাত্র – No mobile, playing, discipline

ছাত্রদের কাছে মোবাইল না থাকা যে সাফল্যের অন্যতম কারণ, তা মাধ্যমিক ফলপ্রকাশের দিনই বলেছিলেন প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। ছ'দিন পরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করার পরে ঠিক একই কথা বললেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র নিলয় চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ফোন ব্যবহার করার অনুমতি ছিল...

Gobordanga Local: ট্রেনের নীচে ফুলকি, পোড়া গন্ধ, দাঁড়িয়ে পড়ল গোবরডাঙা লোকাল

অশোকনগর স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ গোবরডাঙা লোকাল। ট্রেনের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেই সঙ্গেই পোড়া পোড়া গন্ধ বের হয়। এতে যাত্রীদের মধ্য প্রচন্ড আতঙ্ক ছড়ায়। এদিকে ওই ট্রেনে অফিস ফেরত অনেক যাত্রী ছিলেন। তারা সমস্যায় পড়ে যান। অনেকেই আতঙ্কে দ্রুত অশোকনগর স্টেশনে...

Sandeshkhali Update: ‘আগুন ছাড়া ধোঁয়া হয় না,’ সন্দেশখালি নিয়ে পালে হাওয়া তুললেন বিজেপি নেত্রী

সন্দেশখালি যেন ভোটের মাঝপথে ফের খেলা দেখাতে শুরু করে দিয়েছে। স্টিং ভিডিয়ো সামনে আসার পরেই তৃণমূল কার্যত জোরকদমে নেমে পড়েছে। কিন্তু সত্যিই কি হাওয়া ঘুরছে সন্দেশখালিতে? এনডিটিভির সঙ্গে এনিয়ে কথা বলেছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি বলেন, ওরা যেটা চেষ্টা করছে সেটা হল ড্য়ামেজ কন্ট্রোলের। কিন্তু...

CV Ananda Bose: শ্লীলতাহানির অভিযোগে রাজ্যপালের সম্মানহানি, জনস্বার্থ মামলা ফেরাল হাইকোর্ট

রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগে তাঁর সম্মানহানী হয়েছে। এই অভিযোগের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা ফেরাল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে বলেছে, ‘এই নিয়ে জনস্বার্থ মামলা হয় না’।আবেদনকারীর বক্তব্য, সংবিধান অনুযায়ী রাজ্যপালের নিজস্ব রক্ষা কবচ রয়েছে।...