Homeপাঁচমিশালিরহস্যময় 'রামেশ্বরম' ~ জেনে...

রহস্যময় ‘রামেশ্বরম’ ~ জেনে নিন এর গোপন কাহিনী

ওয়েব ডেস্কঃ  আমরা জানি ভারতীয় ইতিহাসে বদ্রীনাথ ধাম, দ্বারকা, জগন্নাথ পুরী আর রামেশ্বরম ধামকে চারধাম হিসাবে বর্ণনা করা হয়। আজ আমি আপনাকে রামেশ্বরম ধামের অদ্ভুত রহস্যর কথা বলব যার জন্য আপনার জীবনকালে অবশ্যই আপনি রামেশ্বরধাম দর্শন করার কথা চিন্তা করবেন। এটি হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান যা তামিলনাড়ুর রামনাথপুরম জেলায় অবস্থিত। এখানে স্থাপিত শিবলিঙ্গ বারোটি জ্যোতির্লিঙ্গের একটি বলে মানা হয়। ভারতের উত্তরে কাশীর যে ধর্মীয় প্রভাব, দক্ষিণে রামেশ্বরমেরও সেই একই প্রভাব। এটি চেন্নাই থেকে ৪২৫ কিমি দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। উপরের দিক থেকে দেখলে এটি হিন্দু মহাসাগর আর বঙ্গোপসাগর দ্বারা চারদিক দিয়ে ঘেরা একটি শঙ্খ আকৃতির দ্বীপ। বহু আগে এটি ভারতের মুখ্য ভূমির সাথে একত্রিত ছিল। কিন্তু সাগর এর চারদিকে আস্তে আস্তে নিজের প্রভাব বিস্তার করে এক মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন করে দেয়।

Related image

ভগবান রামচন্দ্র এখানে লঙ্কা যাবার পূর্বে এক পাথরের সেতু নির্মাণ করেছিলেন যার দ্বারা বানর সেনা লঙ্কা পৌঁছে বিজয় প্রাপ্ত হয়। পরে বিভীষণের অনুরোধে রামচন্দ্র ধনুষকোটি নামের একটি জায়গায় এই সেতুটি ভেঙে দিয়েছিলেন। আজও ত্রিশ মাইল লম্বা এই সেতুটির ভগ্নাংশ সাগরে দেখা যায়। রামেশ্বরম এর মন্দির ভারতীয় শিল্পকলা ও সংস্কৃতির এক অদ্ভুত নমুনা বহন করছে। এর প্রবেশ দ্বার লক্ষ্য করলে দেখা যায় এটি চল্লিশ ফুট উচ্চ এবং রামনাথয়ের চারদিকে পরিক্রমা করার জন্য তিনটি প্রাকার নির্মিত। এর মধ্যে তৃতীয় প্রাকারটি একশত বছর আগে নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এই প্রাকারটি চারশো ফুটেরও অধিক লম্বা ও পাঁচ ফুট সুউচ্চ। একদিকে পাথর নির্মিত লম্বা থাম রয়েছে। এই প্রাকার আর মন্দিরটির মধ্যে এরকম কয়েকশো বিশাল থাম রয়েছে যেগুলি দেখতে সবকটি একই ধরণের প্রায়। কিন্তু প্রতিটি থামের উপরে অঙ্কিত চিত্রগুলি প্রতিটি একটির থেকে আরেকটি আলাদা এবং দেশবিদেশের পর্যটকরা এগুলির নির্মাণ শৈলি ও সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়।

Related image

সবথেকে অবাক করার বিষয়টি হল এখানে এই মন্দিরের আশেপাশে বা দূরবর্তী কোন পাহাড় নেই যেখান থেকে পাথর সহজেই এখানে নিয়ে আসা যায়। গন্ধমাদন পর্বত আসলে নামমাত্র একটি পর্বত। আসলে ওটি একটি টিলা আর প্রয়োজনীয় পাথরের সংস্থানের জন্য যথেষ্ট নয়। এরকম মানা হয় যে এখানে যে কয়েক লক্ষ টন পাথরের ব্যবহার, তা বহু দূর থেকে নৌকা করে এখানে নিয়ে আসা হয়েছে।রামনাথপুরমে একটি কালো পাথর রাখা রয়েছে যা মনে করা হয় রামচন্দ্র কেবটরাজাকে তাঁর রধাজতিলকের সময় চিহ্ন হিসাবে দিয়েছিলেন। রামেশ্বরমে যাত্রীগণ যাবার আগে এই কালো পাথরটি দেখার জন্য রামনাথপুরমে যান। রামনাথপুরম, রামেশ্বরম থেকে ৩৩ মাইল দূরে অবস্থিত।

Related image

এবার রামেশ্বরম ধামের স্থাপনের বিষয় কিছু কথা বলি।যখন শ্রী রাম রাবণের বধ করার পরে বিজয়ী হয়ে অযোধ্যা ফিরছিলেন, তখন তিনি সমুদ্রের এই পারে গন্ধমাদন পর্বতে থেমে প্রথম বিশ্রাম করেছিলেন। তাঁর সাথে সীতাদেবী এবং অন্যান্যরাও ছিলেন। তাঁর আগমনের খবর পেয়ে বিভিন্ন ঋষিমুনিরা তাঁর দর্শনের জন্য ওখানে পৌঁছেছিলেন। তখন রামচন্দ্র তাঁদের বলেন যে তাঁর উপর ব্রক্ষ হত্যার পাপ লেগেছে এবং এই ব্রক্ষহত্যার পাপ থেকে মুক্তির উপায় কী। তখন সব ঋষিরা তাঁকে এই পরামর্শ দেন যে তিনি যদি কোন শিবলিঙ্গ স্থাপন করে তার পুজো করেন তাহলে তাঁর সকল পাপমুক্তি হবে। মুনিঋষিদের থেকে এই বিসয় জানার পরে তিনি মহাবীর হনুমানকে বলেন কৈলাস পর্বতে গমন করে সেখান থেকে শিবলিঙ্গ নিয়ে আসতে। কিন্তু হনুমান সেখানে শিবের দর্শন না পেয়ে শিবের তপস্যা করতে থাকেন। সেখানে হনুমানের তপস্যায় প্রসন্ন হয়ে শিব তাঁকে দর্শন দেন এবং শিবলিঙ্গ পেয়ে হনুমান পুনরায় গন্ধমাদন পর্বতে পৌঁছে যান।

Related image

এই ঘটনায় প্রচুর সময় ব্যয়িত হয় এবং সঠিক সময়ের মধ্যে লিঙ্গস্থাপন না হবার আশঙ্কায় সকল মুনিঋষিগণ রামচন্দ্রের কাছে শিবলিঙ্গ স্থাপনের জন্য যত শীঘ্র সম্ভব অনুরোধ করেন।তখন সীতাদেবী বালুকা দ্বারা লিঙ্গ তৈরী করে বিধিসম্মত ভাবে তাই স্থাপন করে দিলেন। মহাবীর হনুমান তাঁর ফিরে আসার পূর্বেই লিঙ্গস্থাপনের ঘটনায় অত্যন্ত দুঃখিত হয়ে পরেন এবং তখন শ্রী রামচন্দ্র তখন অত্যন্ত স্নেহভরে তাঁকে লিঙ্গস্থাপনের কারণ বর্ণনা করেন। তবুও মহাবীর সম্পূর্ণ সন্তুষ্ট না হওয়ায় রামচন্দ্র তাঁকে বলেন বালুকা নির্মিত লিঙ্গটি তুলে ফেলে দিতে যাতে সেখানে তাঁর আনা পাথরের লিঙ্গটি প্রতিষ্ঠা করা যায়।

Image result for original rameswaram images

শ্রী রামচন্দ্রের কথায় মহাবীর ওই লিঙ্গটি তুলে ফেলার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পরেন কিন্তু লিঙ্গটির থেকে নিজেই ধাক্কা খেয়ে তিন কিলোমিটার দূরে গিয়ে পরেন এবং মূর্ছা যান। বহুক্ষণ পরে জ্ঞান ফিরলে তিনি স্বয়ং রামচন্দ্রকে সামনে পান এবং তাঁর মধ্যে পরম ব্রক্ষকে দর্শন করেন। মহাবীরের খুব আত্মগ্লানি হয় আর অনুশোচনায় তিনি শ্রী রামের চরণাশ্রিত হন। তিনি ভাববিহ্বল হয়ে শ্রী রামের স্তূতি করেন আর ভগবান রামচন্দ্র তাঁকে বোঝান যে নিজের কর্মফলের জন্য তাঁকে এত কষ্ট পেতে হল।

Related image

শ্রী রামচন্দ্র বলেন যে তাঁর দ্বারা স্থাপিত ওই লিঙ্গটি দুনিয়ার কোন শক্তি তুলে ফেলতে পারবে না।হনুমান আনা কৈলাস থেকে শিবলিঙ্গটিকেওও ওখানেই রামচন্দ্র স্থাপন করেন এবং তার নাম রারাখেন হনুমতেশ্বর।যার জন্য হনুমান অত্যন্ত সন্তুষ্ট হন। এটি আগে একটি ছোট ঝুপড়ির মধ্যে একজন সাধুর দেখভালে ছিল কিন্তু পরে বারোশ শতাব্দীতে শ্রী রামনাথস্বামী, শ্রী বিসলকোষ চারদিকে গর্ভগৃহের নির্মাণ করেন। এই মন্দিরের গর্ভগৃহে স্তাপিত লিঙ্গটি স্বয়ং ভগবান দ্বারা স্থাপিত বলে মনে করা হয়। এটি কোন সাধারণ মন্দির নয়। বরং ধর্ম আর আস্থার এক অসাধারণ মেলবন্ধন বলে মনে করা হয়। প্রতিবছর অগণিত মানুষ এই মন্দির দর্শনে আসেন। কথিত আছে যে ভক্ত গঙ্গাজল দ্বারা এই লিঙ্গ স্নান করাতে পারেন তিনি জীবনমৃত্যুর কালচক্র থেকে মুক্ত হয়ে যান আর পরম মোক্ষপ্রাপ্তি হয়।

Related image

 

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

‘জিতেগা দিল্লি, জিতেগা কেজরিওয়াল’, দিল্লিতে আইপিএলের ম্যাচে উঠল স্লোগান

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে...

HS 2024 Result Today: রাত পেরোলেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ! HT বাংলায় এক ক্লিকেই দেখুন রেজাল্ট

শুধুমাত্র এই রাতটার ফুরোনোর অপেক্ষা, তারপরই উচ্চমাধ্যমিকের রেজাল্ট...

মোটামুটি শান্তিতে কাটল তৃতীয় দফা, ভোটের হার ৬২.৮৭%  

ডেস্ক: মোটামুটি শান্তিপূর্ণ ভাবে শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

WBCHSE HS 2024 Result: একটু পরেই উচ্চমাধ্যমিক ফলপ্রকাশ হবে, কীভাবে নিজের রেজাল্ট দেখবেন? জানুন এখানে

উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের সকালটা চলে এল। আর কয়েক ঘণ্টার অপেক্ষা পরেই ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করা হবে। রীতি মেনে প্রথমে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর ১ টায় সেই সাংবাদিক বৈঠক হবে। তারপর দুপুর ৩ টে থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা...

‘জিতেগা দিল্লি, জিতেগা কেজরিওয়াল’, দিল্লিতে আইপিএলের ম্যাচে উঠল স্লোগান

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে আইপিএল ম্যাচ চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে বেশ কয়েকজন দর্শক স্লোগান দিলেন। হুলুদ জার্সি পরে স্লোগন দিতে দেখা গেল আম আদমি পার্টির সর্মথকদের। ‘জিতেগা দিল্লি, জিতেগা কেজরিওয়াল’ এই ছিল তাদের মূল স্লোগান। জার্সির সামনে দিল্লির মুখ্যমন্ত্রীর...

HS 2024 Result Today: রাত পেরোলেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ! HT বাংলায় এক ক্লিকেই দেখুন রেজাল্ট

শুধুমাত্র এই রাতটার ফুরোনোর অপেক্ষা, তারপরই উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। তবে রাত পেরিয়ে সকাল হলেই যে রেজাল্ট ঘোষণা করা হবে, তা নয়। উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে পড়ুয়াদের। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আজ (বুধবার) দুপুর ১ টায় আনুষ্ঠানিকভাবে...

মোটামুটি শান্তিতে কাটল তৃতীয় দফা, ভোটের হার ৬২.৮৭%  

ডেস্ক: মোটামুটি শান্তিপূর্ণ ভাবে শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব। মঙ্গলবার ভোট পড়ার হার ৬২.৮৭ শতাংশ। এ দিনের ভোটের পর দেশের ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে  ভোটগ্রহণ সম্পূর্ণ হল। লোকসভার ২৮২টি আসনে ভোট নেওয়া হল। এ দিন সবচেয়ে বেশি ভোট পড়েছে অসমে। সে...

ICSE-ISC Result 2024: আইসিএসই, আইএসসিতে নজর কাড়ল শিলিগুড়ি-জলপাইগুড়ি, বিহার থেকে বাংলায় পড়তে এসে ফাটাফাটি রেজাল্ট

ISCE -তে ভালো রেজাল্ট হল শিলিগুড়িতে। শিলিগুড়ির সেন্ট মাইকেলস স্কুলের দুই ছাত্র মানব মোতানি ও বিবেক আগরওয়াল নজরকাড়া রেজাল্ট করেছে। দুজনেই ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে। তারাই দার্জিলিং জেলার সম্ভাব্য প্রথম হিসাবে মনে করা হচ্ছে। তবে তারা দুজনেই আদপে বাংলার বাসিন্দা নন। তাঁরা শিলিগুড়ির স্কুলের বোর্ডিংয়ে থাকত।...

Abhijit Ganguly: আমার নামে সুপ্রিম কোর্টে বলতে গেছিল, দুই গালে থাবড়া খেয়ে এসেছে: অভিজিৎ গাঙ্গুলি

সুপ্রিম কোর্টে SSC মামলার শুনানিতে তাঁর নাম ওঠায় শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারের শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের কথা বলে হাইকোর্টের রায়কে পক্ষপাতদুষ্ট বলে উল্লেখ করার চেষ্টা করেছিলেন কয়েকজন আইনজীবী। সেজন্য প্রধান বিচারপতি ডিওয়াই...

Sheikh Shahjahan: ‘কিচ্ছু হবে না, ছাড়ো!’ পুলিশ ভ্য়ানে আগের মেজাজে শাহজাহান, উঠল জয় বাংলা স্লোগান

শেখ শাহাজাহান। মঙ্গলবার প্রিজন ভ্য়ানের জানালায় আবার সেই শাহজাহানকেই দেখা গেল আগের মেজাজে। এদিন আদালত চত্বরেই তিনি আত্মীয় পরিজনদের সঙ্গে কথাবার্তা বলেন। কার্যত কিছুটা হলেও ফের সেই আগের মেজাজে দেখা যায় শেখ শাহজাহানকে। প্রিজন ভ্য়ানের জানালা দিয়ে আত্মীয়দের দিকে হাত বাড়়িয়ে দেন শেখ শাহজাহান। আত্মীয় স্বজনরা...

HS 2024 Result Declaration: আগামিকাল উচ্চমাধ্যমিকের রেজাল্ট! অনলাইনে কখন ও কোথায় দেখবেন? কীভাবে দেখতে হবে?

আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তারপর উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে।উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আজ (বুধবার) দুপুর ১ টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। তারপর দুপুর ৩ টে থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। পড়ুয়ারা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ থেকে...

Modi on sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে ‘চোখে জল এসেছিল’ মোদীর, রেখার প্রশংসা, চুপ থাকলেন ভিডিয়ো নিয়ে

সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্রের ভুয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে সন্দেশখালির ঘটনা নিয়ে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, বাংলায় পরিবর্তনের ক্ষেত্রে প্রস্তুত। শুধু সময়ের অপেক্ষা। আর এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নারীরা। বাংলায় নারীদের উৎপীড়নের জবাব নারীরাই...

WB HS Vocational Result 2024: কীভাবে দেখবেন ভোকেশনাল রেজাল্ট, ডাউনলোড করার পদ্ধতিটা জানুন

ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিকাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল এইচএস ভোকেশনাল রেজাল্ট প্রকাশিত করা হয়েছে।  কীভাবে WB HS Vocational Result 2024 অনলাইন কীভাবে দেখবেন সেটা জেনে নিন। sctvesd.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে হবে। মোবাইল অ্যাপের মাধ্য়মেও রেজাল্ট দেখা যাবে।...

Newborn baby death: ইসলামপুরে একসঙ্গে জন্মেছিল ৫ শিশু, মৃত্যু ৪ জনের, আশঙ্কাজনক পঞ্চম

২ বা ৩ নয়, একসঙ্গে ৫ কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন প্রসূতি। তাতে বেজায় খুশি হয়েছিলেন পরিবারের সদস্যরা। একসঙ্গে এতগুলি শিশুর জন্ম দেওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। তা দেখতে হাসপাতালে ভিড় জমিয়ে ছিলেন কৌতূহলী মানুষ। তবে সেই খুশি দীর্ঘস্থায়ী হল না। ২৪ ঘণ্টার মধ্যে...

Abhishek Banerjee on SSC Scam: BJP-র ‘বিস্ফোরক নিষ্ক্রিয়’, SSC মামলায় আপাতত ২৫৭৫৩ চাকরি বাঁচতেই হুংকার অভিষেকের

এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় আপাতত ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল হচ্ছে না। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় পুরো প্যানেল বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে ভারতের প্রধান বিচারপতি...