Home বিদেশ ভয়াবহ বৃষ্টি ও ভূমিধসের কবলে নেপাল

ভয়াবহ বৃষ্টি ও ভূমিধসের কবলে নেপাল

ভয়াবহ বৃষ্টি ও ভূমিধসের কবলে নেপাল

ব্যাপক বৃষ্টি ও ভূমিধসের কবলে নেপাল,মৃত্যু হয়েছে কমপক্ষে ৬০ জনের। এখনও নিখোঁজ হয়ে রয়েছেন ৪১ জন।পশ্চিম নেপালে এই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা।ইতিমধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে।

এনআই এক স্থানীয় প্রতিনিধিকে উদ্ধৃত করে বলেছে, ‘দুটি ওয়ার্ড ভূমিধসের কারণে পুরোপুরি মুছে গিয়েছে।স্থানীয় বিদ্যালয় ভবন এবং কমিউনিটি সেন্টারগুলি বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের আশ্রয়ে পরিণত হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগে ওই এলাকার কয়েক হাজার বাসিন্দা এই মুহূর্তে গৃহহীন অবস্থায় রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, সিন্ধুপালচক, লামজুং ও গুলমি থেকে উদ্ধার করা হয়েছে আরও ৬টি মৃতদেহ।

ভারত সীমান্ত সংলগ্ন নেপালের দক্ষিণাঞ্চলীয় সমভূমিতে কোশি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে বলে জানিয়েছে পুলিশ। এই কোশি নদীর কারণে প্রায় প্রতিবছরই বিহারে বন্যা হয় বলে রয়টার্স জানিয়েছে । জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির মওসুমে পর্বতময় দেশ নেপালে নিয়মিতই ভূমিধস ও হঠাত্‍ বন্যার ঘটনা ঘটে থাকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে নেপাল।