Home আপডেট করোনার ভ্য়াকসিন আবিষ্কারের পথে নয়া দিশা দেখাল অক্সফোর্ড বিশ্ববিদ্য়াল

করোনার ভ্য়াকসিন আবিষ্কারের পথে নয়া দিশা দেখাল অক্সফোর্ড বিশ্ববিদ্য়াল

করোনার ভ্য়াকসিন আবিষ্কারের পথে নয়া দিশা দেখাল অক্সফোর্ড বিশ্ববিদ্য়াল

ভ্য়াকসিন আবিষ্কারে নয়া দিশা দেখালেন অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের গবেষকরা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে শরীরে ‘ডাবল সুরক্ষা’ দেবে অক্সফোর্ড ভ্য়াকসিন। এমন সাফল্য়ের কথাই দাবি করেছেন অক্সফোর্ডের গবেষকরা।

ব্রিটেনের এক সংবাদমাধ্য়ম সূত্রে জানা যাচ্ছে, করোনা ভ্য়াকসিন তৈরিতে বড়সড় সাফল্য়ের মুখোমুখি হয়েছেন অক্সফোর্ডের গবেষকরা। মানবদেহে ভ্য়াকসিনের প্রাথমিক ট্রায়ালে দেখা গিয়েছে, ভাইরাসের বিরুদ্ধে দ্বিগুণ সুরক্ষা দিচ্ছে ভ্য়াকসিন। ব্রিটেনের স্বেচ্ছাসেবকদের থেকে সংগৃহীত রক্তের নমুনায় দেখা গিয়েছে, ভ্য়াকসিনটি অ্য়ান্টিবডি ও টি-সেল উত্‍পাদন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়েছে, বেশ কিছু গবেষণায় জানা গিয়েছে, কয়েক মাসের মধ্য়েই অ্য়ান্টিবডি ক্ষমতা হারাতে পারে। সেক্ষেত্রে টি-সেল তৈরি হলে তার স্থায়িত্ব থাকে বেশ কয়েক বছর পর্যন্ত।

সূত্রের খবর, ভ্য়াকসিন আবিষ্কারের পথে অক্সফোর্ডের এহেন সাফল্য় নজির গড়লেও এখনও প্রমাণিত হয়নি যে অক্সফোর্ডের ভ্য়াকসিন ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রোগ প্রতিরোধ ক্ষমতা জোগাতে পারবে। গবেষকদের মতে, এটা বড় ধাপ বটেই, তবে ভ্য়াকসিন তৈরিতে আরও অনেকটা পথ বাকি।