HomeখেলাধুলোIPL 2023: ঘরোয়া ক্রিকেটে...

IPL 2023: ঘরোয়া ক্রিকেটে বাংলার পেস বোলিংয়ের ভরসা, এবার কি আরসিবি একাদশে সুযোগ মিলবে আকাশদীপের?

বেঙ্গালুরু: ঘরোয়া ক্রিকেট বাংলার জার্সিতে প্রচুর ম্যাচ জিতিয়েছেন। দ্রুত গতির পেসে পরাস্ত করেছেন প্রতিপক্ষ ব্যাটারদের। ২০২১ মরসুম থেকে আরসিবি শিবিরের সঙ্গে যুক্ত রয়েছেন আকাশ দীপ। কিন্তু এখনও পর্যন্ত প্রথম একাদশে নিজের জায়গা পাকা করতে পারেননি এই ডানহাতি পেসার। রঞ্জি ট্রফিতে রানার্স আপ হয়েছে বাংলা শিবির। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আকাশ দীপ। রঞ্জি শেষ হওয়ার পরই বাগদান সেরেছিলেন তিনি। এবার কি তবে জীবনে নতুন কোনও মোড় আসতে পারে আকাশ দীপের? কী মনে হয় আপনার?

কে এই আকাশ দীপ?

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪টি ম্যাচ খেলে বাংলার জার্সিতে ৯০ টি উইকেট তুলে নিয়েছিলেন আকাশ দীপ। টি-টোয়েন্টি ঘরোয়া ক্রিকেটে ৩২ ম্যাচ খেলে মোট ৩৮ উইকেট নিয়েছেন। ২০১৯ সালে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছিল আকাশ দীপের। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ১০ লক্ষ টাকায় আরসিবি দলে নিয়েছিল আকাশ দীপকে। 

১৯৯৬-এর ১৫ ডিসেম্বর জন্ম নেওয়া এই বোলারের বয়স মাত্র ২৫ বছর ১০৫ দিন। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। তবে বাংলা দলে খেললেও আদতে আকাশদীপের জন্ম বিহারের দেহরিতে। এবারের রঞ্জিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেমিফাইনালে এক ইনিংসে একাই ৫ উইকেট নিয়েছিলেন আকাশ দীপ। লিস্ট এ ক্রিকেটে ১৬ ম্যাচ খেলে ২৫ উ

কেট নিয়েছেন আকাশ দীপ। 

কেমন হতে পারে আরসিবির পেস আক্রমণ?

জানা যাচ্ছে, অ্যাকিলিসের সমস্যায় ভুগছেন পেসার হ্যাজেলউড। পায়ের যে ব্যথার জেরে বর্ডার-গাওস্কর সিরিজেও খেলতে পারেননি তিনি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলার মাঝে ভারতে থাকলেও কোনও ম্যাচেই খেলতে নামতে পারেননি জস। এদিকে, পায়ের চোট সারিয়ে ওঠার পথে গ্লেন ম্যাক্সওয়েল। গতবছর পায়ের চোট পেয়েছিলেন তিনি। যদিও ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজের প্রথমটিতে খেলেছিলেন তিনি। যদিও পরের দুটো ওডিআইতে দলে থাকতে পারেননি ম্যাক্সওয়েল। আরসিবি-র এক চ্যাট শো’তে ম্য়াক্সওয়েল জানিয়েছিলেন, পা এখন আগের থেকে অনেক সেরে গিয়েছে। প্রায় ১০০ শতাংশ ফিট। আশা রাখছি ভোগান্তি ছাড়াই গোটা প্রতিযোগিতা খেলতে পারব। 

প্রসঙ্গত, অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ধরে রাখতে বড় অর্থই খরচ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ২০২২-র আইপিএলের মেগা অকশনের প্রাক্কালেই ১১ কোটি টাকা দিয়ে তাঁকে স্কোয়াডে ধরে রেখেছিল আরসিবি। অপর অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউডকে দলে পেতে নিলামের মঞ্চে ৭.৭৫ কোটি টাকা খরচ করেছে আরসিবি। গত আইপিএলে ১২ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন এই ডান হাতি পেসার। উল্লেখ্য, শুধু হ্যাজেলউডই নন আরসিবি এবারের আইপিএলের শুরুর দিকে তাঁদের বিদেশি অপর পেসার ওয়ানিন্দু হাসারাঙ্গারও সার্ভিস পাবে না প্রথম কিছু ম্যাচের জন্য।

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

Israel-Hamas War: ভয়ঙ্কর চাপে ইসরায়েল, এক্ষুনি যুদ্ধ থামাতে হবে! যুক্তরাষ্ট্রের বড় দাবি

  Israel-Hamas War: বিশ্রী রকম চাপে জর্জরিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। টানাটানি...

‘কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীপদ থেকে হঠানোর দাবি’, মামলা শুনলোই না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Ration Scam: রেশন দুর্নীতিতে ৮৭টা অভিযোগ পেয়েও চোখ কান বুজে বসেছিল পুলিশ, মানল রাজ্য সরকার

রেশন দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য পুলিশ। তাতে রাজ্যে রেশন দুর্নীতির ৮৭টি অভিযোগের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছে তারা। এই রিপোর্ট খতিয়ে দেখে আগামী ১৭ জুন আদালতে জবাব দেবে ইডি। ২৪ জুন পর্যন্ত রেশন দুর্নীতির ৬টি মামলায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ...

Israel-Hamas War: ভয়ঙ্কর চাপে ইসরায়েল, এক্ষুনি যুদ্ধ থামাতে হবে! যুক্তরাষ্ট্রের বড় দাবি

  Israel-Hamas War: বিশ্রী রকম চাপে জর্জরিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। টানাটানি হচ্ছে তাঁর গদি নিয়ে। এই মুহূর্তে গাজায় যুদ্ধ না থামলে কপাল পুড়তে পারে তাঁর। সেই চাপে, ভিতরে ভিতরে আলোচনা করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে। জো বাইডেন বলেই দিলেন, একটা শর্তে এক্ষুনি থেমে যাবে গাজা যুদ্ধ। স্বস্তি পাবে গাজার...

Abhijit Ganguly: পুলিশের দায়ের করা খুনের চেষ্টার মামলা চ্যালেঞ্জ করে আদালতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তাঁর বিরুদ্ধে পুলিশের দায়ের করা FIRকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্টে আবেদন করে FIR খারিজের দাবি জানিয়েছেন তিনি। মামলাটি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে বলে আবেদনটির।আরও পড়ুন:...

‘কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীপদ থেকে হঠানোর দাবি’, মামলা শুনলোই না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন। সেই তাঁকেই মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদন শুনতে নারাজ সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের সাফ জবাব, “আমরা এটা করতে পারি না।” আবেদনকারীর দাবি,...

মোদীর পাশে বিজেপি প্রতীক হাতে দাঁড়িয়ে ঠাট্টা-বিদ্রুপের শিকার নীতীশ কুমার

ডেস্ক: পটনায় জমজমাট রোডশো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর পাশে সারাক্ষণ বিজেপির প্রতীক হাতে মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মতাদর্শ যা-ই থাক, নীতীশ কুমারকে এ ভাবে দেখতে অভ্যস্ত নয় সাধারণ মানুষ, বিশেষ করে বিহারের জনসাধারণ। এই দৃশ্যের পর সমাজ মাধ্যমে...

এবার জয়পুরের স্কুলে মেল, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

জয়পুর: দিল্লি, আমদাবাদের পর এবার রাজস্থানের জয়পুর। জয়পুরের অত্যন্ত চারটে স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ই-মেল মারফত এই হুমকি পাঠানো হয়েছে। এই খবর দিয়েছে জয়পুর পুলিশ। জয়পুরের যে চারটি স্কুলে এই হুমকি-মেল পাঠানো হয়েছে সেগুলি হল সেন্ট টেরেসা’স স্কুল, এমপিএস স্কুল, বিদ্যাশ্রম স্কুল এবং...

আজ চতুর্থ দফার ভোটে কোন কোন কেন্দ্রের দিকে নজর রয়েছে দেখে নিন  

ডেস্ক: লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আজ সোমবার ৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের মোট ৯৬টি আসনে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে যে সব কেন্দ্রের দিকে নজর রয়েছে, তার মধ্যে রয়েছে তেলঙ্গানার হায়দরাবাদ, জম্মু-কাশ্মীরের শ্রীনগর, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, বহরমপুর ও আসানসোল, উত্তরপ্রদেশের কনৌজ ও লখিমপুর খেরি এবং মধ্যপ্রদেশের...

হেমন্ত সোরেন কি ইডি মামলায় স্বস্তি পাবেন? আজই রায় সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: সোমবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট। জমি কেলেঙ্কারি সংক্রান্ত অর্থ পাচার মামলায় ইডি-র গ্রেফতারকে চ্যালেঞ্জ করেছেন সোরেন। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ সোরেনের আবেদনের শুনানি করবে। জামিনের আবেদন নিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টেও গিয়েছিলেন হেমন্ত সোরেন। নিজের গ্রেফতারিকে চ্যালেঞ্জ...

আজ রাজ্যের ভোটে প্রার্থী অভিনেতা থেকে ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি

ডেস্ক: আজ সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। কেন্দ্রগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান–দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম। প্রার্থীদের মধ্যে রয়েছে প্রাক্তন বলিউড অভিনেতা, প্রাক্তন টলিউড অভিনেত্রী, দুই প্রাক্তন ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি ও টানা পাঁচবারের সাংসদ এবং...

গাড়োয়ালে চার ধামের দরজা খুলতেই অত্যধিক ভিড়, রবিবার বন্ধ ছিল যমুনোত্রী যাত্রা   

ডেস্ক: অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চার ধাম যাত্রা। শুরু থেকেই উপচে পড়ছে তীর্থযাত্রীদের ভিড়। এতই ভিড় যে আতংকিত উত্তরাখণ্ডের পুলিশ প্রশাসন। তারা ইতিমধ্যেই রবিবার তারা নিষেধাজ্ঞা জারি করে। গত শুক্রবার ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন গাড়োয়াল হিমালয়ের চার ধাম গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদরিনাথ খুলে...

দশটি গ্যারান্টি ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল, রয়েছে নিখরচায় বিদ্যুৎ এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা

ডেস্ক: মোদীর গ্যারান্টির পর কেজরিওয়ালের গ্যারান্টি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার আপ-এর দশটি গ্যারান্টির কথা ঘোষণা করেছেন। আপ যদি লোকসভা নির্বাচন তবে গ্যারান্টিমতো কাজ হবে। জনকল্যাণ বিষয়ক বিভিন্ন উদ্যোগের ব্যাপারে আশ্বাস দিয়েছেন কেজরিওয়াল। তার মধ্যে রয়েছে নিখরচায় বিদ্যুৎ দেওয়া এবং উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা। “বিজেপি সব...

Illegal construction: বেআইনি নির্মাণ নিয়ে দায় ঠেলাঠেলি পূর্ত দফতর-পুরসভার, ভাঙার নির্দেশ হাইকোর্টের

জবরদখল হয়ে গিয়েছিল জমি। তার উপরে গড়ে উঠেছিল বেআইনি নির্মাণ। এমনকী জলাভূমি ভরাট করেও বেআইনি নির্মাণ গড়ে তোলা হচ্ছিল। অথচ অভিযোগ পেয়েও নিষ্ক্রিয় ছিল পুরসভা এবং পুলিশ। শুধু তাই নয় কলকাতা হাইকোর্টেও একে অপরের উপর দায় চাপিয়েছিল পুরসভা ও পূর্ত দফতর। শেষ পর্যন্ত সমস্যার...