Home আপডেট Sandeshkhali Update: শাহজাহানদের বিরুদ্ধে CBIএর ই-মেইল আইডে জমা পড়ল বস্তা বস্তা অভিযোগ

Sandeshkhali Update: শাহজাহানদের বিরুদ্ধে CBIএর ই-মেইল আইডে জমা পড়ল বস্তা বস্তা অভিযোগ

Sandeshkhali Update: শাহজাহানদের বিরুদ্ধে CBIএর ই-মেইল আইডে জমা পড়ল বস্তা বস্তা অভিযোগ

[ad_1]

আদালতের নির্দেশে সন্দেশখালিতে জমি দখল ও নারী নির্যাতনের ঘটনার তদন্ত শুরু করেছে CBI. ই-মেইল আইডি খুলে তাতে অভিযোগ জমা দিতে অনুরোধ করেছে আক্রান্তদের। সেই ই-মেইল আইডিতে শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে ৫ দিনে জমা পড়ল ২১৭টি অভিযোগ। সিবিআই সূত্রে খবর, এই অভিযোগের প্রায় ৮০ শতাংশ জমি ও জমি দখল সংক্রান্ত।

সিবিআইয়ের ই-মেইল আইডিতে অভিযোগ

গত বুধবার সন্দেশখালিতে জমি দখল ও নারী নির্যাতন সংক্রান্ত সমস্ত অভিযোগের তদন্তভার সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। নির্দেশে আদালত জানায়, সিবিআইয়ের কাছে সরাসরি অভিযোগ করতে পারবেন আক্রান্তরা। সেজন্য সিবিআইকে একটি আলাদা ই-মেইল আইডি চালু করতে হবে। নির্দেশ পেয়ে পরদিনই ইমেইল আইডি চালু করে সিবিআই। রবিবার পর্যন্ত সেই ই-মেল আইডিতে ২১৭টি অভিযোগ জমা পড়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

নির্দেশে আদালত জানিয়েছে, সন্দেশখালিতে যে সব অভিযোগ জমা পড়বে তার তদন্তে যে কোনও পদমর্যাদার পুলিশ আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে পুলিশকে।

সিবিআই তদন্তের নির্দেশ আদালতের

আদালতের এই নির্দেশ রাজ্য পুলিশের ওপর সম্পূর্ণ অনাস্থা প্রকাশ বলে মনে করছেন আইনজ্ঞরা। তাদের কথায়, সাধারণত পুলিশের কাছে আগে থেকে দায়ের FIRগুলিকে CBIকে হস্তান্তরের নির্দেশ দেয় আদালত। অথবা সিবিআইকে আলাদা করে FIR দায়ের করতে নির্দেশ দেন বিচারপতিরা। কিন্তু এক্ষেত্রে আক্রান্তরাই গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানাতা পারবেন বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

বলে রাখি, সম্প্রতি একাধিক মামলায় আদালত কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের নির্দেশ দিলেও রাজ্য পুলিশ তাদের নথি হস্তান্তর করেনি বলে অভিযোগ উঠেছে। এমনকী নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিতে গড়িমসি করার অভিযোগ উঠেছে খোদ রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে। যার জেরে আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে তাঁকে।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here