Homeআপডেটঅর্মত্য সেনের বাড়ি বিতর্কে...

অর্মত্য সেনের বাড়ি বিতর্কে এবার পাশে বাংলার বিশিষ্টজনেরা, রবিবার প্রতিবাদ সভা বাংলা আকাদেমিতে……

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি বিতর্কে তাঁর পাশে দাঁড়ালেন বাংলার বিশিষ্টরা। রবিবার বাংলা আকাডেমির সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।আকাদেমির প্রতিবাদ সভায় উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষা, শিল্প, সংস্কৃতির বিশিষ্টরা। অমর্ত্য সেন কেন্দ্রের শাসকদলের সমালোচক হিসেবে পরিচিত। তাদের নীতি সম্পর্কে অনেক মন্তব্য করেছেন। আর সেই কারণে তাঁকে বিভিন্ন সময় বিজেপির সমালোচনার মুখে পড়তে হয়েছে। আকাদেমির সামনে প্রতিবাদ সভার আহ্বান করেছেন রাজ্য়ে জৈবপ্রযুক্তি মন্ত্রী-নাট্যকার ব্রাত্য বসু।শান্তিনিকেতনে রয়েছে অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’। ওই বাড়িকে ঘিরে বিতর্ক। বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ের একাশের দাবি, ওই বাড়ির সংলগ্ন জমির একাংশ তাদের। এদিন ব্রাত্য অভিযোগ করেছেন, বিজেপির বিরুদ্ধে কথা বলায় অমর্ত্য সেনের সঙ্গে এমন করা হচ্ছে।এদিন ব্রাত্য বসু কেন্দ্রীয় সরকারের তুমুল সমালোচনা করেন। তিনি বলেন, অমর্ত্য সেনের পাঠভবন স্কুলে যোগাযোগ। তিনি সেখানকার ছাত্র ছিলেন শান্তিনিকেতনের সঙ্গে তিনি লতায়-পাতায় জড়িয়ে। তিনি বিজেপিবিরোধী মন্তব্য করায় শান্তিনিকেতন থেকে বিজপি তাঁর শিকড়টা তুলে দিতে চাইছে। বিজেপি বিরোধী কথা বললে ঘটি-বাটি-চাটি হয়ে যাবে। তাই আমরা সভা ডেকেছি।এদিন ব্রাত্য বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁর পাশেদাঁড়িয়েছেন। তিনি বোন, বন্ধু হিসেবে বিবেচনা করতে পারেন। অমর্ত্য যাতনা সহ্য করতে হয়েছে। অমর্ত্য সেনকে অপমান করা মানে রবীন্দ্রনাথকেও অপমান করা। তিনি ব্রিটিশদের বিরোধিতায় নাইট উপাধি ছেড়েছিলেন। তবে ব্রিটিশরাও কখনও বলেনি রবীন্দ্রনাথকে বিশ্বভারতী থেকে উৎখাত করব, পাঠভবন উপড়ে ফেলে দেব।তিনি জানিয়েছে,ওই সভায় উপস্থিত থাকবেন কবি জয় গোস্বামী, সুবোধ সরকার, চিত্রকর শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, চিত্র পরিচালক অরিন্দম শীল, রাজ চক্রবর্তী, সাংসদ ডেরেক ও’ব্রায়েন প্রমুখ। আমন্ত্রণ জানানো হয়েছে, গায়ক কবীর সুমনকেও। তবে, ব্রাত্য ছাড়া রাজ্য সরকারের আর কোনও প্রতিনিধি এই সভায় যোগ দেবেন না বলে জানা গিয়েছে। এদিকে, বৃহস্পতিবারই নবান্ন সাংবাদিক সম্মেলনে এই অভিযোগের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনের বাড়ি বিতর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এবার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে অমর্ত্য সেনের পাশে থাকার কথাই বলেন বাংলার মুখ্যমন্ত্রী।অমর্ত্য সেনকে চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, ‘শান্তিনিকেতনের সঙ্গে আপনাদের পরিবারের গভীর যোগসূত্র সকলেই জানেন। আট দশক আগে শান্তিনিকেতনে প্রতীচী নির্মাণ করেছিলেন আপনার বাবা আশুতোষ সেন। এখন আপনার পারিবারিক সম্পত্তি নিয়ে ভিত্তিহীন ও বিস্ময়কর অভিযোগ করছে বিশ্বভারতীর অধুনা কিছু বহিরাগত। এটা আমায় কষ্ট দিচ্ছে। সংখ্যাগরিষ্ঠ গোঁড়ামির বিরুদ্ধে আপনি লড়াই করছেন। তা করতে গিয়ে অপশক্তিগুলির শত্রু হয়ে উঠেছেন। এই লড়াইয়ে আমি আপনার পাশে আছি। অসহিষ্ণুতা ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে আপনার বোন ও বন্ধু হিসেবে পাশে থাকব। ওদের মিথ্যা অভিযোগ ও অসত্য আক্রমণে দমবেন না। আমরা জয় করবই।’

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

Calcutta High Court: বউবাজার বিস্ফোরণের অপরাধী খালিদের মুক্তিতে স্থগিতাদেশ প্রধান বিচারপতির বেঞ্চ

১৯৯৩ বউবাজার বিস্ফোরণকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপরাধী খালিদের মুক্তির...

মোদীর অভিযোগের পরদিনই BJPর বিরুদ্ধে পালটা হুমকির অভিযোগে থানায় সন্দেশখালির মহিলা

সন্দেশখালির মহিলাদের তৃণমূলের গুন্ডারা হুমকি দিচ্ছে। প্রধানমন্ত্রীর এই...

Israel-Hamas War: ভয়ঙ্কর চাপে ইসরায়েল, এক্ষুনি যুদ্ধ থামাতে হবে! যুক্তরাষ্ট্রের বড় দাবি

  Israel-Hamas War: বিশ্রী রকম চাপে জর্জরিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। টানাটানি...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Calcutta High Court: বউবাজার বিস্ফোরণের অপরাধী খালিদের মুক্তিতে স্থগিতাদেশ প্রধান বিচারপতির বেঞ্চ

১৯৯৩ বউবাজার বিস্ফোরণকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপরাধী খালিদের মুক্তির ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ। ওই ঘটনার মূল অভিযুক্ত রশিদ খানের ছায়াসঙ্গী ছিল খালিদ।আরও পড়ুন: ফেক ভিডিয়ো তৈরির অভিযোগে ফের উত্তপ্ত সন্দেশখালি, TMC নেতাকে গণধোলাই মহিলাদেরপড়তে থাকুন: অপরাধীর নাম শেখ শাহজাহাঁ...

মোদীর অভিযোগের পরদিনই BJPর বিরুদ্ধে পালটা হুমকির অভিযোগে থানায় সন্দেশখালির মহিলা

সন্দেশখালির মহিলাদের তৃণমূলের গুন্ডারা হুমকি দিচ্ছে। প্রধানমন্ত্রীর এই অভিযোগের পরদিনই গুরুতর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সন্দেশখালির এক মহিলার দাবি, ধর্ষণের ‘ভুয়ো অভিযোগ’ তুলতে চাওয়ায় তাঁকে বাড়ি এসে হুমকি দিয়ে গিয়েছেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এমনকী থানায় গিয়ে নিরাপত্তা দাবি করেছেন তিনি।আরও পড়ুন:...

Ration Scam: রেশন দুর্নীতিতে ৮৭টা অভিযোগ পেয়েও চোখ কান বুজে বসেছিল পুলিশ, মানল রাজ্য সরকার

রেশন দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য পুলিশ। তাতে রাজ্যে রেশন দুর্নীতির ৮৭টি অভিযোগের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছে তারা। এই রিপোর্ট খতিয়ে দেখে আগামী ১৭ জুন আদালতে জবাব দেবে ইডি। ২৪ জুন পর্যন্ত রেশন দুর্নীতির ৬টি মামলায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ...

Israel-Hamas War: ভয়ঙ্কর চাপে ইসরায়েল, এক্ষুনি যুদ্ধ থামাতে হবে! যুক্তরাষ্ট্রের বড় দাবি

  Israel-Hamas War: বিশ্রী রকম চাপে জর্জরিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। টানাটানি হচ্ছে তাঁর গদি নিয়ে। এই মুহূর্তে গাজায় যুদ্ধ না থামলে কপাল পুড়তে পারে তাঁর। সেই চাপে, ভিতরে ভিতরে আলোচনা করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে। জো বাইডেন বলেই দিলেন, একটা শর্তে এক্ষুনি থেমে যাবে গাজা যুদ্ধ। স্বস্তি পাবে গাজার...

Abhijit Ganguly: পুলিশের দায়ের করা খুনের চেষ্টার মামলা চ্যালেঞ্জ করে আদালতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তাঁর বিরুদ্ধে পুলিশের দায়ের করা FIRকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্টে আবেদন করে FIR খারিজের দাবি জানিয়েছেন তিনি। মামলাটি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে বলে আবেদনটির।আরও পড়ুন:...

‘কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীপদ থেকে হঠানোর দাবি’, মামলা শুনলোই না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন। সেই তাঁকেই মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদন শুনতে নারাজ সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের সাফ জবাব, “আমরা এটা করতে পারি না।” আবেদনকারীর দাবি,...

মোদীর পাশে বিজেপি প্রতীক হাতে দাঁড়িয়ে ঠাট্টা-বিদ্রুপের শিকার নীতীশ কুমার

ডেস্ক: পটনায় জমজমাট রোডশো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর পাশে সারাক্ষণ বিজেপির প্রতীক হাতে মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মতাদর্শ যা-ই থাক, নীতীশ কুমারকে এ ভাবে দেখতে অভ্যস্ত নয় সাধারণ মানুষ, বিশেষ করে বিহারের জনসাধারণ। এই দৃশ্যের পর সমাজ মাধ্যমে...

এবার জয়পুরের স্কুলে মেল, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

জয়পুর: দিল্লি, আমদাবাদের পর এবার রাজস্থানের জয়পুর। জয়পুরের অত্যন্ত চারটে স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ই-মেল মারফত এই হুমকি পাঠানো হয়েছে। এই খবর দিয়েছে জয়পুর পুলিশ। জয়পুরের যে চারটি স্কুলে এই হুমকি-মেল পাঠানো হয়েছে সেগুলি হল সেন্ট টেরেসা’স স্কুল, এমপিএস স্কুল, বিদ্যাশ্রম স্কুল এবং...

আজ চতুর্থ দফার ভোটে কোন কোন কেন্দ্রের দিকে নজর রয়েছে দেখে নিন  

ডেস্ক: লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আজ সোমবার ৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের মোট ৯৬টি আসনে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে যে সব কেন্দ্রের দিকে নজর রয়েছে, তার মধ্যে রয়েছে তেলঙ্গানার হায়দরাবাদ, জম্মু-কাশ্মীরের শ্রীনগর, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, বহরমপুর ও আসানসোল, উত্তরপ্রদেশের কনৌজ ও লখিমপুর খেরি এবং মধ্যপ্রদেশের...

হেমন্ত সোরেন কি ইডি মামলায় স্বস্তি পাবেন? আজই রায় সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: সোমবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট। জমি কেলেঙ্কারি সংক্রান্ত অর্থ পাচার মামলায় ইডি-র গ্রেফতারকে চ্যালেঞ্জ করেছেন সোরেন। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ সোরেনের আবেদনের শুনানি করবে। জামিনের আবেদন নিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টেও গিয়েছিলেন হেমন্ত সোরেন। নিজের গ্রেফতারিকে চ্যালেঞ্জ...

আজ রাজ্যের ভোটে প্রার্থী অভিনেতা থেকে ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি

ডেস্ক: আজ সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। কেন্দ্রগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান–দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম। প্রার্থীদের মধ্যে রয়েছে প্রাক্তন বলিউড অভিনেতা, প্রাক্তন টলিউড অভিনেত্রী, দুই প্রাক্তন ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি ও টানা পাঁচবারের সাংসদ এবং...

গাড়োয়ালে চার ধামের দরজা খুলতেই অত্যধিক ভিড়, রবিবার বন্ধ ছিল যমুনোত্রী যাত্রা   

ডেস্ক: অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চার ধাম যাত্রা। শুরু থেকেই উপচে পড়ছে তীর্থযাত্রীদের ভিড়। এতই ভিড় যে আতংকিত উত্তরাখণ্ডের পুলিশ প্রশাসন। তারা ইতিমধ্যেই রবিবার তারা নিষেধাজ্ঞা জারি করে। গত শুক্রবার ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন গাড়োয়াল হিমালয়ের চার ধাম গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদরিনাথ খুলে...