Homeঅফ-বিট"ভাষা দিবস " ~...

“ভাষা দিবস ” ~ রক্তের চাদরে লেখা অমর ২১ শে…

” হাওয়ায় হাওয়ায় ওড়ে, ঘোরে হাতে হাতে,
মিছিলের পতাকা হয় বারবার রক্তাপ্লুত শার্ট “~ শামসুর রহমান…
 
ভাষা মনের অব্যক্ত কথার বাহক। কিন্তু এই ভাষা যদি মাতৃভাষা হয় তবে তো জীবন সাবলীল হয়ে যায়। মায়ের মুখের কথা যা সময়ের সাথে সদ্যজাতকের কান আর মনের মরমী কথা, তার প্রেমটাই তো আলাদা। এ যেন সেই রাধার কথা ” কানের ভিতর দিয়ে মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ”। তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে বাংলা ভাষা আন্দোলনের সূতিকাগার গড়তে তৎপর হলো ১৯৪৭ সাল। আসুন ইতিহাসের সাক্ষীগোপাল হয়ে আজ-কাল ধরে এগোতে থাকি পরিণতির দিকে।
Image result for ভাষা বিদস -অমর ২১ শে
সময়টা নভেম্বর মাস, পাকিস্থানের এডুকেশনাল কনফারেন্স “চলছে, উদ্যোগী হলেন সেই সময়ের শিক্ষামন্ত্রী “ফজিজুল রহমান “, আগত সকল প্রতিনিধিরা বলছেন উর্দূ একমাত্র রাষ্টীয় ভাষা হবে। প্রতিষ্ঠা করতে বিরোধিতা করেন, আর বাংলাকে সম অধিকার দিতে দাবী জানান, আর ৭ ই নভেম্বর সেই উদ্যোগকে হাতে নিয়েই সংসদে দাবি উত্থাপন। আর এখানেই শুরু হলো শত শত নাগরিকের স্বাক্ষর নিয়ে স্মারকপত্র নিয়ে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের কাছে পেশ। বিশ্ববিদ্যালয় তখন সমাবেশ আর মিছিলের ডাকে সামিল। দাবি বাংলাভাষার স্বীকৃতি।

Image result for ভাষা বিদস -অমর ২১ শে

১৯৪৮ সাল, পূর্ব পাকিস্থানে “স্টুডেন্টস লিগ ” এর জন্ম। কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তখন শেখ মুজিবর রহমান। এরা অ্যাণ্টি বেঙ্গলী পলিসির বিপক্ষে সোচ্চার প্রতিবাদী বৃন্দ। ধর্মের আড়ালে চাপান্তরের প্রতিবাদে বিবিধ ক্যাম্প করা হয়েছিল। ২৩ শে ফেব্রুয়ারি, গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্তের হাত ধরেই প্রথম বিল পেশ করা হলো। কিন্তু বাধ সাধেন লিয়াকৎ আলি খান ও খাজা নাজিমুদ্দিন। বার বার উত্থাপনের পরেও বিধি বাম হয়ে ধরা দেয়। এরপর ১১ শে মার্চ ধর্মঘট ঘোষণা করা হয়। আর এই দিনই সমাবেশ শেষ হওয়া মিছিলে পুলিশি হামলা আর গ্রেফতার হন শামসুল হক, কাজী গোলাম, মাহবুব, শেখ মুজিবর রহমান, শওকত আলী, অলি আহাদ।
Image result for ভাষা বিদস -অমর ২১ শে

গ্রেফতার কিন্তু বৃথা নয়, কারণ খাজা নাজিমুদ্দিন বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্থান দিতে একটি অঙ্গীকার নামায় সই করলেও, জিন্নাহ তা বাতিল করেন। জিন্নার মতে “উর্দু “ই পাকিস্থানের একমাত্র ভাষা। তাঁর ভাষায় ” The state language therefore, must obviously be Urdu, a language that has been nurtured by a hundred millions Muslims of this sub – continent,…………. nearest to the language used in other Islamic countries “.
Image result for ভাষা বিদস -অমর ২১ শে
এই ব্যক্তিতা প্রতিবাদের মিছিল বয়ে আনে। তবে জিন্নাহ ঢাকা ত্যাগের পর বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন আরো বিস্তৃত হয়। কিন্তু জিন্নার মৃত্যুর পর নাজিমুদ্দিন জিন্নহের পদাঙ্ক অনুসরণ করেন। ১৯৪৯, ৯ ই মার্চ মৌলানা আকরাম খানকে চেয়ারম্যান করে ১৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ১৯৫০ সালের ১১ মার্চ “Dhaka University State Language Movement Committee “গঠিত হয়। ১৯৫০ সালের ১৪ ই নভেম্বর উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করার প্রস্তাব গৃহীত হয়। ১৯৫১ সালের ১১ মার্চ The Dhaka University State Language Movement “বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণার পাশাপাশি একটি স্মারকলিপি পাঠানো হয়। ১৯৫১ সালের ভাষা আন্দোলনের নেতৃত্বাধীন ছিল The Dhaka University State Language Movement Committee, সমাবেশে সক্রিয় ভূমিকায় ছিলেন কাজী গোলাম মাহবুব, অলি আহাদ, গাজীওল হক প্রমুখ।
Image result for ভাষা বিদস -অমর ২১ শে
১৯৫২ সালের ১৮ ই ফেব্রুয়ারি, পাকিস্থান সরকার ২১ ফেব্রুয়ারি ধর্মঘটের পরিপ্রেক্ষিতে পাশাপাশি ১৪৪ নং ধারা জারি করে সকল সভা সমাবেশ নিষিদ্ধ হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মিছিলে সমাবেশ ও ১৪৪ ধারা ভাঙার অপরাধে গুলি বর্ষণ। মৃত্যুর মুখে লুটিয়ে পড়ে আবুল বরকত, আব্দুল জব্বার, রফিকউদ্দিন আহমেদ। ভাষার মুখেতেই মিলিয়ে যায়, আর হিংস্রতার তালে তাল রেখে অহিউল্লাহ নামে এক ৯ বছরের শিশু মৃত্যুর মুখে ঢলে পড়ে। আর প্রতিবাদের রাশিচক্র মিছিলের মুখে এক হয় হাজারো মানুষ। বিপর্যয়ের মুখে পড়ে ” দি মর্নিং নিউজ “, আগুণের লেলিহান শিখা হুতাশনের মতো গ্রাস করে। তবুও থামেনি ছাত্র সমাজ, নুরুল আমিন তড়িঘড়ি করে স্বীকৃতির প্রস্তাব আনেন আর তা পাশ হয়ে যায়। ১৯৫৫ সালের ৩ রা ডিসেম্বর ভাষা আন্দোলনের দাবী বাংলা একাডেমী যাত্রা শুরু করে।
এবার সেই ব্রহ্মমূহুর্ত এসে উপস্থিত, ১৯৫৬ সালের ১৬ ই ফেব্রুয়ারি পাকিস্থানের গণপরিষদে বাংলাকে স্বীকৃতি প্রদান করা হয়, আর সংবিধানের অন্তর্গত করার জন্যই প্রস্তাব উপস্থাপন করা হয়। ২১ শে ফেব্রুয়ারি শহীদ মিনারের উদ্বোধন করা হয়। ১৯৫৬ সালের ২৬ শে ফেব্রুয়ারি জাতীয় সংসদে বাংলা আর উর্দু পাকিস্থানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি পায়। ১৯৫৭ সালের ৩ রা মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করে পাকিস্থানের সংবিধানে কার্যকারী করা হয়। ১৯৫২ সালের পর থেকেই বাংলা ভাষাকে রাষ্টীয় ভাষার মর্যাদা দেওয়ার লক্ষে, শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই জাতীয় দিবসটি পালন করা হয়। ১৯৯৯ সালের ১৭ ই নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়।
Image result for ভাষা বিদস -অমর ২১ শে

এই ২১ শে ফেব্রুয়ারি হলো শহীদ রক্তের ঋণ। ঘন ঘন পথ পরিবর্তনের মধ্য দিয়ে আলাপ। বারে বারে আর্তি আর নিবেদনের সাথে অপেক্ষা প্রতিষ্ঠার। রক্তে ভেজা তুলির আঁকড়ে বাংলা ভাষার স্বীকৃতি। এই স্বাধীনতা হলো বীজ বপন আর আবাদযোগ্য ভূমি। রোপনের সাথে স্বাধীনতা বীজ আর ফসলের অঙ্গীকার – ২১ শের ভোর।

 

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

Israel–Hamas war: হামাসের সাহসে ইসরায়েলের আঁতে ঘা, ফিলিস্তিনকে সাহস যোগাচ্ছে বড় বড় দেশ

  Israel–Hamas war: মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে এখন গোটা বিশ্বজুড়ে যুদ্ধের আবহ। আর...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা দিয়েছে। আজ, রবিবারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতির পাশাপাশি মালদায় গরম ও অস্বস্তি রয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে গরম আছে। পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সর্তকতা...

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল চোরা শিকারি। যারা মূলত হরিণ শিকার করে। মাথায় ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে বলে জানা গিয়েছে। দেহ উদ্ধার করে কোস্টাল থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দেহ ময়না তদন্তের...

Israel–Hamas war: হামাসের সাহসে ইসরায়েলের আঁতে ঘা, ফিলিস্তিনকে সাহস যোগাচ্ছে বড় বড় দেশ

  Israel–Hamas war: মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে এখন গোটা বিশ্বজুড়ে যুদ্ধের আবহ। আর সেখানে বারংবার কেন্দ্রবিন্দুতে চলে আসছে একটাই নাম। সেটা হল হামাস। গত সাত মাস হয়ে গিয়েছে, গাজায় অব্যাহত ইসরায়েলের হামলা। কিন্তু এখনো পর্যন্ত নির্মূল করতে পারেনি হামাসকে। সাম্প্রতিক ডেটা অনুযায়ী, গাজায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে হামাস।...

রাহুল, রাজনাথ, স্মৃতি ইরানির ভাগ্য নির্ধারিত হবে পঞ্চম দফার ভোটে, নজর আর কোন কোন কেন্দ্রের দিকে  

ডেস্ক: সোমবার ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় যাঁদের ভাগ্য নির্ধারিত হচ্ছে তাঁদের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য নাম রাহুল গান্ধী এবং স্মৃতি ইরানি। বিশিষ্টদের তালিকায় রাহুল গান্ধীর নাম স্বাভাবিক ভাবে এলেও স্মৃতি ইরানির নাম আসার কারণ কী? শুধুই কি কেন্দ্রীয় মন্ত্রী বলে? না। স্মৃতি ইরানির...

স্বাতী মালিওয়াল মামলায় দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবি, ‘ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ গায়েব’

নয়াদিল্লি: আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় দিল্লি পুলিশ একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ উধাও হয়ে গিয়েছে। পুলিশের বাজেয়াপ্ত করা সিসিটিভিতে ঘটনার ফুটেজ ফাঁকা দেখাচ্ছে। বিভব কুমারের রিমান্ড নেওয়ার সময় দিল্লি পুলিশ আদালতে এ কথা...

Suvendu Adhikari: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতা নিশানা শুভেন্দুর

ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছাত্রধর মাহাতো তাঁকে জঙ্গলমহল চিনিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই দাবির বিরোধিতা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, তিনি জঙ্গলমহল মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনিয়েছিলেন। পাশাপাশি তাঁর দাবি, যদি ছত্রধর মাহাতো ‘তাঁর লোক’ হয় তবে কিষাণজিও ‘তাঁর লোক’। তাই জানেশ্বরী হত্যাকাণ্ডের দায়ও...

সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি-সহ ৪৯ কেন্দ্রে ভোট

ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এ দিন ৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৭টি কেন্দ্র রয়েছে। ভোট শুরু হবে সকাল ৭টা থেকে। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। নির্বাচন কমিশনের হিসেবমতে ৬৯৫ জন প্রার্থীর...

পঞ্চম দফার ভোট শুরু আগেই বাজেয়াপ্ত ৮৮৮৯ কোটি টাকা! মাদক ও নগদ টাকা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: সোমবার (২০ মে, ২০২৪) লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। শুরু থেকেই নির্বাচনের সময় ভোটারদের আকৃষ্ট করতে অর্থশক্তির ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ধারাবহিক পদক্ষেপে লোকসভা নির্বাচনের সময় অবৈধ অর্থ ও মাদক উদ্ধারের রেকর্ড করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, নির্বাচন কমিশনের পদক্ষেপে ৮৮৮৯ কোটি টাকা...

NIA in Purba Medinipur: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এর আগের দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। আর এবার বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়া খুনের মামলায় তৎপর হল এনআইএ। আজ শনিবার পূর্ব মেদিনীপুরের ময়নায় পৌঁছন এনআইএ’র তদন্তকারী আধিকারিকরা। এই মামলায় আগেই এনআইএকে...

Srijan Bhattachariya: পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, প্রতিবাদে থানা ঘেরাও সৃজনের

ভোটের আগে যাদবপুর কেন্দ্রে এক সিপিএম কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, যে সিপিএম কর্মীকে মারধর করা হয়েছে তিনি ক্যানসার আক্রান্ত। এনিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মারধরের প্রতিবাদে বিক্ষোভ অবরোধের পাশাপাশি থানা ঘেরাও করে সিপিএম। তাতে...

Sayantika Banerjee: জয়ী হলে মেয়েদের জন্য ‘সম্পূর্ণা’ চালু করবেন, আর কী আশ্বাস তৃণমূলের সায়ন্তিকার

দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে চারটি দফার ভোট শেষ হয়েছে। এখনও তিনটি দফার ভোট বাকি রয়েছে। তবে লোকসভা নির্বাচনের মধ্যেই উপনির্বাচন হচ্ছে বাংলার দুটি বিধানসভা আসনে। একটি হল ভগবানগোলা এবং অন্যটি হল বরানগর। ভগবানগোলায় উপনির্বাচন হয়ে গেলেও বরানগরে উপনির্বাচন হবে ১ জুন। এই কেন্দ্রে...

DM bunglow seizure order: জমি অধিগ্রহণের পরেও মালিককে দাম মেটানো হয়নি, DM-র বাংলো বাজেয়াপ্ত করার নির্দেশ

আদালতের নির্দেশ ছিল জমি অধিগ্রহণের জন্য দাম মেটাতে হবে। কিন্তু, সেই নির্দেশ বারবার অমান্য করেছে জেলা প্রশাসন। সেই সংক্রান্ত মামলায় নজিরবিহীন নির্দেশ দিল পূর্ব বর্ধমানের জেলা ও দায়রা আদালত। অধিগ্রহণ হওয়া জমির দাম না মেটানোর জন্য পূর্ব বর্ধমানের জেলা শাসকের বাংলো বাজেয়াপ্ত করার নির্দেশ...