Homeআপডেটবিজেপি শিবিরে নাম লিখিয়েই...

বিজেপি শিবিরে নাম লিখিয়েই সরাসরি ‘তোলাবাজ ভাইপো হঠাও’ বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শুভেন্দু……

বিজেপিতে যোগ দিয়েই  তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু অধিকারী। ডাক দিলেন ‘তোলাবাজ ভাইপো হঠাও’। শাসক দলে অভিষেকের নেতৃত্ব নিয়েই শুভেন্দুর সঙ্গে তৃণমূল নেতৃত্বের বিরোধ বলে শোনা গিয়েছিল। শুভেন্দু অধিকারীর এ দিনের ডাক থেকেই তা স্পষ্ট হল।শুধু অভিষেককেই নয়, দলত্যাগীদের নেত্রীর ‘বিশ্বাঘাতক’ বলেছেন। ১৯৯৮ সালে বিজেপির সঙ্গে তৃণমূলের জোটের প্রসঙ্গ তুলে এ দিন তার জবাব দেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘সেদিন বাজপেয়ীজির পা না ছুঁয়ে বেরনো যেত না। কে কার সহ্গে তাহলে প্রথম জোট করেছিল?’। তাঁর সাফ ঘোষণা, ‘গায়েত্রী দেবী আমার মা। তার বাইরে যদি মা বলতেই হয় তাহলে বিবেকান্দের কথা অনুসারে দেশ মাকে ভারত মাতা বলব।’ তোপ দাগেন ‘বহিরাগ’ নিয়েও। একই সঙ্গে অমিত শাহকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করেছেন শুভেন্দু।শুভেন্দু অধিকারী কবে তৃণমূল ছাড়বেন- তা নিয়ে গত কয়েকদিনে জল্পনা তুঙ্গে ছিল। দলে যে নন্দীগ্রামের বিধায়ককে রাখা যাবে না তা ক্রমশই বুঝতে পারছিলেন মমতা বন্দ্যোপাধ্যাও। তাই মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়েই মমতা বলেছিলেন দলের জন্মলগ্নের অব্যবহিত পরেই কাঁথিতে লড়েছিল তৃণমূল। সেই ভোটে দ্বিতীয় হয়েছিল দল। এই ইস্যুতেও প্রাক্তন দলের নেত্রীকে তুলোধনা করেন শুভেন্দু। রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘নেত্রীর ইঙ্গিত ছিল অধিকারী পরিবার। আমি বলছি সেবারের মত এবারও আপনারা দ্বিতীয় হবেন। বাংলায় পদ্ম ফুটবে।’বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। দলের একঝাঁক হেভিওয়েট কেন্দ্রীয় নেতৃত্বকে বাংলায় সংগঠন দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। এই ইস্যুতেই বাঙালি আবেগকে উস্কে ভিন রাজ্যের বিজেপি নেতৃত্বকে ‘বহিরাগত’ বলে দেগে  দিচ্ছি তৃণমূল। যা নস্যাৎ করে এ দিন জোড়া-ফুল শিবিরকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ‘সবাইকেই বহিরাগত বলা হচ্ছে। আগেও বলেছি, আজও বলছি। বহুত্ববাদ নষ্ট হতে দেব না। আমরা আগে ভারতীয়, পরে বাঙালি।’টেট থেকে বেকারত্ব, তোলাবাজি, দুর্নীতি থেকে রাজনৈতিক দাদাগিরি- একাধিক ইস্যুতে এ দিন মমতা সরকার ও তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু। তাঁর কথায়, ‘কেন্দ্র-রাজ্যে এক দলের সরকার না থাকলে উন্নয়ন হবে না। এতদিন সেই প্রমাণই পেয়েছি।’ কেন এতদিন কেন্দ্রীয় সামাজিক উন্নয়ন প্রকল্পের অর্থ রাজ্যবাসীকে ভোগ করতে দেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন একদা মমতা ঘনিষ্ট এই নেতা। মেদিনীপুরের কলেজ  মাঠে বক্তব্য পেশের আগেই অবশ্য তৃণমূল কর্মীদের উদ্দেশে চিঠি লিথে তাঁর দল ছাড়ার কারণ জানান শুভেন্দু অধিকারী। সেখানেই ‘তৃণমূল পচে গিয়েছে’ বলে দাবি করেন।শুক্রবার গাড়ি করে সড়ক পথে বাড়ি থেকে মেদিনীপুরে শাহের সভাস্থলে পৌঁছান শুভেন্দু অধিকারী। তাঁর হাতে পতাকা পদ্ম তুলে দেন অমিত শাহ। নতুন দলে যোগ দিয়েই শাহকে প্রশাংসায় ভরিয়ে দেন শুভেন্দু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘বড় দাদা’ বলে সম্বোধন করেন। জানান তাঁর সঙ্গে ২০১৪ সাল থেকে শাহের সম্পর্ক থাকলেও একবারও বিজেপিতে যোগ দানের প্রস্তাব দেননি। রাজনৈতিক সৌজন্যতার কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘কোভিডের সময় দলের পক্ষ থেকে কেউ তাঁর খোঁজ না নিলেও অমিত শাহ দু’বার আমাকের ফোন করে খোঁজখবর নিয়েছেন।’আদি বিজেপি কর্মীদের উদ্দেশে প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দুর আশ্বাস, ‘মাত্তবরি করতে বিজেপিতে আসিনি। খবরদাড়িও করব না। যা পার্টি বলবে তাই করব। যদি পতাকা লাগাতে বলে তাহলে তাই করব।’অর্থাৎ একদিকে প্রাক্তন দলের নেত্রী ও ভাইপোর বিরুদ্ধাচারণ, অন্যদিকে আদি বিজেপি কর্মীদের আশ্বস্ত করার মাধ্যমেই রাজনীতিতে নয়া ইনিংসের সূচনা করলেন শুভেন্দু অধিকারী।

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

Suvendu on Sandeshkhali: শুধু ভাইপো আর IPAC নয়, সন্দেশখালির ভিডিয়োর পিছনে হাত রয়েছে পুলিশেরও: শুভেন্দু

সন্দেশখালির ভিডিয়োর পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাক ছাড়াও...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Seikh Sahjahan: জমি দখল করে ২৬০ কোটি টাকার সম্পত্তি করেছে শেখ শাহজাহাঁ, আদালতে জানাল ইডি

সন্দেশখালির ভিডিয়ো নিয়ে শোরগোলের মধ্যেই আদালতে ইডির পেশ করা তথ্যে বিপদ আরও বাড়ল তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহাঁর। সোমবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতে জমি দখলের মামলার শুনানিতে ইডির আইনজীবী দাবি করেন, তদন্তকারীরা এখনো পর্যন্ত ২৬০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন যার পুরোটাই দুর্নীতির মাধ্যমে করেছে শেখ...

ভুয়ো অভিযোগ করিয়ে স্ত্রীকে জেলে ভরেছে পুলিশ, দাবি পাণ্ডুয়ায় আহত কিশোরের বাবার

গত সোমবার সকালে হুগলির পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণের কিশোর মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন গ্রেফতার রীতা বল্লভের স্বামী। ওই বিস্ফোরণে রীতাদেবী ও তাঁর স্বামী শুকদেব মণ্ডলের একমাত্র পুত্র রূপম ২টি হাতই উড়ে গিয়েছে। সোমবার চুঁচুড়ায় বিজেপি দফতরে এক সাংবাদিক বৈঠকে স্থানীয় বিজেপি প্রার্থী...

অভিযুক্তের নাম গোলাম শেখ বলে গ্রেফতার করছে না পুলিশ, সন্দেশখালিতে ফের জ্বলল বিক্ষোভের আগুন

রবিবারের পর সোমবারও ফের এক বার পুলিশের মহিলাদের বিক্ষোভে উত্তেজনা ছড়াল সন্দেশখালিতে। রবিবার তৃণমূল নেতা দিলীপ মল্লিককে মারধরের ঘটনায় গ্রেফতার ৪ বিজেপি কর্মীর মুক্তির দাবিতে সোমবার বিকেলে সন্দেশখালির বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল বাজারে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ, টাকা দিয়ে সন্দেশখালির মহিলাদের আন্দোলন...

Suvendu on Sandeshkhali: শুধু ভাইপো আর IPAC নয়, সন্দেশখালির ভিডিয়োর পিছনে হাত রয়েছে পুলিশেরও: শুভেন্দু

সন্দেশখালির ভিডিয়োর পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাক ছাড়াও হাত রয়েছে পুলিশের। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই ভিডিয়োয় বিজেপির সন্দেশখালি ২ নম্বর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের মুখে শোনা গিয়েছিল শুভেন্দুর নামও। এদিন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকেও চোর বলে দাবি করেন...

Egypt-Israel relations: ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের মাঠে মিশর, তলে তলে ইরানের সাথে ফন্দি

  Egypt-Israel relations: এবার ইসরায়েলের পিছনে পড়ল মিশর। ফিলিস্তিনিদের হয়ে এত কথা কেন বলছে দেশটা? শুধু তাই নয়, নেতানিয়াহুর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করে দিল। শুধুই কি ইসরাইলের উপর রাগ নাকি পুরোটাই কূটনৈতিক চাল? গাজার কথা কতটা ভাবছে মিশর? সাম্প্রতিক সময়, মিশরের সঙ্গে ইরানের বন্ধুত্বটাই কি এর আসল...

Calcutta High Court: বউবাজার বিস্ফোরণের অপরাধী খালিদের মুক্তিতে স্থগিতাদেশ প্রধান বিচারপতির বেঞ্চ

১৯৯৩ বউবাজার বিস্ফোরণকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপরাধী খালিদের মুক্তির ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ। ওই ঘটনার মূল অভিযুক্ত রশিদ খানের ছায়াসঙ্গী ছিল খালিদ।আরও পড়ুন: ফেক ভিডিয়ো তৈরির অভিযোগে ফের উত্তপ্ত সন্দেশখালি, TMC নেতাকে গণধোলাই মহিলাদেরপড়তে থাকুন: অপরাধীর নাম শেখ শাহজাহাঁ...

মোদীর অভিযোগের পরদিনই BJPর বিরুদ্ধে পালটা হুমকির অভিযোগে থানায় সন্দেশখালির মহিলা

সন্দেশখালির মহিলাদের তৃণমূলের গুন্ডারা হুমকি দিচ্ছে। প্রধানমন্ত্রীর এই অভিযোগের পরদিনই গুরুতর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সন্দেশখালির এক মহিলার দাবি, ধর্ষণের ‘ভুয়ো অভিযোগ’ তুলতে চাওয়ায় তাঁকে বাড়ি এসে হুমকি দিয়ে গিয়েছেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এমনকী থানায় গিয়ে নিরাপত্তা দাবি করেছেন তিনি।আরও পড়ুন:...

Ration Scam: রেশন দুর্নীতিতে ৮৭টা অভিযোগ পেয়েও চোখ কান বুজে বসেছিল পুলিশ, মানল রাজ্য সরকার

রেশন দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য পুলিশ। তাতে রাজ্যে রেশন দুর্নীতির ৮৭টি অভিযোগের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছে তারা। এই রিপোর্ট খতিয়ে দেখে আগামী ১৭ জুন আদালতে জবাব দেবে ইডি। ২৪ জুন পর্যন্ত রেশন দুর্নীতির ৬টি মামলায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ...

Israel-Hamas War: ভয়ঙ্কর চাপে ইসরায়েল, এক্ষুনি যুদ্ধ থামাতে হবে! যুক্তরাষ্ট্রের বড় দাবি

  Israel-Hamas War: বিশ্রী রকম চাপে জর্জরিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। টানাটানি হচ্ছে তাঁর গদি নিয়ে। এই মুহূর্তে গাজায় যুদ্ধ না থামলে কপাল পুড়তে পারে তাঁর। সেই চাপে, ভিতরে ভিতরে আলোচনা করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে। জো বাইডেন বলেই দিলেন, একটা শর্তে এক্ষুনি থেমে যাবে গাজা যুদ্ধ। স্বস্তি পাবে গাজার...

Abhijit Ganguly: পুলিশের দায়ের করা খুনের চেষ্টার মামলা চ্যালেঞ্জ করে আদালতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তাঁর বিরুদ্ধে পুলিশের দায়ের করা FIRকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্টে আবেদন করে FIR খারিজের দাবি জানিয়েছেন তিনি। মামলাটি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে বলে আবেদনটির।আরও পড়ুন:...

‘কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীপদ থেকে হঠানোর দাবি’, মামলা শুনলোই না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন। সেই তাঁকেই মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদন শুনতে নারাজ সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের সাফ জবাব, “আমরা এটা করতে পারি না।” আবেদনকারীর দাবি,...

মোদীর পাশে বিজেপি প্রতীক হাতে দাঁড়িয়ে ঠাট্টা-বিদ্রুপের শিকার নীতীশ কুমার

ডেস্ক: পটনায় জমজমাট রোডশো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর পাশে সারাক্ষণ বিজেপির প্রতীক হাতে মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মতাদর্শ যা-ই থাক, নীতীশ কুমারকে এ ভাবে দেখতে অভ্যস্ত নয় সাধারণ মানুষ, বিশেষ করে বিহারের জনসাধারণ। এই দৃশ্যের পর সমাজ মাধ্যমে...