Home ঘুরে আসি Travel: পুরী যাচ্ছেন? বেড়িয়ে আসুন এই অফবিট লোকেশন থেকে | Travel: পুরীর কাছেই বেড়িয়ে আসুন অফবিট তাপাং থেকে

Travel: পুরী যাচ্ছেন? বেড়িয়ে আসুন এই অফবিট লোকেশন থেকে | Travel: পুরীর কাছেই বেড়িয়ে আসুন অফবিট তাপাং থেকে

Travel: পুরী যাচ্ছেন? বেড়িয়ে আসুন এই অফবিট লোকেশন থেকে | Travel: পুরীর কাছেই বেড়িয়ে আসুন অফবিট তাপাং থেকে

[ad_1]

তাপাং

তাপাং

একেবারে অফবিট একটা জায়গা। পুরীর একেবারেই কাছে। এক ঘেয়ে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছেন সেই পুরীর কাছেই রয়েছে একেবারে স্পেনের খাঁড়ির মত জায়গা। যেখানে গেলে মনে হবে না আপনি ভারতে রয়েছেন। মনে হবে স্পেনের কোনও সমুদ্রের খাঁড়িতে দাঁড়িয়ে রয়েছেন। ভারতে থেকেও বিদেশে থাকার অনুভূতি পাবেন।

ভার্জিন লোকেশন

ভার্জিন লোকেশন

তাপাং একেবারে ভার্জিন লোকেশন। ওড়িশার এই জায়গাটি খুব কম পর্যটক দেখেননি। পাথুরে খাদানের মাঝে নীল জলের হ্রদ। প্রকৃতির এমনই বৈচিত্র। যে বঙ্গোপসাহরের ঘোলাজলের ঢেউ যেখানে ঢিল ছোড়া দূরত্বে িঠক তার কাছেই হ্রদের নীল জল। সেরকম পাথুরে জমির মধ্যে এমন একটি সুন্দর হ্রদ পুরীর কাছেই অনেকেই জানেন না সেকথা। স্থানীয়রা এখানে শীতে পিকনিক করতে আসেন। সারা বছরই এখানে আসা যায়।

কীভাবে তৈরি এই হ্রদ

কীভাবে তৈরি এই হ্রদ

স্থানীয়রা জানিয়েছে বাড়ি তৈরির স্টোন চিপস এখানে খনন করে তৈরি করা হয়। পাথর কেটে তৈরি করার সময় একটি খাদানের তৈরি হয়েছিল। তারপরে বৃষ্টির জল জমে জমে এই হ্রদটি তৈরি হয়েছে। এই নদের জল একেবারে নীল। বর্ষাকালে এই হ্রদ আরও ভরে যায়। তখন আরও সুন্দর লাগে দেখতে।

কীভাবে যাবেন

কীভাবে যাবেন

পুরী থেকে বেশি দূরে নয় তাপাং। প্রথমে পর্যটকদের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল ওড়িশা সরকার। পরে ২০২২ সাল থেকে সেটি তুলে নেওয়া হয়েছে। ওড়িশার খুড়দা জেলার মধ্যে পড়ে তাপাং। পুরী থেকে খুব বেশি দূরে নয়। পুরী থেেক ৫৬ কিলোমিটার দূরে তাপাং। পথে পড়বে দয়া নদী। কলিঙ্গ যুদ্ধের সময় এই দয়া নদীর জল রক্তে লাল হয়ে গিয়েছিল। সেটাও দেখা যাবে যাওয়ার পথে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here