Home আপডেট Chaitali Tiwari: চৈতালি তিওয়ারির গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ‌, জারি করল সুপ্রিম কোর্ট

Chaitali Tiwari: চৈতালি তিওয়ারির গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ‌, জারি করল সুপ্রিম কোর্ট

Chaitali Tiwari: চৈতালি তিওয়ারির গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ‌, জারি করল সুপ্রিম কোর্ট

আজ, শুক্রবার সুপ্রিম কোর্টে বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি স্বস্তি পেলেন। কারণ জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারির গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। আসানসোল পুরসভার বিরোধী নেত্রীর গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ দেওয়ায় স্বস্তি মিলেছে। যদিও কম্বল কাণ্ডে জামিন পাননি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। জামিনের আর্জি খারিজ হওয়ায় ৮ দিনের পুলিশ হেফাজত হয়েছে। তাই আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালিকে আপাতত গ্রেফতার করতে পারবে না পুলিশ।

ঠিক কী ঘটেছিল আসানসোলে?‌ ২০২২ সালের ১৪ ডিসেম্বর জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছিল। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি–সহ বিজেপির একাধিক নেতা উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী বেরিয়ে যেতেই কম্বল নিতে হুড়োহুড়ি পড়ে যায়। তখনই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিন জনের। তার মধ্যে একজন শিশু ছিল। এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি।

আর কী জানা যাচ্ছে?‌ সুপ্রিম কোর্ট সূত্রে খবর, আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল। তা নিয়ে মামলা হয়। আর তার জেরে গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টে সুরক্ষাকবচের আবেদন করেন চৈতালি তিওয়ারি। আজ, শুক্রবার সর্বোচ্চ আদালত জানিয়েছে, আগামী ৭ মে পর্যন্ত চৈতালি তিওয়ারিকে গ্রেফতার করা যাবে না। ৮ মে এই মামলার পরবর্তী শুনানির হওয়ার কথা। তখন জিতেন–সহ এই মামলায় আরও দুই অভিযুক্ত আসানসোলের বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত এবং দলের যুবনেতা তেজপ্রতাপ সিংহেরও শুনানি হবে।

আগে ঠিক কী ঘটেছিল?‌ গত ২৩ ফেব্রুয়ারি জিতেন্দ্র–চৈতালি তিওয়ারি সহ পাঁচজনের আগাম জামিনের আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। তারপরই আজ গ্রেফতার করা যাবে না বলে স্থগিতাদেশ মেলে। অভিযুক্ত জিতেন্দ্রকে গত শনিবার নয়ডা থেকে গ্রেফতার করেছিল আসানসোল–দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। আসানসোলের আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। আসানসোলে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর মামলায় সওয়াল করা হয় রাজ্য সরকারের তরফে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here