Home ব্লগবাজি ইংলিশ মিডিয়াম ~ শৈলেন রায়

ইংলিশ মিডিয়াম ~ শৈলেন রায়

0
ইংলিশ মিডিয়াম   ~    শৈলেন রায়

ইংলিশ মিডিয়াম
শৈলেন রায়
——————

ইংলিশ মিডিয়াম
পড়ে ঘাম টপটপ্
মা ছোটে ছেলে ছোটে
সব কাজ চটপট।

এইভাবে হল শুরু
মনডে মনিং
এলারাম বেজে যায়
থামে না তার রিং।

গুতোগুতি হল শুরু
ওঠ বাবা ওঠ রে
এক গ্লাস জল খেয়ে
বাথরুমে ছোট রে।

টিফিন বানায় মা
রান্নার ঘরে তে
বাথরুমে ছেলে তার
মেতে ওঠে খেলা তে।

হায় হায় দেরী হল
গাড়ী চলে যাবে যে
বেরিয়ে আয় সোনা
ব্রাশ টা করে নে।

এই ভাবে ঠেলে ঠুলে
রেডি টা তো হল সে
মুখ খোলো মুখ খোলো
গপ্ গপ্ গেলো রে।

তারপরে ঘাড়ে চাপে
সাত কিলো বস্তা
ইংলিশ মিডিয়ম
নয় অত সস্তা।

হাঁফ ছেড়ে বাঁচে মা
ছেলে ওঠে গাডী়তে
হাত নাড়ে গাড়ী ছাড়ে
মা ফেরে বাড়ীতে।

ছেলে ফেরে তিনটায়
ঘরে এসে দেখে সে
ইংলিশ স্যার বসে
এসেছেন পড়াতে।

আরবার হল শুরু
হইচই তাড়াহুড়ো
ড্রেস খোলো ড্রেস পরো
পড় পড় শুধু পড়ো।

পাঁচটায় ড্যান্স ক্লাস
নেই কোনো ব্রেক রে
চটপট্ চটপট্
গাড়ী করে চলো রে।

সন্ধ্যায় ফিরে খোকা
ঢুলু ঢুলু চক্ষু
ঠাম্মা খাইয়ে দেন
মনে তার দুক্ষু।

তবু হায়!
ঝকাঝক্ জিনিয়াস
হতে হবে খোকা কে
ইংলিশ মিডিয়াম
কালঘাম ছোটাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here