Homeলাইফস্টাইলজানেন কি,স্তন ক্যান্সার শুধু...

জানেন কি,স্তন ক্যান্সার শুধু নারীর নয়, হতে পারে পুরুষেরও!!জেনে নিন লক্ষণগুলি কি কি…

ওয়েব ডেস্কঃ  বিশ্বময় আজ স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে দিনদিন। আজ যে শুধু নারীরা তা নয়, পুরুষরাও আক্রান্ত হচ্ছেন স্তন ক্যান্সারে। মূলতঃ দু’ ধরণের কারণ এই  ক্যান্সারের পেছনে দায়ী। প্রথমত, অপরিবর্তনযোগ্য কারণ এবং পরিবর্তনশীল কারণ। অপরিবর্তনযোগ্য কারণ বলতে মূলত জেনেটিক অর্থাৎ বংশগত ঝুঁকিসমূহ  এবং হরমোন দায়ী । পরিবর্তনযোগ্য কারণগুলি পুরোপুরি আমাদের নিজেদের নিত্যদিনের জীবনযাত্রার সাথে জড়িত। শুধুমাত্র নারীর নয়, ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলোর ব্যাপারে জেনে রাখা উচিৎ পুরুষেরও। চলুন, দেখে নেওয়া যাক এমন কিছু শারীরিক লক্ষণ যার পেছনে দায়ী  হতে পারে ব্রেস্ট বা স্তন ক্যান্সার….

Image result for breast cancer in man

পিন্ড বা লাম্প…

স্তন ক্যান্সারের একটি প্রধান ও মূল  লক্ষণ হলো স্তনে শক্ত এবং ব্যথাবিহীন একটি পিন্ড। নিপলের ঠিক পেছনে বা পাশেই মূলত এই পিন্ড দেখা যায়।  অনেক সময়ে পুরুষের স্তনে পিন্ড দেখা যায় তবে সেসব পিন্ড হয় নরম এবং তাকে চাপ দিলে সরে যায়। ব্রেস্ট ক্যান্সারের ফলে যে লাম্প বা পিন্ড সৃষ্টি হয় সেটা মূলতঃ শক্ত হয়। এক্ষেত্রে চাপ দিলেও পিন্ডটি সরবে না। গাইনেকোম্যাস্টিয়া নামের একটি হরমোন এর পেছনে দায়ী। পেকটোরাল বা বক্ষদেশে সৃষ্ট  এই লাম্প কর্কট রোগের বীজাণু বহন করছে  কিনা, তা জানতে ম্যামোগ্রাম এবং কখনো কখনো  নিডল বায়োপসি পরীক্ষার দরকার হয়।

Related image

আকৃতির পরিবর্তন…

অনেক সময়ে স্তনের আকারেও হঠাৎ অস্বাভাবিক পরিবর্তন আসতে দেখা যায়। আকার-আকৃতির এই পরিবর্তন এবং কোনো ব্যথা এড়িয়ে গেলে চলবে না, এগুলি  হতে পারে ক্যান্সারের খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ।

Image result for men breast cancer

 নিপল বা স্তনবৃন্তের পরিবর্তন…

স্তনের পাশাপাশি নিপলের বা বোঁটার আকার, আকৃতি, রং বা ত্বকে কোনো পরিবর্তন হলে সাথে সাথেই ডাক্তারকে জানানো উচিত। পুরুষদের ক্ষেত্রে ৪০-৫০ শতাংশ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এই লক্ষণটি দেখা যায়। এছাড়া, স্তনবৃন্তে লালচেভাব এবং খসখসে হয়ে যাওয়ার মতো লক্ষণগুলিও দেখা যায়।

Related image

লাল, ফোলা স্তনঃ

স্তনে আঘাত লাগলে স্বাভাবিকভাবেই এটি ফুলে যাবে। কিন্ত স্তনে যদি দীর্ঘদিন ধরে গরম অনুভূত হয় কিংবা লালচে রঙ কিংবা স্তনগ্রন্থির স্ফীতি অথবা জ্বালা অনুভূত হয়, তবে সেক্ষেত্রে তা কর্কট রোগের কারণ বলে মনে করা হয়।এছাড়া স্তনের টিউমারের কারণে স্তন ফুলে যেতে পারে। এক্ষেত্রে রোগী নিজেই নিজের স্তন খালি হাতে পরীক্ষা করে দেখতে পারেন।

 নিপল(স্তনবৃন্ত) থেকে নিঃসরণ …

গর্ভবতী অবস্থায় কিংবা স্তন্যদায়িনী মা  ছাড়াও সাধারণত নারীদের নিপল থেকে তরল জাতীয় পদার্থ নিঃসরণ তেমন অস্বাভাবিক কিছু নয়, তবে পুরুষের ক্ষেত্রে এই  ডিসচার্জ অবশ্যই অস্বাভাবিক ব্যাপার। সাধারণত এটিকে এক কথায় ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক পর্যায়ের লক্ষণ বলা হয়। সাধারণত, এই নিঃসরণ  স্বচ্ছ হতে পারে, আবার ক্ষেত্র বিশেষে এর সাথে রক্তও মিশ্রিত থাকতে পারে। মূলত, জামা-কাপড়ে দাগ থেকে সাধারণত পুরুষেরা এটা বুঝতে পারেন। নিঃসরণের ধরণ যেমনই হোক না কেন, তা চোখে আসার  সাথে সাথেই ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই প্রয়োজন।

Related image

 ত্বকের আকস্মিক পরিবর্তন…

ব্রেস্ট ক্যান্সারের প্রথম লক্ষণটিই হয় বুকের ত্বকে পরিবর্তন। তাদের ত্বকে লালচেভাব, র‍্যাশ এমনকি এডেমা অর্থাৎ রস জাতীয় পদার্থ নির্গত হতে দেখা যায়। এসব লক্ষণ দেখে ইনফেকশন মনে হতে পারে। অনেক সময়েই অনেকেই এই লালচেভাব এড়িয়ে যায় , কারণ সে মনে করে কাপড়ে ঘষা লেগে এমন হচ্ছে। এর পাশাপাশি স্তনপ্রান্তের আশেপাশে ছোট ছোট ফুসকুড়ি বা দানা অথবা ক্ষত সৃষ্টি হতে পারে।

Image result for pain in nipple in male

ব্রেস্ট বা নিপলে ব্যথা…

ক্যান্সার ছাড়াও অন্যান্য কারণে এই ব্যথা হতে পারে,যেমন- মেয়েদের ক্ষেত্রে অনেকের ঋতুস্রাবের আগে নিপলে ব্যথা অনুভব করে থাকেন যা সাধারণত, পিরিয়ডের পরেই নিজ থেকেই  কমে যায়।  কিন্তু পুরুষদের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা, এক্ষেত্রে এই নিপল  ডিসচার্জ ব্রেস্ট ক্যান্সারের একটি বড় লক্ষণ হতে পারে। কোন কারণ ছাড়াই যদি স্তনবৃন্তে ব্যথা অনুভব হয়, তবে অবশ্যই তা আপনার ডাক্তারকে জানানো দরকার।

Image result for pain in nipple in male

 হাড়ের ব্যথা…

সাধারণত প্রাথমিক পর্যায়ে পুরুষের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে না। শনাক্ত করতে দেরি হয় এবং শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে। ব্রেস্ট ক্যান্সার খুব সহজেই হাড়ে ছড়িয়ে পড়তে পারে এবং এ থেকে হাড়ের ব্যথা হয়।

 Image result for inflammation of lymph nodes

লিম্ফ নোডের ফুলে ওঠা…

হাড়ের পাশাপাশি ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে লিম্ফ নোডেও। ক্যান্সার শনাক্ত করতে দেরি হলে এমনটা দেখা যায়। মূলত বগলের আশেপাশে এক বা একাধিক লিম্ফ নোড ফুলে ব্যথা করতে পারে। এর পেছনে অন্যান্য কারণও থাকতে পারে বটে। কিন্তু ডাক্তার দেখিয়ে নিশ্চিত হয়ে নেওয়াটা খুব জরুরী।

Image result for breast cancer in man

লক্ষণ দেখা দিলে কী করা উচিত ?

এসব লক্ষণের কোন একটি বা একাধিক যদি রোগীর মধ্যে দেখা যায়,তবে খুব দ্রুতই চিকিৎসকের পরামর্শে যাওয়া উচিত।  প্রথমেই ম্যামোগ্রাম ও আলট্রাসাউন্ড করে নেওয়া দরকার এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বায়োপসিও রোগীকে করা হয়। তাই পুরুষের মধ্যে স্তন  ক্যান্সারের  ঝুঁকি কম  এই ভেবে নিশ্চিন্ত থাকা মোটেই যুক্তিসঙ্গত নয় এবং উপরিউক্ত লক্ষণ অবহেলা করা উচিত নয়। প্রসঙ্গত, বলে রাখা উচিত,প্রাথমিক পর্যায়ে এই কর্কট রোগ ধরা পড়লে তা সেরে ওঠার সম্ভাবনা বেশী থাকে।

Image result for risk of breast cancer in man

ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে হলে…

মূলতঃ  বংশগত বা জিনগত কারণ এবং বয়সের সাথে হরমোন লেভেলের তারতম্যের ফলে  ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তবে কিছু কিছু ব্যাপার আমরা অনায়সে   নিয়ন্ত্রণে রাখতে পারি। নিত্যদিনের জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলে তা সকলেরই উপকারে আসবে। স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, প্রচুর টাটকা শাকসবজি ও ফলমূল খাওয়া, টিনজাত খাবার বর্জন করা, ধূমপান ও মদ্যপান বাদ দেওয়া, নিয়মিত শরীরচর্চা শুধু ব্রেস্ট ক্যান্সারই নয়, যে কোনো ধরনের  ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

 

 

 

 

 

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

হরিয়ানার নুহতে পুণ্যার্থী ভর্তি বাসে আগুন, ৯ জনের মৃত্যু, আহত ২০-র বেশি

চণ্ডীগঢ়: কুণ্ডলী-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে নুহ জেলার ধুলাভাত গ্রামের কাছে একটি চলন্ত...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Mamata on Ramkrishna Mission: ভারত সেবা সংঘের মহারাজকে আক্রমণ মমতার, BJP-কে তোপ দেগে দুষলেন ১ রামকৃষ্ণ মিশনকেও

ভারত সেবা সংঘের মহারাজকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে আসানসোল রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধেও উষ্মাপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। শনিবার আরামবাগের গোঘাটার জনসভা থেকে মমতা দাবি করেন, ভারত সেবা সংঘের যে মহারাজের কথা বলছেন, তিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেছিলেন। সেই...

কেএমডিএ–হিডকো’‌কে শোকজ করল পরিবেশ আদালত, চাপ বাড়ল রাজ্য সরকারের

পঞ্চম দফার ভোটের প্রস্তুতির মধ্যেই এবার তাল কাটল। কারণ আগামী ২০ মে বাংলায় পঞ্চম দফার নির্বাচন রয়েছে। ওইদিনে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর এবং আরামবাগে ভোটগ্রহণ হবে। এই আবহে আবার পরিবেশ সংক্রান্ত বিষয়ে জরিমানা ও শাস্তির মুখে পড়ল রাজ্য সরকারের অধীনস্থ দুটি সংস্থা।...

Bus accident in Uttar Dinajpur:সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! জাতীয় সড়কে উলটে গেল সরকারি ভলভো, মৃত ২, আহত ২০

সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! জাতীয় সড়কে উলটে গেল শিলিগুড়িগামী সরকারি ভলভো বাস। ঘটনায় মৃত্যু হয়েছে ২ যাত্রীর। এছাড়াও, জখম হয়েছেন ১৫ থেকে ২০ জন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার মনোরা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে...

হরিয়ানার নুহতে পুণ্যার্থী ভর্তি বাসে আগুন, ৯ জনের মৃত্যু, আহত ২০-র বেশি

চণ্ডীগঢ়: কুণ্ডলী-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে নুহ জেলার ধুলাভাত গ্রামের কাছে একটি চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু আটজনের। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। তাঁরা ঘটনাস্থলেই মারা যান, এ ছাড়াও হাসপাতালে একজন মারা যান। বাসে থাকা ৬০ জনের মধ্যে কুড়ি জনেরও বেশি পুণ্যার্থী দগ্ধ হয়েছেন। যাঁদের মধ্যে অনেক শিশু...

বৃষ্টি না হওয়ায় চা–শিল্পে ভয়ঙ্কর সংকট দেখা দিয়েছে, প্যাকেজের দাবিতে চিঠি নবান্নে

খামখেয়ালি আবহাওয়া। কখনও বৃষ্টি হচ্ছে। আবার কখনও দেখা নেই বৃষ্টির। আর তার জেরে ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের। বিশেষ করে চা–বাগানগুলিতে ব্যাপক ক্ষতি হচ্ছে এই অনাবৃষ্টির জেরে। এই চা–পাতা উৎপাদন মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যায়। পাহাড়ি এলাকার গায়ে চা–বাগান। সেখানে বৃষ্টির দেখা নেই। তাই চা–শিল্পে...

ভোট শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ভোটের হিসেব প্রকাশ: ২৪ মে-র মধ্যে কমিশনের জবাব চায় সুপ্রিম কোর্ট

ডেস্ক: ঠিক কত ভোট পড়ল তার প্রকৃত তথ্য ভোটগ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে জানানোর জন্য যে আর্জি পেশ করা হয়েছে সে ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ নির্বাচন কমিশনকে এক সপ্তাহ সময় দিয়েছে।    ‘অ্যাসোসিয়েশন ফর...

Ferry service in new route: হাওড়া পর্যন্ত মেট্রো চালুর পর জলপথে কমেছে যাত্রী, নতুন রুটে চলবে ফেরি পরিষেবা

এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার পরেই এক ধাক্কায় বাস থেকে শুরু করে জলপথ পরিবহণে যাত্রীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তাতে স্বাভাবিকভাবেই ধাক্কা খেয়েছে নদীপথ পরিবহণের আয়। এই অবস্থায় নদীপথে নতুন রুটে ফেরি পরিষেবার প্রস্তাব আগেই পেয়েছিল পরিবহণ দফতর। সেই কথা মাথায়...

2 sister murdered: রক্তে ভেসে যাচ্ছিল বারান্দা, ঘর থেকে মিলল ২ বোনের খণ্ড বিখণ্ড দেহ, হাড়হিম ঘটনা!

হাড়হিম কাণ্ড পাথরপ্রতিমায়। বাড়ির ভিতরে ঢুকে আততায়ীরা দুই বোনকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল। রক্ত ভেসে যাচ্ছিল গোটা বাড়ি। শুক্রবার সকালে বাড়ি থেকে দুই বোনের খণ্ড বিখণ্ড দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের ভোলাহাট থানার দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুর এলাকায়।  ঘটনাকে কেন্দ্র...

কানহাইয়া কুমারের উপর হামলা, ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি হামলাকারীর

নয়াদিল্লি: শুক্রবার উত্তর-পূর্ব দিল্লিতে নির্বাচনী প্রচারের সময় ‘ইন্ডিয়া’ জোট প্রার্থী কানহাইয়া কুমারের ওপর হামলা হয়। এক ব্যক্তি তাঁকে মালা পরানোর অজুহাতে চড় মারেন। শুধু তাই নয়, কানহাইয়া কুমারের গায়েও কালি ছোড়া হয়। এই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত হামলাকারী একটি...

Sitalkuchi shootout: শীতলকুচিতে গুলি, ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের কাছে রিপোর্ট চাইল CEO দফতর

শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায়  কোচবিহার জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। বৃহস্পতিবার গভীর রাত শীতলকুচিতে গুলি চলে। গুলি আহত হন এক তৃণমূল নেতা। এই ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জেলা প্রশাসনের থেকে জানতে চাওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এই...

Raj Bhavan: রাজ্যপালকাণ্ডে নয়া মোড়, রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে FIR করল পুলিশ

রাজভবনে শ্লীলতাহানির অভিযোগকাণ্ডে এবার নয়া মোড়। এবার রাজভবনের কর্মীদের বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ। রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর রুজু করল পুলিশ। অভিযোগকারিণীর সঙ্গে কথা বলার পরে ও সবদিক থেকে খবর সংগ্রহ করার পরেই রাজভবনের তিনজন কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য...

Calcutta High Court: আদালতের নোটিশ গ্রহণ না করায় রাজ্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল হাইকোর্ট

নামের বানান না মেলায় কলকাতা হাইকোর্টের পাঠানো আদালত অবমাননার নোটিশ গ্রহণ না করায় গ্রেফতারি পরোয়ানা জারি হল রাজ্যে সরকারের এক প্রধান সচিবের বিরুদ্ধে। শুক্রবার প্রাণীসম্পদ বিকাশ দফতরের প্রধান সচিব বিবেক কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা।আরও পড়ুন: লোডশেডিং করিয়ে রেজাল্ট পাল্টে...