Homeআপডেট২০২১-এর জুন-জুলাইয়ের মধ্যে ৩০...

২০২১-এর জুন-জুলাইয়ের মধ্যে ৩০ কোটি ভারতীয়দের টিকাকরণের আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর……

২০২১ সালের জুন-জুলাইয়ের মধ্যে ৩০ কোটি দেশবাসীকে টিকা দেওয়া হবে। দেশের বিজ্ঞানী ও স্বাস্থ্যকর্মীরা দেশীয় প্রতিষেধক তৈরিতেও জোর দিচ্ছেন। শনিবার এমনই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।শনিবার ছিল ২২তম মন্ত্রিগোষ্ঠীর বৈঠক। সেখানে করোনা টিকাকরণ নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান তিনি। হর্ষ বর্ধন বলেন, ‘‘আমাদের বিজ্ঞানী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা জিনোম সিকোয়েন্সিং এবং করোনাভাইরাসকে বিচ্ছিন্ন করে টিকা তৈরির কাজ করেছেন। আগামী ছয় থেকে সাত মাসে আমরা ৩০ কোটি লোককে টিকা দিতে পারব।’’ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যোগ করেন, ‘‘দেশে এক কোটির কিছু বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে সেরে উঠেছেন সাড়ে ৯৫ লক্ষ মানুষ। সুস্থতার হারে বিশ্বের দেশগুলির মধ্যে ভারত অন্যতম। আমাদের সুস্থতার হার ৯৫. ৪৬ শতাংশ।’’এদিনের বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রশংসাও উঠে এসেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে। করোনার শুরু থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে হর্ষবর্ধন বলেন,‘‘আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে প্রধানমন্ত্রীকে যিনি করোনা ভাইরাসের মতো অতিমারীর ক্ষেত্রে গত এক বছর ধরে অনুকরণীয় নেতৃত্ব দিয়েছেন।Covid vaccine: Govt will inoculate 30 cr people in 6-7 months, says Harsh  Vardhan

সব দিকে লক্ষ্য রেখেছেন। খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেছেন। এমনকি যখন আমরা টিকা তৈরির পর্যায়ে রয়েছি, তখনও তিনি নিজে দেশের সব গবেষণাগার ঘুরে দেখেছেন।’’হর্ষবর্ধন জানিয়েছেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি পেরোলেও, অক্টোবর-নভেম্বরে উৎসবের মরশুম পেরিয়ে এলেও নতুন করে দেশজুড়ে সংক্রমণের ঢেউ আসেনি। উৎসবের মরশুম পার হওয়ার সাফল্য তুলে ধরলেও কেন্দ্রীয় মন্ত্রী ফের আবেদন করেছেন, মানুষ যেন করোনাবিধি মেনে চলেন। দ্রুত টিকাদান অভিযানের প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তিনি।করোনা সংক্রমণে রাশ টানতে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি অভিযোগ তুলেছে। যদিও, এনসিডিসি-র অধিকর্তা সুরজিৎ কুমার সিংহ বিস্তারিত রিপোর্ট তুলে ধরে জানিয়েছেন তথ্য-পরিসংখ্যান নির্ভর সরকারি নীতি অতিমারী নিয়ন্ত্রণে সাফল্য এনে দিতে পেরেছে।নীতি আয়োগের স্বাস্থ্য সংক্রান্ত কমিটির প্রধান ভি কে পল মন্ত্রিগোষ্ঠীর প্রশংসা করে টিকাকরণের দিকগুলি তুলে ধরেন। পরীক্ষামূলক প্রয়োগপর্বের আগের ধাপগুলি এবং পরীক্ষামূলক প্রয়োগ পর্ব এবং এবং ছয় করোনা টিকার স্বেচ্ছাসেবকদের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। বিদেশমন্ত্রকের তরফে ১২টি দেশ থেকে করোনা টিকা চেয়ে আবেদন এসেছে বলে জানিয়েছেন তিনি।করোনায় মৃত্যুহার কমাতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণও জোর দিয়েছেন করোনা বিধি মেনে চলার উপরে। টিকাদান পর্ব শুরু হলেও শুরু হওয়ার পরেও যেন মানুষ কোনও ভাবেই গা ছাড়া মনোভাব নিয়ে না চলেন, করোনার যাবতীয় সতর্কতা মেনে চলেন তা নিয়ে আগেও একাধিকবার সতর্ক করেছেন চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

‘কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীপদ থেকে হঠানোর দাবি’, মামলা শুনলোই না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ...

মোদীর পাশে বিজেপি প্রতীক হাতে দাঁড়িয়ে ঠাট্টা-বিদ্রুপের শিকার নীতীশ কুমার

ডেস্ক: পটনায় জমজমাট রোডশো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর...

এবার জয়পুরের স্কুলে মেল, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

জয়পুর: দিল্লি, আমদাবাদের পর এবার রাজস্থানের জয়পুর। জয়পুরের অত্যন্ত চারটে...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Abhijit Ganguly: পুলিশের দায়ের করা খুনের চেষ্টার মামলা চ্যালেঞ্জ করে আদালতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তাঁর বিরুদ্ধে পুলিশের দায়ের করা FIRকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্টে আবেদন করে FIR খারিজের দাবি জানিয়েছেন তিনি। মামলাটি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে বলে আবেদনটির।আরও পড়ুন:...

‘কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীপদ থেকে হঠানোর দাবি’, মামলা শুনলোই না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন। সেই তাঁকেই মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদন শুনতে নারাজ সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের সাফ জবাব, “আমরা এটা করতে পারি না।” আবেদনকারীর দাবি,...

মোদীর পাশে বিজেপি প্রতীক হাতে দাঁড়িয়ে ঠাট্টা-বিদ্রুপের শিকার নীতীশ কুমার

ডেস্ক: পটনায় জমজমাট রোডশো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর পাশে সারাক্ষণ বিজেপির প্রতীক হাতে মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মতাদর্শ যা-ই থাক, নীতীশ কুমারকে এ ভাবে দেখতে অভ্যস্ত নয় সাধারণ মানুষ, বিশেষ করে বিহারের জনসাধারণ। এই দৃশ্যের পর সমাজ মাধ্যমে...

এবার জয়পুরের স্কুলে মেল, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

জয়পুর: দিল্লি, আমদাবাদের পর এবার রাজস্থানের জয়পুর। জয়পুরের অত্যন্ত চারটে স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ই-মেল মারফত এই হুমকি পাঠানো হয়েছে। এই খবর দিয়েছে জয়পুর পুলিশ। জয়পুরের যে চারটি স্কুলে এই হুমকি-মেল পাঠানো হয়েছে সেগুলি হল সেন্ট টেরেসা’স স্কুল, এমপিএস স্কুল, বিদ্যাশ্রম স্কুল এবং...

আজ চতুর্থ দফার ভোটে কোন কোন কেন্দ্রের দিকে নজর রয়েছে দেখে নিন  

ডেস্ক: লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আজ সোমবার ৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের মোট ৯৬টি আসনে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে যে সব কেন্দ্রের দিকে নজর রয়েছে, তার মধ্যে রয়েছে তেলঙ্গানার হায়দরাবাদ, জম্মু-কাশ্মীরের শ্রীনগর, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, বহরমপুর ও আসানসোল, উত্তরপ্রদেশের কনৌজ ও লখিমপুর খেরি এবং মধ্যপ্রদেশের...

হেমন্ত সোরেন কি ইডি মামলায় স্বস্তি পাবেন? আজই রায় সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: সোমবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট। জমি কেলেঙ্কারি সংক্রান্ত অর্থ পাচার মামলায় ইডি-র গ্রেফতারকে চ্যালেঞ্জ করেছেন সোরেন। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ সোরেনের আবেদনের শুনানি করবে। জামিনের আবেদন নিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টেও গিয়েছিলেন হেমন্ত সোরেন। নিজের গ্রেফতারিকে চ্যালেঞ্জ...

আজ রাজ্যের ভোটে প্রার্থী অভিনেতা থেকে ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি

ডেস্ক: আজ সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। কেন্দ্রগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান–দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম। প্রার্থীদের মধ্যে রয়েছে প্রাক্তন বলিউড অভিনেতা, প্রাক্তন টলিউড অভিনেত্রী, দুই প্রাক্তন ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি ও টানা পাঁচবারের সাংসদ এবং...

গাড়োয়ালে চার ধামের দরজা খুলতেই অত্যধিক ভিড়, রবিবার বন্ধ ছিল যমুনোত্রী যাত্রা   

ডেস্ক: অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চার ধাম যাত্রা। শুরু থেকেই উপচে পড়ছে তীর্থযাত্রীদের ভিড়। এতই ভিড় যে আতংকিত উত্তরাখণ্ডের পুলিশ প্রশাসন। তারা ইতিমধ্যেই রবিবার তারা নিষেধাজ্ঞা জারি করে। গত শুক্রবার ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন গাড়োয়াল হিমালয়ের চার ধাম গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদরিনাথ খুলে...

দশটি গ্যারান্টি ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল, রয়েছে নিখরচায় বিদ্যুৎ এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা

ডেস্ক: মোদীর গ্যারান্টির পর কেজরিওয়ালের গ্যারান্টি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার আপ-এর দশটি গ্যারান্টির কথা ঘোষণা করেছেন। আপ যদি লোকসভা নির্বাচন তবে গ্যারান্টিমতো কাজ হবে। জনকল্যাণ বিষয়ক বিভিন্ন উদ্যোগের ব্যাপারে আশ্বাস দিয়েছেন কেজরিওয়াল। তার মধ্যে রয়েছে নিখরচায় বিদ্যুৎ দেওয়া এবং উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা। “বিজেপি সব...

Illegal construction: বেআইনি নির্মাণ নিয়ে দায় ঠেলাঠেলি পূর্ত দফতর-পুরসভার, ভাঙার নির্দেশ হাইকোর্টের

জবরদখল হয়ে গিয়েছিল জমি। তার উপরে গড়ে উঠেছিল বেআইনি নির্মাণ। এমনকী জলাভূমি ভরাট করেও বেআইনি নির্মাণ গড়ে তোলা হচ্ছিল। অথচ অভিযোগ পেয়েও নিষ্ক্রিয় ছিল পুরসভা এবং পুলিশ। শুধু তাই নয় কলকাতা হাইকোর্টেও একে অপরের উপর দায় চাপিয়েছিল পুরসভা ও পূর্ত দফতর। শেষ পর্যন্ত সমস্যার...

Adhir-TMC feud: কংগ্রেস করার জন্য মহিলাদের হুমকি, তৃণমূলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অধীরের

ভোটের ঠিক আগেই মহিলার শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বহরমপুর লোকসভা কেন্দ্রে। খবর পেয়ে সেখানে যান কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কংগ্রেস নেতা। অধীরের অভিযোগ, কংগ্রেস করার জন্যই মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা হয়েছে। এই ঘটনার...

সোমবার তৃতীয় দফায় ৯৬ আসনে ভোট, রয়েছে পশ্চিমবঙ্গের ৮ কেন্দ্র  

ডেস্ক: সোমবার অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা। এ দিন ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৮টি কেন্দ্র রয়েছে। ভোট শুরু হবে সকাল ৭টা থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশনের হিসেবমতে ৪২৬৪ জন প্রার্থীর ভাগ্য এ...