Home খেলাধুলো Novak Djokovic: ‘যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে যে কোনও গ্র্যান্ডস্লাম জিততে পারি’, আত্মবিশ্বাসী জোকার

Novak Djokovic: ‘যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে যে কোনও গ্র্যান্ডস্লাম জিততে পারি’, আত্মবিশ্বাসী জোকার

Novak Djokovic: ‘যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে যে কোনও গ্র্যান্ডস্লাম জিততে পারি’, আত্মবিশ্বাসী জোকার

মেলবোর্ন: কেরিয়ারের দশম অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন গতকালই। সর্বাধিক ২২ গ্র্যান্ডস্লামও ঝুলিতে পুরেছেন। রাফায়েল নাদালের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন এই মুহূর্তে গ্র্যান্ডস্লাম জয়ের সংখ্য়ার নিরিখে। কিন্তু এখনই থামতে চান না নোভাক জকোভিচ। নিজের পরবর্তী লক্ষ্যও স্থির করে ফেলেছেন নোভাক। 

কী বলছেন জকোভিচ?

স্তেফানোর সিসিপাসের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জয়ের পর এটিপি ক্রমতালিকায় ফের শীর্ষে উঠে এসেছেন জকোভিচ। তিনি বলেন, ”প্রতিটা গ্র্যান্ডস্লাম আমাকে আরও উদ্বুদ্ধ করে পরের টুর্নামেন্টে নামার জন্য। এই বয়সে এসে এই সাফল্য আমার খিদে বাড়িয়ে দিয়েছে। আমার মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। আমি নিজের সঙ্গে কারও তুলনা করি না। কিন্তু যখন টেনিস বিশ্বের অন্যতম সেরাদের নিয়ে আলোচনায় আমার নাম উঠে আসে, তখন ভাল লাগে। কারণ আমি জানি যে এক একটি গ্র্যান্ডস্লাম জয়ের জন্য কতটা পরিশ্রম করি আমি।” 

তিনি আরও বলেন, ”আমি এখানেই থামতে চাই না। আমি নিজের টেনিস নিয়ে আত্মবিশ্বাসী। শারীরিক ও মানসিকভাবে আমি এখনও অনেক তরতাজা রয়েছি। বিশ্বের যে কােনও প্রতিপক্ষের বিরুদ্ধে যে কোনও গ্র্যান্ডস্লাম জয়ের ক্ষমতা রাখি আমি।”

গতকাল, গ্রিসের সিসিপাসের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নেমেছিলেন সার্বিয়ান টেনিস তারকা। খেলার ফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)। প্রথম সেট সহজভাবে জিতে গেলেও পরের ২ সেটে কঠিন লড়াইয়ের সামনে পড়তে হয় জোকারকে। দ্বিতীয় সেট ও নির্ণায়ক সেট দুটোই টাইব্রেকারে গড়ায়। কিন্তু জোকারের অভিজ্ঞতার সামনে শেষ পর্যন্ত হার স্বীকার করে নিতে হয় ১১ বছরের ছোট স্তেফানোসকে। উল্লেখ্য, ২০০৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হন সার্বিয়ান টেনিস তারকা জকোভিচ। তা ছিল কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়। এরপর ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে রড লেভার এরিনায় পরপর খেতাব জেতেন। তিনিই যে অস্ট্রেলিয়ান ওপেনের এক ও অদ্বিতীয় সম্রাট, তা আরও একবার বুঝিয়ে দিলেন নোভাক। 

এছাড়া অন্যান্য গ্র্যান্ডস্লামের মধ্যে ২ বার ফরাসি ওপেন, ৭ বার উইম্বলডন ও ৩ বার ইউএস ওপেন জিতেছেন জোকার। এদিকে, মহিলাদের টেনিসে প্রথমবার গ্র্যান্ডস্লাম জিতলেন আরিয়ানা সাবালেঙ্কা। তিনি হারিয়ে দেন এলেনা রাবাকিনাকে। খেলার ফল সাবালেঙ্কার পক্ষে ৪-৬, ৬-৩, ৬-৪।

আরও পড়ুন: ”মনে রাখার মত দিন’, শেফালিদের দরাজ সার্টিফিকেট দ্রাবিড়ের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here