Homeঘুরে আসিভিতরকণিকা-র ভিতরে ~ উড়িষ্যার...

ভিতরকণিকা-র ভিতরে ~ উড়িষ্যার ‘সুন্দরবন’ ভ্রমণ…

ডিপ্রেসন কাটানোর জন্য সবচেয়ে সুন্দর বেড়ানোর জায়গা হল ভিতরকণিকা। মন ভাল করার জন্য এই স্থানটি সত্যই সুন্দর। হাওড়া থেকে ভদ্রক পৌঁছে ব্যাগ প্যাক নিয়ে গাড়িতে উঠে বসলাম। ভদ্রক থেকে মাত্র ৫০ কিলোমিটার অত্যন্ত জনপ্রিয় ভ্রমণের স্থানটির নাম চাঁদবালি। এখানে অনেকগুলি আবাসন রয়েছে যেমন অন্যান্য নিবাস, চাঁদবালি।

তাছাড়া দাঙ্গমাল, একাকুলা, গুপি এবং হাবিলখাটিতে রয়েছে ফরেস্ট লজ। দুপুরে হাওড়া থেকে উঠলেও চাঁদবালি পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। চাঁদবালিতে গড়ে উঠেছে ব্রাহ্মণী, বৈতরণী ও ধামারা নদীর পলিমাটি থেকেই, আর এই স্থানটির বিশেষ গ্ল্যামার বাড়িয়েছে ভিতরকনিকা অভয়ারণ্য। বলাই বাহুল্য এখানে এলে আপনি বিরল প্রজাতির একাধিক পশু-পাখি দেখতে পাবেন। প্রায় ষাটটি প্রজাতিরও বেশি সুন্দরী গাছ থুড়ি ম্যানগ্রোভ দেখতে পাবেন।

খবর২৪ তরফ থেকে সুপারিশ করছি যদি অরণ্য প্রকৃতি ভালবাসেন দেরি না করে বেরিয়ে পড়ুন চাঁদবালির উদ্দেশ্যে। এখানে সেলফি তোলার জন্য রয়েছে শিব মন্দির, পদ্ম পুকুর। সমুদ্র সৈকতও এখান থেকে খুব বেশি দূর নয়। কাছেই রয়েছে একাকুলা, বারুনেই।

Related image

আমি আবার ফেসবুকে স্বঘোষিত লেখক মানুষ। প্রকৃতির অনাবিল আনন্দ উপভোগ করতেই ইন্দ্রনাথের মতো চাঁদবালীতে নৌকোবিহারে। অনেকটা সময় এই নৌকোতে চলে গেছে। পুরোনো কথারা এসেছে মনে, ফেলে আসা সময়, প্রেম, সব মিলে মিশে একাকার হয়ে গেছে। অঞ্চলটিতে ব্যস্ত মানুষজন রয়েছে। অনেকেই জলপথেই যাতায়াত করছেন। জেলেরা মেলে দিয়েছে জাল। অপেক্ষায়। মাছ তো উঠতেই হবে। রুটিরুজি। মাঝিকে জিজ্ঞাসা করে জানলাম কলকাতাতেও চালান হয় এখানকার মাছ। এই নদীর নামটি চেনা চেনা লাগল। বৈতরণী।

এই নদী পেরিয়েই তো স্বর্গে পৌঁছে যাওয়া যায়, বাবার মৃত্যুর পর শ্রাদ্ধের সময় সেই কথাই মন্ত্রে উচ্চারণ করেছিলাম। নদীর দুই তীরে ধান জমি। ধান কাটা হয়ে গেছে। নতুন আমনের সময় আসছে। গবাদি পশুরাই রাজত্ব করছে মাঠগুলিতে। জসীমুদ্দিনের কবিতারা ফিরে ফিরে আসছে মনের মধ্যে। ধানের গোলা পরিশ্রমের নিট ফলের কথা মনে করিয়ে দিচ্ছে। কালো সাদা আকাশে ভেসে উঠছে চাষী ভাইয়ের মুখ। আমার নৌকোর ডান পাশে আস্তে আস্তে ম্যানগ্রোভ অরণ্যের কিছুটা অংশ দেখতে পেলাম। আমার লেন্সের ভিউফাইন্ডার কেবলই গভীর বনের ভিতরে বন্য পশু পাখির খোঁজ করেই চলেছে।

মানুষ তো তাই আশা প্রচুর। মাঝি ভাই চমকে দিয়ে নিস্তব্ধতা ভেঙে দেখিয়ে দিল কুমির। এই অঞ্চলে সুন্দরবনের মতো রয়্যাল বেঙ্গল না থাকলেও রয়েছে অজস্র কুমির। জলের রাজা তার নাক দেখিয়ে ভেসে রয়েছে জলে। খিচিক খিচিক চলতেই থাকল। ভয়ও হল… এই রে পরে যাব না তো। কুমিরের এই রূপ পুরো পয়সা উসুল হয়ে গেল। মাঝির থেকে জানলাম এরা আমার মতো চর্বিওয়ালা মানুষ নাকি পেলেই কপাৎ করে গিলে নেবে।

Image result for bhitarkanika

আপনাদের আজ বলতেই পারি আমি তেমন তথ্য না নিয়েই বেরিয়ে পরেছি। মন কেমনের বাঁশি আমায় এনেছে এই ভিতরকণিকায়। আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গের সুন্দরবনের পরেই ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে উড়িষ্যার ভিতরকণিকা যা নোনা জলের কুমিরদের জন্যই বিখ্যাত। সবচেয়ে বড় সাইজের কুমির এই নোনাজলেই আপনিও আসলে দেখতে পাবেন। এরা ওজনেও সরীসৃপের মধ্যে বৃহত্তম।

কিছু দূরেই সঙ্গমস্থল। মানে বৈতরণী নদীর সাথে মিলিত হয়েছে ব্রাহ্মণী নদী। স্থানটি প্রায় ৬৫০ বর্গ কিলোমিটার বিস্তৃত। সব মিলিয়ে উড়িষ্যার সুন্দরবন হল ভিতরকণিকা অভয়ারণ্য। ভিতরের কী আছে, সেটার রহস্য উন্মোচন করছি এই বনের ভিতরে। থ্রিলিং ব্যাপার। লুকিয়ে রয়েছে অজানা কিছু মুহূর্ত। যা চিরকালীন আমার ক্যামেরায় ধরা দেবে। খুব তীক্ষ্ণ ও সজাগ থাকতে হবে। না হলেই মিস করে যাবেন এই অপরূপ সৌন্দর্য। অন্যমনস্ক হলেই গন্ডোগোল, কোন সিনটা যে মিস করবেন, তারপর দেখবেন তা অন্য বন্ধু তুলে নিয়েছে ক্যামেরায়। তাই অন্যদের ক্রেডিট দিতে না চাইলে নিজের চোখ কান খোলা রাখবেন। আবার নৌকো থেকে টাটকা কুমিরের পায়ের ছাপ দেখে ভাবতেই পারেন, আমার কপালে সেই বড় প্রকান্ড কুমিরটার দেখা নেই।  কিছু কচ্ছপ দেখলাম। ছোট ছোট ভর্তি কচ্ছপ। খুবই সুন্দর লাগল।

সাধারণত এখানে ডাংমলে দুপুরের খাওয়ার খাওয়ানো হয়। আমি এদিক সেদিক একটু ঘুরে নিলাম। ঐ হাতে ক্যামেরা থাকলে যা হয়। লাঞ্চ করে এবার যাত্রা অরণ্যের ভিতরে শিব মন্দির। জানলাম পায়ে হাঁটা এই পথটা তিন কিলোমিটার। প্রথমে একটু ভয় লাগলেও পরে দেখলাম, পথটা একঘেয়ে নয়। প্রতিটা গাছ যেন আমার সাথেই কথা বলার জন্য অপেক্ষা করছিল। সব বিদেশি ট্রাভেল চ্যানেল এখানে এলে ঢাহা ফেল হয়ে যাবে। ম্যানগ্রোভ উপত্যকায় পুরোপুরি ভিন্ন ফ্রেম।

শিব মন্দিরের পাশেই পুরানো স্থাপত্য নিদর্শন। কেল্লার মিনিয়েচার বলতেই পারেন। মনে হয় এক সময় এখান থেকেই শিকার করতেন কেউ কেউ। কাছেই পাখি দেখার জন্য তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার। আমার ব্যাড লাক খুব কম পাখি আজ আমার ভাগ্যে জুটেছে। যদিও পড়ন্ত বিকেলে কনে দেখা আলোতে আমি যে দু একটি নারীকে দেখিনি, সে কথা বলব না। কথা বলে জানলাম দুর্গা পুজোর সময় পাখির নানা প্রজাতি এখানে বেশি দেখা যায়।

ডাংমলে কুমির সংরক্ষণ প্রকল্পের কার্যকলাপ সম্বন্ধে জেনে মনে হল ভারতেও হয়। বস ভারতেও পশু সংরক্ষণ হয়। সুন্দর পরিবেশ। সামনে এক্সক্লুসিভ বাংলো।  বাংলোর সামনেই রয়েছে ডিয়ার পয়েন্ট। আপনিও এখানে এসে যদি গেয়ে ওঠেন – তোরা যে যা বলিস ভাই…আমি কিন্তু আশ্চর্য হবো না। নিরিবিলিতে এতো সুন্দর অপার্থিব সেরেনিটি কম স্থানেই রয়েছে।

ফিরতি পথে কয়েকটি ঘড়িয়াল জাতীয় প্রাণী দেখলাম। হঠাৎ নৌকার সামনে ১৪ – ১৫ ফুটের একটি কুমির চলে এসেছিল। দিলটা পুরো হাতে নিয়ে ভাবছি, ক্রোকোডাইল সিনেমার মতো উল্টে পাল্টে দেবে নাকি! হা করে চোয়ালটা খুলেছিল। আমি তো সেখানে নস্যি। না তেমন কিছু আর হল না। নদী পথের তাই পাগল করা লাল কাঁকড়া, রঙিন মাছ ও মাডস্কিপার দেখেই সন্তুষ্ট থাকতে হল। গোসাপ তো এদিক ওদিক তাকালেই দেখতে পেলাম। সুন্দরী হরিণের লাফালাফি দেখতে দেখতে বলতে পারি স্থানটি ফাটাফাটি সুন্দর। ভয়ংকর সুন্দর।

সন্ধ্যা নেমে আসছে। জোয়ারের জল বাড়ছে হু হু করে।  দুই পাশে গাছের ডালে চেনা এবং অচেনা নানান পাখি, আমাদের জন্যই বসে রয়েছে।  সঙ্গম স্থলে যখন গিয়ে পৌঁছালাম হাওয়ার দাপটে নৌকার তখন টালমাটাল অবস্থা।  তবু এইসমস্ত বাধাবিঘ্ন পেরিয়ে চাঁদবালীতে সন্ধ্যার মুখেই ফিরে এলাম।

এখানে দিন দুয়েক থাকলাম। তবু ফিরতে তো হবেই। কত কাজ বাকি। কত খবর লিখতে হবে।  ফিরে আসার দেড় সপ্তাহ পরেই দেখলাম একটি খবরে বেড়িয়েছে ভিতরকণিকার কুমিরের আক্রমণে মৃত্যু হয়েছে এক মায়ের। তার কন্যার অবস্থাও আশঙ্কাজনক।  আমার কিন্তু মনকেমনিয়া দৃষ্টিতে হাল বয়ে নিয়ে চলা মাঝির চোখ ও দূরে জল পেরিয়ে নীল দিগন্ত, সঙ্গমস্থল, হা করে থাকা কুমির সবটুকু মনে পরে গেল…আমি তো আমিতে নেই, আমি তো ভিরতকণিকায়…

আসুন দেখে নেওয়া যাক সেই সুন্দর অরন্যের কিছু দৃশ্য ঃ~

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Sandeshkhali agitation: তৃণমূল নেতা দিলীপ মাইতির গ্রেফতারির দাবিতে সন্দেশখালিতে ফের পথে নামলেন মহিলারা

তৃণমূল নেতাদের গ্রেফতারির দাবিতে শুক্রবারও মহিলাদের বিক্ষোভ দেখা গেল সন্দেশখালিতে। এদিন সন্দেশখালির বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ায় বিক্ষোভ দেখান মহিলারা। বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপি নেত্রী চিকিৎসক অর্চনা মজুমদার। অভিযোগ দায়েরের পরেও পুলিশ কেন তৃণমূল নেতাদের গ্রেফতার করছে না সেই প্রশ্নও তোলেন তাঁরা।আরও পড়ুন: যে যত...

Shootout at Shitalkuchi: শীতলকুচিতে শুটআউট! তৃণমূল পঞ্চায়েত প্রধানকে গুলি, বিজেপিকে কাঠগড়ায় তুলল TMC

আবারও গুলি চলল কোচবিহারের সেই শীতলকুচিতে। এবার এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ওই তৃণমূল নেতা। আহত তৃণমূল নেতার নাম হল-অনিমেশ রায়। তিনি শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা...

Israel vs Palestine conflict: ফিলিস্তিনিদের পাশে ইউরোপীয় ইউনিয়ন, বড় বিপদে ইসরায়েল!

  Israel vs Palestine conflict: রাফায় হামলা বন্ধ না করলে বিপদে পড়বে ইসরায়েল। বড় হুমকি ইউরোপীয় ইউনিয়নের। বুঝতে পারছেন , ইউরোপের দেশগুলো যদি ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে নেতানিয়াহুর দেশ? মধ্যপ্রাচ্যের পাশাপাশি তাহলে কি পশ্চিমা দুনিয়ার চক্ষুশূল হয়ে যাচ্ছে ইসরায়েল? সম্পর্কে ভাঙন ধরেছিল...

Sandeshkhali update: হাইকোর্টে আরেকটা চড় খেল মমতার পুলিশ, সন্দেশখালির BJP নেত্রী মাম্পি দাসকে পত্রপাঠ জামিন দিল আদালত

সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির গ্রেফতারি মামলায় ফের একবার কলকাতা হাইকোর্টের চড় খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুক্রবার বিজেপি নেত্রীকে পত্রপাঠ জামিন দিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত আইন সম্পর্কে পুলিশের জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে যে জামিন অযোগ্য ধারায় মাম্পি দাসকে গ্রেফতার করা...

CBI Raid: লোকসভা ভোটের মধ্যেই কাঁথিতে ২ তৃণমূল নেতাদের বাড়িতে কাকভোরে পৌঁছল সিবিআই

লোকসভা নির্বাচনের মধ্যেই ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে পূর্ব মেদিনীপুরে ২ তৃণমূল নেতার বাড়িতে হানা দিল সিবিআই। শুক্রবার কাকভোরে মারিশদা থানা এলাকার ২ তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা তবে ২ জনের কারও দেখাই পাননি তাঁরা।আরও পড়ুন: শ্রমিকের কাজ করতে মুসলমানরা যখন BJPশাসিত...

BITM: মেট্রো রেলের বিবর্তনের ইতিহাস নিয়ে গ্যালারি এবার বিড়লা মিউজিয়ামে, কবে চালু ?

ড়কলকাতার লাইফ লাইন হিসাবে পরিচিত মেট্রো রেল। এখন তা হাওড়া জেলার সঙ্গে কলকাতার সংযোগকারী অন্যতম পরিবহণ মাধ্যমও বটে। সেই মেট্রো রেলে কী ভাবে শহরের বুকে ছড়িয়ে পড়ল, কেমন করেই বা সে গঙ্গার নিচ দিয়ে চলাচল করে, এ সব তথ্য এবার জানা যাবে বিড়লা শিল্প...

Shahjahan Sheikh case update: এবার ১৪ কোটি বাজেয়াপ্ত ED-র,শাহজাহানের ঘাঁটিতে অস্থায়ী ক্যাম্প, অভিযোগ শুনবে CBI

তহবিল তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ-তে এর আগে ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি । এবার ১৪ কোটি টাকা বাজেয়াপ্ত করল তদন্তকারী সংস্থা। এর মধ্যে টাকা এবং সম্পত্তিও রয়েছে। এরই মধ্যে আবার শাহজাহান ও তার বাহিনীর জমি দখল সংক্রান্ত অভিযোগ শুনতে সন্দেশখালিতে অস্থায়ী...

বাংলাদেশি অনুপ্রবেশ: অসমের মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে উঠছে প্রশ্ন, এত দিন ক্ষমতায় থেকে তিনি কী করলেন

ডেস্ক: ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, গত ৪০ বছরে অসমে সোয়া কোটি বাংলাদেশি অনুপ্রবেশ করেছে। হিমন্তের এই বক্তব্যকে ঘিরে তাঁর রাজ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, এই প্রবণতা রুখতে তাঁর সরকার কী করল। অসমে তিন দফার ভোট শেষ হয়েছে ৭...

Fact Check: ‘তৃণমূল কর্মী ও কুকুরের প্রবেশ নিষেধ’, সত্যিই কি এমন আছে বাড়িতে? জানুন সত্যিটা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করে নেটিজেনদের অনেকে দাবি করেন, ওই ছবিতে একটি বাড়ির গেটে থাকা ব্যানারে তৃণমূল (TMC) কর্মীদের কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে এবং তাদের প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে।বুম দেখে ব্যানারের লেখাটি ডিজিটাল উপায়ে সম্পাদনা করে বদলে ফেলা হয়েছে।...

জুলাইয়ের মধ্যে প্রথম এলসিএ মার্ক-১এ যুদ্ধবিমান পাবে ভারতীয় বায়ুসেনা, আরও অর্ডার পাচ্ছে হ্যাল

নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনা এই বছরের জুলাইয়ের মধ্যে দেশের প্রথম এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমান পাবে বলে আশা করা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারতীয় বায়ুসেনার কাছে এই বিমানটি হস্তান্তরের আশা করা হয়েছিল, কিন্তু প্রযুক্তিগত কারণে এটি কিছুটা বিলম্বিত হয়ে যায়। জুলাইয়ের মধ্যে হস্তান্তরের আশা ভারতীয় বায়ুসেনা এবং পাবলিক সেক্টর...

মুম্বই হোর্ডিং বিপর্যয়: অবৈধ বিলবোর্ডের মালিক উদয়পুরে গ্রেফতার

ডেস্ক: মুম্বইয়ের অবৈধ বিলবোর্ডের মালিক ভবেশ ভিড়ে ধরা পড়লেন। তাঁরই কোম্পানি ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেডের বিশাল অবৈধ বিলবোর্ড ভেঙে পড়ে মুম্বইয়ের প্রাণ হারান ১৬ জন। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা বৃহস্পতিবার উদয়পুরে ভবেশ ভিড়েকে গ্রেফতার করে। তাঁকে মুম্বই নিয়ে আসা হচ্ছে। গত সোমবার প্রবল ঝড়ে ঘাটকোপারে...

Adhir Chowdhury meets Mukul Roy: দাদা কেমন আছেন? মুকুল রায়ের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী

মুকুল রায়কে দেখতে কাঁচরাপাড়ার বাড়িতে হাজির কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বৃহস্পতিবার অধীর চৌধুরী গিয়েছিলেন ব্যারাকপুরের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের প্রচারে। আর সেখানে এসে একবার কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে ঘুরে গেলেন অধীর। তবে সূত্রের খবর এদিন এটা ছিল নেহাতই বর্ষীয়ান নেতার শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার জন্য...