Homeশারীরিক কিছু লক্ষণ, যা...

শারীরিক কিছু লক্ষণ, যা বিপদের সংকেত দিচ্ছে ~ সত্যি আপনি সুস্থ তো?……

ওয়েব ডেস্কঃ   মন পরিবর্তন শীল, তাই স্থির প্রতিজ্ঞ মন হলে সে অবস্থা ও পরিবেশের সাথে পরিবর্তন হয়। এমনকি বিশ্বাসের উপর ভিত্তি করে অনেকসময় পরিবর্তন হয়। কিন্তু শরীর? সেও পরিবর্তন হয় তবে হ্যাঁ, কারণ থাকলে, যেমন? সে বিপদের আগে সচেতন করে। আর লক্ষণ ইঙ্গিত করে দেয় যে, হ্যাঁ, সে বিপদের মুখে। কিন্তু সেইগুলি যদি আগে চিনে নিতে পারা যায়, তবে সমস্যা থাকে না।কিন্তু তারজন্য তো সেই নির্দিষ্ট চিহ্ন সম্পর্কে সেই গুলি কি? দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা, ছোট ছোট শারীরিক সমস্যা যা বিপর্যয় ঘটাতে পারে। আসুন তবে জেনে নেওয়া যাক কি কি সেই চিহ্নগুলি।

অকারণে ওজন কমে যাওয়া ঃ


সাধারণ ভাবে মানুষ নিত্যদিনে ব্যায়াম বা খাবার সংযোম করে নিজের ওজন কে নিয়ন্ত্রণ করে। কিন্তু যদি এমন দেখা যায় যে, নিয়ন্ত্রণ না করেও অকস্মাৎ ওজন কমছে, আর তা অল্প নয়, ৫ কেজি বা ১০কেজি, তবে বুঝতে হবে যে শরীরে রোগ বাসা বাঁধছে। যেমন,

  •  হতে পারে দেহে ক্যান্সার বাসা বেঁধেছে, যা দ্রুত ওজন কমিয়ে দেয়।
  • ডায়াবেটিস হলে ওজন কমে যায়।  
  • হাইপার থাইরয়ডিজম,অর্থাৎ থাইরয়েড গ্রন্থি থেকে বেশী হরমোন ক্ষরণ হলে ওজন কমে যায়। এতে হরমোন বিপাক বেড়ে যায়।
  • অত্যধিক অ্যালকোহল সেবন শরীরের ওজন কমিয়ে দেয়।
  • দীর্ঘমেয়াদী সংক্রমণ হলে বা ডিমনেশিয়া অর্থাৎ স্মৃতি নষ্ট হলে ওজন নষ্ট হয়।
  • ইটিং ডিস অর্ডার, এনোরেক্সিয়া নার্ভোসা ও বুলিমিয়া নার্ভোসা। এনোরেক্সিয়া নার্ভোসাতে ওজন কমে যায়।
  • এছাড়া, বিবিধ ঔষধ গ্রহণ, অন্ত্রের সমস্যা, আবার অনেকে স্টেরয়েড খেয়ে ওজন বেড়ে যায়, তারপর সেটাই তার ক্ষতি করে।

তবে যদি দেখা যায় যে, কোনভাবে ওজন ৩ মাসে ১/ ২ কিলো কমছে তখন, তাড়াতাড়ি ডাক্তারের সাথে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

Related image
 

দাঁত ও মাড়ির ক্ষয় ঃ

এই রোগ হলো পেরিওডেন্টাল ডিসিজ, যা ব্যাকটেরিয়া সংক্রমণ রোগ। নিয়মিত ধূমপান করলে দাঁতে আঠালো প্লাক জমে যা মাড়ি দূরে সরে যাওয়ার সমস্যাটি উৎপন্ন করে। দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকলে ও কলম বা পেন্সিল কামড়ানোর অভ্যাস থাকলে এমন হয়। দাঁতের এনামেল ছাড়াই মাড়ির ক্ষয় হয়। গ্যাস্ট্রিক, হার্টবার্নের রোগীদের ক্ষেত্রে তারা হয়ত নিজেরাও বোঝে না, তখন ইসোফ্যাগাল ক্যান্সারের আক্রমণের ভয় থাকে। তাই অ্যাসিডিটি থাকলে তাড়াতাড়ি ডাক্তারের সাহায্য নিতে হয়।

Related image

ত্বক জ্বালাপোড়া ঃ

এইরোগে হঠাৎ করে কনুই, হাঁটু, পশ্চাৎদেশ, পিঠ,মাথার তালুতে জ্বালাপোড়া শুরু হয়। তবে এই ভাইরাস কি? একটি ভাইরাস যার চিকিৎসাগত কোন লক্ষণ প্রকাশিত হয় না সেটিও ইমিউন সিস্টেমের উপর খারাপ প্রভাব ফেলতে পারে এবং সিলিয়াক ডিজিজের মত অটোইমিউন ডিজঅর্ডার তৈরি হয়।
কিন্তু কেন হয় এমন? গবেষকরা কি বলছেন? সিলিয়াক রোগে আক্রান্ত মানুষদের মধ্যে যাদের উচ্চমাত্রার রিও ভাইরাস অ্যান্টিবডি ছিলো তাদের মধ্যে একটি জিনের প্রকাশ দেখতে পাওয়া যায় যা IRF1 নামক প্রোটিন।T1L দুইভাবে কাজ করে – নিয়ন্ত্রক ইমিউন কোষের নির্দিষ্ট ধরনের গঠনকে দমন করে এবং গ্লুটেনের প্রতি ইনফ্লামেটরি প্রতিক্রিয়াকে উৎসাহিত করে।

Image result for sudden toilet habit change

টয়লেটের অভ্যাসের পরিবর্তন ঃ

ছোট ছোট ব্যার্থরুমে, ঘন ঘন যাওয়া অনেক সমস্যার কারণ হতে পারে। ডায়াবেটিস, ব্লাডার বা প্রোস্টেট ক্যান্সার। শুধু তাই নয় ডাইরিয়া, কোষ্ঠকাঠিন্য ওভারিয়ান ক্যান্সারের বা কোলন ক্যান্সারের কারণ হতেই পারে। এমন কি গ্যাসের সমস্যা, পেট ফাঁপা পাশাপাশি থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়াটা একান্ত জরুরী।

Image result for hemorrhoids

হেমোরয়েড ঃ

পরিপাকতন্ত্রের কোনো অংশে প্রদাহজনিত দীর্ঘমেয়াদি বা ক্রনিক অসুখগুলো খুব কষ্টদায়ক হয়, বিশেষ করে আলসারেটিভ কোলাইটিস ও ক্রনস ডিজিজ। পাইলস বা গেজ হলো মলদ্বারের এক ধরনের রোগ যেখানে রক্তনালীগুলো বড় হয়ে গিয়ে ভাসকুলার কুশন তৈরি করে।হেমোরয়েড দুইভাগে বিভক্ত – আভ্যন্তরীণ ও বাহ্যিক। এতে বসতে খুব অসুবিধা হয় এবং টেস্টের সাহায্যে ডাক্তারের পরামর্শে শরীরের ভিতরের রোগ বা লুকানো রোগ জানা যায়।

Related image

হাতের লেখার পরিবর্তন ঃ
পারকিনসন্স, মস্তিষ্ক ক্ষয় জনিত রোগ। স্বাক্ষর করতে গিয়ে হাত কাঁপে। রুগী বড়ো বড়ো লিখতে আরম্ভ করে। হাতের লেখায় জড়তা আসে। পরে অবশ্য সেই লেখা ছোট হয়ে যায়। এছাড়া শিক্ষকের ব্লাকবোর্ডে লেখা যদি ছাত্রদের বুঝতে কষ্ট হয় এবং বাক্য যদি জড়িয়ে লেখা হয়,তবে সেটাও এই রোগেরই লক্ষণ। নাশিকারন্ধে যদি ঘ্রাণ শক্তি হ্রাস পায়, সেটাও এই রোগের লক্ষণ। ন্যাশনাল পারকিনসন্স ফাউন্ডেশনের মতে ভীষণ আনন্দে বা দু:খে হাত কাঁপে। এমনকি হাঁটা চলা, শার্টের বোটাম লাগানো, তরকারি কাটা এসবের ক্ষেত্রে এই রোগ ভীষণ সমস্যা সৃষ্টি করে।এই রোগ মুখমণ্ডলের মাংস পেশি বা ফেসিয়াল মাসল-এর ভঙ্গিমাকেও শ্লথ করে।

Related image

হঠাৎ করে রেগে যাওয়া ঃ

অকস্মাৎ ডিপ্রেশন , যা মানুষ কে কেমল নিজেকে গুটিয়ে দেয় না তার সাথে হুট করে মানুষের মনে রাগ সৃষ্টি করে। সবসময় মনমরা হয়ে থাকলে, সব কিছুতেই বিরিক্ত লাগবে আর হুট করে রেগে আগুন হয়ে যায় মানুষ। ক্ষোভ ঐ রাগের মধ্য দিয়ে প্রকাশ পায়। এমন লক্ষণ দেখলে বুঝতে হবে যে ডিপ্রেশন এর প্রধান কারণ।

Image result for prolonged cough

দীর্ঘদিন যাবৎ কাশি ঃ

এমনি কাশি বিশেষ কোন রোগ না। তবে দীর্ঘদিন ধরে কাশি অ্যালার্জি, অ্যাসমা বা এ্যালার্জির সমস্যা যদি না থাকে তবে দীর্ঘদিন ধরে কাশি বিশেষ সংকট বা সমস্যা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াটা জরুরী।

Related image

স্মৃতিশক্তির অবনতি ঃ

এই রোগে আক্রান্ত ব্যাক্তির বুদ্ধি, স্মৃতি ও ব্যক্তিত্ব ক্রমান্বয়ে লোপ পায়। আলঝেইমারস ব্রেনের ক্ষয়জনিত রোগ, এটা কোন মানসিক রোগ নয়। আলঝেইমারস রোগ হলো ডিমেনশিয়ার একটি সাধারণ রূপ।এই রোগে বুদ্ধি, স্মৃতি ও ব্যক্তিত্ব ক্রমান্বয়ে লোপ পায়। ডা. এলইস আলঝেইমার ১৯০৬ সালে প্রথম এই রোগের বর্ণনা দেন। আগস্তি দেতার নামে এক ব্যক্তি অলীক দর্শন ও ভাবনা, স্মৃতিগত দুর্বলতা, কথা বলতে কষ্ট হওয়া, সঠিক শব্দটি স্মরণ করতে না পারা, খিটখিটে মেজাজ, রাগ, অসহিষ্ণুতা, সন্দেহপ্রবণতা ইত্যাদি সমস্যায় ভুগছিলেন। মৃত্যুপরবর্তী পরীক্ষায় দেখা গেল, তাঁর মস্তিষ্ক ছিল চুপসে যাওয়া ছোট আকারের। স্নায়ুতন্তুগুলো এমাইলয়েড প্ল্যাক দ্বারা মারাত্মকভাবে আক্রান্ত আর অবশিষ্ট নিউরনগুলো নিউরোফিব্রিলারি ট্যাঙ্গেলে ভরপুর। পরবর্তীকালে এজাতীয় রোগের নামকরণ করা হয় আলঝেইমারস। ডায়াবেটিস, হৃদ্‌রোগ, হাইপারটেনশন ইত্যাদি। এই রোগ জিনগত ও পরিবেশ গত কারণে হতে পারে। গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক থাকলে ধীরগতিতে এবং বেশি থাকলে দ্রুতগতিতে এসব পরিবর্তন ঘটতে থাকে। তবে প্রাথম থেকেই এর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Image result for নাক ডাকা

নাক ডাকা ঃ

স্লিপ অ্যাপনিয়া রোগীর ঘুমের মধ্যে অসংখ্যবার, এমনকি ঘন্টায় তিরিশ বা তারও বেশী বার শ্বাস প্রশ্বাস থেমে যেতে পারে, এবং প্রতিবার শ্বাস বন্ধ অবস্থার স্থায়িত্বকাল কয়েক সেকেন্ড থেকে মিনিট পর্যন্ত হতে পারে। এই রোগটির দুটো ধরণ রয়েছে। প্রথমটি হল অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যেখানে শ্বাসনালীর কোথাও কোন একটি বাধার কারণে শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে। রোগী যখন জোর করে শ্বাস নেয়ার চেষ্টা করে তখনই নাক ডাকার আওয়াজ হয়।দ্বিতীয় ধরণটি হল সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া যেখানে মস্তিষ্ক থেকে সঠিক সংকেত না পাওয়ায় শ্বাস প্রশ্বাসের মাংসপেশী মাঝে মাঝে কাজ বন্ধ করে দেয়।তবে এর সাথে উচ্চ রক্তচাপ, হৃদরোগ,স্ট্রোক,ডায়াবেটিসের মত রোগের সাথে এর সম্পর্ক রয়েছে। এছাড়া অতিরিক্ত ক্লান্তিভাব থেকে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে।তাই প্রাথমিকেই এই রোগের কারণে ডাক্তার দেখানো হলে বা ডাক্তারের পরামর্শ নিলে রোগটি কতটা ক্ষতি করছে জানা যায়।

Image result for ইরেকটাইল ডিসফাংশন

ইরেকটাইল ডিসফাংশান ঃ
 

পুরুষের অক্ষমতা বা দুর্বলতা সমাজে এখন সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে এটিকে তিন ভাগে ভাগ করা যায়।

  • ইরেকশন ফেইলিউর : লিঙ্গের উত্থানে ব্যর্থতা।
  • পেনিট্রেশন ফেইলিউর : লিঙ্গের যোনিদ্বার ছেদনে ব্যর্থতা।
  • প্রি-ম্যাচুর ইজাকুলেশন : সহবাসে দ্রুত বীর্য স্খলন বা স্থায়িত্বের অভাব।

এক্ষেত্রে যৌন আচরণের যে দিকটি পুরুষের জন্য অত্যন্ত স্পর্শকাতর তাহলো পুরুষাঙ্গ বা লিঙ্গের উত্থানে ব্যর্থতা। এটিকে অনেক সময় “ইরেকটাইল ডিসফাংশন “বলে। তবে শারীরিক বা দৈহিক নানা কারণে যেমন লিঙ্গ উত্থানে সমস্যা হতে পারে ঠিক তেমনি মানসিক সমস্যার কারণে বা আবেগজনিত কারণেও পুরুষত্বহীনতা হতে পারে। পুরুষাঙ্গ এর ধমনীগুলো হয় পাতলা, তাই যদি হার্ট ডিজিজ থাকে তবে এই ইরেকটাইল ডিসফাংশন দেখা যায়।

Image result for sudden bleeding 

 অকারণ রক্তপাত ঃ
অকারণে অকস্মাৎ রক্তপাত, উপসর্গ কিছু নেই, কিন্তু হঠ্যাৎ পড়ছে। কারণ এটা ইঙ্গিত দিচ্ছে যে, নিশ্চয় কিছু হয়েছে। যেমন? কাশির সাথে ক্যানসার লাংক্স ক্যান্সারের লক্ষণ হতে পারে। মুত্রের সাথে রক্তপাত, যা ব্লাডার বা কিডনি ক্যান্সার ঘটাতে সক্ষম। স্তন দিয়েও অনেক সময় রক্ত পড়ে, যা স্তন ক্যান্সারের কারণ। তাই অকারণ রক্তপাত, উপসর্গ হলে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে গিয়ে বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়া প্রয়োজনীয়।
এখন অনেকাটাই বিপদজনক শারীরিক চিহ্নগুলি সম্পর্কে জানা হলো। নিজেদের বুঝতে পারা যাবে যে, আসলে শরীর ঠিক আছে নাকি বিপর্যয়ের মুখে আমরা। আর জানা থাকলে প্রতিকার নিতে সুবিধা হয়। তাই আর দেরী নয়, সচেতনতার সময় এসেছে। আসুন সচেতন হয়ে নিরোগ হওয়া যাক।

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

Suvendu on Sandeshkhali: শুধু ভাইপো আর IPAC নয়, সন্দেশখালির ভিডিয়োর পিছনে হাত রয়েছে পুলিশেরও: শুভেন্দু

সন্দেশখালির ভিডিয়োর পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাক ছাড়াও...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Seikh Sahjahan: জমি দখল করে ২৬০ কোটি টাকার সম্পত্তি করেছে শেখ শাহজাহাঁ, আদালতে জানাল ইডি

সন্দেশখালির ভিডিয়ো নিয়ে শোরগোলের মধ্যেই আদালতে ইডির পেশ করা তথ্যে বিপদ আরও বাড়ল তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহাঁর। সোমবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতে জমি দখলের মামলার শুনানিতে ইডির আইনজীবী দাবি করেন, তদন্তকারীরা এখনো পর্যন্ত ২৬০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন যার পুরোটাই দুর্নীতির মাধ্যমে করেছে শেখ...

ভুয়ো অভিযোগ করিয়ে স্ত্রীকে জেলে ভরেছে পুলিশ, দাবি পাণ্ডুয়ায় আহত কিশোরের বাবার

গত সোমবার সকালে হুগলির পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণের কিশোর মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন গ্রেফতার রীতা বল্লভের স্বামী। ওই বিস্ফোরণে রীতাদেবী ও তাঁর স্বামী শুকদেব মণ্ডলের একমাত্র পুত্র রূপম ২টি হাতই উড়ে গিয়েছে। সোমবার চুঁচুড়ায় বিজেপি দফতরে এক সাংবাদিক বৈঠকে স্থানীয় বিজেপি প্রার্থী...

অভিযুক্তের নাম গোলাম শেখ বলে গ্রেফতার করছে না পুলিশ, সন্দেশখালিতে ফের জ্বলল বিক্ষোভের আগুন

রবিবারের পর সোমবারও ফের এক বার পুলিশের মহিলাদের বিক্ষোভে উত্তেজনা ছড়াল সন্দেশখালিতে। রবিবার তৃণমূল নেতা দিলীপ মল্লিককে মারধরের ঘটনায় গ্রেফতার ৪ বিজেপি কর্মীর মুক্তির দাবিতে সোমবার বিকেলে সন্দেশখালির বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল বাজারে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ, টাকা দিয়ে সন্দেশখালির মহিলাদের আন্দোলন...

Suvendu on Sandeshkhali: শুধু ভাইপো আর IPAC নয়, সন্দেশখালির ভিডিয়োর পিছনে হাত রয়েছে পুলিশেরও: শুভেন্দু

সন্দেশখালির ভিডিয়োর পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাক ছাড়াও হাত রয়েছে পুলিশের। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই ভিডিয়োয় বিজেপির সন্দেশখালি ২ নম্বর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের মুখে শোনা গিয়েছিল শুভেন্দুর নামও। এদিন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকেও চোর বলে দাবি করেন...

Egypt-Israel relations: ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের মাঠে মিশর, তলে তলে ইরানের সাথে ফন্দি

  Egypt-Israel relations: এবার ইসরায়েলের পিছনে পড়ল মিশর। ফিলিস্তিনিদের হয়ে এত কথা কেন বলছে দেশটা? শুধু তাই নয়, নেতানিয়াহুর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করে দিল। শুধুই কি ইসরাইলের উপর রাগ নাকি পুরোটাই কূটনৈতিক চাল? গাজার কথা কতটা ভাবছে মিশর? সাম্প্রতিক সময়, মিশরের সঙ্গে ইরানের বন্ধুত্বটাই কি এর আসল...

Calcutta High Court: বউবাজার বিস্ফোরণের অপরাধী খালিদের মুক্তিতে স্থগিতাদেশ প্রধান বিচারপতির বেঞ্চ

১৯৯৩ বউবাজার বিস্ফোরণকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপরাধী খালিদের মুক্তির ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ। ওই ঘটনার মূল অভিযুক্ত রশিদ খানের ছায়াসঙ্গী ছিল খালিদ।আরও পড়ুন: ফেক ভিডিয়ো তৈরির অভিযোগে ফের উত্তপ্ত সন্দেশখালি, TMC নেতাকে গণধোলাই মহিলাদেরপড়তে থাকুন: অপরাধীর নাম শেখ শাহজাহাঁ...

মোদীর অভিযোগের পরদিনই BJPর বিরুদ্ধে পালটা হুমকির অভিযোগে থানায় সন্দেশখালির মহিলা

সন্দেশখালির মহিলাদের তৃণমূলের গুন্ডারা হুমকি দিচ্ছে। প্রধানমন্ত্রীর এই অভিযোগের পরদিনই গুরুতর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সন্দেশখালির এক মহিলার দাবি, ধর্ষণের ‘ভুয়ো অভিযোগ’ তুলতে চাওয়ায় তাঁকে বাড়ি এসে হুমকি দিয়ে গিয়েছেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এমনকী থানায় গিয়ে নিরাপত্তা দাবি করেছেন তিনি।আরও পড়ুন:...

Ration Scam: রেশন দুর্নীতিতে ৮৭টা অভিযোগ পেয়েও চোখ কান বুজে বসেছিল পুলিশ, মানল রাজ্য সরকার

রেশন দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য পুলিশ। তাতে রাজ্যে রেশন দুর্নীতির ৮৭টি অভিযোগের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছে তারা। এই রিপোর্ট খতিয়ে দেখে আগামী ১৭ জুন আদালতে জবাব দেবে ইডি। ২৪ জুন পর্যন্ত রেশন দুর্নীতির ৬টি মামলায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ...

Israel-Hamas War: ভয়ঙ্কর চাপে ইসরায়েল, এক্ষুনি যুদ্ধ থামাতে হবে! যুক্তরাষ্ট্রের বড় দাবি

  Israel-Hamas War: বিশ্রী রকম চাপে জর্জরিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। টানাটানি হচ্ছে তাঁর গদি নিয়ে। এই মুহূর্তে গাজায় যুদ্ধ না থামলে কপাল পুড়তে পারে তাঁর। সেই চাপে, ভিতরে ভিতরে আলোচনা করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে। জো বাইডেন বলেই দিলেন, একটা শর্তে এক্ষুনি থেমে যাবে গাজা যুদ্ধ। স্বস্তি পাবে গাজার...

Abhijit Ganguly: পুলিশের দায়ের করা খুনের চেষ্টার মামলা চ্যালেঞ্জ করে আদালতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তাঁর বিরুদ্ধে পুলিশের দায়ের করা FIRকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্টে আবেদন করে FIR খারিজের দাবি জানিয়েছেন তিনি। মামলাটি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে বলে আবেদনটির।আরও পড়ুন:...

‘কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীপদ থেকে হঠানোর দাবি’, মামলা শুনলোই না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন। সেই তাঁকেই মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদন শুনতে নারাজ সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের সাফ জবাব, “আমরা এটা করতে পারি না।” আবেদনকারীর দাবি,...

মোদীর পাশে বিজেপি প্রতীক হাতে দাঁড়িয়ে ঠাট্টা-বিদ্রুপের শিকার নীতীশ কুমার

ডেস্ক: পটনায় জমজমাট রোডশো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর পাশে সারাক্ষণ বিজেপির প্রতীক হাতে মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মতাদর্শ যা-ই থাক, নীতীশ কুমারকে এ ভাবে দেখতে অভ্যস্ত নয় সাধারণ মানুষ, বিশেষ করে বিহারের জনসাধারণ। এই দৃশ্যের পর সমাজ মাধ্যমে...