Home ঘুরে আসি Travel: পুরী বেড়াতে যাচ্ছেন? এই অফবিট জায়গাটি কিন্তু দেখতে ভুলবেন না | Travel: বিশ্বনাথ মুণ্ডিয়া পুরীর কাছে এক অফবিট ট্যুরিস্ট স্পট

Travel: পুরী বেড়াতে যাচ্ছেন? এই অফবিট জায়গাটি কিন্তু দেখতে ভুলবেন না | Travel: বিশ্বনাথ মুণ্ডিয়া পুরীর কাছে এক অফবিট ট্যুরিস্ট স্পট

Travel: পুরী বেড়াতে যাচ্ছেন? এই অফবিট জায়গাটি কিন্তু দেখতে ভুলবেন না | Travel: বিশ্বনাথ মুণ্ডিয়া পুরীর কাছে এক অফবিট ট্যুরিস্ট স্পট

[ad_1]

অফবিট পুরী

অফবিট পুরী

পুরী বাঙালির সবচেয়ে প্রিয় বেড়ানোর জায়গা। পুরীতে বেড়াতে যাননি এমন বাঙালি দেখা যায় না। কিন্তু পুরীর কাছে পিঠেই যে অসংখ্য অফবিট জায়গা রয়েছে সেটা অনেকেই জানেন না। খুব সম্প্রতি পুরীর একাংশের সমুদ্র সৈকত গোল্ডেন বিচ হিসাবে তৈরি করা হয়েছে। সবচেয়ে পরিচ্ছন্ন সৈকত হিসেবে সেটি ব্লু ফ্ল্যাগ তকমা পেয়েছে। এখানে এখন অবশ্য অনেকেই আসছেন আবার অনেকে জানেনও না সেই সৈকতের কথা।

গুপ্ত বৃন্দাবন

গুপ্ত বৃন্দাবন

জানেন কি এই পুরীতেই রয়েছে গুপ্ত বৃন্দাবন। পুরী থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে রয়েছে গৌড় বিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন। অনেকেই জানেন না সেই জায়গার কথা। শোনা যায় শ্রী চৈতন্যদেব না কি পুরীতে এসে এই আশ্রমেই থাকতেন। বর্তমানে এই আশ্রমটি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে।

Travel:ওড়িশার মিনি সুন্দরবন, দিঘার কাছেই বেড়িয়ে আসুন সেই জায়গা থেকেTravel:ওড়িশার মিনি সুন্দরবন, দিঘার কাছেই বেড়িয়ে আসুন সেই জায়গা থেকে

মোহনা

মোহনা

পুরীর আরেকটি সুন্দর জায়গা হল মোহনা। যেখানে ধৌদিয়া নদী মিশে গিয়েছে বঙ্গোপসাগরে। সূর্যাস্তের সময়ে এখানকার সৌন্দর্য আরও বেড়ে যায়। পুরীর একেবারে কাছেই রয়েছে এই মোহনা। যাঁরা চিলকা গিয়েছেন তাঁরা তো মোহনা দেখেইছেন কিন্তু নদীর সঙ্গে সমুদ্রের এই সঙ্গম তাও আবার একেবারে পুরীর কাছে অসাধারণ একটা সৌন্দর্য তৈরি করে।

Travel: দিঘা-পুরী নয় মিনি গোয়া, শহরের কাছে সেই পরিচ্ছন্ন সৈকতে বেড়িয়ে আসুন কয়েকদিনTravel: দিঘা-পুরী নয় মিনি গোয়া, শহরের কাছে সেই পরিচ্ছন্ন সৈকতে বেড়িয়ে আসুন কয়েকদিন

নেতাজি মিউজিয়াম

নেতাজি মিউজিয়াম

স্বাধীনতার আগে থেকেই ওড়িশার সঙ্গে বাংলার একটা যোগ সূত্র রয়েছে। সেই যোগ সূত্র তৈরি করে দিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। কটকে যেমন তাঁর বাড়ি রয়েছে। তেমনই পুরীতেও রয়েছে তাঁর বাড়ি। যেটি এখন নেতাজি মিউজিয়ামে বলে পরিচিত। এখানে এলে নেতাজির ব্যবহৃত সব জিনিস দেখতে পাবেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়াম।

Travel:জানেন কি কলকাতাতেই রয়েছে পরেশনাথের মন্দির, সপ্তাহান্তের ছুটিতে দেখে আসুন এই মিনি রাজস্থানTravel:জানেন কি কলকাতাতেই রয়েছে পরেশনাথের মন্দির, সপ্তাহান্তের ছুটিতে দেখে আসুন এই মিনি রাজস্থান

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here