Home আপডেট Sealdah-Sector V Metro: শিয়ালদা- সেক্টর ফাইভ মেট্রোতে আরও গতি, অফিস যাওয়া আরও সহজ, বদলাচ্ছে সময়সূচি

Sealdah-Sector V Metro: শিয়ালদা- সেক্টর ফাইভ মেট্রোতে আরও গতি, অফিস যাওয়া আরও সহজ, বদলাচ্ছে সময়সূচি

Sealdah-Sector V Metro: শিয়ালদা- সেক্টর ফাইভ মেট্রোতে আরও গতি, অফিস যাওয়া আরও সহজ, বদলাচ্ছে সময়সূচি

[ad_1]

শিয়ালদা থেকে সেক্টর ফাইভ। অত্যন্ত জনপ্রিয় রুট। এই রুট যেন অফিসযাত্রীদের কাছে পড়ে পাওয়া চোদ্দ আনা। ট্রেন থেকে নেমে একবার মেট্রোতে চেপে পড়তে পারলেই হল। সোজা অফিস। তবে সোমবার থেকে অফিসযাত্রীদের জন্য় এই রুটে আসছে বিরাট সুবিধা। আর সহজ হবে অফিস যাত্রা। 

সূত্রের খবর, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অটোমেটিক ট্রেন অপারেশন মুডে চালানো হবে মেট্রো। এর জেরে এই রুটে আরও গতি আসবে মেট্রোর। যার জেরে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোতে যেতে আরও কম সময় লাগবে। আর লেট মার্ক পড়বে না অফিসে। 

শনিবার আগের রুটিন মেনেই মেট্রো চলবে। তবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এবার মেট্রোর সূচিতে বদল আসছে। আরও দ্রুততার সঙ্গে মেট্রো পৌঁছে যাবে গন্তব্যে।

সূত্রের খবর, নয়া এই ব্যবস্থায় মেট্রোর গতি আগের তুলনায় কিছুটা বাড়বে। অর্থাৎ আগে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যাওয়ার জন্য় সময় লাগত ২০ মিনিট। এখন শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র ১৭ মিনিট। তবে ফেরার পথে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত আসতেও কম সময় লাগবে। আগে এই রুটে আসতে সময় লাগত ২০ মিনিট। বর্তমানে ১৮ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে। 

এবার বর্তমান সময় সূচিটা একবার দেখে নিন। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত শিয়ালদা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। অন্যদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী যে মেট্রো সেটা ছাড়বে সকাল ৭টার বদলে ৭টা ৫ মিনিটে। অন্য়দিকে শিয়ালদা থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে। আর  সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা বেজে ৪০ মিনিটে। 

তবে মেট্রোর এই নয়া ব্যবস্থার জেরে কিছুটা হলেও সময় বাঁচবে যাত্রীদের। আরও দ্রুততার সঙ্গে পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। অনেক ক্ষেত্রে দেখা যায় ২-৩ মিনিটের এদিক ওদিক হলেই পুরো রুটিন বিগড়ে যায়। সেক্ষেত্রে এই রুটে কিছুটা হলেও আগে পৌঁছন যাবে। সব মিলিয়ে অফিস যাত্রীদের জন্য সুখবর। 

সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই নয়া ব্যবস্থা চালু থাকবে। অর্থাৎ মূলত সপ্তাহের এই পাঁচদিনই অফিস থাকে। সেকারণে এই পাঁচদিনে বিশেষ ব্যবস্থা চালু হচ্ছে এই রুটে। তবে শনিবার আপাতত এই রুটে আগের মতোই মেট্রো চলবে। 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here