Home আপডেট Mamata in Amrtya Sen’s house: ‘মাছির মতো ভ্যান-ভ্যান করেন’ বিশ্বভারতীর উপাচার্য, অমর্ত্য সেনের বাড়িতে মমতা

Mamata in Amrtya Sen’s house: ‘মাছির মতো ভ্যান-ভ্যান করেন’ বিশ্বভারতীর উপাচার্য, অমর্ত্য সেনের বাড়িতে মমতা

Mamata in Amrtya Sen’s house: ‘মাছির মতো ভ্যান-ভ্যান করেন’ বিশ্বভারতীর উপাচার্য, অমর্ত্য সেনের বাড়িতে মমতা

জমি বিতর্কের মধ্যে অমর্ত্য সেনের বাড়িতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোবেলজয়ী অর্থনীতিবিদের হাতে রাজ্য সরকারের জমি সংক্রান্ত নথি তুলে দিলেন। সেইসঙ্গে নাম না করে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে আক্রমণ শানিয়ে মমতা বললেন, ‘মাছির মতো ভ্যান-ভ্যান করেন।’

সোমবার বীরভূমে সফরের শুরুতেই অমর্ত্য সেনের বাসভবন ‘প্রতীচী’-তে আসেন মুখ্যমন্ত্রী। সেখানে নোবেলজয়ী অর্থনীতিবিদের হাতে রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার দফতরের নথি তুলে দেন। সেইসঙ্গে তিনি জানান, অমর্ত্য সেন যে অবৈধভাবে দখল করে আছেন বলে দাবি করা হচ্ছে, সেটা ‘পুরোপুরি ভুল। ওরা যেভাবে অসম্মান করেছে, তাতে আমার খুব গায়ে লেগেছে। সেজন্য আমি সব নথি নিয়ে এসেছি।’

মমতা কী কী বললেন?

রীতিমতো ক্ষোভের সুরে ‘প্রতীচী’-তে বসে মমতা বলতে শোনা যায়, ‘কয়েকদিন ধরে খুব অসম্মান করেছে।’ নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে উদ্দেশ্য করে মমতা নির্দেশ দেন, দু’জন নিরাপত্তারক্ষী যথেষ্ট নন। ‘প্রতীচী’-র সামনে শিবির বসাতে হবে। সেইসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদকে জেড-প্লাস সুরক্ষা প্রদানেরও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

নোবেলজয়ী অর্থনীতিবিদকে আশ্বস্ত করে মমতা বলেন, ‘আপনাকে (অমর্ত্য সেন) যেভাবে বলছেন, যেভাবে আক্রমণ করছেন, তাতে বাংলার মানুষ একেবারে খুশি নন। আপনি কখনও এটা নিয়ে কিছু ভাববেন না। আপনি উন্মুক্ত মনের মানুষ। আপনার মতো মনের মানুষ (পৃথিবীতে আর হয় না)।’

পরে ‘প্রতীচী’-র বাইরে সাংবাদিকদের উদ্দেশ্যে মমতা বলেন, ‘সারা দেশকে সম্মানিত করেছেন অমর্ত্য সেন। অমর্ত্য সেনকে শ্রদ্ধা জানাতে এসেছিলাম। অমর্ত্য সেনের কোনও অসুবিধা যেন না হয়, সেটা দেখা আমার কর্তব্য। অমর্ত্য সেনের পরিবার যেন কোনওভাবে বিব্রত না হয়। অশ্রদ্ধা করা কারও অধিকার নয়। অশ্রদ্ধা করা কিছু মানুষের অভ্যেস। একটা কাগজ পেয়েছিলাম কিছু বলিনি ,সরকারের জমি দফতর থেকে কাগজ জোগাড় করেছিলাম। সত্য জানাতেই আজ এখানে আসা।

আরও পড়ুন: বিবাদ তুঙ্গে, অমর্ত্য সেনকে চিঠির পর ‘দখল’ জমি ফেরাতে বার্তা বিশ্বভারতীর

রীতিমতো ক্ষোভে ফুঁসতে-ফুঁসতে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যাঁর পায়ে হাত দিলে নিজেকে গর্বিত মনে হয়, তাঁকে কেন হেনস্থা? গৈরিকীকরণের লেফট-রাইট করে কোনও লাভ নেই। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে বলব যে যথেচ্ছাচার বন্ধ হোক ।শুধু বিজেপি করলেই সাত খুন মাফ হয়ে যাবে, এটা চলতে পারে না। সমালোচনায় আমার কিছু যায় আসে না। আমার সমালোচকরাই একদিন ফুরিয়ে যাবে।’

অমর্ত্য সেনের বাসভবনের জমি বিবাদ

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে দাবি করা হয়, ১৯৪৩ সালে যে চুক্তি হয়েছিল, তাতে অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনকে ১.২৫ একর জমি লিজে দেওয়া হয়েছিল। ১.৩৮ একর জমি দেওয়া হয়নি। নোবেলজয়ী অর্থনীতিবিদ ওই ১৩ ডেসিবেল জমি অবৈধভাবে দখল করে আছেন বলে দাবি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেইসঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, ওই বিষয়টি ইতিমধ্যে একাধিকবার নোবেলজয়ী অর্থনীতিবিদকে জানানো হয়েছিল।

আরও পড়ুন: Amartya Sen-Bidyut Chakraborty: ‘নোবেল জয়ী নন অমর্ত্য সেন’, জমি বিতর্কের মধ্যেই দাবি বিশ্বভারতীর উপাচার্যের

সেই জমি বিতর্কের মধ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদকে আক্রমণ করেছেন বিশ্বভারতীর উপাচার্য। আজ সরাসরি নাম না করেই তাঁকে পালটা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ও ছবি নিয়েছে বিনা পয়সায়, ও আবার খবরদারি করে।’ সেইসঙ্গে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেন, ‘উনি আসলে গৈরিকীকরণ (করছেন)। ভ্যান-ভ্যান করেন মাছির মতো। কাউকে অসম্মান করার কোনও অধিকার নেই।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here