Home ঘুরে আসি Upper Kumai: বর্ষায় কেমন দেখতে হয় ডুয়ার্সের প্রান্তর, চলে আসুন পাহাড়ি নদীর পাড়ে আপার কুমাইয়ে | মেঘ-কুয়াশার খেলা দেখতে চলে আসুন ডুয়ার্সের আপার কুমাইয়ে

Upper Kumai: বর্ষায় কেমন দেখতে হয় ডুয়ার্সের প্রান্তর, চলে আসুন পাহাড়ি নদীর পাড়ে আপার কুমাইয়ে | মেঘ-কুয়াশার খেলা দেখতে চলে আসুন ডুয়ার্সের আপার কুমাইয়ে

Upper Kumai: বর্ষায় কেমন দেখতে হয় ডুয়ার্সের প্রান্তর, চলে আসুন পাহাড়ি নদীর পাড়ে আপার কুমাইয়ে | মেঘ-কুয়াশার খেলা দেখতে চলে আসুন ডুয়ার্সের আপার কুমাইয়ে

[ad_1]

Travel

oi-Bahni Sanyal Dutta

Google Oneindia Bengali News

বর্ষা বলে কিন্তু কোনও ভাবেই ব্রাত্য হতে পারেন না উত্তরবঙ্গ। পাহাড়ে ধস, জঙ্গল বন্ধ। অনেকে প্রশ্ন করতেই পারেন তাহলে দেখবেন কি। ঘুরবেন কোথায়। কিন্তু বর্ষাতেই বরং দেখার অনেক সুন্দর জায়গা রয়েছে ডুয়ার্সে। তার মধ্যে একটা আপার কুমাই।

ডুয়ার্সের সে এক অদ্ভুত সুন্দর জায়গা। বর্ষা এখানে মোহময়। দিনভর এখানে মেঘ আর কুয়াশা হাত ধরাধরি করে খেলা করে। অসম্ভব সুন্দর আর মোহময় হয়ে এঠে ডুয়ার্সের এই ছোট্ট গ্রাম। রয়েছে ছোট্ট একটা পাহাড়ি ঝরনা। নদীর উপরে রয়েছে একটা ছোট্ট সেতু।

Upper Kumai

ছবি সৌ:ফেসবুক

Chandramani Eco Tourism Park: হাতে দু'দিন ছুটি? চলে আসুন কলকাতার কাছেই বর্ষা ভেজা গ্রামীণ হোম স্টেতেChandramani Eco Tourism Park: হাতে দু’দিন ছুটি? চলে আসুন কলকাতার কাছেই বর্ষা ভেজা গ্রামীণ হোম স্টেতে

ডুয়ার্সের আপার কুমাই বর্ষায় আরও সবুজ হয়ে ওঠে। গ্রামের পাশে পায়ে পায়ে হেঁটে ঘুরে নিন বেশ কিছুটা জায়গা। জঙ্গলের মধ্যে পড়বে বেশ কিছু ঝরনা। বর্ষার জলে সেগুলি আরও সতেজ হয়ে ওঠে। জঙ্গলের মধ্যেই রয়েছে পুরনো সব সমাধি ক্ষেত্র। এই গ্রামের ছেলে শহিদ হয়েছিলেন কারগিল যুদ্ধে। তার মূর্তি গড়া রয়েছে গ্রামের মাঠে।

তার কাছেই রয়েছে ছোট্ট একটা বাজার। এখানে প্রতিসপ্তাহে শনিবার করে হাট বসে। সেখানে স্থানীয় বাসিন্দারা তাঁদের পসরা সাজিয়ে বসেন। সেই হাটও দেখার মতো। সেখানে থাীকার সুযোগ যদি পান তাহলে অসাধারণ একটা জায়গা। এই গ্রামে থাকার একটাই হোমসটে।

Upper Kumai

ছবি সৌ:ফেসবুক

Barbil: রামধনু ঝরনা দেখতে চান, সপ্তাহান্তের ছুটিতে চলে আসুন বারবিলBarbil: রামধনু ঝরনা দেখতে চান, সপ্তাহান্তের ছুটিতে চলে আসুন বারবিল

সেখানে অনেকেই থাকতে পারেন। তার সঙ্গে উপরি পাওনা অসাধার বাগান। এখানে সুন্দর সুন্দর সব নাম না জানা পাহাড়ি গাছ রয়েছে। সেগুলি দেখতে অসাধারণ লাগে। ঘরের মধ্যেও রয়েছে অসংখ্য সব নাম না জামা সব গাছ। বাড়ির সামনে আবার ছোট্ট একটা চা বাগান আছে। সেই চা বাগানের চা দিয়েই এই হোম স্টেতে অতিথিদের আপ্যায়ণ জানানো হয়। সন্ধের পর বারান্দায় বসে দেখতে পাবেন দূরের ভুটান পাহাড়ের আসাধারণ দৃশ্য।

শিলিগুড়ি থেকে তিন ঘণ্টা সময় লাগে এখানে থাকতে। এখান থেকে রকি আইল্যান্ড, সুনতালখোলা সহ ডুয়ার্সের একাধিক পর্যটন কেন্দ্র অনায়াসে ঘুরে দেখা যায়। হোম স্টে থেকেই চাইলে বুকিং করে দেওয়া যায়। শেয়ারের গাড়িতে গেলে খরচ একটু কম পড়ে।

Bidyang Valley: পুজোয় অফবিট লোকেশনে যেতে চান? প্রকৃতির পসরা সাজিয়ে অপেক্ষা করছে বিদ্যাং ভ্যালিBidyang Valley: পুজোয় অফবিট লোকেশনে যেতে চান? প্রকৃতির পসরা সাজিয়ে অপেক্ষা করছে বিদ্যাং ভ্যালি

  • Travel: বর্ষার ঝিরঝিরে বৃষ্টি আর নির্জন দ্বীপ, কলকাতার কাছেই রয়েছে এমন জায়গা, জেনে নিন কোথায়
  • Bagbazar History: সত্যিই কি বাঘ থাকত বাগবাজারে? কী ছিল বাগবাজারের আসল নাম?
  • Travel: ভুট্টার রুটি আর কাশ্মীরি পায়েস, খাবারের লোভেই পর্যটকরা ভিড় করছেন ভূস্বর্গের এই জায়গায়
  • Travel: ঘিস নদীর পাড়ে সবুজ চা-বাগান, বেড়িয়ে আসুন ডুয়ার্সের মানাবাড়ি থেকে
  • Travel: বিশ্বের গভীরতম হোটেল জানেন কোথায় আছে, এখন দর্শনার্থীদের জন্য দুয়ার খোলা
  • Travel: সপ্তাহান্তের ছুটিতে প্রকৃতির সঙ্গে কাটাতে বেড়িয়ে আসুন কলকাতার কাছেই কোটরাখালি থেকে
  • Pregnancy Tourism: অদ্ভুত কাণ্ড! এখানে এলেই সন্তানসম্ভবা হয়ে যান তরুণীরা, ভিড় করছেন বিদেশিনীরা
  • Durga Puja Tour: পুজোর বেড়ানোর প্ল্যানিং করছেন? অপেক্ষা করছে সুন্দরী লুংসেল
  • Travel: বর্ষায় উথলে ওঠা নদী, সবুজ ঘাসের গালিচা পাতা বেনাপুর চরে কাটিয়ে আসুন কয়েক ঘণ্টা
  • Travel: বর্ষায় বন্ধ জঙ্গল, ডুয়ার্সে ঘুরে আসুন পশ্চিমবঙ্গের শেষ গ্রাম বিন্দু থেকে
  • Travel: ফুলের উপত্যকা, বর্ষায় বেড়িয়ে আসুন এই স্বর্গ রাজ্য থেকে
  • Travel: অজানা পাখির ডাকে ঘুম ভাঙবে এখানে, বেড়িয়ে আসুন পুরীর কাছে এই নেচার ক্যাম্প থেকে

English summary

Monsoon offbat tourist spot in Dooars

Story first published: Thursday, July 13, 2023, 0:39 [IST]

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here