Home আপডেট Ram Navami 2024: শর্ত আরোপ করে হাওড়ায় পুরনো পথেই রাম নবমীর মিছিলের অনুমতি আদালতের

Ram Navami 2024: শর্ত আরোপ করে হাওড়ায় পুরনো পথেই রাম নবমীর মিছিলের অনুমতি আদালতের

Ram Navami 2024: শর্ত আরোপ করে হাওড়ায় পুরনো পথেই রাম নবমীর মিছিলের অনুমতি আদালতের

[ad_1]

একাধিক শর্ত আরোপ করে পুরনো পথেই হাওড়ায় রাম নবমীর মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, ২০০ জনের বেশি মানুষ মিছিলে অংশগ্রহণ করতে পারবেন না। তার পরই রাজ্য পুলিশের পক্ষে মিছিল নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে তারা কেন্দ্রীয় বাহিনী চাইতে পারবে।

সোমবার মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, রাম নবমীর মিছিলে নিরাপত্তা দেওয়ার জন্য পর্যাপ্ত বাহিনী তাদের কাছে নেই। তাছাড়া গতবার ওই মিছিলকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল। তার NIA তদন্ত চলছে। NIA ১১ জনকে গ্রেফতার করেছে। এবছর একই পথে মিছিল হলে ফের অশান্তি হতে পারে।

একথা শুনে বিচারপতি বলেন, মিছিলে ২০০ জনের বেশি অংশগ্রহণ করতে পারবেন না। তার পরও যদি পুলিশ মিছিল নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে কিছু বলার নেই। বাহিনী কি সব ভোটের কাজে চলে গেছে না কি? তেমনটা হলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে মিছিলের ২৪ ঘণ্টা আগে বাহিনী চাইতে হবে রাজ্য পুলিশকে। সেই মতো নিরাপত্তার ব্যবস্থা করবে কেন্দ্রীয় বাহিনী।

আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মিছিলে ২০০ জনের বেশি অংশগ্রহণ করলে দায়ী থাকবেন আয়োজকরা। মিছিলে কোনও অস্ত্র ব্যবহার করা যাবে না। মিছিল থেকে প্ররোচনামূলক কোনও স্লোগান দেওয়া যাবে না। মিছিলে ১টাই গাড়ি থাকবে। সেই গাড়িতে থাকবে রামচন্দ্রের মূর্তি।

আগামী ১৭ অগাস্ট রাম নবমী উপলক্ষে হাওড়ার শিবপুরে মিছিল করতে চেয়ে অনুমতি চেয়েছিল বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। কিন্তু গত বারের হিংসার কারণ দেখিয়ে আবেদন খারিজ করে দেয় পুলিশ। এর পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আবেদনকারীরা।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here