Homeঘুরে আসিবৃষ্টিকে উপভোগ করতে চান...

বৃষ্টিকে উপভোগ করতে চান এই বর্ষায় ? ঘুরে আসুন ‘মনসুন’ এর মহারানী মেঘালয়ঃ~

বর্ষাকালে বৃষ্টিকে ধাওয়া করায় বেশ চ্যালেঞ্জিং একটা আনন্দ আছে, তৈরি হয়ে নিন ছাতা, রেনকোট নিয়ে। আমার মতো বৃষ্টিকে যারা ভালবাসেন তারা এই ভরা-বর্ষায় আক্রমন করতেই পারেন মেঘের বাড়ি মেঘালয়কে।

 

Meghalaya Tourism, India (2021) > Travel Guide, Best Places, Packages

কলকাতা থেকে ট্রেনে বা ফ্লাইট-এ গুয়াহাটি , সেখান থেকে বাস বা ক্যাব নিয়ে শিলং যেতেই পারেন, পুরো গাড়ি ভাড়া করলে ১০০ কিমি রাস্তা ৩ঘন্টায় নিয়ে যেতে গাড়ি ভাড়া পড়বে ৩০০০/- এর কাছাকাছি, বাস ভাড়া শুরু ১৩৫/- টাকা থেকে, শেয়ার ট্যাক্সি ৩০০/- টাকা মাথাপিছু থেকে শুরু। পাহাড়ি পথ বেয়ে আস্বাদন করুন উত্তর পুর্বের অনাবিল সৌন্দর্য্য।

 

শিলং বেশ জনপ্রিয় একটি পর্যটন শহর। প্রায় ৬,০০০ ফিট উচ্চতায় অবস্থিত শিলং শহর এবং তার আশেপাশে দেখার জন্য অনেক সুন্দর জায়গা আছে। বিশেষত পুরো পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য শিলংকে বেছে নিতে পারেন।

 

10 things to do in Shillong, Meghalaya - Thrilling Travel | Shillong,  Meghalaya, Hill station

এখানে রয়েছে পাইন অরণ্য, জলপ্রপাত এবং পার্বত্য জলধারার সমারোহ।  ১৮৯৭ সালে এক ভূমিকম্পে শহরটি ধবংস হয়ে যায় এবং এরপর এটিকে ব্রিটিশরা পুনরায় গড়ে তোলেন । শহরের কোণায়-কোণায় ব্রিটিশ স্থাপত্যই বলে দেয় কেন একে ”প্রাচ্যের স্কটল্যান্ড’’ বলা হয়।

 

 

 

পুলিশ বাজার ও সেন্টার পয়েন্টে বিভিন্ন বাজেটের হোটেল পেয়ে যাবেন। যদি দুপুরের ভেতর শিলং পৌঁছে যান দেখে আসতে  পারেন কাছাকাছির ঘোরার জায়গাগুলী~

এলিফ্যান্ট ফল্‌স~

Elephant Falls : 6 Reasons Why You Should Visit

মাত্র ১৩কিমি দূরত্বে অবস্থিত এই জলপ্রপাতে পৌঁছতে লাগে আধ ঘন্টা সময়,  প্রকৃতি দুহাত ভরে সাজিয়েছেন এই জায়েগাটিকে ছবির মতো সাজানো ঝর্না কাটিয়ে দেবে আপনার যাবতীয় ক্লান্তিকে।

শিলং ভিউ পয়েন্ট ‘শিলং পিক’~

Shillong Peak & Viewpoint, Shillong - Best time to visit

‘শিলং পিক’ ১৯৬৫ মিটার উচ্চতায় মেঘালয়ের উচ্চতম পয়েন্ট, চারিদিকে পাহাড়ে ঘেরা সম্পূর্ন শিলং শহরটাকে ক্যামেরাবন্দি করার একটা অপূর্ব সুযোগ পাবেন। এছারা খাসিয়া রাজা-রাণির পোশাকে সেলফি ও তুলতে পারবেন এখানে।

বড়াপানি বা উমিয়াম লেক~

 

Umiam Lake, Shillong | Timings, Entry Fee, Things to Do, Boathouse

ছবির মত সুন্দর এই লেক শিলং এর থেকে ১৫কিমি উত্তরে অবস্থিত, ১৯৫৭-১৯৬২ সালে নির্মিত এই জলাধারটি ২০০বর্গ কিমি জায়গা জুড়ে উমিয়াম নদীর জলকে ধরে রেখেছে। বিকেলে দেখেই আসতে পারেন উমিয়াম লেক।

এছাড়া ডন বস্‌কো মিউজিয়াম, ওয়ার্ড লেক যেতেই পারেন যদি আরেকটা দিন শিলং-এই কাটাতে চান । পরেরদিন পাড়ি দিতে পারেন ভারত-বাংলাদেশ সীমান্ত শহর ডাউকিতে সেখান থেকে চেরাপুঞ্জি ~

শিলং থেকে NH 206 ধরে ডাউকি যেতে সময় লাগবে ২ঃ৩০ ঘন্টা, ৮২ কিমি রাস্তা পেরতে হবে তাই সকাল সকাল বেরোনোই আদর্শ…

ডাউকি~

 

Dawki Travel Guide 2021: Best of Dawki Tourism | Tripoto

ভারত- বাংলাদেশ সীমান্তে পাহাড়ে ঘেরা ডাউকির বুক চিরে দুই দেশকে ভাগ করেছে উম্নগোট (Umngot) নদী। এর এক পাড়ে ভারত এক পাড়ে বাংলাদেশ, সীমান্তে অবস্থান এর ফলে ডাউকি শহরটি হয়ে উঠেছে পর্যটন আর ব্যাবসা-বাণিজ্যের এক কেন্দ্র।

Dawki Lake- Umngot River, Shillong, Meghalaya, India - YtripHD

উম্নগোট নদীতে নৌকাবিহার করতে করতে  আপনার মনে হবে আপনি দূর কোনো পশ্চিম এর দেশে এসে পড়েছেন, মাঝি দের সাথে একটু দর-দাম করে চড়েই পড়ুন নৌকোতে, ক্যামেরার খিদে মেটানোর জন্য অনেক রসদ পেয়ে যাবেন।

 

18 Places To Visit In Cherrapunji For Nature Lovers In 2021

ডাউকি লাগোয়া তামাবিল হোলো সীমান্তের চেক পোস্ট, স্থানীয় হোটেল এ সেরে নিতে পারেন দুপুরের খাওয়ার পালা। মোমো-থুকপা-চাউমিন এর পাশাপাশি পেয়ে যাবেন স্থানীয় ভাতের হোটেলও।   ডাউকি থেকে চলে যান  Mawlynnong বা মৌলিনং  এবং সেই পৃথিবী বিখ্যাত জীবন্ত Root Bridge দেখতে… পৌঁছতে সময় লাগবে ১ঃ৩০ ঘণ্টা।

 মৌলিনং~

 

Mawlynnong: Why the road to India's cleanest village in Meghalaya is lined  with garbage

Mawlynnong বা মৌলিনং পরিচিত এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রাম হিসাবে, প্রকৃতি এখানে তার চিরসুন্দর রূপ নিয়ে ব্যস্ত আর মানুষ তার প্রতি চিরকৃতজ্ঞতা স্বীকারে। খাসি পর্বতের পূর্বের এই গ্রাম আর তার লাগোয়া  রিওয়াই গ্রাম এখন ভ্রমণ পিপাসুদের প্রথম পছন্দের তালিকায়।

Mawlynnong Village - 8 Things To Know Before You Visit

এখানে পেয়ে যাবেন মাথা গোঁজার জন্য বেশ কিছু হোম-স্টে কটেজ, প্রকৃতির কোলে মাথা রেখে রাতটা কাটিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ুন আশেপাশের স্পট গুলি খুঁজতে…

বাংলাদেশ ভিউ পয়েন্ট~ 

 

স্থানীয়দের হাতে গড়া, সম্পুর্ন বাঁশ দিয়ে তৈরি এই সিঁড়ি বেয়ে উপরে গিয়ে দেখুন মৌলিনং ও তার আশেপাশের দৃশ্যাবলী, প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশ এর ভিউ ও পাবেন এখান থেকেই, মানুষের তৈরি এই গাছবাড়ির ভিউ পয়েন্টই এখানকার সবথেকে উঁচু জায়গা।

 

 

Sky View || Bangladesh View Point || Mawlynnong Village - YouTube

 প্রাকৃতিক ব্যালান্সিং রক~  (Maw Ryngkew Sharatia)

 

Balancing Rock, Mawlynnong - Best time to visit

 

কয়েক হাজার বছর ধরে এই বিশাল পাথরটি দাঁড়িয়ে আছে একটি ছোট্ট পাথর এর উপর ভর দিয়ে, কোনও ভুমিকম্প বা প্রাকৃতিক দূর্যোগ আজ অব্ধি টলাতে পারেনি একে।

একটু হেঁটে পাশের গ্রাম রিওয়াই এ পৌঁছে যান সেই পৃথিবী বিখ্যাত ব্রিজ দেখতে,

জীবন্ত রুট-ব্রিজ , রিওয়াই~ 

Living Root Bridges, Meghalaya: A Marvel Of Nature

 

স্থানীয় মানুষের তৈরি এই একতলা / দোতলা ব্রিজগুলি দুইপাড়ের দুটি রাবার জাতীয় গাছের শিকড়কে একত্র করে বানানো, এটি সম্পূর্ণ জীবন্ত এবং প্রতিদিন একটু একটু করে বেড়ে চলেছে। এই ব্রিজগুলি এক গ্রাম কে অন্য গ্রামকে সংযুক্ত রাখে, এদের এক একটির বয়েস ৮০-১০০ বছরেরও বেশী।

 

Pictures of Living Root Bridges in Meghalaya, India

মূলত, দুটি গাছের মাঝামাঝি একটি বাঁশকে এদিক থেকে অন্যদিকে পেতে দেওয়া হয়, গাছের শিকড় সেটিকে জড়িয়ে দুদিক থেকেই এগোতে থাকে, যখন মাঝখানে এসে মিলিত হয়ে এরা শক্ত আকার ধারণ করে তখন মাটি ও পাথর দিয়ে এর ফাঁক গুলি বন্ধ করে দেওয়া হয়। সারাবছরই এই প্রাকৃতিক সেতুর মেরামত এর কাজ চালিয়ে যেতে হয়।

এখানে স্থানীয় খাবার দিয়ে সাজিয়ে ফেলতে পারেন আপনাদের মধ্যাহ্নভোজ, সুন্দর ঢেঁকিছাচা চাল এর ভাত, সাথে শুঁটকি মাছ আর ঝাল চাটনি, ট্রাই করতে পারেন পোর্ক, আর সবজি দিয়ে তৈরি স্যালাড যার স্থানীয় নাম “দোখলিয়ে” (Dohkhlieh) 

দুপুরের লাঞ্চ সেরে বেড়িয়ে পড়ুন, চেরাপুঞ্জির উদ্দেশে ~

 

Cherrapunji Meghalaya – The Second Wettest Place on Earth

চেরাপুঞ্জি মানেই বৃষ্টি আর মেঘ, মেঘের সাথে ধাক্কা খাবেন- পায়ের কাছে লুটোপুটি খাবে মেঘেরা। নিজের বাজেট অনুযায়ী বেছে নিন হোটেল-লজ বা হোম-স্টে।  শিলং থেকেই সরাসরি বেশীরভাগ থাকার ব্যাবস্থা করে দেওয়া হয়।

 

13 Homestays In Cherrapunji For All Travelers

ঘরের জানলা দিয়ে বৃষ্টির অবিশ্রান্ত ধারা দেখতে ভাল লাগলেও বাইরে বের হতে দরকার পড়বে ছাতা, বর্ষাতি ও রবারের জুতো। রওনা হওয়ার আগে সঙ্গে নিতে ভুলবেন না। সর্দি, কাশি, জ্বর, মাথাব্যাথা ও সাধারণ পেটের অসুখের ওষুধ সঙ্গে রাখা উচিত । এখানে বৃষ্টির সাথে আপোষ না করেই বেড়িয়ে পড়ুন আশে পাশের ভিউ দেখতে, সারাদিনের জন্য ভাড়া করে নিতে পারেন গাড়ি, ভাড়া পরবে ২০০০ টাকার কাছাকাছি।

 

 

কাছেপিঠের যে জায়গা  গুলি দেখতে ভুলবেন না~

 

ডুয়ান-সিং-সিয়েম ব্রিজ ও ভিউ পয়েন্ট 

Duwan Sing Syiem View Point - One of the famous view points in Meghalaya -  Reviews, Photos - Duwan Sing Syiem View Point - Tripadvisor

Eco Park ইকো-পার্ক

Eco Park, Cherrapunji - Timings, Entry Fee, Best time to visit

Eco Park ইকো-পার্ক

Maw Trop বা অশুভ দৈত্য 
6-1-maw tropঅশুভ দৈত্য নামক পাথরটি খাসিয়াদের উল্টানো চোঙাকৃতির ঝুড়ির মত। প্রচলিত লোক কাহিনী মতে পাথরের ঝুড়িটি একটি অশুভ দৈত্যের, যে নাকি মানুষের ক্ষতি সাধন করে বেড়াত। দৈত্যটির হাত থেকে মুক্তির জন্য মানুষ তাকে ধারালো লোহা এবং পেরেক মিশ্রিত খাবার খেতে দেয়, এতে করে দৈত্যটির মৃত্যু ঘটে। দৈত্যটি যে ঝুড়ি ফেলে গিয়েছিল সেটি ২০০ ফুট উঁচু পাথরে পরিণত হয়।

 

 

 

 5-1-noshtihang falls

 

Thangkharang Park

 

7-1-la kalikai lake

Nohkalikai falls
Ki Likai নামে একটি একজন যুবতী মহিলা ছিল, তার একটি কন্যা সন্তান ছিল। মহিলাটির ২য় বিয়ে হয়। লোকটি ছোট মেয়েটিকে খুব ঘৃণা করত। মহিলা একদিন মাঠ কাজ করতে গেলে লোকটি ছোট মেয়েটিকে মেরে সুপারি রাখার ঝুরির মধ্যে ঢুকিয়ে ঢাকনা আটকিয়ে দেই। মহিলা কাজ ফিরে এসে দেখে তার স্বামী তার জন্য রাতের খাবার রান্না করে রেখেছে, এতে সে বিস্মিত হয়। তারপরেও সে কোন প্রকার সন্দেহ ছাড়া খাবার গ্রহণ করে। মহিলাটি পরে ঝুরির মধ্যে থেকে বের হয়ে আসা তার মেয়ের আঙুল দেখতে পায়। সহ্য করতে না পেরে ঝর্নায় আত্মহত্যা করে। সেইথেকে ঝর্নাটি ‘Nohkalikai falls’ নামে পরিচিত।

মৌসিনরাম~

 

Mawsynram - Green Town of Meghalayaগোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় মৌসিনরামে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এমনটাই বলছে। তাই বর্ষাকালে ঝমঝম বৃষ্টি উপভোগ করার অন্যতম ঠিকানা মৌসিনরাম। পূর্ব খাসি হিলের গায়ে রয়েছে এই বৃষ্টি ভেজা গ্রাম। আগে চেরাপুঞ্জিকে বলা হলেও, এখন মৌসনরাম বিশ্বের সবচেয়ে বৃষ্টিভেজা জায়গা।

মৌসিনরাম গুহা খুব সুপরিচিত তার বিশাল স্ট্যালেগমাইট গঠনের জন্য। বিশাল শিবলিঙ্গের মতো দেখতে এই গুহা। তবে এই গুহার অন্য একটি নামও রয়েছে, সেটি হল মাওজিমবুইন। সেই শিলার শিখরে রয়েছে চমৎকার উপত্যকা, পাহাড় নদী। যা মৌসিনরামের সবচেয়ে সেরা আকর্ষণ
Mawsynram - Wikiwandমৌসিনরাম ফলস্‌

 

Mawsynram Travel Guide Things to do in Mawsynram 2020

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

কানহাইয়া কুমারের উপর হামলা, ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি হামলাকারীর

নয়াদিল্লি: শুক্রবার উত্তর-পূর্ব দিল্লিতে নির্বাচনী প্রচারের সময় ‘ইন্ডিয়া’ জোট প্রার্থী...

Sitalkuchi shootout: শীতলকুচিতে গুলি, ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের কাছে রিপোর্ট চাইল CEO দফতর

শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায়  কোচবিহার জেলা প্রশাসনের থেকে...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Ferry service in new route: হাওড়া পর্যন্ত মেট্রো চালুর পর জলপথে কমেছে যাত্রী, নতুন রুটে চলবে ফেরি পরিষেবা

এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার পরেই এক ধাক্কায় বাস থেকে শুরু করে জলপথ পরিবহণে যাত্রীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তাতে স্বাভাবিকভাবেই ধাক্কা খেয়েছে নদীপথ পরিবহণের আয়। এই অবস্থায় নদীপথে নতুন রুটে ফেরি পরিষেবার প্রস্তাব আগেই পেয়েছিল পরিবহণ দফতর। সেই কথা মাথায়...

2 sister murdered: রক্তে ভেসে যাচ্ছিল বারান্দা, ঘর থেকে মিলল ২ বোনের খণ্ড বিখণ্ড দেহ, হাড়হিম ঘটনা!

হাড়হিম কাণ্ড পাথরপ্রতিমায়। বাড়ির ভিতরে ঢুকে আততায়ীরা দুই বোনকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল। রক্ত ভেসে যাচ্ছিল গোটা বাড়ি। শুক্রবার সকালে বাড়ি থেকে দুই বোনের খণ্ড বিখণ্ড দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের ভোলাহাট থানার দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুর এলাকায়।  ঘটনাকে কেন্দ্র...

কানহাইয়া কুমারের উপর হামলা, ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি হামলাকারীর

নয়াদিল্লি: শুক্রবার উত্তর-পূর্ব দিল্লিতে নির্বাচনী প্রচারের সময় ‘ইন্ডিয়া’ জোট প্রার্থী কানহাইয়া কুমারের ওপর হামলা হয়। এক ব্যক্তি তাঁকে মালা পরানোর অজুহাতে চড় মারেন। শুধু তাই নয়, কানহাইয়া কুমারের গায়েও কালি ছোড়া হয়। এই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত হামলাকারী একটি...

Sitalkuchi shootout: শীতলকুচিতে গুলি, ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের কাছে রিপোর্ট চাইল CEO দফতর

শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায়  কোচবিহার জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। বৃহস্পতিবার গভীর রাত শীতলকুচিতে গুলি চলে। গুলি আহত হন এক তৃণমূল নেতা। এই ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জেলা প্রশাসনের থেকে জানতে চাওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এই...

Raj Bhavan: রাজ্যপালকাণ্ডে নয়া মোড়, রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে FIR করল পুলিশ

রাজভবনে শ্লীলতাহানির অভিযোগকাণ্ডে এবার নয়া মোড়। এবার রাজভবনের কর্মীদের বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ। রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর রুজু করল পুলিশ। অভিযোগকারিণীর সঙ্গে কথা বলার পরে ও সবদিক থেকে খবর সংগ্রহ করার পরেই রাজভবনের তিনজন কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য...

Calcutta High Court: আদালতের নোটিশ গ্রহণ না করায় রাজ্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল হাইকোর্ট

নামের বানান না মেলায় কলকাতা হাইকোর্টের পাঠানো আদালত অবমাননার নোটিশ গ্রহণ না করায় গ্রেফতারি পরোয়ানা জারি হল রাজ্যে সরকারের এক প্রধান সচিবের বিরুদ্ধে। শুক্রবার প্রাণীসম্পদ বিকাশ দফতরের প্রধান সচিব বিবেক কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা।আরও পড়ুন: লোডশেডিং করিয়ে রেজাল্ট পাল্টে...

Factory wall collapses: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কারখানার দেওয়াল, চাপা পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আহত ২

বিপজ্জনক ভাবে হেলে পড়েছিল কারখানার পাঁচিল। তা সত্বেও সেই পাঁচিলের লাগোয়া নিকাশি নালা তৈরি করছিলেন চার শ্রমিক। প্রচীরের দেওয়াল ধসে পড়ল শ্রমিদেরই উপর।  এই ঘটনা দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।  দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বর্ধমানের কাঁকসায়। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ...

মমতা ও অভিষেককে খুনের হুমকি দিয়ে উলুবেড়িয়ায় পোস্টার

মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ল হাওড়ার উলুবেড়িয়ায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কে বা কারা এই পোস্টার দিল তা খুঁজে বার করতে তদন্ত শুরু করেছে পুলিশ। পোস্টারের সঙ্গে একটি চিঠিও উদ্ধার হয়েছে। তবে চিঠি কী লেখা আছে তা উদ্ধার...

সন্দেশখালির BJP নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নয়, জানাল হাইকোর্ট

সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো কাণ্ডে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে পুলিশ এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার মামলাটি বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলাটি উঠলে এই নির্দেশ দেন বিচারপতি। তবে মূল মামলাটি প্রধান বিচারপতির এজলাসে চলায় এব্যাপারে তাঁর নির্দেশ...

Abhijit Ganguly controversy update: মমতা ‘মহিলা তো?’, ‘তুমি কত টাকায় বিক্রি হও?’, অভিজিতের নামে মামলার দাবি তৃণমূলের

'মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত লাখ টাকায় বিক্রি হও?' - সেই মন্তব্যের প্রেক্ষিতে তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের দাবি, অভিজিৎ যে মন্তব্য করেছেন, তা চূড়ান্ত অশালীন...

Mamata Banerjee fixes her shoe: জুতো ছিঁড়ল মমতার, মঞ্চে দাঁড়িয়ে সেফটিপিন লাগালেন নিজেই, পরে পা মেলালেন নৃত্যে

ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে প্রচারে গিয়ে জুতো ছিঁড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই জনসভার মঞ্চে দাঁড়িয়েই জুতোয় সেফটিপিন লাগিয়ে নেন। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসাররা তড়িঘড়ি নয়া জুতো নিয়ে আসার প্রস্তাব দিলেও তাতে সায় দেননি। বরং নিজেই জুতো ঠিক করে মহিলাদের সঙ্গে আদিবাসী নৃত্যে পা মেলান মমতা।...

Siliguri mishap: বন্ধ ঘর থেকে উদ্ধার হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকের ঝুলন্ত দেহ

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিবমন্দিরের রামকৃষ্ণ সরণীতে। মৃতের বাম ববিতা দত্ত। তাঁর বাড়ি কোচবিহারের তুফানগঞ্জে। ববিতা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গ্রামোন্নয়ন গবেষণা বিভাগের গবেষক ছিলেন। সে কারণেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিবমন্দির রামকৃষ্ণ সরণীতে...