Home আপডেট নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দু~ প্রথম দুই দফার প্রার্থীতালিকা দিল্লি থেকে প্রকাশ করল বিজেপি

নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দু~ প্রথম দুই দফার প্রার্থীতালিকা দিল্লি থেকে প্রকাশ করল বিজেপি

নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দু~ প্রথম দুই দফার প্রার্থীতালিকা দিল্লি থেকে প্রকাশ করল বিজেপি

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর রবিবাসরীয় ব্রিগেড সভার পরই প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি। সূত্র মারফৎ এমনটাই খবর ছিল শুক্রবার রাত পর্যন্ত। তবে শনিবার বিকেলের আগেই খবর মিলেছে, আজকেই প্রথম দুই দফার ৬০ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বিজেপি। সন্ধে ৮ টা নাগাদ এই প্রার্থী তালিকা বিজেপি দিল্লির সদর দফতর থেকে প্রকাশিত হতে পারে। প্রথম দুই দফার দ্বিতীয় দফায় নন্দীগ্রামেও ভোটগ্রহণ হবে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী লড়াইয়ে নামতে পারেন বলে জল্পনা রয়েছে।

প্রথম দফায় পুরুলিয়ার ৯ টি, পশ্চিম মেদিনীপুরের ৬ টি, বাঁকুড়ার ৪ টি, পূর্ব মেদিনীপুরের ৭ এবং ঝাড়গ্রামের ৪ টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে। দ্বিতীয় দফায় বাঁকুড়ার ৬, পূর্ব মেদিনীপুরের ৯, পশ্চিম মেদিনীপুরের ৯ ও দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে ভোট হবে।

নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে লড়তে চলেছেন শুভেন্দু। সিলমোহর বিজেপির। প্রথম দুই  মোট ৫৭ টি নামের তালিকা ঘোষণা করা হয়েছে।

একুশের যুদ্ধে এই ৫৭ আসনে কাদের প্রার্থী করল বিজেপি? দেখে নিন একনজরে…

• বিনপুরে বিজেপির প্রার্থী হচ্ছেন পালন সোরেন।

• দাঁতনে প্রার্থী হচ্ছেন শক্তিপদ নায়েক।

• নয়াগ্রামে প্রার্থী হচ্ছেন বকুল মুর্মু।

• গোপীবল্লভপুরে বিজেপি প্রার্থী সঞ্জিত মাহাত।

• ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী সুখময় শতপতি।

• কেশিয়ারিতে বিজেপির প্রার্থী সোনালি মুর্মু।

• খড়্গপুরে বিজেপির প্রার্থী তপন ভুঁইয়া।

• গড়বেতায় বিজেপির প্রার্থী মদন রুইদাস, শালবনিতে রাজীব কুণ্ডু।

• বিষ্ণপুরে বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ, ইন্দাস থেকে বিজেপি প্রার্থী নির্মল ধাড়া।

• হলদিয়ায় বিজেপির প্রার্থী তাপসী মণ্ডল। নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী।

• সবংয়ে বিজেপি প্রার্থী অমূল্য মাইতি। ডেবরায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।

• তমলুকে বিজেপির প্রার্থী হরেকৃষ্ণ বেরা। ময়নায় বিজেপির প্রার্থী অশোক ডিন্ডা।

• নন্দকুমারে বিজেপির প্রার্থী নীলাঞ্জন অধিকারী।