Homeফ্যাশন বাহারে বাহারী দূর্গাপূজা...

ফ্যাশন বাহারে বাহারী দূর্গাপূজা ২০১৭……

ওয়েব ডেস্কঃ  সামনে পূজো , তাই সাজ থাকবে না তাতো হয় না । আজ সাজের বাহারে বাহারী হয়ে একটু বাজার ঘুরে নিলে কেমন হয় ? এমনিতে GST  থাকায় কিছুটা ভাটা তো পড়েছে , কিন্তু বাঙালী নয় আপামর জনগণ নতুন সাজে নতুন পোষাকে পাণ্ডেলে নিজেদের প্রতিষ্ঠা করবে , এটা কে না চায় ? তাই বাজার মনের মতো না হলেও ফ্যাশানে সাধ্য অনুযায়ী মানুষ নিজেদের মতো সাজিয়ে নিচ্ছে , এটাই বা কম কিসের ?

Related image

তবে সাধ্যমত ঘুরে নি আমরা ২০১৭ পূজোর বাজার কেনাকাটিতে । উৎসবের দিনগুলোতে শাড়ি পড়ব না ড্রেস এই নিয়ে মতান্তর তো রয়েই যায় , তবে আমার কলমে আজ শাড়ী দিয়ে শুরু করি ।আমরা নতুন ট্রেন্ড বলতে আজকাল মেগা সিরিয়ালের দৌলতে সেই  নায়িকার শাড়ি বেশীর ভাগ মানুষ পছন্দ করি , তাই সেই দিকের শুরু করা যাক-

Image result for “হ্যান্ডলুম বুটিক

প্রথমেই এবারের টেলিভিশনের পর্দায় মেগা সিরিয়ালের সাথে যুক্ত কিছু শাড়ির কথা বলি ,যেমন “কুসুম দোলা “,”কেটিয়া “, সাধারণ“হ্যাণ্ডলুম বুটিক “ , ‘খেস “ “ঢাকাই “ ইত্যাদি।

এখানে শাড়ি আমাদের সাধারণের সাধ্যের মধ্যেই । যেমন “কুসুম দোলা “ , “কেটিয়া “ , হ্যাণ্ডলুম” বেশীর ভাগই ৫৫০ থেকে শুরু –  ২,৫৩৪ পর্যন্ত । এছাড়া আরো দামী তো আছেই । তবে রঙ পছন্দ মতো পাওয়া যাবে । ফুল হাতা নেটের সাথে পাশা কানের সাজ অসাধারণ ।

Related image

“খেস কাঁথা স্টিচ” ৭০০ – ২,৫৩৪ এর মধ্যে বেশ সুন্দর আর আমাদের আয়ত্ত্বের মধ্যে । এছাড়া হ্যাণ্ডলুম তো আছেই । ৫০০ থেকে যতটা পারা যায়,দামের সাথে  ফ্যাশান যেন কথা বলে ।

Image result for বাহুবলি শাড়ি

এরপর আসি , “বাহুবলী”শাড়ীতে – ছাপ রয়েছে এমন “ঘটচোলা “, “লহরিয়ে “, লিনেন মটকা কটন শাড়ি তো আছেই । এটি বাহুবলীর শাড়ীতে ছাপা ।এবছরের ট্রেণ্ডে বাংলার টাঙ্গাইল , বালুচরী শাড়ীতে নতুন ডিজাইন তোলা হয়েছে । তবে এই শাড়ীতে রেঞ্জ একটু বেশী হবে । মহেশ্বরী জুট সিল্ক , ভিঙ্কটগিরি , জারদৌসি , কলমকারি , রেঞ্জ এখানে ২০০০ সাধারণের জন্য , কিন্তু তার থেকে বেশী হলে জারদৌসি আরো খেলে ফ্যাশানের সাথে ।

Image result for লিনেন মটকা কটন শাড়ি

এবার একটু খোঁজ পেলাম “ উওরা ক্রিয়েশনস্‌ “ বুটিকের কর্ণধার তিথি মজুমদার ্সারা বছরই তাঁর শাড়ির সাথে ওঠা বসা , তাই কাস্টমারদের চাহিদা পূরণ করবেন সেটাই স্বাভাবিক । তবে এখানে ব্যবসা অনলাইনে । মোটামুটি ২০০০টাকা  – ৮০০০ টাকা পর্যন্ত । তবে  বাড়িতে বসেই আমরা পেতে পারি শাড়ী অনুরাগী নিজের শ্রেষ্ট চাহিদার সম্ভার ।  www.uttaracreations.net

Related image

পূজো এগিয়ে আসছে আর তার সাথে গরম ক্রমশ বেড়ে চলেছে , তাই একটু হাল্কা শাড়ীতে নিজেদের রাঙাতে বেশ মজাই লাগবে , তাই না?তাই হাতে নিতেই হল – “চান্দেরি শাড়ি”হালকা মেজাজে আরামপ্রদ শাড়ীর বাহারে এটি অনন্য।এবছেরে হট্‌ লিস্টে রয়েছে , পচমপল্লী , বোমকাই , নওভারি সিল্ক , বোমকাই , পৈঠানী ইত্যাদি ।

Related image

আর পূজোর পরে যারা বিয়ের পিড়িতে বসতে চলেছেন তাদের কথা ভেবে একটু বেনারসির কথা বলি। কিন্তু সব সময় তো সাধারণের বাইরে যাওয়া যায় না , তাই সাধ্য মতো পূজোর বৈচিত্র্যে একটু ঘুরে নেওয়া যাক –

Image result for বেনারসি শাড়ির ছবি ও দাম

বেনারসিঃ

ডিসাইন আরো দামী হলে তো কথাই নেই ।   বেনারসি – ১০,৩৪৮ – ১২, ৫০৮

এছাড়া রয়েছে , “কোরিয়াল বেনারসি “ , “মীনাকোরি বেনারসি “ , জামেবার বেনারসি “ এছাড়া প্রথাগত বেনারসি তো আছেই ।

এবারের কাঁথার কাজে একুশ অথবা বাইশ সুতোর কাজের ডিমাণ্ড রয়েছে । তবে পাল্লাসিল্ক ও সোনামুখী কাতান। এছাড়া মধুবনী , ব্লক প্রিন্ট , তেলেঙ্গনা কলমকারি তো আছেই, তবে বিষ্ণুপুরীর সিল্কের কদর কম নয় । তবে রেঞ্জ এখানে সাধ্যমতই ।

এবার আসি ভিন্ন পোষাকে –

Image result for western dresses for teenage girls

ওয়েস্টার্ন ট্রেণ্ডস্‌ঃ

পাশ্চাত্য ফ্যাশানে ড্রেস , তবে গলায় ও কাঁধে ডিজাইন রয়েছে । পোষাকের ঝুল অনুয়ায়ী তৈরি হয়েচ্ছে ম্যাক্সি ড্রেস।  কুঁচি দেওয়া রাফল্‌ড স্লিভ্‌স আর তার সাথে ট্ররন জিনস্‌ ও জেগিংসের জনপ্রিয়তা খুবি বেড়ে চলেছে ।যারা স্ট্যালিস তাদের সাথে আছে অ্যাংকল লেংথ জিনস্‌ ও প্যান্টস ।এছাড়া নতুনত্বের সাথেভ আছে কিমোনো স্টাইলে ট্রেঞ্জ কোর্ট। ইন্ডিয়ান আর ওয়েস্টার্নের  মূল কথার সাথে ধরা দিয়েছে অ্যাসিমেট্রিকাল কুর্তি ও পালাজো , একদম ট্রেণ্ডি লুক ।

Image result for western dresses for teenage girls

এবার একটু গাউনের কথা বলি।নেট ও লেসোয়ার্ক এর গেরোয়ালা গ্রাউন ,লেস বর্ডার দেওয়া লহঙ্গা চোলি,ইত্যাদি। এবছর স্কার্টের ক্ষেত্রে বেজ লং স্কার্ট , কুর্তার সাথে পালাজো প্যান্ট ,কোল্ড শোল্ডার জাম্পসুট ,ফ্রিল দেওয়া স্কার্ট ফ্যাশনে রয়েছে। এছাড়া এথনিক  চুড়িদারের কামিজ আর কুর্তি ও পালাজোর । তবে এই চুড়িদার কামিজের ঠিকানা তবে কিছু দেওয়া যাক ,

সামিয়া , ২৩ এ , শেক্সপিয়ার সরণি , কলকাতা – ১৭ ,

লাহেঙ্গা – ওয়েস্ট সাইড ক্যামাক স্ট্রিট

Related image

তবে বন্ধুরা অনেকটা আমরা ঘুরে নিলাম নিজেদের মত করে পরিচিতি হলাম আমাদের পোষাকে বাহারে । এবার কেনাকাটি সাধ্যের মধ্যে হয়ে যাক ।আমরা কিছুটা নিশ্চয় দিতে পারলাম ,আর অপেক্ষা নয় । এথনিক সাজে এবার নিজেদের সাজিয়ে তুলুন নতুন সাজে নিজেকে চিনুন ।

————————————————————————

 

 

 

 

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল ব্যবহার করে যেমন দ্রুত সল্টলেক পৌঁছে যাওয়া যায় তেমনি দ্রুত ফিরে আসা যায় রবীন্দ্র সদনে। তাই অফিস টাইমে বহু মানুষ গন্তব্যে পৌঁছনোর জন্য এই উড়ালপুল ব্যবহার করে থাকেন। আর...

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি ঘরে খোঁজ নিলে দেখা যাবে সেখানে আছে খারাপ হয়ে যাওয়া টিভি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, স্মার্ট ওয়াচ, ওয়াশিং মেশিন–সহ আরও অনেক কিছু। এই ই–বর্জ্য অনেকেই রাস্তায় ফেলে দিচ্ছেন বলে অভিযোগ।...

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও নাচিন্দা স্টেশনের মাঝে একটি বালিমাটি বোঝাই মোটর ভ্যান রেল লাইনে আটকে যায়। সজোরে ভ্যানটিতে ধাক্কা মারে ট্রেনটি। ধাক্কায় ভ্যানটি রেল লাইন থেকে ছিটকে নীচে পড়ে। খবরটি "খবর ২৪ ঘন্টা" অ্যাপে পড়ুন

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা দিয়েছে। আজ, রবিবারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতির পাশাপাশি মালদায় গরম ও অস্বস্তি রয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে গরম আছে। পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সর্তকতা...

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল চোরা শিকারি। যারা মূলত হরিণ শিকার করে। মাথায় ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে বলে জানা গিয়েছে। দেহ উদ্ধার করে কোস্টাল থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দেহ ময়না তদন্তের...

Israel–Hamas war: হামাসের সাহসে ইসরায়েলের আঁতে ঘা, ফিলিস্তিনকে সাহস যোগাচ্ছে বড় বড় দেশ

  Israel–Hamas war: মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে এখন গোটা বিশ্বজুড়ে যুদ্ধের আবহ। আর সেখানে বারংবার কেন্দ্রবিন্দুতে চলে আসছে একটাই নাম। সেটা হল হামাস। গত সাত মাস হয়ে গিয়েছে, গাজায় অব্যাহত ইসরায়েলের হামলা। কিন্তু এখনো পর্যন্ত নির্মূল করতে পারেনি হামাসকে। সাম্প্রতিক ডেটা অনুযায়ী, গাজায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে হামাস।...

রাহুল, রাজনাথ, স্মৃতি ইরানির ভাগ্য নির্ধারিত হবে পঞ্চম দফার ভোটে, নজর আর কোন কোন কেন্দ্রের দিকে  

ডেস্ক: সোমবার ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় যাঁদের ভাগ্য নির্ধারিত হচ্ছে তাঁদের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য নাম রাহুল গান্ধী এবং স্মৃতি ইরানি। বিশিষ্টদের তালিকায় রাহুল গান্ধীর নাম স্বাভাবিক ভাবে এলেও স্মৃতি ইরানির নাম আসার কারণ কী? শুধুই কি কেন্দ্রীয় মন্ত্রী বলে? না। স্মৃতি ইরানির...

স্বাতী মালিওয়াল মামলায় দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবি, ‘ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ গায়েব’

নয়াদিল্লি: আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় দিল্লি পুলিশ একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ উধাও হয়ে গিয়েছে। পুলিশের বাজেয়াপ্ত করা সিসিটিভিতে ঘটনার ফুটেজ ফাঁকা দেখাচ্ছে। বিভব কুমারের রিমান্ড নেওয়ার সময় দিল্লি পুলিশ আদালতে এ কথা...

Suvendu Adhikari: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতা নিশানা শুভেন্দুর

ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছাত্রধর মাহাতো তাঁকে জঙ্গলমহল চিনিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই দাবির বিরোধিতা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, তিনি জঙ্গলমহল মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনিয়েছিলেন। পাশাপাশি তাঁর দাবি, যদি ছত্রধর মাহাতো ‘তাঁর লোক’ হয় তবে কিষাণজিও ‘তাঁর লোক’। তাই জানেশ্বরী হত্যাকাণ্ডের দায়ও...

সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি-সহ ৪৯ কেন্দ্রে ভোট

ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এ দিন ৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৭টি কেন্দ্র রয়েছে। ভোট শুরু হবে সকাল ৭টা থেকে। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। নির্বাচন কমিশনের হিসেবমতে ৬৯৫ জন প্রার্থীর...

পঞ্চম দফার ভোট শুরু আগেই বাজেয়াপ্ত ৮৮৮৯ কোটি টাকা! মাদক ও নগদ টাকা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: সোমবার (২০ মে, ২০২৪) লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। শুরু থেকেই নির্বাচনের সময় ভোটারদের আকৃষ্ট করতে অর্থশক্তির ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ধারাবহিক পদক্ষেপে লোকসভা নির্বাচনের সময় অবৈধ অর্থ ও মাদক উদ্ধারের রেকর্ড করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, নির্বাচন কমিশনের পদক্ষেপে ৮৮৮৯ কোটি টাকা...

NIA in Purba Medinipur: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এর আগের দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। আর এবার বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়া খুনের মামলায় তৎপর হল এনআইএ। আজ শনিবার পূর্ব মেদিনীপুরের ময়নায় পৌঁছন এনআইএ’র তদন্তকারী আধিকারিকরা। এই মামলায় আগেই এনআইএকে...