Homeঘুরে আসিজানেন কি উড়িষ্যার এই...

জানেন কি উড়িষ্যার এই হিল স্টেশনে শীতকালে বরফ পড়ে!!! চলুন ঘুরে আসি “Kashmir of Orissa”~ থেকে…

আমাদের মন সব সময় শান্তি চায়। শাসন করা পাহাড় তাই হাতছানি দিয়ে ডাকে। হতেই পারে আমাদের রাজ্যের পাহাড়ে এখন একটু সরগরম তা বলে প্রতিবেশী রাজ্যের শৈলশহরে যেতেই পারেন। ঠিক ধরেছেন উড়িষ্যার দারিংবাড়ির কথা বলছি। 

Image result for kashmir of orissa

কন্ধমাল জেলার একটি উল্লেখযোগ্য শৈলশহর। আকর্ষণীয় মনোরম আবহাওয়ার শৈলময় পরিবেশ হল এক ভার্জিন ট্যুরিস্ট স্পট। প্রায় চার হাজার ফুট (সমুদ্রপৃষ্ট থেকে ৯১৫ মিটার) উচ্চতায়  ঘন সবুজ ঘেরা এক নৈস্বর্গিক আবেশ। আসলে পূর্বঘাট পর্বতশ্রেণির বিভিন্ন শৃঙ্গগুলি উঁচুনিচু তরঙ্গায়িত ছন্দে শহরটিকে ঘিরে আছে। স্থানটিতে অন্যরকম শীতল আবহাওয়ার পরিমন্ডলে অপূর্ব সেরেনিটি রয়েছে। চোখ মেলে তাকালেই চারিদিকে ভিউ ফাইন্ডারে পাইনের জঙ্গল, নিবিড় শালবন, কফি বাগিচা বা সবুজ উপত্যকা যেন আপনাকেই পাগল করে দেবে। এখানেই রয়েছে বৃষ্টি প্রধান ক্রান্তীয় অরণ্য বা রেন ফরেস্ট। বন্য জীবজন্তুর আনাগোনায় আপনিও দু চারটে সেলফি তুলে নিতেই পারেন। শীতকালে প্রচন্ড ঠান্ডা এই স্থানটিতে। এখনও পর্যন্ত -0.৫ ডিগ্রী সেণ্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত করা হয়েছে।

শীতের দিনে কোনো কোনো সময় ঘাসের ডগায় বরফ জমে থাকতে দেখা যায়। দারিংবাড়ি একটি ব্লক ও তহসিল হেডকোয়ার্টার ; মোট আয়তন ৭৬৯.৬৮ বর্গ কিমি. মোট জনসংখ্যার শতকরা ৬৩ ভাগ কন্ধ উপজাতির মানুষ স্থানীয় কুইভাষায় ‘দারিং’- শব্দের অর্থ উপত্যকা, আর ‘বাড়ি’- অর্থে ঘর, সেইদিক থেকে ‘দারিংবাড়ি’ – শব্দের অর্থ হলো- উপত্যকার বাড়ি।

ট্রেনে বাসে বা ফ্লাইটে আপনাকে ভুবনেশ্বর পৌঁছাতে হবে। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর থেকে বাসে ২৫১ কিমি. দূরে দারিংবাড়ি। দারিংবাড়ির নিকটতম রেল স্টেশন গঞ্জাম জেলার ব্রহ্মপুর। অন্য পথ ধরে গেলে বেরামপুর থেকে সড়ক পথ দূরত্ব মাত্র ১২০ কিমি.। এই সুন্দর শৈল শহরটি ফুলবনী থেকে ১০০ কিমি., বালিগুড়া থেকে ৫০ কিমি. এবং উদয়গিরি থেকে ৫৮ কিমি. দূরে অবস্থিত।

দারিংবাড়িতে সারা বছর মানুষজন আসেন। ভ্রমণ পিপাসু মানুষের জন্য তাই রইল একটা ওভারভিউ।

 

থাকবেন কোথায় –

এখানে অল্প কিছু হোটেল রয়েছে। হোটেল ইউটোপিয়া কিংবা ডিয়ার ইকো হোমে থাকতে পারেন। এছাড়া পিডব্লিউডি’র বাংলোয় থাকার বন্দোবস্ত হতে পারে, বালিগুদার ডিভিশনাল ফরেস্ট অফিসারের সঙ্গে কথা বলে। ফুলবনিতে থাকতে পারেন সার্কিট হাউজ বা হোটেলে। এখন পর্যটকের কাছে ভার্জিন প্লেস। আপনি এখানে এলে অনেকগুলি প্রকৃতি কেন্দ্রিক পয়েন্ট দেখতেই পারেন। অবশ্য আপনাকে বেছে নিয়ে দেখতে হবে। অল্প দিনের ছুটিতে সব কটি প্রাকৃতিক স্থান শান্তি করে একবারে দেখে উঠতে পারবেন না। তাই প্রথমবারের জন্য মনোরম স্থানগুলি বেছে নিন।

  • কফি বাগিচা – এখানে কফি ও গোলমরিচের বাগান পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। ৪৫ হেক্টর জমিতে বিস্তৃত এই বাগিচা উড়িষ্যা সরকারের ভূমিসংরক্ষণ ও বনদপ্তর বিভাগ তত্ত্বাবধান করে থাকে। অসংখ্য রূপালী রঙের ওক গাছে আবৃত বাগানটি আর গোলমরিচ লতাগুলি গাছগুলিকে আশ্রয় করে অদ্ভুত সৌন্দর্য সুষমা আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবেই।
  • হিল ভিউ পার্ক – এই হিল ভিউ পার্কটি দারিংবাড়ি থেকে মাত্র এক কিমি. দূরে বালিগুডা যাওয়ার পথেই অবস্থিত। পার্কের ওয়াচ টাওয়ার থেকে সমগ্র দারিংবাড়ি এবং তাঁর পারিপার্শ্বিক অঞ্চল আপনি দেখতেই পাবেন, সাথে ডিএসএলআর বা বাইনাকুলার থাকলে আপনি হয়ে উঠবেন একজন ট্রাভেল ফটোগ্রাফার।
  • মড়ুবান্দা জলপ্রপাত- দারিংবাড়ি থেকে ১৫ কিমি. দূরে বামুনিগাম যাওয়ার পথে ঘন অরণ্যময় পরিবেশে এই সুদৃশ্য জলপ্রপাতটি এক আলাদা শোভা। এখানে সেলফি না নিলে আপনি আর কী করলেন। স্থানীয় কুইভাষায় ‘মড়ু’ শব্দের অর্থ ময়ূর আর ‘বান্দা’ অর্থে পুকুরকে নির্দেশ করে।
  • পাইন জঙ্গল- আদিবাসী অধ্যুষিত শহর দারিংবাড়ি থেকে দক্ষিণে ২ কিমি. গেলেই রাস্তার দু-পাশে সবুজ পাইন গাছের সমারোহ। ৭০ এর দশকে উড়িষ্যার বনবিভাগ এই পাইন প্লানটেশন শুরু করে। এই পাইন জঙ্গলের মধ্য দিয়েই সশব্দে ব’য়ে চলেছে দুলুরি নদী
  • দুলুরি নদী- অপরিমিত প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে পাহাড়ী দুলুরী সুন্দরী বয়ে চলেছে সঙ্গে আছে সুদৃশ্য জলপ্রপাত। পাইন জঙ্গলের মধ্য দিয়ে সশব্দে বয়ে যাওয়ার দুলুরির নৈসর্গিক দৃশ্যময়তা প্রকৃতি প্রেমিক পর্যটকের সৌন্দর্য পিয়াসী মনকে থমকে দেবেই। তাই যদি এই ইঁট কাঠ পাথরের নেট দুনিয়া থেকে একটু শান্তি চান। এখানে ঘুরে আসুন।
  • পুতুদি জলপ্রপাত- স্থানটি উড়িষ্যার অন্যতম প্রধান জলপ্রপাত, চারিদিক ঘন অরণ্যে আবৃত এক মায়াবি স্থান। দারিংবাড়ি থেকে ১২৫ কিমি. দূরে ফুলবনী ব্লকে এই স্থানটি।
  • বেলঘর অভয়ারণ্য- দারিংবাড়ি থেকে ৫০ কিমি. দূরে এই ক্রান্তীয় অরণ্যভূমি নিঃসন্দেহে এখানকার বড় আকর্ষণ। ১৬,১৭৪,৪৬ একর জুড়ে বিস্তৃত এই অরণ্যভূমি যার মধ্যে ৩৮৭৬.৪৪ একর ভূমি চাষযোগ্য আর বাকিটা সংরক্ষিত বনভূমি। গভীর এই অরণ্যে বড় বড় দাঁতাল হাতি, পাখী, বুনো শুয়োর, হরিণ সহ বিভিন্ন বন্য জীবজন্তুর বাস।
  • এমু ফার্ম- ডোডোবাড়ার কাছেই পর্যটকদের জন্য অপর একটি আকর্ষণ এমু ফার্ম। অস্ট্রেলিয়া ভিত্তিক এই পাখিগুলি তাদের সুস্বাদু মাংসের জন্য সুপরিচিত। বেসরকারী উদ্যোগে গড়ে ওঠা এই প্রকল্পটি অবশ্যই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবেই। অস্ট্রেলিয়া না যেতে পারলেও এখানে আপনিও হয়ে উঠবেন স্টিভ স্মিথ।
  • ডোডোবাড়া বা লাভার্স পয়েন্ট- দারিংবাড়ি থেকে ১৯ কিমি. দূরে সদর মহকুমা শহর বালিগুডা যাওয়ার পথে কিরিকুটি নামক গ্রামের নিকট ঘন সবুজ অরণ্যের মাঝে এই স্থানটি অবস্থিত। অসাধারণ সৌন্দর্যে ভরা স্থানটিকে পাহাড়ী-নদীর সশব্দ প্রবাহ আরও আকর্ষণীয় করেছে স্থানটির কাছাকাছি বেশ কয়েকটি স্বাভাবিক গুহা রয়েছে। চাইলে উৎসাহী পর্যটকেরা এখানে পিকনিকের আয়োজন করে সারাটাদিন অনির্বচনীয় প্রাকৃতিক শোভা উপভোগ করতেই পারেন। তবে হ্যারিকেন ট্যুরে তা তো হয় না। তবু স্থানটি দেখতে যেতেই পারেন।
  • মন্দাসুরে কুঠি – দারিংবাড়ি থেকে ৪২ কিমি. দূরে রাইকিয়া ব্লকে অবস্থিত এই কুঠির দুটি ওয়াচ টাওয়ার থেকে পারিপার্শ্বিক ঘন অরণ্যশোভিত পর্বতের অনির্বচণীয় শোভা জাস্ট পাগল করে দেবে। পাহাড় জঙ্গলের নীরব সৌন্দর্য উপভোগের এক ঈর্ষণীয় স্থান। বহুক্ষণ অনায়াসেই এখানে বসে প্রাকৃতিক সুধারস পান করে মনে আনন্দ নিয়ে বাড়ি ফিরুন।
  • লুদু জলপ্রপাত – দারিংবাড়ি থেকে প্রায় ১৪০ কিমি. দূরে কোটগড় ব্লকে এই সুদৃশ্য জলপ্রপাতটি অবস্থিত। ঘন অরণ্যের মধ্যে এমন একটি জলপ্রপাত সৌন্দর্য পিয়াসী পর্যটকদের মনে অবশ্যই আলোড়ন তুলবে।
  • ডোকরা কুটিরশিল্প – বেড়াতে যাবেন আর একটু শপিং করবেন না! দারিংবাড়ি থেকে ৬০ কিমি. দূরে বালিগুডা ব্লকের বারাখামা গ্রামে আদিবাসী মানুষদের ডোকরা শিল্পের একটি কেন্দ্র রয়েছে। সরকারী ঋণের সাহায্যে হতদরিদ্র মানুষগুলি মোমের বিভিন্ন প্রকার ছাঁচে পিতল গলিয়ে নানারকম মূর্তি তৈরী করে থাকেন। সুন্দর এই শিল্পকর্মটি বেশ দৃষ্টিনন্দন। নিঃসন্দেহে বলা যায় ডোকরা শিল্পীদের হাতের এই যাদুকর্ম পর্যটকদের মনে নান্দনিকতার ছোঁয়া দেবে। ডোকরার কানের দুল, হার, ঘর সাজানোর জিনিস একটু দামী হলেও তো আমরা কিনি।

এছাড়াও দারিংবাড়ি থেকে ৮২ কিমি. দূরে জলেশপাতা আশ্রম, ৭২ কিমি. দূরে বিরূপাক্ষ মন্দির, ১৪৫ কিমি. দূরে ফুলবনী ব্লকের কাত্রামাল জলপ্রপাত, ৮০ কিমি. দূরে হরভাঙ্গী জলাধার, ১৫ কিমি. দূরে বুঢান পাটা, ২ কিমি. দূরে সাইলেন্স ভ্যালি ও ১১০ কিমি. দূরে তুমুদিবাঁধ ব্লকে বেলঘর অভয়রণ্যের মধ্যে অবস্থিত ব্রিটিশ আমলে তৈরি কাঠের বাংলো পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের পয়েন্ট। শুরুতেই বলেছি একবারে যদি এতগুলি স্থান দেখতে চান তাহলে অনেক দিন সময় লাগবে। তাই এত সুন্দর ইকো ট্যুরিজিম এ দুই বার যাওয়ার প্ল্যান করতেই পারেন।

আসুন দেখে নেওয়া যাক এই অপূর্ব হিল স্টেশন এর উপর একটি তথ্যচিত্রঃ~

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Israel vs Palestine conflict: ফিলিস্তিনিদের পাশে ইউরোপীয় ইউনিয়ন, বড় বিপদে ইসরায়েল!

  Israel vs Palestine conflict: রাফায় হামলা বন্ধ না করলে বিপদে পড়বে ইসরায়েল। বড় হুমকি ইউরোপীয় ইউনিয়নের। বুঝতে পারছেন , ইউরোপের দেশগুলো যদি ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে নেতানিয়াহুর দেশ? মধ্যপ্রাচ্যের পাশাপাশি তাহলে কি পশ্চিমা দুনিয়ার চক্ষুশূল হয়ে যাচ্ছে ইসরায়েল? সম্পর্কে ভাঙন ধরেছিল...

Sandeshkhali update: হাইকোর্টে আরেকটা চড় খেল মমতার পুলিশ, সন্দেশখালির BJP নেত্রী মাম্পি দাসকে পত্রপাঠ জামিন দিল আদালত

সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির গ্রেফতারি মামলায় ফের একবার কলকাতা হাইকোর্টের চড় খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুক্রবার বিজেপি নেত্রীকে পত্রপাঠ জামিন দিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত আইন সম্পর্কে পুলিশের জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে যে জামিন অযোগ্য ধারায় মাম্পি দাসকে গ্রেফতার করা...

CBI Raid: লোকসভা ভোটের মধ্যেই কাঁথিতে ২ তৃণমূল নেতাদের বাড়িতে কাকভোরে পৌঁছল সিবিআই

লোকসভা নির্বাচনের মধ্যেই ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে পূর্ব মেদিনীপুরে ২ তৃণমূল নেতার বাড়িতে হানা দিল সিবিআই। শুক্রবার কাকভোরে মারিশদা থানা এলাকার ২ তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা তবে ২ জনের কারও দেখাই পাননি তাঁরা।আরও পড়ুন: শ্রমিকের কাজ করতে মুসলমানরা যখন BJPশাসিত...

BITM: মেট্রো রেলের বিবর্তনের ইতিহাস নিয়ে গ্যালারি এবার বিড়লা মিউজিয়ামে, কবে চালু ?

ড়কলকাতার লাইফ লাইন হিসাবে পরিচিত মেট্রো রেল। এখন তা হাওড়া জেলার সঙ্গে কলকাতার সংযোগকারী অন্যতম পরিবহণ মাধ্যমও বটে। সেই মেট্রো রেলে কী ভাবে শহরের বুকে ছড়িয়ে পড়ল, কেমন করেই বা সে গঙ্গার নিচ দিয়ে চলাচল করে, এ সব তথ্য এবার জানা যাবে বিড়লা শিল্প...

Shahjahan Sheikh case update: এবার ১৪ কোটি বাজেয়াপ্ত ED-র,শাহজাহানের ঘাঁটিতে অস্থায়ী ক্যাম্প, অভিযোগ শুনবে CBI

তহবিল তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ-তে এর আগে ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি । এবার ১৪ কোটি টাকা বাজেয়াপ্ত করল তদন্তকারী সংস্থা। এর মধ্যে টাকা এবং সম্পত্তিও রয়েছে। এরই মধ্যে আবার শাহজাহান ও তার বাহিনীর জমি দখল সংক্রান্ত অভিযোগ শুনতে সন্দেশখালিতে অস্থায়ী...

বাংলাদেশি অনুপ্রবেশ: অসমের মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে উঠছে প্রশ্ন, এত দিন ক্ষমতায় থেকে তিনি কী করলেন

ডেস্ক: ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, গত ৪০ বছরে অসমে সোয়া কোটি বাংলাদেশি অনুপ্রবেশ করেছে। হিমন্তের এই বক্তব্যকে ঘিরে তাঁর রাজ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, এই প্রবণতা রুখতে তাঁর সরকার কী করল। অসমে তিন দফার ভোট শেষ হয়েছে ৭...

Fact Check: ‘তৃণমূল কর্মী ও কুকুরের প্রবেশ নিষেধ’, সত্যিই কি এমন আছে বাড়িতে? জানুন সত্যিটা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করে নেটিজেনদের অনেকে দাবি করেন, ওই ছবিতে একটি বাড়ির গেটে থাকা ব্যানারে তৃণমূল (TMC) কর্মীদের কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে এবং তাদের প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে।বুম দেখে ব্যানারের লেখাটি ডিজিটাল উপায়ে সম্পাদনা করে বদলে ফেলা হয়েছে।...

জুলাইয়ের মধ্যে প্রথম এলসিএ মার্ক-১এ যুদ্ধবিমান পাবে ভারতীয় বায়ুসেনা, আরও অর্ডার পাচ্ছে হ্যাল

নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনা এই বছরের জুলাইয়ের মধ্যে দেশের প্রথম এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমান পাবে বলে আশা করা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারতীয় বায়ুসেনার কাছে এই বিমানটি হস্তান্তরের আশা করা হয়েছিল, কিন্তু প্রযুক্তিগত কারণে এটি কিছুটা বিলম্বিত হয়ে যায়। জুলাইয়ের মধ্যে হস্তান্তরের আশা ভারতীয় বায়ুসেনা এবং পাবলিক সেক্টর...

মুম্বই হোর্ডিং বিপর্যয়: অবৈধ বিলবোর্ডের মালিক উদয়পুরে গ্রেফতার

ডেস্ক: মুম্বইয়ের অবৈধ বিলবোর্ডের মালিক ভবেশ ভিড়ে ধরা পড়লেন। তাঁরই কোম্পানি ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেডের বিশাল অবৈধ বিলবোর্ড ভেঙে পড়ে মুম্বইয়ের প্রাণ হারান ১৬ জন। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা বৃহস্পতিবার উদয়পুরে ভবেশ ভিড়েকে গ্রেফতার করে। তাঁকে মুম্বই নিয়ে আসা হচ্ছে। গত সোমবার প্রবল ঝড়ে ঘাটকোপারে...

Adhir Chowdhury meets Mukul Roy: দাদা কেমন আছেন? মুকুল রায়ের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী

মুকুল রায়কে দেখতে কাঁচরাপাড়ার বাড়িতে হাজির কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বৃহস্পতিবার অধীর চৌধুরী গিয়েছিলেন ব্যারাকপুরের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের প্রচারে। আর সেখানে এসে একবার কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে ঘুরে গেলেন অধীর। তবে সূত্রের খবর এদিন এটা ছিল নেহাতই বর্ষীয়ান নেতার শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার জন্য...

Israel vs Palestine conflict: ফিলিস্তিন পাবে বড় মর্যাদা, স্বাধীন রাষ্ট্র গঠনে তৎপর আরব বিশ্ব! ইসরায়েলের সর্বনাশ

  Israel vs Palestine conflict: ফিলিস্তিনের ভাগ্য ফিরতে হয়ত আর বেশি দেরি নেই। আরব দেশগুলো জোট বাঁধছে ফিলিস্তিনের হয়ে। গাজা ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েল হারাতে চলেছে বড় সাপোর্ট। একদিকে গাজায় যেমন ফিলিস্তিনিরা তাদের সর্বস্ব হারাচ্ছে, আবার ঘুরপথে এই গাজাই ফিলিস্তিনকে এনে দিতে পারে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা। কথাটা...

Malda News: খুব সাবধান! বাজ পড়ে ১১জনের মৃত্যু, ভয়াবহ কাণ্ড মালদায়, ঘরে ঘরে কান্নার রোল!

একজন দুজন নয়, একেবারে ১১জনের মৃত্যু বজ্রপাতে। মালদায় একেবারে মর্মান্তিক ঘটনা। একের পর এক ব্যক্তির মৃত্যু বজ্রাঘাতে।  বৃহস্পতিবার দুপুরে আচমকাই ঝড় বৃষ্টি শুরু হয় মালদায়। এদিকে মালদা মানেই আমের জেলা। আর ঝড় বৃষ্টি মানেই আম পড়ে টপাটপ।সেই ঝড় বৃষ্টির মধ্য়েই আম কুড়োতে গিয়েছিল কয়েকজন। কিন্তু...