Home খেলাধুলো বিশ্বকাপের দ্রুততম গোলদাতা হাকান সুকুর এখন আমেরিকার উবের চালক

বিশ্বকাপের দ্রুততম গোলদাতা হাকান সুকুর এখন আমেরিকার উবের চালক

বিশ্বকাপের দ্রুততম গোলদাতা হাকান সুকুর এখন আমেরিকার উবের চালক

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম গোলদাতা তিনি। ভাগ্যের এমন নির্মম পরিহাস যে তবে এখন সেই তিনিই ট্যাক্সি ড্রাইভার। ২০০২ সালের কোরিয়া-জাপান বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র ১০.৮ সেকেন্ডে ফ্রি-কিক থেকে গোল করেছিলেন তিনি ।

তিনি তুরস্কের হাকান সুকুর। একসময়ে তুরস্কের অন্যতম বড় ক্লাব গ্যালাতাসারাইয়ের বড় ভরসা ছিলেন তিনি। তার কথা অবশ্যই ফুটবলপ্রেমীদের মনে আছে । এখন তিনি প্রবল আর্থিক অনটনের মধ্যে রয়েছেন। ট্যাক্সি চালানোর পাশাপাশি তিনি বই বিক্রিও করেও জীবিকা নির্বাহ করছেন।

প্রসঙ্গত ২০১১ সালে তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একেপি পার্টিতে যোগ দেন তিনি। ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে বিচার শুরু করে তুরস্ক সরকার। বাজেয়াপ্ত করা হয় তার সমস্ত সম্পত্তি, বাস্তুচ্যুত করা হয় দেশ থেকে। গ্রেপ্তার হন তাঁর বাবা। তিনি অত্যন্ত অশীতিপর বৃদ্ধ।এরপরই স্ত্রী-সন্তান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন সুকুর।

মার্কিন যুক্তরাষ্ট্রে জীবন ধারণের জন্য ট্যাক্সি চালাতে শুরু করেন। ট্যাক্সি চালানোর মাঝে তিনি ফের বই বিক্রিও করেন।এমনকী সুকুরকে সাহায্য করলে সমস্যায় পড়তে হচ্ছে অন্য লোকজনকে।