HomeখেলাধুলোIIPL 2023: দলে রয়েছেন...

IIPL 2023: দলে রয়েছেন দুই গেমচেঞ্জিং অলরাউন্ডার, চলতি মরসুমে নজর কাড়তে পারেন পাঁচ মুম্বই তারকা

মুম্বই: টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডাররা যে কোনও দলেরই সম্পদ। আইপিএলের (IPL 2023) সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্সেরও পাঁচ খেতাব জয়ের অন্যতম প্রধান কারণ হল দলের অলরাউন্ডাররা। হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্য, কায়রন পোলার্ড দীর্ঘদিন নিজেদের অলরাউন্ড দক্ষতায় মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) একের পর এক ম্যাচ জিতিয়েছেন। পাণ্ড্য ভাইরা মুম্বই ছেড়েছেন, গত মরসুমে পোলার্ডের ব্যাট চলেনি, মুম্বইয়ের পারফরম্যান্সেও তাঁর সরাসরি প্রভাব ফেলে। লিগ তালিকায় সবার নীচে শেষ করেন পল্টনরা।

  

অজিদের প্রতি আস্থা

নতুন মরসুমে আবারও নতুন উদ্যমে মাঠে নামতে চলেছে মুম্বই। পোলার্ড, পাণ্ড্যদের অধ্যায় পেরিয়ে মুম্বই আবার নিজেদের দলকে ঢেলে সাজিয়েছে। ফের একবার সাফল্যের লক্ষ্যে দুই তরুণ অলরাউন্ডারই কিন্তু মুম্বইয়ের বড় ভরসা হতে চলেছেন। কারা তাঁরা? তাঁরা হলেন দুই অজি তারকা টিম ডেভিড (Tim David)

ও ক্যামেরন গ্রিন (Cameron Green)।

গ্রিনকে ১৭.৫ কোটি টাকার বিরাট মূল্যে দলে নিয়েছে মুম্বই। এত বিরাট দরে অজি তারকাকে দলে নেওয়ার মধ্যে দিয়েই মুম্বই ম্যানেজমেন্ট বুঝিয়ে দিয়েছে তাঁরা গ্রিনের দক্ষতার প্রতি তাঁদের ঠিক কতটা আস্থা রয়েছে। ব্যাট হাতে তো লম্বা লম্বা ছক্কা হাঁকাতে পারেনই, পাশাপাশি ১৪০ কিমির অধিক গতিতে বল করতেও দক্ষ গ্রিন। তিনি গত ভারত সফরে বেশ প্রভাবিতও করেছিলেন। এবারই প্রথম আইপিএল খেলতে নামা গ্রিন নিজের তরুণ আন্তর্জাতিক কেরিয়ারে কিন্তু বেশ প্রভাবিতই করেছেন।

জাতীয় দলের হয়ে আট ম্যাটে ১৭৩.৭৫ স্ট্রাইক রেটে গ্রিন ১৩৯ রান করেছেন, উইকেট নিয়েছেন নয়টি। অপরদিকে, টিম ডেভিড গত মরসুমে আইপিএল খেলতে নেমে ৩৭-র অধিক গড় ও ২১৬.২৮-র স্ট্রাইক রেটে ১৮৬ রান করেছিলেন। তাঁর দক্ষতার পরিচয় দেওয়ার জন্য এই পরিসংখ্যান কিন্তু যথেষ্ট। অপরদিকে, গত মরসুমে সীমিত সুযোগ পেলেও কুমার কার্তিকেয়া কিন্তু বেশ নজর কেড়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে কার্তিকেয়ার পারফরম্যান্স বেশ ভাল। এই স্পিনার কিন্তু বড় বড় ব্যাটারদের বেগ দিতে পারেন।

গতবার মুম্বইয়ের হতাশাজনক মরসুমে আশার আলো বলতে ছিল তরুণ তুর্কি তিলক ভার্মার (Tilak Verma) ব্যাটিং। মুম্বইয়ের হয়ে গত মরসুমে তিনিই সর্বাধিক রান করেছিলেন। ১৪ ম্যাচে ১৩১.০২ স্ট্রাইক রেটে তিনি মোট ৩৯৭ রান করেছিলেন। মুম্বইয়ের টপ অর্ডারের বড় ভরসা হতে পারেন তিনি। সবার শেষে যার নাম না বললেই নয়, তিনি হলেন জোফ্রা আর্চার (Jofra Archer)। গত মরসুমে তাঁকে আট কোটি টাকায় দলে নিলেও চোটের কারণে খেলতে পারেননি ইংল্যান্ড তারকা। তবে এ মরসুমে তিনি মাঠে নামার জন্য প্রস্তুত।

গেমচেঞ্জার আর্চার

ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার আর্চার বল হাতে নিজের গতির আগুনে প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপকে ছারখার করে দিতে পারেন। এ মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে যশপ্রীত বুমরা নেই, তাই আর্চারের কাঁধে বাড়তি দায়িত্ব থাকবে। আর্চার আইপিএলে ৩৫ ম্যাচ খেলে ইতিমধ্যেই ৪৬ উইকেট নিয়ে ফেলেছেন। তাঁর বোলিং গড় মাত্র ২১.৩৩, ইকোনমি ৭.১৩। বল হাতে তো বটেই আর্চার লোয়ার অর্ডারে ব্য়াট হাতেও কিন্তু আর্চার বেশ কার্যকরী হয়ে উঠতে পারেন। ব্যাট হাতে আইপিএলে আর্চারের ১৫৭.১৬ স্ট্রাইক রেট তাঁর ব্যাটিং দক্ষতারই পরিচয়বাহক। এই তারকারা যদি নিজেদের দক্ষতা অনুযায়ী পারফর্ম করতে পারেন, তাহলে কিন্তু মুম্বই সমর্থকরা আসন্ন মরসুম নিয়ে আশায় বুক বাঁধতেই পারেন।

আরও পড়ুন: ৪১-এও রেকর্ড গড়ার হাতছানি মহেন্দ্র সিংহ ধোনির সামনে

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

Suvendu on Sandeshkhali: শুধু ভাইপো আর IPAC নয়, সন্দেশখালির ভিডিয়োর পিছনে হাত রয়েছে পুলিশেরও: শুভেন্দু

সন্দেশখালির ভিডিয়োর পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাক ছাড়াও...

Egypt-Israel relations: ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের মাঠে মিশর, তলে তলে ইরানের সাথে ফন্দি

  Egypt-Israel relations: এবার ইসরায়েলের পিছনে পড়ল মিশর। ফিলিস্তিনিদের হয়ে এত...

Calcutta High Court: বউবাজার বিস্ফোরণের অপরাধী খালিদের মুক্তিতে স্থগিতাদেশ প্রধান বিচারপতির বেঞ্চ

১৯৯৩ বউবাজার বিস্ফোরণকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপরাধী খালিদের মুক্তির...

মোদীর অভিযোগের পরদিনই BJPর বিরুদ্ধে পালটা হুমকির অভিযোগে থানায় সন্দেশখালির মহিলা

সন্দেশখালির মহিলাদের তৃণমূলের গুন্ডারা হুমকি দিচ্ছে। প্রধানমন্ত্রীর এই...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Suvendu on Sandeshkhali: শুধু ভাইপো আর IPAC নয়, সন্দেশখালির ভিডিয়োর পিছনে হাত রয়েছে পুলিশেরও: শুভেন্দু

সন্দেশখালির ভিডিয়োর পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাক ছাড়াও হাত রয়েছে পুলিশের। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই ভিডিয়োয় বিজেপির সন্দেশখালি ২ নম্বর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের মুখে শোনা গিয়েছিল শুভেন্দুর নামও। এদিন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকেও চোর বলে দাবি করেন...

Egypt-Israel relations: ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের মাঠে মিশর, তলে তলে ইরানের সাথে ফন্দি

  Egypt-Israel relations: এবার ইসরায়েলের পিছনে পড়ল মিশর। ফিলিস্তিনিদের হয়ে এত কথা কেন বলছে দেশটা? শুধু তাই নয়, নেতানিয়াহুর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করে দিল। শুধুই কি ইসরাইলের উপর রাগ নাকি পুরোটাই কূটনৈতিক চাল? গাজার কথা কতটা ভাবছে মিশর? সাম্প্রতিক সময়, মিশরের সঙ্গে ইরানের বন্ধুত্বটাই কি এর আসল...

Calcutta High Court: বউবাজার বিস্ফোরণের অপরাধী খালিদের মুক্তিতে স্থগিতাদেশ প্রধান বিচারপতির বেঞ্চ

১৯৯৩ বউবাজার বিস্ফোরণকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপরাধী খালিদের মুক্তির ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ। ওই ঘটনার মূল অভিযুক্ত রশিদ খানের ছায়াসঙ্গী ছিল খালিদ।আরও পড়ুন: ফেক ভিডিয়ো তৈরির অভিযোগে ফের উত্তপ্ত সন্দেশখালি, TMC নেতাকে গণধোলাই মহিলাদেরপড়তে থাকুন: অপরাধীর নাম শেখ শাহজাহাঁ...

মোদীর অভিযোগের পরদিনই BJPর বিরুদ্ধে পালটা হুমকির অভিযোগে থানায় সন্দেশখালির মহিলা

সন্দেশখালির মহিলাদের তৃণমূলের গুন্ডারা হুমকি দিচ্ছে। প্রধানমন্ত্রীর এই অভিযোগের পরদিনই গুরুতর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সন্দেশখালির এক মহিলার দাবি, ধর্ষণের ‘ভুয়ো অভিযোগ’ তুলতে চাওয়ায় তাঁকে বাড়ি এসে হুমকি দিয়ে গিয়েছেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এমনকী থানায় গিয়ে নিরাপত্তা দাবি করেছেন তিনি।আরও পড়ুন:...

Ration Scam: রেশন দুর্নীতিতে ৮৭টা অভিযোগ পেয়েও চোখ কান বুজে বসেছিল পুলিশ, মানল রাজ্য সরকার

রেশন দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য পুলিশ। তাতে রাজ্যে রেশন দুর্নীতির ৮৭টি অভিযোগের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছে তারা। এই রিপোর্ট খতিয়ে দেখে আগামী ১৭ জুন আদালতে জবাব দেবে ইডি। ২৪ জুন পর্যন্ত রেশন দুর্নীতির ৬টি মামলায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ...

Israel-Hamas War: ভয়ঙ্কর চাপে ইসরায়েল, এক্ষুনি যুদ্ধ থামাতে হবে! যুক্তরাষ্ট্রের বড় দাবি

  Israel-Hamas War: বিশ্রী রকম চাপে জর্জরিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। টানাটানি হচ্ছে তাঁর গদি নিয়ে। এই মুহূর্তে গাজায় যুদ্ধ না থামলে কপাল পুড়তে পারে তাঁর। সেই চাপে, ভিতরে ভিতরে আলোচনা করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে। জো বাইডেন বলেই দিলেন, একটা শর্তে এক্ষুনি থেমে যাবে গাজা যুদ্ধ। স্বস্তি পাবে গাজার...

Abhijit Ganguly: পুলিশের দায়ের করা খুনের চেষ্টার মামলা চ্যালেঞ্জ করে আদালতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তাঁর বিরুদ্ধে পুলিশের দায়ের করা FIRকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্টে আবেদন করে FIR খারিজের দাবি জানিয়েছেন তিনি। মামলাটি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে বলে আবেদনটির।আরও পড়ুন:...

‘কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীপদ থেকে হঠানোর দাবি’, মামলা শুনলোই না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন। সেই তাঁকেই মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদন শুনতে নারাজ সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের সাফ জবাব, “আমরা এটা করতে পারি না।” আবেদনকারীর দাবি,...

মোদীর পাশে বিজেপি প্রতীক হাতে দাঁড়িয়ে ঠাট্টা-বিদ্রুপের শিকার নীতীশ কুমার

ডেস্ক: পটনায় জমজমাট রোডশো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর পাশে সারাক্ষণ বিজেপির প্রতীক হাতে মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মতাদর্শ যা-ই থাক, নীতীশ কুমারকে এ ভাবে দেখতে অভ্যস্ত নয় সাধারণ মানুষ, বিশেষ করে বিহারের জনসাধারণ। এই দৃশ্যের পর সমাজ মাধ্যমে...

এবার জয়পুরের স্কুলে মেল, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

জয়পুর: দিল্লি, আমদাবাদের পর এবার রাজস্থানের জয়পুর। জয়পুরের অত্যন্ত চারটে স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ই-মেল মারফত এই হুমকি পাঠানো হয়েছে। এই খবর দিয়েছে জয়পুর পুলিশ। জয়পুরের যে চারটি স্কুলে এই হুমকি-মেল পাঠানো হয়েছে সেগুলি হল সেন্ট টেরেসা’স স্কুল, এমপিএস স্কুল, বিদ্যাশ্রম স্কুল এবং...

আজ চতুর্থ দফার ভোটে কোন কোন কেন্দ্রের দিকে নজর রয়েছে দেখে নিন  

ডেস্ক: লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আজ সোমবার ৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের মোট ৯৬টি আসনে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে যে সব কেন্দ্রের দিকে নজর রয়েছে, তার মধ্যে রয়েছে তেলঙ্গানার হায়দরাবাদ, জম্মু-কাশ্মীরের শ্রীনগর, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, বহরমপুর ও আসানসোল, উত্তরপ্রদেশের কনৌজ ও লখিমপুর খেরি এবং মধ্যপ্রদেশের...

হেমন্ত সোরেন কি ইডি মামলায় স্বস্তি পাবেন? আজই রায় সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: সোমবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট। জমি কেলেঙ্কারি সংক্রান্ত অর্থ পাচার মামলায় ইডি-র গ্রেফতারকে চ্যালেঞ্জ করেছেন সোরেন। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ সোরেনের আবেদনের শুনানি করবে। জামিনের আবেদন নিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টেও গিয়েছিলেন হেমন্ত সোরেন। নিজের গ্রেফতারিকে চ্যালেঞ্জ...