HomeআপডেটCV Ananda Bose: বিশ্ববিদ্যালয়গুলিতে...

CV Ananda Bose: বিশ্ববিদ্যালয়গুলিতে দুর্নীতি, হিংসার অভিযোগ, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ বোসের


রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে দুর্নীতি ও হিংসার অভিযোগ তুলে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে ব্যবহার করা হচ্ছে। রাজভবনের অভিযোগ যাচাই করার জন্য এক সদস্যের তদন্ত কমিটি গড়া হবে। যার নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের কোনও এক অবসরপ্রাপ্ত বিচারপতি। রাজভবনের এই সিদ্ধান্তে ফলে রাজ্য-রাজভবন সংঘাত আরও চরমে উঠল বলে মনে করা হচ্ছে।

রিপোর্ট কার্ড ও রাজ্যের চিঠি

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যকে পদ থেকে সারনো নিয়ে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে আসে। এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল বুধবার একটি ‘রিপোর্ট কার্ড’ প্রকাশ করেন। তাতে বলা হয়, ‘শিক্ষা দফতরের যে সমস্ত বেআইনি আদেশে যে সমকল উপাচার্য কাজ স্তব্ধ করে রেখেছেন আচার্য তাঁদের সতর্ক করেছেন।’

এর পর পাল্টা চিঠি দিয়ে রিপোর্ট কার্ডের জবাব দেন রাজ্য। রাজ্য জানায় কোনও আলোচনা না করেই একক ভাবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে পরিচালিত করতে চাইছেন রাজ্যপাল। সুপ্রিম কোর্টের পুরনো নির্দেশেও উল্লেখ করা হয় চিঠিতে। রাজ্যেরও আরও অভিযোগ ছিল, অযোগ্য ব্যক্তিদের উপাচার্য হিসাবে রাজ্যপাল নিয়োগ করছেন। এর ফলে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নতিও স্তব্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন। রাতে বাড়তি পানীয় জল সরবরাহ করছে নিউ ব্যারাকপুর পুরসভা, গরমে খুশি আমজনতা

কটাক্ষ ওয়েবকুপার

রাজ্যপালের এই বিচারবিভাগীয় তদন্ত নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা। সংগঠনের সহ সভাপতি সংবাদমাধ্যমকে বলেন, ‘খুব গরম পড়েছে। তাই রাজ্যপালের মাথা খারাপ হয়ে গিয়েছে। রাজ্যের বিশ্বিবিদ্যালয়গুলিতে যে সুষ্ঠু ভাবে পঠনপাঠন চলছে, তা সহ্য করতে পারছেন না উনি। রাজ্যপাল যতই এই সব করে পঠনপাঠন বন্ধ করার চেষ্টা করুন, আমরা তাঁর এই কাজকে কখনওই সফল হতে দেব না।’

প্রসঙ্গত ওয়েবকুপার সভাকে কেন্দ্রে করেই এই দ্বন্দ্ব তৈরি হয় রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর মধ্যে। সেই সভাতেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সভাতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপাল একে আদর্শ আচারণবিধি লঙ্ঘণ বলে মন্তব্য করেন। 

আরও পড়ুন। ফের আগুন হতে পারে পেঁয়াজের দাম, ধাক্কা খেতে পারে চাষও, কারণটা কী?

কী বলছে বিজেপি?

রাজ্যপালের এই সিদ্ধান্ত তাঁর এক্রিয়ার ভুক্ত বলে মন্তব্য করেছে বিজেপি। দলের মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ আর কে দিতে পারেন? শপথগ্রহণ কে করান? মুখ্যমন্ত্রী কি শপথগ্রহণ করান? যিনি চাকরি দেন, তিনিই চাকরি খেতে পারেন। রাজ্যপালের সাংবিধানিক অধিকার রয়েছে, শপথগ্রহণ করানো, নিয়োগ করার। ব্রাত্য বসুর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তবে তা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ পারেন রাজ্যপালই, মুখ্যমন্ত্রী নন।’

আরও পড়ুন। ঘুমন্ত পড়ুুয়াকে রেখে বাসে তালা দিল চালক, একরত্তির কান্না শুনে উদ্ধার করল পুলিশ



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

হাওড়া–হাটিয়া এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু গজরাজের, রেল–বন দফতরে চলছে দোষারোপের পালা

একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হল ট্রেন দুর্ঘটনায়। হাওড়া–হাটিয়া...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

‘তারক মেহতা…’র অভিনেতা গুরুচরণ সিং ইদানীং আধ্যাত্মিকতার দিকে ঝুঁকছিলেন, বলছেন আত্মীয়-বন্ধুরা

ডেস্ক: ১৮ দিন হয়ে গেল। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা গুরুচরণ সিংয়ের কোনো খোঁজ মেলেনি। বরং ‘তারক মেহতা কা উলটা চশমা’র এই প্রাক্তন অভিনেতাকে নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তাঁর সম্পর্কে পুলিশের কাছে আরও নানা রকম রিপোর্ট আসছে। দিল্লি পুলিশের কাছে গুরুচরণ সিং সম্পর্কে সর্বশেষ যে রিপোর্ট...

Supreme Court: বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের মুখে সুপ্রিম কোর্টের রায়ে ধাক্কা খেল রাজ্য। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহের স্বামী প্রতাপচন্দ্র দে-র বিরুদ্ধে মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। একই সঙ্গে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ নিয়ে রাজ্যকে এফআইআর করতে নিষেধ করেছে আদালত। শুক্রবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি রাজ্যের আইনজীবীকে...

Fact Check: লোকসভা ভোটের আবহে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তার দোকানে চা তৈরির পুরনো ছবি

Claim: লোকসভা ভোটের আগে রাস্তার পাশে চায়ের দোকানে চা বানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।Fact: ভাইরাল ছবিটি পুরনো। সাম্প্রতিক লোকসভা ভোটের সঙ্গে এটার কোনও যোগ নেই। ভোটের বাজারে সোশ্যাল মিডিয়ায় চক্কর কাটছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি। যেখানে তাঁকে রাস্তার ধারে একটি চায়ের দোকানে চা বানাতে দেখা যাচ্ছে।...

হাওড়া–হাটিয়া এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু গজরাজের, রেল–বন দফতরে চলছে দোষারোপের পালা

একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হল ট্রেন দুর্ঘটনায়। হাওড়া–হাটিয়া যাত্রীবাহী ট্রেনের জোর ধাক্কায় মৃত্যু হয়েছে পূর্ণবয়স্ক হাতিটির। আসলে রাতের অন্ধকারে ট্রেন লাইন পার হচ্ছিল গজরাজ। আর তীব্র গতিতে আসা এক্সপ্রেস ট্রেন সামনে হাতি দেখে থামাতে পারেনি ট্রেনকে। কারণ তখন যদি ব্রেক কষা হতো তাহলে বিপুল...

পানীয় জলের ভয়াবহ সংকটের মুখে শিলিগুড়ি পুরসভা, পরিস্থিতি মোকাবিলায় নয়া উদ্যোগ

সিকিম বিপর্যয়ের কথা নিশ্চয়ই সকলের মনে আছে। দক্ষিণ লোনাক হ্রদ উপচে জলে প্লাবিত হয়েছিল সিকিম। যার রেশ ভোগ করতে হয়েছিল উত্তরবঙ্গের কিছু জেলাকে। তার জেরে গজলডোবায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তিস্তার বাঁধ। সামনে বর্ষা। তার আগে এই বাঁধ মেরামত করা প্রয়োজন। আজ, শুক্রবার থেকে জোরকদমে কাজ...

বাস ভাড়ার তালিকা টাঙাতে নির্দেশ পরিবহণ দফতরের, চাপে পড়ল বাসমালিক সংগঠন

বাস ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে। অনেক যাত্রীর মতে, বেশি ভাড়া নেওয়া হচ্ছে বেসরকারি বাসে। এই বিষয়টি নিয়ে মামলা হওয়ায় বেসরকারি বাসে রাজ্য সরকারের অনুমোদিত ভাড়া টাঙাতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর বাসে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখতে নির্দেশ দেওয়া হয়। ২০২৩ সালে...

Raj Bhavan Footage: রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নামছেন তরুণী? পুলিশের হাতে ‘বিস্ফোরক ফুটেজ’ ‘সাচ কা সামনা’

সত্যের সামনাসামনি হওয়ার কথা বলেছিলেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। সেই মতো তিনি রাজভবনের ফুটেজ সামনে এনেছিলেন। জনতার সামনে সত্যকে তুলে ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে কতটা সত্য সামনে এসেছে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। কারণ যিনি শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন সেই তরুণীর ছবিই সামনে এসে যায়...

‘সময়ের অপেক্ষা, সময়ের চাকা ঘুরছে’…বাবাকে খুন করেছিল শাহজাহান, HS-এ ৪৮৩ পাওয়া সেই প্রীতমের পরিবারের পাশে শুভেন্দু

সন্দেশখালির ন্যাজাট থানা এলাকার বাসিন্দা প্রীতম মণ্ডল উচ্চমাধ্যমিকে ৪৮৩ নম্বর পেয়েছেন। তাঁর বাবা প্রদীপ মণ্ডল শেখ শাহজাহান এবং তার বাহিনীর হাতে খুন হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। এবার প্রীতম এবং তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রীতম মণ্ডল এবং তাঁর মা...

Sandeshkhali ‘fake rape cases’ update: রেখা ভুয়ো ধর্ষণের অভিযোগ করান, দাবি সন্দেশখালির মহিলার, দুর্ভাগ্য শুরু, বলল TMC

সন্দেশখালির মহিলাদের ভুয়ো ধর্ষণের অভিযোগ দায়ের করতে বাধ্য করেছিলেন রেখা শর্মা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শাসক দলের নেতারা দাবি করেছেন, সন্দেশখালির এক মহিলা স্বীকার করে নিয়েছেন যে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন। সেই অভিযোগে রেখার বিরুদ্ধে ফৌজদারি...

সুইটি, বেবি সবসময় যৌন আবেদন নয়, মামলার শুনানিতে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

‘‌ও সুইটি আর কেঁদো না, আমি আসছি’‌। এটা একটি বাংলা সিনেমার গান। তবে এখানে সুইটি শব্দটি ভাল অর্থে ব্যবহার হয়েছে। এখানে যৌন অর্থ বোঝাচ্ছে না। তাই সমাজের বুকে কোনও নারীকে সুইটি বা বেবি বলে ডাকলে সেটা সবসময় যৌন অর্থে প্রয়োগ বোঝায় না। অনেকেই পরিচিত...

Attack on police: বারুইপুরে মাদক উদ্ধারে গিয়ে গ্রামবাসীদের আক্রমণে আহত ১৩জন পুলিশ

রাজ্যে আবারও আক্রান্ত হল পুলিশ। এবার ঘটনাস্থল বারুইপুর। মাদক পাচার বিরোধী অভিযানে নেমে আক্রান্ত হয়েছে পুলিশ। সব মিলিয়ে ১৩ জন পুলিশ কর্মী জখম হয়েছেন।  সেখানে তল্লাশি অভিযানে গেলে সন্দেশখালির ঘটনার মতোই পুলিশকে ঘিরে ধরে কয়েকশো গ্রামবাসী এবং মারধর করে। শুধু তাই নয়, পুলিশ কর্মীদের...

HS 2024 Topper Success Tips: মোবাইল না থাকা, খেলাধুলো- উচ্চমাধ্যমিকে ষষ্ঠ হয়ে টিপস দিলেন নরেন্দ্রপুরের ছাত্র – No mobile, playing, discipline

ছাত্রদের কাছে মোবাইল না থাকা যে সাফল্যের অন্যতম কারণ, তা মাধ্যমিক ফলপ্রকাশের দিনই বলেছিলেন প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। ছ'দিন পরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করার পরে ঠিক একই কথা বললেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র নিলয় চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ফোন ব্যবহার করার অনুমতি ছিল...