Home কলকাতা NRC-CAB উত্তেজনার মাঝেও আইপিএল নিলাম এবার কলকাতাতেই

NRC-CAB উত্তেজনার মাঝেও আইপিএল নিলাম এবার কলকাতাতেই

NRC-CAB উত্তেজনার মাঝেও আইপিএল নিলাম এবার কলকাতাতেই

সংশোধিত নাগরিকত্ব আইনের জেরে বাংলার কয়েকটি অঞ্চলে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তার দিকে নজর রাখছে ভারতীয় বোর্ড। তবে সোমবার রাত পর্যন্ত আইপিএলের নিলাম এ শহর থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। বোর্ডের নতুন প্রেসিডেন্ট এবং কলকাতার ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায়ও চান, আইপিএল নিলাম যেন নিজের শহর থেকে না সরে।

এ বারেই প্রথম আইপিএলের আকর্ষণীয় নিলামের বরাত পেয়েছে কলকাতা। আগামী ১৯ ডিসেম্বর যা হওয়ার কথা বাইপাসের ধারে পাঁচ তারা হোটেলে। সাধারণত নিলামের আসরে উপস্থিত থাকেন অনেক দলের মালিকেরা। তাই আশা করা যায়, চাঁদের হাট বসতে চলেছে সে দিন কলকাতার হোটেলে। বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সৌরভও থাকবেন। রাজ্যের উদ্ভুত পরিস্থিতির জেরে কোনও কোনও মহলে অবশ্য সকাল থেকে জল্পনা ছড়িয়েছিল যে, নিলাম আদৌ কলকাতায় হবে কি না, তা নিয়ে। শোনা যাচ্ছিল, মুম্বই এবং বেঙ্গালুরুকে তৈরি রাখা হচ্ছে বিকল্প কেন্দ্র হিসেবে। শোনা যাচ্ছিল, অনেক দলের কর্তা, কোচেরা কলকাতায় আসার টিকিট এখনও কাটেননি। বোর্ড থেকে সবুজ সংকেতের অপেক্ষায় তাঁরা, এমনও বলছিলেন কেউ কেউ।

কিন্তু রাতের দিকে বোর্ডের আভ্যন্তরীণ সূত্রের খবর, কলকাতাতেই নিলামের আসর বসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিরাট ভাবে ভেঙে না পড়লে নিলাম অন্যত্র সরানোর ভাবনা এই মুহূর্তে নেই। মঙ্গলবার থেকেই বিভিন্ন দলের কর্তারা আসতে শুরু করে দেবেন। বুধবার কলকাতায় বসেই ‘মক অকশান’ সেরে নিতে চায় অনেকে। ‘মক অকশান’ হল নিলামের মহড়া। যেখানে রীতিমতো নিলামের মতো টেবিল পেতে বসে ক্রিকেটারদের নিয়ে সওদার প্রস্তুতি নেয় বিভিন্ন দল। আর তাতে অংশ নেন তাদের দলে নিলাম বিশেষজ্ঞ এবং স্পটাররা। সারা বছর ধরে গোটা পৃথিবীতে যে বিভিন্ন টি-টোয়েন্টি লিগ, সেখানে ঘুরে বেড়ান এই স্পটাররা। সেই সব লিগে নতুন প্রতিভাদের চিহ্নিত করে নিয়ে তাঁদের নিলাম টেবিল থেকে তোলার জন্য ঝাঁপাবেন তাঁরা। সেই কারণে আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞদের বড় অঙ্কে কিনে নেওয়াটা সব সময় নিলামের বড় আকর্ষণ থেকে গিয়েছে।