Home লাইফস্টাইল Morning Tea: সকালে উঠে চা খাচ্ছেন, জানেন কি শরীরের কতটা ক্ষতি করছেন? | Morning Tea:সকালে উঠে কখনোই চা খাবেন না। শরীর ডিহাইড্রেট হয়ে যায়

Morning Tea: সকালে উঠে চা খাচ্ছেন, জানেন কি শরীরের কতটা ক্ষতি করছেন? | Morning Tea:সকালে উঠে কখনোই চা খাবেন না। শরীর ডিহাইড্রেট হয়ে যায়

Morning Tea: সকালে উঠে চা খাচ্ছেন, জানেন কি শরীরের কতটা ক্ষতি করছেন? | Morning Tea:সকালে উঠে কখনোই চা খাবেন না। শরীর ডিহাইড্রেট হয়ে যায়

[ad_1]

কেন সকালে চা খাবেন না

কেন সকালে চা খাবেন না

তবে বলা হয়, সকালবেলা ঘুম উঠে থেকে খালি পেটে চা খাওয়া কিন্তু মোটেও শরীরের জন্য ভালো না। কারণ চায়েতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে, তাই এটি যদি আপনি সকালবেলা খালি পেটে খান, তাহলে আপনার অ্যাসিডিটি বা বদহজম হওয়ার সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে পাকস্থলীতে নানান সমস্যা হওয়ার অনুভব হয়। যদি আপনার চায়ের নেশা থাকে তাহলে সকালবেলা কিছু খেয়ে তারপর চা খাবেন।

 শরীর ডিহাইড্রেট করে

শরীর ডিহাইড্রেট করে

অনেকের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়, চা খাবার পর তাদের বারবার প্রস্রাব করতে যেতে হয়। আর এর ফলে শরীরের জলের ঘাটতি হতে দেখা যায়। সেই সময় যদি আপনি সঠিক পরিমাণে জল না খান তাহলে কিন্তু আপনার শরীর ডিহাইড্রেট হতে থাকবে। চায়ে প্রচুর পরিমাণে ক্যাফেইন রয়েছে, থাকে আয়রন, রয়েছে ক্যালসিয়ামের মত খনিজ সমৃদ্ধ রয়েছে। সেই জন্য আপনি সকালে উঠে সকালে খাওয়া-দাওয়ার পর লিকার চা খাওয়ার চেষ্টা করবেন।

দাঁতের এনামেল ক্ষয় হয়

দাঁতের এনামেল ক্ষয় হয়

চায়ের মধ্যে অ্যাসিড জাতীয় দ্রব্য থাকে, প্রচুর পরিমাণে চা পান করলে দাঁতের এনামেল ক্ষয় হতে পারে। আবার বলা হয় ক্যাফিন থাকে, যা আপনার দ্রুত অম্বল হতে সহায়ক। চা খেলে যদি আপনি বেশিরভাগ সময়ই চাও খান তাহলে কিন্তু আপনার অম্বল হবেই। আবার খালি পেটে চা খেলে আপনার খাবার হজম হবে না, পেট ব্যথা হবে। সেই সঙ্গে পেট ফুলে যাবে। চিকিৎসা করে বলছেন, গর্ভবতী মহিলা ও শিশুরা কখনোই যেন চা না খান, এটি তাদের জন্য খুব ক্ষতি।

 সকালে উঠে কী কী খাবেন

সকালে উঠে কী কী খাবেন

গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি ঘনঘন চা খান তাদের রাতে ঘুম ভালো হয় না। যদি আপনার সঙ্গেও এমন হয় তাহলে আর দেরি না করে মেথির জল খাওয়া শুরু করুন। সেই সঙ্গে অ্যালোভেরার রস, নারকেলের জল, মধু, অ্যাপেলসিডার ভিনিগার আপনি সকালবেলা ঘুম থেকে উঠে খেতে পারেন, এগুলি যদি আপনি এক কাপ গরম জলে সকালবেলা খান তাহলে আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে এবং মেজাজও বেশ ফুরফুরে থাকবে, তাই সকাল বেলা খালি পেটে চা খাওয়া আজ থেকেই বন্ধ করুন।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here