Home ঘুরে আসি ঘুরে আসুন Sunwar gaon..

ঘুরে আসুন Sunwar gaon..

ঘুরে আসুন Sunwar gaon..

 

কালিম্পং থেকে মাত্র ৩০ মিনিটে পৌছে যেতে পারেন মন পাগল করা সুনওয়ার গাঁও তে।।কাঠের ঘর থেকে ১৮০ ডিগ্রী পাহাড়ি ঢাল, কিছুটা কাঞ্চনজঙ্ঘা আর নানান প্রজাপতি ও পাখিদের সহাবস্থান।। জঙ্গলের রাস্তা ধরে পায়ে হেঁটে পৌছে যান অচেনা কোনও গ্রামে, সাথে থাকবে হিমালয়ের চেনা মুখ।।

বারান্দায় বসে সানসেট এর দৃশ্য আপনার স্মৃতি পটে বহুদিন আঁকা থাকবে।।শুধু বারান্দায় বসেই কেটে যায় সারাবেলা।।।

চিত্রে থাকতে পারে: বাড়ি, উদ্ভিদ, আকাশ, গাছ, আউটডোর এবং প্রকৃতি

Sunwar gaon তেই গড়ে উঠেছে Himalayan Eagle homestay…সুদৃশ কাঠের ঘর।।

চিত্রে থাকতে পারে: উদ্ভিদ, গাছ, ফুল, আকাশ, আউটডোর এবং প্রকৃতি

বিশেষ করে ট্রিপল এবং ডাবল বেডেড রুম গুলি বেশ সুন্দর।।সবচেয়ে সুন্দর ট্রিপল বেডেড রুম গুলি
।বেশ পরিচ্ছন্ন সবকিছুই।।

চিত্রে থাকতে পারে: লিভিং রুম, টেবিল এবং ইন্ডোর

DBR 2000/ TBR 2500/ Four bedded room 3000 এবং Suit 3500..

চিত্রে থাকতে পারে: শয়নকক্ষ এবং ইন্ডোর

এবার আসি খাওয়া খরচে ।।খাওয়া দাওয়া’র খরচ টা একটু বেশি লেগেছে আমার।।৬৫০/ দিন/ মাথা।। এমাউন্ট টা বিশাল কিছু না হলেও ভ্যালু ফর মানি বিচার করলে ওটা ৫৫০ বা ৫০০ হলে ভাল ছিল।।এছাড়া যিনি দেখাশোনা করেন সুসান খাটতি তার ব্যবহার ও অনেক সময় আপনার কাছে খারাপ লাগতে পারে।।

চিত্রে থাকতে পারে: আকাশ, গাছ, পর্বত, গোধূলি, আউটডোর এবং প্রকৃতি

হোমস্টে থেকে কালিম্পং সাইটসিং ১৮০০ টাকা, আর শুধু কালিম্পং ড্রপ ৫০০ টাকা।।আমার সাজেশন খাওয়া দাওয়া বাইরেই করুন শুধু ডিনার টা ওখানে করতে পারেন।।এই বিষয় গুলি মানিয়ে নিলে Sunwar gaon এর এই হোমস্টে কিন্তু আপনার কাছে চিরকাল সুন্দর এক স্মৃতি হয়ে থাকবে৷ আমিও কোনও দিন ভুলতে পারব না এই অনবদ্য অভিজ্ঞতা কে।।চিত্রে থাকতে পারে: পর্বত, আকাশ, উদ্ভিদ, আউটডোর এবং প্রকৃতি

এই হোমস্টে সবচেয়ে পপুলার ব্রুনো।।দুটো দিন ব্রুনো আমাদের সফর সাথী হয়ে ছিল, যেখানেই গেছি ব্রুনো আমাদের অভিভাবক এর মত গাইড করেছে৷

চিত্রে থাকতে পারে: পর্বত, আকাশ, প্রকৃতি এবং আউটডোর

এত নম্র ভদ্র এবং বিনয়ী এলসেশিয়ান কোনও দিন দেখিনি।।আপনাদের ও মায়া পড়ে যাবে ব্রুনো প্রতি।।শুধু ওর জন্যই আবার যেতে মন চাইবে।।

Contact for booking+918910920174/ +919903228000

চিত্রে থাকতে পারে: আকাশ, পর্বত, গাছ, আউটডোর এবং প্রকৃতি

ছবিগুলি সঞ্জয় সিকিমিস্‌ গোস্বামীর ফেসবুক পোস্ট সংগৃহীত