Home ঘুরে আসি Sidhabari: যেতে হবে না লাদাখ, ঘরের কাছেই রয়েছে মিনি প্যাংগং লেক | কলকাতার কাছেই মিনি প্যাংগং লেক সপ্তাহান্তের ছুটির সেরা ঠিকানা

Sidhabari: যেতে হবে না লাদাখ, ঘরের কাছেই রয়েছে মিনি প্যাংগং লেক | কলকাতার কাছেই মিনি প্যাংগং লেক সপ্তাহান্তের ছুটির সেরা ঠিকানা

Sidhabari: যেতে হবে না লাদাখ, ঘরের কাছেই রয়েছে মিনি প্যাংগং লেক | কলকাতার কাছেই মিনি প্যাংগং লেক সপ্তাহান্তের ছুটির সেরা ঠিকানা

[ad_1]

Travel

oi-Bahni Sanyal Dutta

Google Oneindia Bengali News

প্যাংগং হ্রদ। ভ্রমণ প্রেমীদের কাছে স্বর্গ বললে ভুল হবে না। আর ভারত-চিন সংঘাতের জেরে প্যাংগং হ্রদ তো আরও জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। কাচের মতো স্বচ্ছ জল। তাতে পাহাড়ের প্রতিচ্ছবি। অসাধারণ সেই সৌন্দর্য। কিন্তু জানেন কি কলকাতার কাছেই রয়েছে মিনি প্যাংগং লেক। যেতে হবে দূরের লাদাখে। কোথায় জেনে নিন।

লাদাখের নৈসর্গিক সৌন্দর্যের জন্য প্যাংগং হ্রদ জনপ্রিয়। এবার কলকাতার কাছেই ঘুরে আসুন এমনই এক মিনি প্যাংগং হ্রদ থেকে। যার সৌন্দর্য কোনও অংশেই কম নয়। মাত্র ২ দিনের ছুটিতেই সেখান থেকে ঘুরে আসা যায়। তার জন্য আসতে হবে পশ্চিম বর্ধমানের একেবারে শেষ প্রান্তে জায়গাটির নাম সিধাবাড়ি।

Sidhabari

ছবি সৌ:ফেসবুক

Chandramani Eco Tourism Park: হাতে দু'দিন ছুটি? চলে আসুন কলকাতার কাছেই বর্ষা ভেজা গ্রামীণ হোম স্টেতেChandramani Eco Tourism Park: হাতে দু’দিন ছুটি? চলে আসুন কলকাতার কাছেই বর্ষা ভেজা গ্রামীণ হোম স্টেতে

মাইথন জলাধারে ঘেঁসেই রয়েছে এই জায়গাটি। মাইথন জলাধারের তিনদিকে পাহাড়। জলাধারের কাছেই একটি দ্বীপের মতো হয়ে রয়েছে। শীতকালে সিধাবাড়ি জনপ্রিয় পিকনিক স্পট। স্থানীয় এঅনেকেই আসেন এখানে পিকনিক করতে। বাধের ধার ঘেঁসে অসংখ্য গাছ সাগানো রয়েছে। সেখানে নৌকায় বেড়ানোর ব্যবস্থাও রয়েছে।

সামনে সুবিশাল জলাধার, নীল জলরাশি। আর জলাধারের তিন দিকের পাহাড়। যদিও মাইথনে যেখানে পর্যটকরা বেশি ভিড় করেন এটা সেদিকে নয়। এটি উল্টো দিক। এখানে এলে মনে হবে আপনি লাদাখের প্যাংগং হ্রদে পৌঁছে গিয়েছেন। জলাধারের নীল জলরাশি পাড়ে ঢেউয়ের মতো এসে ধাক্কা খাচ্ছে। অনেকটা সৈকতের মতো দেখাবে। যেমনটা প্যাংগং হ্রদে দেখা যায়।

Sidhabari

ছবি সৌ:ফেসবুক

মিনি লোনাভলা, চলে আসুন কলকাতার কাছে এই লোকেশনেমিনি লোনাভলা, চলে আসুন কলকাতার কাছে এই লোকেশনে

মাঝে আবার একটা ঝাউবন রয়েছে। পাড়ের দিগন্ত বিস্তৃত জলরাশির কাছে অনেকটা দ্বীপের মতো দেখায়। এতোটাই স্বচ্ছ এখানে জল থেকে জলের নীচের মাটিটি দেখা যায়। এর কাছাকাছি আবার বাতান বাড়ি রয়েছে। এখানে দেখার অনেক কিছু রয়েছে। বড়ন্তি, গড়পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড়। আবার ঝাড়খণ্ডের দিক থেকেও এই সিধাবাড়িতে আসা যায়।

Kanaisahar Hill: বর্ষার আবাহনে হয় পাহাড়পুজো, আশ্চর্য এই উৎসব দেখতে চলে আসুন কানাইসরেKanaisahar Hill: বর্ষার আবাহনে হয় পাহাড়পুজো, আশ্চর্য এই উৎসব দেখতে চলে আসুন কানাইসরে

English summary

Mini Pangong lake near Kolkata as weekend tourist spot

Story first published: Thursday, July 13, 2023, 0:22 [IST]

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here