Home ঘুরে আসি Travel: অজানা পাখির ডাকে ঘুম ভাঙবে এখানে, বেড়িয়ে আসুন পুরীর কাছে এই নেচার ক্যাম্প থেকে | Travel: Deras Neture camp near Puri offbeat tourist spot in Monsoon

Travel: অজানা পাখির ডাকে ঘুম ভাঙবে এখানে, বেড়িয়ে আসুন পুরীর কাছে এই নেচার ক্যাম্প থেকে | Travel: Deras Neture camp near Puri offbeat tourist spot in Monsoon

Travel: অজানা পাখির ডাকে ঘুম ভাঙবে এখানে, বেড়িয়ে আসুন পুরীর কাছে এই নেচার ক্যাম্প থেকে | Travel: Deras Neture camp near Puri offbeat tourist spot in Monsoon

[ad_1]

অফবিট পুরী

অফবিট পুরী

বর্ষাকাল মানেই পুরীতে বেড়াতে যাওয়ার হুড়ো হুড়ি পড়ে যায়। রথ যাত্রা তো রয়েইছে। সেই সঙ্গে বর্ষাকালে তো আর পাহাড়ে যাওয়া যায় না তখন সমুদ্র ছাড়া উপায় নেই। কাজেই পুরী আর দিঘা তখন হয়ে ওঠে একমাত্র বে়ড়ানোর জায়গা। যদিও পুরীতে সারাবছরই পর্যটকদের ভিড় থাকে। জগন্নাথ মন্দির দর্শন করতে যান সকলে। পুরীর আশপাশেও যে অনেক অফবিট জায়গা রয়েছে সেটা অনেকেই এখনও জানেন না।

ডেরাস নেচার্স ক্যাম্প

ডেরাস নেচার্স ক্যাম্প

যাঁরা ভাবছেন পুরী ঘুরতে যাবেন চার-পাঁচ দিনের ছুটিতে তাঁরা পুরী বেড়িয়ে চলে আসতে পারেন এই অফবিট জায়গায়। যার নাম ডেরাস নেচার্স ক্যাম্প। ভুবনেশ্বর থেকে এর দূরত্ব খুব বেশিও নয়। ভূবনেশ্বর থেকে গাড়িতে চলে আসা যায়। ডেরাস নেচার্স ক্যাম্পে থাকারও জায়গা রয়েছে। ডেরাস ড্যামের চারপাশ জুড়ে তৈরি হয়েছে এই নেচার্স ক্যাম্পটি। বর্ষা জলে ভরে যায় ডেরাস ড্যাম। তখন আরও সুন্দর দেখায়।

Travel: পুরী বেড়াতে যাচ্ছেন? এই অফবিট জায়গাটি কিন্তু দেখতে ভুলবেন নাTravel: পুরী বেড়াতে যাচ্ছেন? এই অফবিট জায়গাটি কিন্তু দেখতে ভুলবেন না

জলাধার ঘিরে জঙ্গল

জলাধার ঘিরে জঙ্গল

ডেরাস ড্যামকে ঘিরেই রয়েছে জঙ্গল। ভুবনেশ্বরের চন্দ্রকা নেচার্স ক্যাম্পের অংশ এটি। এখানে জঙ্গল সাফারিও করা যায়। তবে বর্ষাকালে জঙ্গল সাফারি না যাওয়াই ভাল। তার বদলে ওয়াচ টাওয়ারে বেশ কিছুটা সময় চুপ করে বসে থাকলে অনেক প্রাণীর আনাগোনা দেখা যায় অনেরক সহজে। ভুবনেশ্বর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরত্বে রয়েছে ডেরাস নেচার্স ক্যাম্প। ওড়িসা সরকার এখানকার সব ব্যবস্থাপনা করে থাকে।

Travel:ওড়িশার মিনি সুন্দরবন, দিঘার কাছেই বেড়িয়ে আসুন সেই জায়গা থেকেTravel:ওড়িশার মিনি সুন্দরবন, দিঘার কাছেই বেড়িয়ে আসুন সেই জায়গা থেকে

প্রকৃতির মাঝে বেশ কিছুক্ষণ

প্রকৃতির মাঝে বেশ কিছুক্ষণ

এই নেচার্স ক্যাম্পে প্রচুর ময়ুর রয়েেছ। ড্যামে যাওয়ার রাস্তায় দেখা যায় অসংখ্য মায়ুরের আনাগোনা। ড্যামের উপরে উঠে যাওয়া যায়। সেখান থেকে অসাধারণ লাগে সূর্যাস্ত দেখতে। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে দেওয়া যায়। নিরিবিলিতে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় এই ডেরাস নেচার্স ক্যাম্পে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হলে তো কথাই নেই আরো মোহময় হয়ে ওঠে এখানকার পরিবেশ।

Travel: দিঘা-পুরী নয় মিনি গোয়া, শহরের কাছে সেই পরিচ্ছন্ন সৈকতে বেড়িয়ে আসুন কয়েকদিনTravel: দিঘা-পুরী নয় মিনি গোয়া, শহরের কাছে সেই পরিচ্ছন্ন সৈকতে বেড়িয়ে আসুন কয়েকদিন

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here