Home ঘুরে আসি Travel: বর্ষায় মোহময়ী দক্ষিণ, হানিমুনের সেরা ঠিকানা হতেই পারে এই জায়গা | Travel: এই বর্ষায় বেড়িয়ে আসুন ভারতের স্কটল্যান্ড থেকে

Travel: বর্ষায় মোহময়ী দক্ষিণ, হানিমুনের সেরা ঠিকানা হতেই পারে এই জায়গা | Travel: এই বর্ষায় বেড়িয়ে আসুন ভারতের স্কটল্যান্ড থেকে

Travel: বর্ষায় মোহময়ী দক্ষিণ, হানিমুনের সেরা ঠিকানা হতেই পারে এই জায়গা | Travel: এই বর্ষায় বেড়িয়ে আসুন ভারতের স্কটল্যান্ড থেকে

[ad_1]

ভারতের স্কটল্যান্ড

ভারতের স্কটল্যান্ড

স্কটল্যান্ড, সুইৎজারল্যান্ড তো অনেকেই যেতে চান। সকলের স্বপ্নের জায়গা সুইৎজারল্যান্ড। কিন্তু সেটা খরচ সাপেক্ষ ব্যাপার। সকলের পক্ষে সুইৎজারল্যান্ড যাওয়া সম্ভব নয়। তার পরিবর্তে বেড়িয়ে আসুন এমন একটি জায়গায় যেখানে সুইৎজার ল্যান্ডের ছোঁয়া রয়েছে। তাকে বলা হয় ভারতের সুইৎজারল্যান্ড। ঘূরে আসতে পারেন কুর্গ থেকে। মুগ্ধ হয়ে যাবে যেকেউ।

Bangkok food street at Kolkata: কলকাতাতেই ব্যাঙ্ককের ছোঁয়া, বেড়ানোর নতুন ডেস্টিনেশন কী হতে চলেছে জেনে নিনBangkok food street at Kolkata: কলকাতাতেই ব্যাঙ্ককের ছোঁয়া, বেড়ানোর নতুন ডেস্টিনেশন কী হতে চলেছে জেনে নিন

বর্ষায় মোহময় কুর্গ

বর্ষায় মোহময় কুর্গ

বর্ষায় দক্ষিণ ভারতের সবজায়গায় আরো বেশি করে মোহময় হয়ে ওঠে। এখানে অবশ্য সারাবছরই শীতল আবহাওয়া থাকে। তবে বর্ষায় এর সৌন্দর্য আরও বেড়ে যায়। অ্যাডভেঞ্চার প্রেমীদের পক্ষেও সেরা ডেস্টিনেশন এটা। কাছেই রয়েছে ব্রহ্মগিরি পাহাড়। ৩০০ ফুট উচ্চতার পাহাড় এটি। সবুজ পাহাড়, জঙ্গল, গাছপালা, ঝরনা কি নেই এখানে। এখানে জঙ্গল সফারিও করা যায়। নীলগিরি বেবুন, চিতল হরিণ, উড়ন্ত কাঠবিড়ালি, চিতা এবং পান্না পায়রা সহ একাধিক বিরল প্রজাতির পাখির দেখা মেলে এখানে।

Travel: শেরপাতার, সবুজে ঘেরা গ্রামে দেখতে পাবেন রকমারি সব পাহাড়ি ফুলTravel: শেরপাতার, সবুজে ঘেরা গ্রামে দেখতে পাবেন রকমারি সব পাহাড়ি ফুল

মাল্লালি জল প্রপাত

মাল্লালি জল প্রপাত

কুর্গের আরেকটি মোহময়ী দায়গা মাল্লালি জলপ্রপাত। পুষ্পগিরি পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া কুমারধারা নদী থেকে উৎপন্ন হয়েছে জলপ্রপাতটি। সেটি বর্ষায় আরও ফুলেফেঁপে ওঠে। যার জন্য বর্ষায় এই জলপ্রপাত আরও মোহময়ী হয়ে ওঠে। ৬০ মিটার উচ্চতা থেকে নীচে পড়েেছ জলপ্রপাতটি। বর্ষাকালে ঝরনার কাছে খুব বেশি যেতে দেওয়া হয় না।

Kolkata-Bangkok Road: কলকাতা থেকে ব্যাঙ্কক সোজা গাড়িতে, সত্যি হতে চলেছে আর কয়েকদিনের মধ্যেইKolkata-Bangkok Road: কলকাতা থেকে ব্যাঙ্কক সোজা গাড়িতে, সত্যি হতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই

তালাকাবেরী

তালাকাবেরী

কুর্গের আরেকটি দর্শনীয় স্থান তালা কাবেরী। ব্রহ্মগিরি পাহাড়ের উপরে অবস্থিত এই জায়গাটি থেকে কাবেরী নদীর বয়ে যাওয়া দেখা যায়। এখানে কাবেরী মাতার মন্দিরও রয়েছে। স্থানীয়রা এই জায়গাটিকে অত্যন্ত শুভ বলে মনে করেন। জুলাই মাস পর্যন্ত কুর্গ বেড়ানোর সেরা সময়। এই সময় আবহাওয়া যেমন মনোরম হয় তেমনই মনোরম হয় এই উপত্যকা। চারিদিক ফুলে ঢেকে থাকে এই সময়।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here