Home খেলাধুলো এনরিকের গোলে মিনার্ভা ‘বধ’ সম্পন্ন,১৫ বছর পর কি আই লিগ লাল – হলুদ তাবুতে?

এনরিকের গোলে মিনার্ভা ‘বধ’ সম্পন্ন,১৫ বছর পর কি আই লিগ লাল – হলুদ তাবুতে?

এনরিকের গোলে মিনার্ভা ‘বধ’ সম্পন্ন,১৫ বছর পর কি আই লিগ লাল – হলুদ তাবুতে?

● ইস্টবেঙ্গল :- ১

(এনরিকে)

● মিনার্ভা পান্জ্ঞাব :- ০

আই লিগের খেতাবি লড়াই একেবারে জমে ক্ষীর। দেবি তাউ লাল স্টেডিয়ামে মিনার্ভাকে বধ করে এক দশক বাদে ক্লাব তাবুতে আই লিগকে ফেরানোর স্বপ্নকে বাচিয়ে রাখল চুলোভারা। খেতাব লড়াইয়ে থাকা দুটি দল চেন্নাই এবং ইস্টবেঙ্গলের বাকী আর মাত্র একটি ম্যাচ। আর এই দুটো দলের শেষ ম্যাচই ঠিক করে দেবে লিগের বিজয়ী।

এদিন শুরুতেই ম‍্যাচের নিয়ন্ত্রণ নেয় ইস্টবেঙ্গল। ধীরে ধীরে ম‍্যাচে প্রত‍্যাবর্তন করে মিনার্ভা। প্রথমার্ধে কোনোপক্ষই গোল না করতে পারায়, প্রথমার্ধ শেষ হয় ০-০ তেই। ৪০’ ইস্টবেঙ্গলের ফুটবলারের একটি হেড বারে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধেও দুপক্ষই গোল করতে সক্ষম হয়নি। যখন ধীরে ধীরে লাল হলুদ জনতার রক্তচাপ বাড়ছিল ঠিক সেসময় ৭৫ মিনিটের মাথাতে লাল হলুদের হয় একমাত্র গোলটি করে ইস্টবেঙ্গলের জয় এনে দেন এনরিকে। ম্যাচ শেষে ০-১ এর ব্যবধানে জয় লাভ করে ইস্টবেঙ্গল।